PDA

View Full Version : অ্যাপলের আর স্যামসাংয়ের সাথে প্রতিযোগিতায় হুয়াওয়ে মোবাইল কোম্পানী



Tofazzal Mia
2018-10-21, 03:22 PM
অ্যাপলের আর স্যামসাংয়ের সাথে প্রতিযোগিতায় নেমেছে হুয়াওয়ে মোবাইল কোম্পানী। সম্প্রতি তারা অভিনব প্রযুক্তি ও ফিচারে মার্কেটে নতুন ফোন নিয়ে আসছে। সম্প্রতি ইংল্যান্ডে এক আয়োজনে মেইট টোয়েন্টির চারটি সংস্করণ মার্কেটে ছাড়ার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি কোম্পানিটি।
কেননা অ্যাপলের আর স্যামসাংকে টপকে এই স্মার্টফোন সিরিজে আনা হয়েছে লাইকা ক্যামেরার প্রযুক্তি। এছাড়াও এই স্মার্টফোনগুলোতে থাকবে আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স টেলিফোটো লেন্স আর একটি ম্যাক্রো লেন্স। এই ম্যাক্রো লেন্স দিয়ে আড়াই সেন্টিমিটার পর্যন্ত কাছের বস্তুর ছবি তোলা যাবে। মেইট ২০--এর দাম রাখা হবে ৭৯৯ থেকে ৮৪৯ ইউরো এবং মেইট ২০ প্রো-এর দাম পড়বে ১০৪৯ ইউরো।
6526

SumonIslam
2018-10-29, 05:27 PM
অ্যাপলের আর স্যামসাংয়ের সাথে প্রতিযোগিতায় নেমেছে হুয়াওয়ে মোবাইল কোম্পানী। সম্প্রতি তারা অভিনব প্রযুক্তি ও ফিচারে মার্কেটে নতুন ফোন নিয়ে আসছে। সম্প্রতি ইংল্যান্ডে এক আয়োজনে মেইট টোয়েন্টির চারটি সংস্করণ মার্কেটে ছাড়ার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি কোম্পানিটি।
কেননা অ্যাপলের আর স্যামসাংকে টপকে এই স্মার্টফোন সিরিজে আনা হয়েছে লাইকা ক্যামেরার প্রযুক্তি। এছাড়াও এই স্মার্টফোনগুলোতে থাকবে আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স টেলিফোটো লেন্স আর একটি ম্যাক্রো লেন্স। এই ম্যাক্রো লেন্স দিয়ে আড়াই সেন্টিমিটার পর্যন্ত কাছের বস্তুর ছবি তোলা যাবে। মেইট ২০--এর দাম রাখা হবে ৭৯৯ থেকে ৮৪৯ ইউরো এবং মেইট ২০ প্রো-এর দাম পড়বে ১০৪৯ ইউরো।
6526

এশিয়ার বাজারে বিক্রি শুরু হলো হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন মেইট টোয়েন্টি। চীনা প্রযুক্তি কোম্পানিটি বলছে, এটিই বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন। হুয়াওয়ের মেইট টোয়েন্টি সিরিজের স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে তিনটি অত্যাধুনিক ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। একটি ৪০ মেগাপিক্সেল, একটি ৮ মেগা পিক্সেলের টেলিফটো এবং অন্যটি ২০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা। সব মিলিয়ে ছবি তোলার ক্ষেত্রে ১৬ থেকে ২৭০ মিলিমিটার জুম ল্যান্সের সুবিধা পাওয়া যাবে ফোনটিতে। এ ছাড়া এই ফোনটি দিয়ে মাত্র আড়াই সেন্টিমিটার দূরত্বেও স্বচ্ছ ছবি তোলা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সুবিধা থাকা এ ডিভাইসের ক্যামেরা শুধু ছবি তোলার জন্যই নয়, বিভিন্ন তথ্য দিয়েও সহযোগিতা করবে। যেমন কোন খাবারে কি পরিমাণ ক্যালরি আছে, তা জানিয়ে দেবে ফোনটি। কোনো কিছুর ছবি তুলে সেটিকে ত্রিমাত্রিক (থ্রিডি) হিসেবে উপস্থাপন করা যাবে। তবে ফোনটি বাংলাদেশের বাজারে আসবে নভেম্বরে।

