PDA

View Full Version : চীনের বিশ্বের দীর্ঘতম সেতু নির্মাণ



habibi
2018-10-23, 07:16 PM
চীনের বিশ্বের দীর্ঘতম সেতু নির্মাণ

নির্মাণ কাজ শুরু হওয়ার ৯ বছর পর চীনের প্রেসিডেন্ট জি জিনপিং আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র ক্রসিং সেতু আজ উম্মুক্ত করেছেন। চীনের মুল ভূখণ্ডের ঝুহাই শহরের সাথে ৫৫ কিলোমিটার বা ৩৪ মাইল দীর্ঘ এ সেতু সংযুক্ত করবে হংকং ও ম্যাকাওকে। সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার (১৫.৩ বিলিয়ন ইউরো) এবং যদিও এর কাজ ২০১৬ সালে সম্পন্ন হওয়ার কথা ছিল।

এই সেতুটি তৈরিতে নিরাপত্তা বিষয়ক সমস্যা তৈরি হয়েছে - এই প্রকল্পে কমপক্ষে ১৮ শ্রমিক মারা গেছে, জানিয়েছেন কর্মকর্তারা। এ সেতুটি দক্ষিণ চীনের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর হংকং, ম্যাকাও এবং ঝুহাইয়ের মধ্যে যোগসূত্র স্থাপন করবে।

6544