PDA

View Full Version : ইরানের উপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞায়



BDFOREX TRADER
2018-11-06, 01:18 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcReGZf7GwBsdAcMJj4jrwj1XR242V6FZ KXIBOb13dDOXr7Po1AM3g
ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবার পর তিন বছরের মাথায় আবারও ইরানের ক্রড ওয়েল বা তেল ব্যবসায় উপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞায় জারী করা হয়েছে। যার আওতায় আনা হয়েছে এই দেশটির জ্বালানী তেল, ব্যাংক ও বন্দর। এর ফলে কোন মার্কিন ব্যাংক, বন্দর ও ইরানের তেল ব্যবসায় জড়িত হতে পারবে না। যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করে দিয়ে বলেছে, যেসব প্রতিষ্ঠান তেহরানের সঙ্গে ব্যবসা করবে, তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারবে না। যার কারনে বৈশ্বিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় তেল রপ্তানীকারন বৃহৎ দেশটি। এই অবরোধের মধ্যে দিয়ে ইরানের তেল ব্যবসায় কমিয়ে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব কমিয়ে আনতে তাদের অর্থনীতি দুর্বল করতে চায় যুক্তরাষ্ট্র।