PDA

View Full Version : চীনে রোবটের দিয়ে তৈরি হবে নতুন রোবট



SumonIslam
2018-10-29, 05:36 PM
http://www.voicebanglabd.com/wp-content/uploads/2018/07/17-16.jpg
সুইজারল্যান্ডভিত তিক একটি কোম্পানি এবিবি গ্রুপ চীনে একটি রোবট কারখানা নির্মাণ করতে যাচ্ছে, যেখানে রোবটের সহায়তা নিয়েই তৈরি হবে রোবট। রোবট নির্মাতা কোম্পানিটি দেড় কোটি ডলার ব্যয়ে কারখানাটি নির্মাণ করা করবে চীনের সাংহাইয়ে। এবিবির চায়না রোবোটিকস ক্যাম্পাসের কাছেই কারখানাটি নির্মাণ করা হবে। ২০২০ সালের শেষের দিক থেকে কারখানাটিতে কার্যক্রম শুরু হবে। এখানে নির্মিত রোবটগুলো মূলত চীনের জন্য তৈরি হলেও তা এশিয়ার অন্যান্য দেশেও রফতানি করা হবে বলে জানিয়েছে এবিবি। যুক্তরাষ্ট্রের পর চীন কোম্পানিটির দ্বিতীয় বৃহত্তম বাজার।

SaifulRahman
2019-06-27, 11:47 AM
রোবটের এর উত্থানের কারনে ২০৩০ সাল নাগাদ ম্যানুফ্যাকচারিং খ্যাতে চাকরি হারাবে প্রায় ২ কোটি মানুষ। অক্সফোর্ড ইকোনমিকস পূর্বাভাস করেছে যে, রোবটের কারণে চাকরিহারা মানুষের বিকল্প উপায় সেবা খাতেও স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে চাকরির সুযোগ সংকুচিত হয়ে আসবে। প্রতিটি নতুন শিল্প রোবট ১ দশমিক ৬ ম্যানুফ্যাকচারিং কর্মসংস্থান দখল করবে, তথা একেকটি রোবট দেড়জনেরও বেশি মানুষের কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদনে। যেসব খাত কম দক্ষ লোকবল নিয়ে কাজ করে, রোবটের ব্যবহারে সেসব খাতের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে এ প্রতিবেদনে।

DhakaFX
2020-10-29, 04:41 PM
http://forex-bangla.com/customavatars/2000664331.jpg
বিশ্বজুড়ে যখন মহামারি চলছে, তখন মানব জীবনের আরেক হুমকি সম্পর্কে যদি মানুষ ভুলে যায় তাহলে তা ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখাই যায়। আর সেটি হলও রোবটের উত্থান। ছোট বা বড়- নানা ধরণের প্রতিষ্ঠান সামাজিক দূরত্ব বাড়াতে রোবটের ব্যবহার বাড়াচ্ছে এবং পাশাপাশি কর্মক্ষেত্রে আসতে হয় এমন কাজের কর্মী কমাচ্ছে। আমেরিকার সবচেয়ে বড় রিটেইলার ওয়ালমার্ট মেঝে পরিষ্কার করতে রোবট ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা পরিমাপ করতে এবং হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে রোবট ব্যবহার করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুশিয়ার করেছেন যে, ২০২১ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হতে পারে। এমন অবস্থায় রোবট কর্মীর চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে.. ২০২৫ সালের মধ্যে বিশ্বের মোট কাজের অর্ধেক করবে রোবট। এর ফলে কারখানাগুলোতে কাজের সুযোগ হারাবে প্রায় দুই কোটি মানুষ। তবে যথাযথ দক্ষতা অর্জন করতে পারলে এই সময়ের মধ্যে প্রায় সমপরিমান কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।