Log in

View Full Version : ফোরামে আমার না লেখার কারণ হলো-



Mamun13
2018-11-03, 08:04 PM
আমাদের এই ফোরামে নিয়মিত পোষ্ট লেখা,বোনাস দিয়ে দীর্ঘদিন ট্রেড করা ও প্রফিট করা আমার পেশা ও নেশা ছিল৷আমার দীর্ঘদিনের নিজের প্রিয় ফরেক্স ব্রোকার ইন্সটাফরেক্স প্রতি আমার অত্যন্ত অনুরাগ,আন্তরিকতা,দ ুঃখ,ঘৃণা ও রাগ সবই রয়েছে৷আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করেছি বহুদিন যাবত এবং পর্যাপ্ত পরিমাণ প্রফিটও করেছিলাম কয়েকটি একাউন্টে৷কিন্তু প্রফিটের এক টাকাও উইথড্রো করতে পারি নাই... এই দুঃখে আমি ফোরাম থেকে দীর্ঘদিন যাবৎ দূরে রয়েছি৷আমার তিনটি একাউন্টে পর্যাপ্ত পরিমাণ প্রফিট হওয়ার পরেও যখন আমি এক টাকাও উইথড্রো দিতে পারি নাই তখন এটা অবশ্যই ব্রোকারের এবং ফোরামের মডারেটরদেরকে আমলে নেওয়া উচিত ছিল৷অবশ্যই তাদের এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে আমার প্রতি আন্তরিক বিবেচনা করা প্রয়োজন ছিল৷অন্তত কিছু পরিমাণ প্রফিট আমাকে দিলে ইন্সটাফরেক্সের তেমন কোনো ক্ষতি হয়ে যেত না৷আমি তাদের সাপোর্ট ও এন্টিফ্রড ডিপার্টমেন্টের সাথে আমার একাউন্টগুলো বাতিলের বিষয়ে অসংখ্যবার যোগাযোগ করেছিলাম৷কিন্তু তারা কখনই আমার তিনটি একাউন্টের সমস্যা গুলোকে সুস্পষ্টভাবে বলে নাই৷তারা শুধুমাত্র আমাকে মেইলে জবাব দিয়েছিল :-

"The Company reserves the right to deny crediting the bonus or to cancel bonus and profit made over the bonus without explaining the reason. As a rule, such actions mean violation of the bonus program or trading regulation rules or excluding a trader from the bonus program.In this regard, we would like to inform you that, as the account was deposited using bonus funds only, so it was blocked permanently. In this case blocking means exclusion from "Bonus for posting" campaign"

আর কোনোও সমস্যা বা সমাধানের কথা বলে নাই যা অত্যন্ত দুঃখজনক ছিল৷

alamsat
2018-11-03, 08:42 PM
মামুন ভাই আপনার সকল সমস্যার বিষয়ে আমি এবং ফোরামের অনেকে অবগত আছে। কিন্তু বোনাস দিয়ে ট্রেড করে অনেকে তাদের বোনাস উত্তোলন করেছে তাই আপনার সাথে ব্রোকার এমনটি করছে কেন বুঝতে পারছি না। তারপর ও আপনি নতুন আর ও একটি একাউন্ট খুলে তাতে বোনাস নিন এবং কিছু টাকা তার সঙ্গে বিনিয়োগ করে দেখতে পারেন। কারন শুধু বোনাস দিয়ে ট্রেড না করে কিছু বিনিয়োগ করলে হয়ত আপনার একাউন্টি সচল থাকবে বলে আমি মনে করি তারপর ও ব্রোকারের কাস্টমার কেয়ারে কথা বলে বিনিয়োগ করা ভাল।

LIMAFX
2018-11-04, 05:12 PM
আমাদের এই ফোরামে নিয়মিত পোষ্ট লেখা,বোনাস দিয়ে দীর্ঘদিন ট্রেড করা ও প্রফিট করা আমার পেশা ওআর কোনোও সমস্যা বা সমাধানের কথা বলে নাই যা অত্যন্ত দুঃখজনক ছিল৷

আপনি ফরেক্স বাংলা ফোরাম এবং ইন্সটাফরেক্স কোম্পানির শর্তবলী পুরণ করতে পারেন নি, ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে ডিপোজিট না করে শুধুমাত্র আপনার প্রফিট উত্তোলন রিকোয়েষ্ট এর জন্য আপনার স্বয়ংক্রিয় সিস্টেম এই উত্তোলন বাতিল করে দিয়েছে এবং আপনার অ্যকাউন্ট ডিজেবল করে রেখেছে। এই অবস্থায় আপনি পূর্ণবিবেচনার জন্য অনুগ্রহ করে এন্টিফ্রড বিভাগে যোগাযোগ করুন। ই-মেইল antifraud@mail.instaforex.com. এক্ষেত্রে আপনার উল্লিখিত তথ্য প্রদান করে আবেদন করতে পারেন:
অনুগ্রহ করে আপনার ফোন পাসওয়ার্ড, ট্রেডার পাসওয়ার্ড, পরিচয়পত্রের বা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যানকৃত কপি যুক্ত করুন এবং অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে পরিস্থিতি বর্ণনা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

