PDA

View Full Version : এইচএসবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিকের প্রফিট ৫৯২ কোটি ডলার



SaifulRahman
2018-10-30, 05:51 PM
http://www.the-prominent.com/wp-content/uploads/2016/04/HSBC-good3-620x310-404x227.jpg
২০১৮ সালের হিসাবে ইউরোপের বৃহত্তম ব্যাংক এইচএসবিসির তৃতীয় প্রান্তিকের কর দেওয়ার পূর্বে প্রফিট ২৮ শতাংশ বেড়ে ৫৯২ কোটি ডলারে দাঁড়িয়েছে। যদিও বিশ্লেষকরা ৫৭৩ কোটি ডলার মুনাফার পূর্বাভাস করেছিলেন। মুলত প্রধান বৈশ্বিক ব্যবসাগুলোর শক্তিশালী আয় প্রবৃদ্ধির সুবাদে ব্যাংকিং জায়ান্টটির মুনাফা বেড়েছে এবং ব্যাংকটির শক্তিশালী আয় প্রবৃদ্ধি বেড়ে চলা পরিচালন ব্যয় আংশিকভাবে পুষিয়ে নিতে সক্ষম হয়েছে। গতকাল মুনাফার তথ্য প্রকাশের পর ব্যাংকটির শেয়ারদর ৩ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৮ দশমিক শূন্য ১ ডলারে (৬২ দশমিক ৮৫ হংকং ডলার) দাঁড়ায়। দুপুরের লেনদেনে শেয়ারদর সর্বোচ্চ ৮ দশমিক ১৩ ডলারে দাঁড়াতে দেখা গেছে। ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকের ১ হাজার ২৭২ কোটি ডলারের তুলনায় চলতি বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত আয় প্রায় ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৪ কোটি ডলারে দাঁড়িয়েছে।