PDA

View Full Version : বাংলাদেশে মুল পেমেন্ট মেথড গুলো কি কি?



SumonIslam
2018-10-28, 04:08 PM
বর্তমানে দেশে মাস্টারকার্ড, ভিসা কার্ড, কিউ কার্ড, পেওনিয়ার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, পেপ্যাল, পেইজা, নেটেলার, স্ক্রিল অনলাইনে পেমেন্ট গেটওয়ে হিসাবে সবচেয়ে বেশি লেনদেন করা হয় এবং অনেকের এই সিস্টেমগুলোতে অ্যাকাউন্ট আছে। কেউ হয়ত অ্যামাজন থেকে প্রডাক্ট কেনেন, কেউ হয়ত পেইড সাইট গুলোতে সাবস্ক্রাইব করেন, কেউ বা ডোমেইন হোস্টিং কেনেন বাইরে থেকে, কেউ বা আবার গুগল প্লে থেকে অ্যাপ কিনে থাকেন। আবার আমরা অনেকেই আছি যে এইসব মাধ্যম ব্যবহার করে ব্রেকারের অ্যকাউন্টে ডিপোজিট ও উইড্রো করি। তাই এখন আর পেমেন্ট মেথডগুলো আমাদের কাছে নতুন কিছু নয়।

Tofazzal Mia
2018-11-05, 04:55 PM
ফরেক্স মার্কেট থেকে অর্থ উত্তোলন এবং লেনদেনের জন্য বিশ্বব্যাপী পেপ্যাল জনপ্রিয় মাধ্যম হলেও বাংলাদেশে সবচেয়ে ব্যবহৃত জনপ্রিয় পেমেন্ট মাধ্যম হল মাস্টার কার্ড বা ভিসা কার্ড। তারপরই পেওনিয়ার, নেটেলার, স্ক্রিল, কিউ ও পেইজা কার্ড ব্যবহার করে থাকে। আর এই সকল কার্ড বা পেমেন্ট গেটওয়ের উত্তোলন চার্জ এবং প্রতি মাসে কার্ডের রক্ষাণাবেক্ষণ চার্জ আলাদা।

FXOCM
2018-12-09, 01:14 PM
আমার কাছে নেটেলার, স্ক্রিল এর সেবা টা ভালো লাগে । কারন - এটি প্রায সব ফরেক্স মার্কেট এ অ্যাকাউন্ট করা যাই ।

FXOCM
2018-12-09, 01:18 PM
নেটেলার, স্ক্রিল পেমেন্ট মেথড কি সরাসরি ব্যাংক থেকে ডলার ডুকানো যাই । কারো কাছে জানা থাকলে জানাবেন প্লিস ।

SaifulRahman
2018-12-18, 04:22 PM
বর্তমানে দেশে ৩০ শতাংশ মানুষ ব্যাংকিং সুবিধার আওতায় রয়েছে। এর অধিকাংশই শহরের। বাকি ৭০ শতাংশ মানুষই ব্যাংকিং সেবার বাইরে আছেন। এদের বসবাস গ্রাম কেন্দ্রিকহলেও মোবাইল ব্যাংকিয়ে সেবায় বাংলাদেশের সফলতা ঈষনীয়। দেশের প্রায় ১২ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে ৫ কোটির বেশি ইন্টারনেট ব্যবহার করে। এই কারণে গত ৫ বছরে মোবাইল ব্যাংকিয়ের পরিসর বেড়েছে। এক কথায় বলতে গেলে বলব, দেশের মোবাইল ব্যাংকিং প্রান্তিক জনগোষ্ঠী ও বর্তমান প্রজন্মের জন্য একটি আশীর্বাদ।

Montu Zaman
2019-02-05, 02:06 PM
ইন্সট্যান্ট উইথড্র এবং আইবির মাধ্যমে লেনদেনের জন্য আপনারা চাইলে ইন্টাফরেক্স ব্রোকারটা টেস্ট করে দেখতে পারেন। বর্তমানে এদের সাপোর্ট যথেষ্ট পরিমাণ ভালো। এখানে সেন্ট একাউন্টের সুবিধাও আছে। আর তাদের আইবির সাথে একাউন্ট করে নির্দিষ্ট পরিমান ডিপোজিট করে ট্রেড করলে সাথে তাদের সাপোর্ট ও পাবেন ফ্রিতে। যাদের আগে থেকে ইন্টাফরেক্স ব্রোকারে একাউন্ট আছে, তারাও এ সম্পর্কে ভাল করেই জানে।

