Log in

View Full Version : সবাই জানি- এই বোনাস একাউন্টে ডিপোজিট করতে হয়



Mamun13
2018-11-05, 09:41 PM
আমরা যারা ফোরামের মাধ্যমে ইন্টাফরেক্সে ট্রেড করে থাকি তারা সবাই অবশ্যই কম বেশী কিছু না কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করি৷কারণ আমরা যখন ফোরামের বোনাস ট্রেড করতে গিয়ে লস করে ফেলি তখন আমাদের অনেকেই নিজেদের পকেট থেকে কিছু হলেও ডিপোজিট করে ট্রেড করার চেষ্টা করি৷যেমন-আলম ভাই তার নিজের কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছেন, খালেদ ভাই তার নিজের কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছেন,হাসেম ভাই তার নিজের কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছেন এবং আমি অধমও নিজ পকেট থেকে সামান্য কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছি... তেমনি আজিজ ভাই,রিপন ভাই,জেসমিন আপা,মারুফা আপা,নাহিদা আপা,মাইদুল ভাই,মহরম ভাই,লানজু ভাই...তারা প্রত্যেকেই তাদের নিজেদের পকেটের কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছেন৷আমাদের ফোরামের এমন কাউকে পাওয়া যাবে না যে নিজের পকেটের একটা ১ ডলারও ডিপোজিট না করে আজ পর্যন্ত ট্রেড করে প্রফিট উইথড্রো রিকোয়েষ্ট করেছে৷নতুন পুরাতন সবাই জানে যে এখানে বোনাস দিয়ে ট্রেড করতে হলে কিছু ডলার নিজের ডিপোজিট করে নিতে হয় নইলে একাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে৷

Md_MhorroM
2018-11-05, 09:52 PM
আমরা যারা ফোরামের মাধ্যমে ইন্টাফরেক্সে ট্রেড করে থাকি তারা সবাই অবশ্যই কম বেশী কিছু না কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করি৷কারণ আমরা যখন ফোরামের বোনাস ট্রেড করতে গিয়ে লস করে ফেলি তখন আমাদের অনেকেই নিজেদের পকেট থেকে কিছু হলেও ডিপোজিট করে ট্রেড করার চেষ্টা করি৷যেমন-আলম ভাই তার নিজের কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছেন, খালেদ ভাই তার নিজের কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছেন,হাসেম ভাই তার নিজের কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছেন এবং আমি অধমও নিজ পকেট থেকে সামান্য কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছি... তেমনি আজিজ ভাই,রিপন ভাই,জেসমিন আপা,মারুফা আপা,নাহিদা আপা,মাইদুল ভাই,মহরম ভাই,লানজু ভাই...তারা প্রত্যেকেই তাদের নিজেদের পকেটের কিছু ডলার ডিপোজিট করে ট্রেড করেছেন৷আমাদের ফোরামের এমন কাউকে পাওয়া যাবে না যে নিজের পকেটের একটা ১ ডলারও ডিপোজিট না করে আজ পর্যন্ত ট্রেড করে প্রফিট উইথড্রো রিকোয়েষ্ট করেছে৷নতুন পুরাতন সবাই জানে যে এখানে বোনাস দিয়ে ট্রেড করতে হলে কিছু ডলার নিজের ডিপোজিট করে নিতে হয় নইলে একাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে৷

ভাই ব্যক্তিগতভাবে আমি ফোরাম বোনাস আমার ট্রেডিং একাউন্টে যোগ হবার পর ট্রেড করার আগে অবশ্যই নূন্যতম ২ ডলার ডিপোজিট করে নেই, তারপরও দেখা যায় উইথড্রো দেবার পর অনেকসময় একাউন্ট ডিজেবল করে দেয়া হয়। এভাবে আমার বহু একাউন্ট ডিজেবল করে দেওয়া হয়েছে কিন্তু এন্ট্রিফ্রড ডিপার্টমেন্টের কাছ থেকে একাউন্ট ডিজেবল সম্পর্কে কোনো সদউত্তর পাওয়া যায়নি। একারনে প্রায় বছরখানেক ফোরামে কোনো লেখালেখি করি নাই। এই ৫ দিন হলো আমি বোনাসকৃত ট্রেডিং একাউন্ট থেকে লাস্ট উইথড্রো দিয়েছি কিন্তুু এখোনো পেমেন্ট পাইনি, যানিনা পাবো কিনা নাকি এটাও ডিজেবল করে দেওয়া হবে।