View Full Version : ফোরামে তো লিখতে চাই কিন্তু ...
Mamun13
2018-11-03, 07:15 PM
ফোরামে আমিও নিয়মিত লেখালেখি করতে চাই কারণ মানুষের নিজেদের কাজগুলো যদি চর্চার মধ্যে না থাকে তাহলে তা একসময় ভুলে যেতে থাকে৷তাই আমাদের সকলের উচিত কম বেশি লেখালেখি করা৷এতে একদিকে নতুনরা যেমন উপকৃত হবে তেমনি আমাদের নিজেদেরও চর্চা দীর্ঘস্থায়ী থাকবে৷যেহেতু ফরেক্স ট্রেড আমাদের এখন পেশা হয়ে দাঁড়িয়েছে তাই ফোরামে পোস্ট লেখালেখির মাধ্যমে আমরা আমাদের নিজেদের তথ্য উপাত্ত গুলোকে আরো বেশি সমৃদ্ধ করতে পারি৷এজন্য আমাদের সকলেরই নিয়মিত পোস্ট লিখে যাওয়া উচিত৷সমস্যা হলো এত কষ্ট করে লিখার পর যদি সামান্যতম প্রফিট উইথড্র করতে না পারি তখন সাংঘাতিকভাবে দুঃখ পাই,কষ্টে মনটা জর্জরিত হয়ে যায় এবং মনের অজান্তেই ব্রোকারকে গালি-গালাজ করতে থাকি....
alamsat
2018-11-03, 08:30 PM
আপনি ফোরামে লিখতে থাকেন মামুন ভাই এবং আমাদের ব্রোকারের সাথে কথা বলে কিভাবে নতুন একাউন্ট করে বোনাস দিয়ে ট্রেড করে প্রাপ্ত প্রফিট তুলতে পারবেন এ ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করেন তারা নিশ্চয় আপনার কোন না কোন ভাবে সাহায্য করবে। তাই নিয়মিত আমাদের সাথে থেকে আমাদের ফরেক্স এ দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তোলার জন্য আপনার মূল্যবান জ্ঞান আমাদের সাথে শেয়ার করুন। ফোরামে নতুন করে লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Mamun13
2018-11-03, 08:43 PM
কী বলে ইন্সটাফরেক্স....??
"The Company reserves the right to deny crediting the bonus or to cancel bonus and profit made over the bonus without explaining the reason. As a rule, such actions mean violation of the bonus program or trading regulation rules or excluding a trader from the bonus program.In this regard, we would like to inform you that, as the account was deposited using bonus funds only, so it was blocked permanently. In this case blocking means exclusion from "Bonus for posting" campaign"
- ইন্সটাফরেক্স যদি আমাদের প্রফিটেবল একাউন্টগুলি ব্লক করে দেওয়ার কারণ জানানো ও সমাধানের পরিবর্তে এই রকম স্বেচ্ছাচারী মূলক উক্তি আগে থেকেই তৈরি করে রাখে...তখন আর কী বলবো ?? তারা জানে না এটাই তাদের অফুরন্ত ক্লায়েন্ট হারানোর অন্যতম প্রধান কারণ৷
LIMAFX
2018-11-04, 05:10 PM
কী বলে ইন্সটাফরেক্স....??
"The Company reserves the right to deny crediting the bonus or to cancel bonus and profit made over the bonus without explaining the reason. As a rule, such actions mean violation of the bonus program or trading regulation rules or excluding a trader from the bonus program.In this regard, we would like to inform you that, as the account was deposited using bonus funds only, so it was blocked permanently. In this case blocking means exclusion from "Bonus for posting" campaign"
- ইন্সটাফরেক্স যদি আমাদের প্রফিটেবল একাউন্টগুলি ব্লক করে দেওয়ার কারণ জানানো ও সমাধানের পরিবর্তে এই রকম স্বেচ্ছাচারী মূলক উক্তি আগে থেকেই তৈরি করে রাখে...তখন আর কী বলবো ?? তারা জানে না এটাই তাদের অফুরন্ত ক্লায়েন্ট হারানোর অন্যতম প্রধান কারণ৷
আপনি ফরেক্স বাংলা ফোরাম এবং ইন্সটাফরেক্স কোম্পানির শর্তবলী পুরণ করতে পারেন নি, ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে ডিপোজিট না করে শুধুমাত্র আপনার প্রফিট উত্তোলন রিকোয়েষ্ট এর জন্য আপনার স্বয়ংক্রিয় সিস্টেম এই উত্তোলন বাতিল করে দিয়েছে এবং আপনার অ্যকাউন্ট ডিজেবল করে রেখেছে। এই অবস্থায় আপনি পূর্ণবিবেচনার জন্য অনুগ্রহ করে এন্টিফ্রড বিভাগে যোগাযোগ করুন। ই-মেইল antifraud@mail.instaforex.com. এক্ষেত্রে আপনার উল্লিখিত তথ্য প্রদান করে আবেদন করতে পারেন:
অনুগ্রহ করে আপনার ফোন পাসওয়ার্ড, ট্রেডার পাসওয়ার্ড, পরিচয়পত্রের বা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যানকৃত কপি যুক্ত করুন এবং অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে পরিস্থিতি বর্ণনা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
Mamun13
2018-11-04, 08:17 PM
লিমা ম্যাডাম,আমি আপনার এসব কথা দেখে ব্রোকারের সাথে বহুবার যোগাযোগ করেছি,তাদের অনেকগুলো সাপোর্ট ম্যানেজারদের সাথে কথা বলেছি,তাদের এন্টীফ্রড ডিপার্টমেন্টের সাথে বহুবার মেইল করেছি,বাঙালি সাপোর্ট ম্যানেজারদের সাথে সরাসরি ফোনে কথা বলেছি৷সবার সাথে আমি আমার এই বিষয়গুলো নিয়ে বহুবার আলোচনা করেছি৷কিন্তু তারা সবাই আমাকে বারবার এন্টীফ্রড ডিপার্টমেন্টে মেইল করতে বলেছে৷আমি আপনার উল্লেখিত পরামর্শ মোতাবেক আমার এই সব বিষয় নিয়ে বিস্তারিত পরিস্হিতি নিয়ে মেইল করেছি৷কিন্তু এন্টীফ্রড ডিপার্টমেন্ট সুস্পষ্টভাবে আমার কোন ভুল ত্রুটি উল্লেখ করে নাই বা সমাধানের কোনোও পরামর্শও দেয় নাই৷তারা শুধুমাত্র এই একটি কথাই আমাকে রিপ্লাই করেছে যা আমার কাছে অত্যন্ত স্বেচ্ছাচার মূলক বক্তব্য মনে হয়েছে- The Company reserves the right to deny crediting the bonus or to cancel bonus and profit made over the bonus without explaining the reason. As a rule, such actions mean violation of the bonus program or trading regulation rules or excluding a trader from the bonus program.In this regard, we would like to inform you that, as the account was deposited using bonus funds only, so it was blocked permanently. In this case blocking means exclusion from "Bonus for posting" campaign.
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.