SHARIFfx
2019-02-05, 02:13 PM
আসলে আপনি ইচ্ছে করলে সকল পেমেন্ট মেথহুড দিয়ে টাকা কেশ করতে পারেন। তবে আপনাকে প্রসেসিং জানতে হবে। যে কোন অনলাইন পেমেন্ট কে এক্সচেঞ্জ করে আপনি টাকা কেশ করতে পারবেন। তবে আমাদের দেশে সে সকল পেমেন্ট জনপ্রিয় সেগুলো হচ্ছে ১ স্কিল ২ নেটেলার ৩ ফারপেক্ট মানি। আপনি আপনার মুদ্রা স্কিল এ এক্সচেঞ্জ করে স্কিল থেকে লোকাল ব্যাংকে সুইপ কোড ব্যবহার করে ট্রান্সফার করতে পারেন অনেক সহজে আর সেই ডলার আপনার হাতে আসতে সময় লাগবে ৫-৭ দিনে।

kohit
2019-02-07, 06:13 PM
ইন্সটাফরেক্সের ডিপোজিট এবং উইথড্র করার জন্য অনেক পেমেন্ট অপশন রয়েছে।
জনপ্রিয় ডিপোজিট এবং উইথড্র অপশন গুলো হল-
স্ক্রিল,
নেটেলার,
পে কো,
আলি পে,
বিটকয়েন,
ব্যাংক ওয়্যার
পেপাল,
চায়না উনিয়ন পে
ইত্যাদি,

এছাড়া ইন্সটাফরেক্সে বাংলাদেশের কিছু লোকাল আইবি অফিস রয়েছে যাদের মাধ্যমে ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে টাকা জমা এবং উইথড্র করা যায়। যাদের নিজেদের কোন অনলাইন পেমেন্ট নেই তারা ইন্সটাফরেক্সের লোকাল আইবি এর মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। লোকাল আইবিকে বাংলাদেশী টাকা পাঠিয়ে দিলে তারা সেই পরিমান ডলার আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। এই লিঙ্কে ইন্সটাফরেক্সের ডিপোজিট এবং উইথড্র মেথড সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন- http://support.instaforex.com/en/Deposit/Withdrawal_review

Montu Zaman
2019-10-23, 04:47 PM
9151
বাংলাদেশের ট্রেডাররা সাধারণত ফরেক্স থেকে প্রফিট করার পর সেটা উঠানোর*জন্য*স্ক্রি ল বা নেটেলার অ্যকাউন্ট ব্যবহার করে এবং স্ক্রিল বা নেটেলার অ্যকাউন্ট থেকে সরাসরি*ব্যাংকে উইথড্র রিকোয়েস্ট করে থাকে। কিন্তু একটা সমস্যা হল যে, যেখন*সরাসরি স্ক্রিল বা নেটেলার এর মাধ্যমে ব্যাংকে উইথড্র দেওয়া হয় তখন ব্যাংক ওই ডলারের সোর্স*বা আয়ের উৎস*জানতে চায় আর এই*সোর্স যদি ফরেক্স থেকে হয়ে থাকে, তাহলে ব্যাংক এই উইথড্র ক্যানসেল বা বাতিল করে দেয়। যদিও*ফিল্যান্সারা উইথড্র করতে পারে কিন্তু ট্রেডারেদের সময় এটা দেয়া হয় না। আর সে ক্ষেত্রে আমরা কি করতে পারি?

Emarif1992
2019-11-11, 11:00 PM
বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট ম্যাথড হচ্ছে নেটেলার এবং স্কিল একাউন্ট৷ এছারাও বাংলাদেশের মানুষ ব্যাংক ট্রান্সফার ম্যাথড, ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনের টাকা নিজের হাতে নিয়ে আসে খুব সহজেই৷ আমার কাছে সব চেয়ে প্রিয় ম্যাথড হচ্ছে সরাসরি সাইট টু ব্যাংক ট্রান্সফার৷

MdRubelShaikh
2019-11-16, 09:24 PM
আমাদের দেশে অনেক কাড আছে যার মাধ্যমে আমরা স্কিল অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারি।যেমন ভিসা কাড আছে যার মাধ্যমে আমরা টাকা নিতে পারব।তবে কেডিট ভিসা কাডে টাকা নেওয়া যায় কিনা আমি জানিনা।

