PDA

View Full Version : বিদ্যুচ্চালিত পরিবেশবান্ধব বিএমডব্লিউ গাড়ি দেশের বাজারে



SUROZ Islam
2018-11-04, 04:29 PM
https://www.odhikar.news/assets/news_photos/2018/11/03/image-26216-1541238466.jpg
পরিবেশবান্ধব বিএমডব্লিউ ৫৩০ ই, বিএমডব্লিউ ৭৪০ এলই এক্সড্রাইভ এবং বিএমডব্লিউ এক্স ৫ এক্সড্রাইভ ৪০ ই–মডেলের তিনটি বিদ্যুচ্চালিত প্লাগ-ইন হাইব্রিড ভেহিক্যাল (পিএইচইভি) দেশের বাজারে এনেছে বিএমডব্লিউর অনুমোদিত আমদানিকারক এক্সিকিউটিভ মোটরস লি.। বিএমডব্লিউ গাড়িতে ব্যবহার উপযোগী এবং উদ্ভাবনী কার্যকরী প্রযুক্তি নিয়ে যে কাজ করছে, তার প্রতিফলনই হচ্ছে গাড়িগুলো। এতে বিশ্বের সেরা দুটি উদ্ভাবন বিএমডব্লিউ ই–ড্রাইভ ও বিএমডব্লিউ টুইনপাওয়ার টার্বো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি কম জ্বালানি খরচ করে সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদান করে।

SUROZ Islam
2018-11-07, 05:42 PM
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট হাইব্রিড গাড়ির দাম কমানোর জন্য এ খাতে সম্পুরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে হাইব্রিড গাড়ির কাম কমছে। ফলে বাংলাদেশে বিদ্যুচালিত হাইব্রিড গাড়ির বাজার বাড়ছে। পরিবেশ বান্ধব আর জ্বালানী সাশ্রয়ী হওয়ায় এসব গাড়ির দিকে ঝুঁকছেন সব ক্রেতারা। গাড়ি আমদানিকারকদের হিসেবে গেল বছর দেশে আমদানি করা রিকন্ডিশন গাড়ির ২০ ভাগই ছিল হাইব্রিড কার। যা চলতি বছর আরও বাড়বে। এমন চাহিদা মাথায় রেখে দেশের বাজারে নতুন হাইব্রিড গাড়িও বিক্রি শুরু করেছে নামীদামি ব্র্যান্ডগুলো।

DhakaFX
2019-01-14, 04:34 PM
২০৩০ সালের মধ্যে দেশজুড়ে বৈদ্যুতিক যান চলাচলের পরিকল্পনা করছে ভারত। ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণে চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণ ও বিনিয়োগের আহ্বান জানিয়েছে দেশটি। ১১-১৩ জানুয়ারি অনুষ্ঠিত ‘গ্লোবাল জিরো এমিশন অ্যান্ড অল ইলেকট্রিক ভেহিকল’ শীর্ষক এক সম্মেলনে যোগ দিতে চীনে যায় অনিল শ্রীভতসভার নেতৃত্বাধীন ভারতের একটি শিল্প প্রতিনিধি দল। এ সম্মেলনে যোগ দিতে এসে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের সংগঠন ‘চায়না ইভি১০০’-এর প্রেসিডেন্ট চেন কুইংতাইয়ের সঙ্গে বৈঠক করেন শ্রীভতসভা। বৈঠকে ভারতজুড়ে বৈদ্যুতিক গাড়ি চালু করার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানান শ্রীভতসভা।

SUROZ Islam
2019-01-15, 04:16 PM
গত ১৪ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে যুক্তরাষ্ট্রের ডেট্রোয়েটে শুরু হয়েছে চোখ ধাঁধানো অটো শো ‘ডেট্রয়েট অটো শো’। যেখানে প্রথমবারের মত বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে এসেছে নামী-দামী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা বলছেন, এ বছর অটো শোতে গতানুগতিক কারের পাশাপাশি জায়গা করে নিয়েছে আধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব কার। বিশ্বের নামী দামী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের অত্যাধুনিক সব গাড়ি নিয়ে আসেন এই শোতে।যে গাড়ি দেখে চোখ ধাঁধিয়েছে ডেট্রয়েট শোতে সেটা হল
http://www.arthosuchak.com/wp-content/uploads/2018/01/racecar-768x512.jpg
ইয়োটাফোনে নির্মিত রেসিংকার ‘রোবোরেস রোবোকার

DhakaFX
2019-02-19, 01:16 PM
https://i.ytimg.com/vi/Vg4nfRkm_e4/maxresdefault.jpg
২০২০ সালের মধ্যে দেশেই বিদ্যুৎচালিত গাড়ি তৈরি করতে চায় বেসরকারি শিল্প গ্রুপ নিটল নিলয়। এজন্য ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা তাদের। কিশোরগঞ্জে নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স প্রাপ্তি উপলক্ষে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। নতুন অর্থনৈতিক অঞ্চলে টাটার সাথে কমপক্ষে ৩০০ কোটি টাকার যৌথ বিনিয়োগে পিক আপ তৈরির কারখানাও চালু করতে যাচ্ছে তারা শিগগিরই। আর এটা রপ্তানি হবে বিদেশের মাটিতেও।

Montu Zaman
2019-03-06, 04:39 PM
মোটরকার-বাস তৈরিতে ভারতীয় কোম্পানিগুলোর প্রথম পছন্দ বাংলাদেশ, ফলে ভারতের বাইরে মোটরকার ও বাস তৈরির জন্য ভারতীয় কোম্পানিগুলোর কাছে বাংলাদেশ শীর্ষ গন্তব্য। কেননা ১০ বছরে বাংলাদেশের জিডিপি দ্বিগুণ হয়েছে। বিভিন্ন মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। আমাদের রেমিট্যান্সপ্রবা অনেক স্থিতিশীল। এ কারণে বাংলাদেশে বিনিয়োগ অবশ্যই লাভজনক। বাংলাদেশে অটোমোবাইল বা অটোমোবাইলের যন্ত্রাংশ তৈরির পর তা বিশ্ববাজারের পাশাপাশি ভারতীয় বাজারেও বিক্রির ভালো সম্ভাবনা রয়েছে।