expkhaled
2018-11-04, 06:07 PM
আমারও একাউন্ট গেছে যাই হোক আমার মনে হয় ২টা একাউন্ট থাকার কারনে গেছে যা এন্টিফ্রড ডিপার্টমেন্ট বললো। তাই কিছু নিয়ম মেনে ফোরাম বোনাস দিয়ে ট্রেড করতে হবে। ১। কোনভাবেই ১টির অধিক একাউন্টে বোনাস নেওয়া যাবে না। ২। আর একই আইপি থেকে ২টি একাউন্ট এ ট্রেড করা যাবে না। ৩। একজনের একাউন্ট অন্য কেউ ট্রেড করতে পারবে না। ৪। ছোট ছোট লটে ট্রেড নিতে হবে। ৫। কিছু ডিপোজিট করতে হবে। ইত্যাদি। এছাড়াও আরও অনেক নিয়মাবলী আছে সেগুলো ফলো করার মাধ্যমে ট্রেড করতে হবে। আসলে ফোরাম বোনাস দিয়ে লাভ একটাই সেটা হলো আপনি ফ্রিতে ট্রেড শিখতে পারেন। আর মূল ট্রেড করতে হলে আপনাকে ডিপোজিট করে ট্রেড করতে হবে।

Mamun13
2018-11-04, 07:26 PM
আপনি ফরেক্স বাংলা ফোরাম এবং ইন্সটাফরেক্স কোম্পানির শর্তবলী পুরণ করতে পারেন নি, ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে ডিপোজিট না করে শুধুমাত্র আপনার প্রফিট উত্তোলন রিকোয়েষ্ট এর জন্য আপনার স্বয়ংক্রিয় সিস্টেম এই উত্তোলন বাতিল করে দিয়েছে এবং আপনার অ্যকাউন্ট ডিজেবল করে রেখেছে। এই অবস্থায় আপনি পূর্ণবিবেচনার জন্য অনুগ্রহ করে এন্টিফ্রড বিভাগে যোগাযোগ করুন। ই-মেইল antifraud@mail.instaforex.com. এক্ষেত্রে আপনার উল্লিখিত তথ্য প্রদান করে আবেদন করতে পারেন:
অনুগ্রহ করে আপনার ফোন পাসওয়ার্ড, ট্রেডার পাসওয়ার্ড, পরিচয়পত্রের বা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যানকৃত কপি যুক্ত করুন এবং অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে পরিস্থিতি বর্ণনা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

এই কথাগুলো আপনি না বলে যদি ইন্সটাফরেক্স এন্টীফ্রড ডিপার্টমেন্ট বলতো তাহলে আমার মনে কিছুটা হলেও সান্তনা আসতো৷আমি ইন্সটাফরেক্স এন্টীফ্রড ডিপার্টমেন্টের সাথে বহুবার যোগাযোগ করেছি এবং আমার 1558731 একাউন্টের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাদের সঙ্গে মেইল করেছি৷আমি তাদের সকল নিয়মকানুন ভালভাবে পড়েছি জেনেছি কিন্তু আমার জানামতে একাউন্টে কোন ভুল ছিল না৷এ বিষয়ে আমি সাপোর্ট ও ইন্সটাফরেক্স এন্টীফ্রড ডিপার্টমেন্টে বারবার চ্যালেঞ্জ করেছি,বারবার অনুরোধ করেছি... তারা যেন খুব ভালোভাবে যাচাই-বাছাই করে আমার ভুল-ত্রুটিগুলোর কারণ উল্লেখ করে৷কিন্তু তারা তা করে নাই৷আরোও দুঃখের বিষয় হল- এই 1558731 একাউন্টে আমি দুইবার 20$ ডিপোজিটও করেছিলাম৷ফোরামের মডারেটর হিসেবে লিমা ম্যাডাম কে বলছি- আপনি কি আমার সেই-1558731 একাউন্টটি কখনোও সরাসরি নিজে যাচাই-বাছাই করে দেখেছেন ?? যদি না দেখে থাকেন তাহলে কখনোই আমাকে এই ধরনের অহেতুক সান্তনা মূলক পরামর্শ দিবেন না,দিলে কষ্ট আরোও বেড়ে যায়৷আর যদি আপনি আমার ট্রেডিং একাউন্ট-1558731 সরাসরি নিজে যাচাই বাছাই করে আমার ভুল ত্রুটিগুলো নিশ্চিত হয়ে আমাকে সঠিক সমাধান/পরামর্শ দিতে পারেন... তাহলে অবশ্যই আমি আপনাকে সাধুবাদ জানাই এবং এটাই আমি আপনার কাছে আশা করি৷এটা আপনাদের দ্বারা আদৌ সম্ভব হবে না৷