Log in

View Full Version : ফরেক্স মার্কেটে শুরুতেই দ্বিধার মধ্যে পড়ে যেতে হয়..



Mamun13
2018-11-06, 05:03 PM
আমরা ফরেক্স মার্কেটে যখন ট্রেড করি তখন আমরা দেখতে পারি সেখানে কিছু কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করা হয়৷যেমন- eur/usd,gbp/usd,usd/jpy,aud/usd,nzd/usd,eur/jpy,gbp/jpy... এই কারেন্সি পেয়ার গুলো মূলত দুই ভাগে বিভক্ত৷মেজর এবং ক্রস কারেন্সি পেয়ার৷আমরা নতুন অবস্থায় অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আমরা কোন ধরনের কারেন্সি পেয়ারে ট্রেড করবো এবং কোন ধরনের কারেন্সি পেয়ারে ট্রেড করলে নিরাপদ এবং নিয়মিত কম বেশি প্রফিট করা সম্ভব হবে…??? এ বিষয়গুলো আমাদের সবাইকে সঠিক ভাবে জানা বোঝা অত্যন্ত জরুরী৷

edottc
2019-03-22, 09:08 AM
আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন ।তাই ফরেক্সে ট্রেড করার সময় শুরুতেই দ্বিধার মধ্যে পড়ে যায় ।কারন ফরেক্সে আমরা সবাই দক্ষতা অর্জন করে আসি না ।আর যারা দক্ষ হয়ে আসে তারা পুরাপুরি দক্ষ না হয়ে ট্রেড করার জন্য ব্যস্ত হয়ে পড়ে ।এজন্য ফরেক্স মার্কেটে আমরা শুরুতে দ্বিধার মধ্যে পড়ে যায় ।

fxjaman
2019-03-22, 12:22 PM
আপনি ঠিকি বলেছেন। ফরেক্স ট্রেডিং এর শুরুতেই আমরা এ ধরনের নানা সমস্যায় আমাদেরকে পড়তে হয়। শুরুতেই তখন চিন্তা হয় কোন কারেন্সি পেয়ারে ট্রেড করবো আর কোনটাকে করবো না, এটা ঠিক করতে করতেই দেখা যায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে কিন্তু কোন একটা ভাল ডিসিসনে আসতে পারিনা। এরকম নানা ধরনের দ্বিধা-দন্ডের মধ্য দিয়ে পার হয় ট্রেডারদের ১ টা বছর।

Ronesh186
2019-03-22, 01:10 PM
ফরেক্স এ ট্রেড করার সময় আমরা বেশ কিছু মুদ্রার পেয়ার দেখতে পাই। যেমন gbpusd, eurousd, audcad, cadjpy ইত্যাদি। এর মধ্য আমি বেশিরভাগ সময় gbpusd এবং eurousd পেয়ার নিয়ে ট্রেড করি। কারণ এইদুইটার স্পেড অনেক কম তাই লাভে উঠতে বেশি টাইম লাগে না। তাছাড়া যাদের ব্যালেন্স কম তাদের জন্য যেসব মুদ্রার স্পেড বেশি সেসব মুদ্রা নিয়ে ট্রেড করা ঠিক নয়। যেমন audcad, cadjpy এই মুদ্রা পেয়ারের স্পেড ৮। যেখানে gbpusd ও eurousd এর স্পেড মাত্র ৩। আমি মনে করি যেসব মুদ্রা পেয়ারের স্পেড কম এবং বেশি আপ ডাউন করে সেই সকল মুদ্রা নিয়ে ট্রেড করাটা বেটার। যেসব মুদ্রার মূল্য বিশ্ববাজারে আপ ডাউন কম করে সেই ক্ষেত্রে দেখা যায় এখানে লং টাইমের জন্য ট্রেড আটকে থাকে। কারণ এইমুদ্রাগুলি কম ক্রয় বিক্রয় হয়। যেসব মুদ্রা পেয়ার বিশ্ববাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় কেবল সেইগুলি নিয়ে ট্রেড করাটাই বেটার বলে আমি মনে করি। যেমন gbpusd এর মধ্যে একটি।

bdunity
2019-03-22, 02:34 PM
ফরেক্স মার্কেটে শুরুতেই দ্বিধার মধ্য পড়তে হয়।আমার মতে ও এটা বাস্তব তার কারণ হলো ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন বিসনেস।যা বিশ্বের সবথেকে বড় অর্থ বাজার।আপনি যদি ফরেক্স সম্পর্কে না বুঝে ফরেক্সে ট্রেড করতে আসেন তাহলে আপনি একটু দ্বিধার মধ্য পড়বেন।তার পর নতুন যেকোন কাজ শুরু করলে একটু দ্বিধার মধ্য পড়তে হবে।