BDFOREX TRADER
2020-02-16, 01:50 PM
10093
বর্তমানে বাংলাদেশ অনেকেই অনলাইন ফরেক্স ট্রেডিং ব্যবসার করছেন, যদিও তাঁদের প্রধান দুশ্চিন্তা হল কিভাবে ব্রেকারের কাছ থেকে দেশে ফান্ড ডিপোজিট ও ট্রান্সফার করা যাবে তা নিয়ে। আর একেবারে নতুন ট্রেডার তাদের জন্য বিষয়টি অনেকটাই হতাশাজনক। প্রকৃতপক্ষে ব্রেকার থেকে ট্রেডিয়ের অর্জিত অর্থ আপনি অনেক উপায়ে দেশে নিয়ে আসতে পারেন। আপনি যে ব্রেকারে কাজ করেন, সেখান তাদের তালিকা থেকেই বিভিন্ন উপায়ে অর্থ ডিপোজিট ও উত্তোলন করতে পারবেন। সেগুলোর মধ্যে সরাসরি আমাদের স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট এবং ওয়্যার ট্রান্সফার ব্যবহার করতে পারেন। এজন্য ব্রেকারে আপনার পেমেন্ট গেটওয়ে আগে থেকেই ঠিক করে দিতে হবে। তবে আপনার ব্রেকারে যদি কোন প্রতিনিধি বা আইবি থাকে তাহলে তার মাধ্যমে ডিপোজিট ও উত্তোলনের করা হবে সবচেয়ে ভালো অপশন।

fxhazera
2020-02-26, 10:02 AM
আপনি স্ক্রিল,নেটেলার,পে প্যাল,পেইজা,বিটকয়ে ন,লাইটকয়েন,ভিসা কার্ড,মাস্টার কার্ড যেকোন মাধ্যমে আপনার পেমেন্ট পেতে পারে।স্ক্রিল,নেটে ার এই টাইপের মানি ব্রোকারস গুলো সমস্যা করে মাঝে।তাই সবার পছন্দ ভুসা কার্ড বা মাস্টার কার্ড।

Rx100
2020-02-29, 02:55 PM
আমার কাছে সবসময়ই বেস্ট বলে মনে হয়েছিলো স্ক্রিল এবং নেটেলার তবে ইদানিং অনেক সমস্যায় পরতে হয়ে বিশেষ করে যারা নতুন একাউন্ট খুলছে তাদের ফার্স্ট ট্রানজেকশনে চার্জটা অনেক বেশি যা আমরা যখন করেছিলাম তখন ফ্রি ছিলো। তবুও যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড নেই তাদের কাছে স্ক্রিল নেটেলারই এখনো ভালো অপশন বলে আমার ধারনা।

Jid13
2020-02-29, 05:12 PM
বাংলাদেশের মুল পেমেন্ট ম্যাথড আমার জানামতে স্ক্রিল কিন্তু সত্যি বলতে আসলেই স্ক্রিলের বর্তমান নিয়মে অনেক স্ক্রিল ব্যাবহারকারীই বিপদে এমতাবস্থায় অন্য কোনো ভালো পেমেন্ট মেথড দরকার।

fxarif
2020-03-02, 09:37 AM
ফরেক্সে মূল পেমেন্ট মেথডগুলো স্ক্রিল,নেটেলার,মা নিগ্রাম,ওয়েস্টার্ ইউনিয়ন,পেইজা,পে-পাল,ব্যাংক ওয়ারের মাধ্যমে আপনি ডিপোজিট ও উইড্রো করতে পারেন।

Hredy
2020-03-02, 07:00 PM
বর্তমানে দেশে ৩০ শতাংশ মানুষ ব্যাংকিং সুবিধার আওতায় রয়েছে। এর অধিকাংশই শহরের। বাকি ৭০ শতাংশ মানুষই ব্যাংকিং সেবার বাইরে আছেন। এদের বসবাস গ্রাম কেন্দ্রিকহলেও মোবাইল ব্যাংকিয়ে সেবায় বাংলাদেশের সফলতা ঈষনীয়। দেশের প্রায় ১২ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে ৫ কোটির বেশি ইন্টারনেট ব্যবহার করে। এই কারণে গত ৫ বছরে মোবাইল ব্যাংকিয়ের পরিসর বেড়েছে। এক কথায় বলতে গেলে বলব, দেশের মোবাইল ব্যাংকিং প্রান্তিক জনগোষ্ঠী ও বর্তমান প্রজন্মের জন্য একটি আশীর্বাদ।

