PDA

View Full Version : বিদেশীদের জন্য চীনের বাজার উন্মুক্ত



FXBD
2018-11-06, 01:55 PM
মার্কিন যুক্তরাষ্টের সাথে বাণিজ্য যুদ্ধের উত্তেজনার মাঝেই আমদানি শুল্ক কমানোর পাশাপাশি নিজেদের বাজারকে বিদেশীদের জন্য আরো উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে চীন। মুলত চীনের রুদ্ধ অর্থনীতিকে টিকিয়ে রাখতে সোমবার শাংহাইয়ে 'ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং এই আমদানি শুল্ক হ্রাস ও চীনা অর্থনীতিতে প্রবেশের সুযোগ আরো প্রশস্ত করার প্রতিশ্রুতি হিসাবে এ ঘোষণা দেন। এছাড়াও তিনি একই সঙ্গে আমদানি উৎসাহিত করতে, শুল্ক কমাতে ও শুল্ক ছাড়পত্রের প্রক্রিয়া সহজ করার প্রচেষ্টা আরো জোরদার করবে চীন এবং মুক্ত বাজার করতে এটা তার আন্তরিক প্রতিশ্রুতি বলে জানান। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটির আমদানি সম্ভাবনা দেখতে এ মেলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বের ১৩০টি দেশের তিন হাজারের বেশি বিদেশী কোম্পানি হাজির হয়েছে। এর মধ্যে জেনারেল মোটরস (জিএম), ফোর্ড, মাইক্রোসফট, স্যামসাং, ওয়ালমার্ট ও টেসলার মতো বিভিন্ন খাতের বিশ্বখ্যাত কোম্পানিগুলো রয়েছে।

SumonIslam
2018-12-18, 04:46 PM
চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে বৈদেশিক অনিশ্চয়তা বৃদ্ধি সত্ত্বেও ২০১৮ সালে চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীলই থাকবে। তিবেদনে বলা হয়, প্রথম তিন প্রান্তিকে চীনের বৈদেশিক বাণিজ্যে দ্রুত প্রবৃদ্ধি লক্ষ করা যায়। শুল্ক বিভাগের উপাত্তে দেখা গেছে, গত ১১ মাসে পণ্যবাণিজ্য বছরওয়ারি ১১ দশমিক ১০ শতাংশ বেড়ে ২৭ দশমিক ৮৮ ট্রিলিয়ন ইউয়ানে (৪ ট্রিলিয়ন ডলার) দাঁড়িয়েছে।জানুয়া ি থেকে নভেম্বর সময়সীমায় বছরওয়ারি রফতানি ৮ দশমিক ২০ শতাংশ বেড়ে ১৪ দশমিক ৯২ ট্রিলিয়ন ইউয়ান এবং আমদানি ১৪ দশমিক ৬০ শতাংশ বেড়ে ১২ দশমিক ৯৬ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, উচ্চ-মাঝারি টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে চীনের অর্থনীতিতে বর্তমানে বেশকিছু ইতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে, যা বৈদেশিক বাণিজ্যের শক্ত ভিত তৈরি করেছে। গত ১১ মাসে চীনের অর্থনৈতিক উন্নয়নের মৌলিক ভিত্তিগুলো এখনো স্থিতিশীল ও ইতিবাচক রয়েছে। প্রথম তিন প্রান্তিকে চীনের বছরওয়ারি জিডিপি বেড়েছে ৬ দশমিক ৭০ শতাংশ, যা সরকারের ৬ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।