SaifulRahman
2018-11-15, 05:30 PM
কম দামে পশ্চিমা ব্র্যান্ডের আদলে প্রযুক্তি পণ্য তৈরি করে এক সময় বাজার দখল করেছিল চীনা প্রতিষ্ঠানগুলো। কিন্তু সেখান থেকে সরে এসে এখন নিজেদের উদ্ভাবনের উপর জোর দিয়েছে তারা। এজন্য বিপুল পরিমান বিনিয়োগ করছে শুধু গবেষণা খাতেই। এক হুয়াওয়ে বছরে ১ লাখ কোটি টাকার বেশি খরচ করছে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্যে। যার মাধ্যমে তারা আগামী দিনের প্রযুক্তি দুনিয়ায় নেতৃত্ব দিতে চায়।

FXBD
2018-11-18, 04:16 PM
হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে আজকে থেকে (১৮ নভেম্বর) হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট ২০ প্রো দেশের বাজারে ছাড়া হবে। অত্যাধুনিক এই স্মার্টফোনটি রয়েছে কিরিন ৯৮০ প্রসেসর ও লেইকা ক্যামেরা। এছাড়াও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনটিতে ইএমউইআই ৯ ব্যবহার করা হয়েছে। এতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলক উভয় সুবিধাই রয়েছে। মেট ২০ প্রো ফোনে রয়েছে থ্রিডি ডেপথ সেন্সিং ক্যামেরা। ফোনটির সামনে রয়েছে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা। মেট ২০ প্রোতে রয়েছে ৬ দশমিক ৩৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। মেট ২০ প্রো ফোনে থাকছে ৪২০০ এমএএইচ ব্যাটারি। এর পেছনে তিন ক্যামেরা। ৪০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, আল্ট্রা ওয়াইড ২০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর ক্যামেরা। হ্যান্ডসেটটি দিয়ে পানির দেড় মিটার গভীরে গিয়ে আন্ডারওয়াটার মোড ব্যবহার করে ছবি তোলা যাবে।
অবশ্য ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ফোনটির অগ্রিম অর্ডার নেওয়া হবে। মেট ২০ ফোনটির দাম হতে পারে ৯০-৯৫ হাজার টাকার কাছাকাছি।
https://i1.wp.com/banglatech24.com/wp-content/uploads/2018/10/huawei-mate-20-sries.jpg?resize=798%2C483&ssl=1

DhakaFX
2018-11-26, 12:55 PM
বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড। চীনভিত্তিক এই প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবহার না করতে যুক্তরাষ্ট্র তাদের সব মিত্র দেশের ওয়্যারলেস ও ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোকে প্ররোচিত করার চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর যেসব ওয়্যারলেস ও ইন্টারনেট সেবাদাতা কোম্পানি হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহার করছে, তারা যাতে চীনা প্রতিষ্ঠানটিকে বর্জন করে সেজন্য জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে এসব দেশের সরকারের পাশাপাশি টেলিকম নির্বাহীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মার্কিন কর্মকর্তারা। কেননা হুয়াওয়ের পণ্যের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির আইনপ্রণেতাদের দাবি, চীনের কমিউনিস্ট সরকার বিভিন্ন দেশে গুপ্তচরবৃত্তি চালাতে হুয়াওয়েকে ব্যবহার করতে পারে। তাদের আশঙ্কা, মোবাইল ডিভাইসসহ অন্য পণ্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য হাতিয়ে নিয়ে তা চীন সরকারকে সরবরাহ করছে হুয়াওয়ে। মার্কিন একাধিক গোয়েন্দা সংস্থা এরই মধ্যে দেশটির নাগরিকদের হুয়াওয়ের পণ্য ব্যবহার না করতে পরামর্শ দিয়েছে। তবে পণ্যের নিরাপত্তা নিয়ে যে আশঙ্কার কথা বলা হচ্ছে, তা বরাবরই নাকচ করে আসছে হুয়াওয়ে।