Rokibul7
2020-03-07, 01:54 PM
আমি ইন্সটাফরেক্স বোকরের ব্রোকারের কাছ থেকে একটা পেমেন্ট পাইছি আর সেই পেমেন্ট প্রসেসর হিসেবে আমি নেটেলারে নিয়েছি আমি এত ওয়ালেট চিনিনা বা কোনটাই ব্যবহার করিনি শুধু নেটেলার টাই ব্যবহার করলাম এই ফাস্ট তাও ইনস্টা ফরেক্স ব্রোকারের কাছ থেকে উইথড্রো পাওয়ার জন্য আর দেখছি অনেক ব্রোকার হাউজের নেটেলার ওই স্কিল বেশি সাপোর্ট করে আমি আর কোন ওয়ালেট প্রচুর সম্পর্কে বলতে পারিনা তবে পেপালে একটা একাউন্ট করা আছে পেপারের কোন ট্রানজেকশন নেই আমার আমার এক ফ্রেন্ড আমেরিকা থেকে আমাকে পেপাল একাউন্টে রেডি করে দিয়েছে তবে আমি কোন ট্রান্সলেশন করিনি আর ইনস্টা ফরেক্স ব্রোকার এর আন্ডারে যখন আমি ট্রেড করি তখন আমাকে নেটেলারে নিতে হবে কারণ ইন্সটাফরেক্স পেপাল সাপোর্ট করে না করে কিনা জানিনা তবে আমি দেখছি মেয়ে বি পেপাল নেই

nubiswas3
2020-04-27, 07:59 PM
ইন্সটাফরেক্সের ডিপোজিট এবং উইথড্র করার জন্য অনেক পেমেন্ট অপশন রয়েছে।
জনপ্রিয় ডিপোজিট এবং উইথড্র অপশন গুলো হল-
স্ক্রিল,
নেটেলার,
পে কো,
আলি পে,
বিটকয়েন,
ব্যাংক ওয়্যার
পেপাল,
চায়না উনিয়ন পে
ইত্যাদি,

এছাড়া ইন্সটাফরেক্সে বাংলাদেশের কিছু লোকাল আইবি অফিস রয়েছে যাদের মাধ্যমে ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে টাকা জমা এবং উইথড্র করা যায়। যাদের নিজেদের কোন অনলাইন পেমেন্ট নেই তারা ইন্সটাফরেক্সের লোকাল আইবি এর মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। লোকাল আইবিকে বাংলাদেশী টাকা পাঠিয়ে দিলে তারা সেই পরিমান ডলার আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। এই লিঙ্কে ইন্সটাফরেক্সের ডিপোজিট এবং উইথড্র মেথড সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন- http://support.instaforex.com/en/Deposit/Withdrawal_review

আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত গুরুত্বপূর্ণ একটা তথ্য দেয়ার জন্য। কারণ অনেকেই আছে নেটেলার স্ক্রিল পেমেন্ট সম্পর্কে ততটা অভিজ্ঞ নয় বা অনেকে এর থেকে প্রতারিত হয়।যদি সরাসরি ইন্সটাফরেক্সের আইবিতে গিয়ে টাকা উইথড্র অথবা ডিপোজিট করা যায় তাহলে খুবই ভালো হয়। তাহলে মানুষ অন্তত প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। কিন্তু এই আইডি গুলো কোথায় অবস্থিত তা তো আমরা অনেকেই জানিনা। যদি একটু জানিয়ে দিতেন বাংলাদেশ ফরেক্স ফোরামের মাধ্যমে।

FREEDOM
2020-06-17, 11:41 AM
আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় মেথডটি হলো স্ক্রিল এবং এর পরেই নেটেলার এছারা আরো অনেক ভালো মেথড রয়েছে তবে এদুটি বেশি জনপ্রিয় এবং খুব সহজেই মানি আদান প্রদান করা সম্ভব। যদিও এই মেথডগুলো এখন অনেক হার্ড করেছে এবং নতুনদের জন্য বেশ কষ্টকর কারন ফাস্ট ট্রানজেকশন ফি অনেক বেশি করে দেয়া হয়েছে।

Bossking
2021-01-23, 05:35 PM
বাংলাদেশের বেশিরভাগ ব্যক্তি বর্তমানে ওয়েব ফরেক্স এক্সচেঞ্জের কাজ করছেন, তবুও তাদের প্রাথমিক উদ্বেগ হ'ল ব্রেকার থেকে দেশে সম্পদ সংরক্ষণ এবং সরানো। এছাড়াও, নতুন বণিকদের জন্য, বিষয়টি তাদের জন্য বিচলিত। প্রকৃতপক্ষে, অনেকগুলি শালীনতা রয়েছে যার মাধ্যমে আপনি কোনও ব্যবসায়ীর কাছ থেকে অর্জিত নগদ আনতে পারেন। আপনি যেখানে কাজ করেন সেখানে বিভাজনকারীদের বিভিন্ন শিষ্টাচারগুলিতে নগদ সংগ্রহ করতে এবং তা বের করতে পারেন। এর মধ্যে আপনি আমাদের পাড়ার খাতা, পাইওনিয়ার রেকর্ড এবং তারের স্থানান্তর সোজাসুজি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে ব্রেকারের মধ্যে আপনার কিস্তির প্যাসেজ সময়ের আগে ঠিক করতে হবে। এটি যেমন হউক না কেন, আপনার ব্রেকারটিতে আপনার এজেন্ট বা আইবি রয়েছে এমন ইভেন্টে সবচেয়ে আদর্শ বিকল্প হ'ল এটি সংরক্ষণ এবং সরিয়ে নেওয়া।

FXBD
2021-12-15, 01:03 PM
বাংলাদেশী ট্রেডাররা যে পেমেন্ট পদ্ধতি সবথেকে বেশি ব্যবহার করে সেগুলো হল:
1. Skrill
2. Neteller
3. Perfect Money
4. WebMoney
5. ক্রেডিট বা ডেবিট কার্ড
6. ব্যাঙ্ক ট্রান্সফার
ট্রেডিংয়ের বিষয়ে অর্থ জমা এবং অর্থ উত্তোলন করা হল অন্যতম দুটি গুরুত্বপূর্ণ দিক। আপনি যখন আপনার অ্যাকাউন্টে অর্থায়ন করতে চাইবেন এবং ট্রেডিং শুরু করতে চাইবেন তখন অর্থ জমা দেয়ার বিষয়টি অবাধ হওয়া দরকার। এছাড়াও, আপনাকে আপনার অর্থ ইচ্ছে মতো নির্বিঘ্নে তুলতে সক্ষম হতে হবে।
16221

creativeifx
2022-11-09, 08:47 PM
বাংলাদেশ থেকে আমরা ডিপজিট এবং উত্তলন এর জন্ন লোকাল ব্যাংক ট্র্যান্সফার এর চেয়ে অনলাইন ব্যাংক গুলু ভাল হবে। যেমন, নিটলার, স্কিল, ওয়েবমানি, বিট কয়েন, এই পেমেন্ট
গেটওয়েতে আমরা সহজে ডিপজিট এর মাদ্ধমে ফরেক্স ট্রেড করতে পারি। এবং লাভ ও উত্তলন করতে পারি।

Rakib Hashan
2022-11-20, 12:41 PM
একটা পার্ফেক্ট মানি বা স্ক্রিল ডলার এখন ১১০ টাকা বিক্রি করা যায়, ডলারের দাম বাড়তেছে হু হু করে আমরা যারা ট্রেডার আছি ফরেক্স ট্রেডিং করি তাদের জন্য এটা ভাল যদি প্রফিটে থাকেন। একবার চিন্তা করে দেখেন যে ট্রেডার সপ্তাহে ৪০০-৬০০ ডলার আয় করতেছে তাদের ইনকাম ৪৪ হাজার থেকে ৬৬ হাজার টাকা। টাকাই টাকা তাইনা? কিন্তু এখানে ধৈর্য আর অধ্যাবসায় না থাকলে লস আর লস। কথা হচ্ছে শিখতে হবে, অনেকে আমরা না শিখেই ঝাপিয়ে পড়ি প্রফিট করতে, দুই সপ্তাহেই টাকা পয়সা শেষ করে বসে থাকে।
একমাত্র প্রফিটে থাকলে সুবিধা হবে ডলারের এই উঠতি বাজারে কিন্তু লস করলে ডিপোজিট করার জন্য আবার খোলাবাজারে কিনতে গেলে ডলার সেই টাকা লাগবে ১১৫-১১৬ টাকা।
আর ফরেক্সে প্রফিটের জন্য সবচেয়ে দরকারি নিয়মানুবর্তিতা আর সঠিক গাইডলাইন। সেকেন্ডের ভিতরে চাপ দিলেউ ট্রেড ওপেন হয়ে যায় কিন্তু ফলাফল কি হবে তা নির্ধারণ বা নিয়ন্ত্রন করার সক্ষমতা না থাকলে লস করতেই হবে।
18605

bablu012
2022-12-25, 11:54 AM
বাংলাদেশ থেকে কি ডুয়েল কারেন্সি ডেভিড কার্ড দিয়ে ফরেক্স এ ডিপোজিট ও উইথড্র দেওয়া যায় কিনা? কেউ যদি ডিপোজিট বা উইথড্র দিয়ে থাকেন জানালে উপকৃত হব

easinarafat
2023-11-20, 10:58 PM
আমি স্ক্রিল ব্যাবহার করি