PDA

View Full Version : মেজর পেয়ারে না ক্রস পেয়ারে ট্রেড করা নিরাপদ হতে পারে ?



Mamun13
2018-11-06, 05:27 PM
মেজর কারেন্সি পেয়ার গুলো তুলনামূলক নতুনদের জন্য সর্বাধিক নিরাপদ এবং নিয়মিত প্রফিটেবল৷আপনারা যারা ফরেক্স মার্কেটে নতুন এসেছেন তারা সবাই চেষ্টা করবেন এসব মেজর কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে৷আমাদের নতুনদের মাঝে অনেকেই আছেন ফরেক্স মার্কেটে এসেই একই সাথে একাধিক মেজর কারেন্সি পেয়ার এবং ক্রস কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করতে শুরু করে দেই৷একদিকে নতুন অবস্থায় অনভিজ্ঞতা ও অদক্ষতার কারনে ট্রেড করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর অন্যদিকে একাধিক মেজর কারেন্সি পেয়ার ও ক্রস কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করাটা আরোও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে৷

Rajib_Biswas
2019-10-05, 11:08 PM
নতুনদের জন্য ক্রস পেয়ার এর চেয়ে মেজর পেয়ারে ট্রেডিং করা নিরাপদ। কারণ মেজর পেয়ারগুলো থেকে ক্রস পেয়ার গুলো বেশি ভোলাটাইল বা মুভমেন্ট করে থাকে। মেজর পেয়ারগুলোতে যেখানে দৈনিক 60 থেকে 120 পিপস মুভমেন্ট করে থাকে সেখানে ক্রসফায়ার গুলোতে প্রতিদিন 200 পিপসেরও বেশি মুভমেন্ট করে থাকে। এছাড়া মেজর কারেন্সি পেয়ারগুলোতে স্প্রেড কম থাকে অন্যদিকে ক্রস কারেন্সি গুলোতে স্প্রেড বেশি থাকে। তাই ক্রস কারেন্সি গুলোতে লসের পরিমাণ মেজর কারেন্সি গুলো থেকে বেশি হয়। এজন্য ফরেক্স মার্কেটে আগত নতুন ট্রেডারদের অভিজ্ঞতা কম থাকায় ক্রস কারেন্সি গুলোতে ট্রেড না করাই উত্তম।

sofiz
2019-10-05, 11:20 PM
মেজর কারেন্সীগুলো আমার কাছে অনেক বেশি নিরাপদ মনে হয় ক্রস কারেন্সীর চেয়ে। কারন মেজর পেয়ারগুলোর মুভমেন্ট স্বাভাবিকই থাকে তবে ক্রস কারেন্সী পেয়ারে মুভমেন্টটা অনেক বেশি হয়। তাই যদি সেফলি ট্রেড করা দরকার হয় বিশেষ করে নতুনদের ক্ষেত্রে তবে আমার মতে মেজর কারেন্সীতেই ট্রেড করা ভালো হবে। আর ব্যালেন্স বেশি হলে এবং যথেষ্ট দক্ষতা থাকলে ক্রস কারেন্সীতে ট্রেড করতে পারেন।

Hredy
2019-10-06, 09:51 AM
মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করা বেশি নিরাপদ। কারণ এ পেয়ারগুলোর মুভমেন্ট স্বাভাবিক থাকে যার জন্য অনেকটাই প্রেডিক্ট করা সহজ হয়। কিন্তু ক্রস কারেন্সির মুভমেন্ট অনিয়মিত এবং আনপ্রেডিকটেবল। এজন্য নতুনদের উচিত মেজর পেয়ারে ট্রেডিং করা এরপর দক্ষতা অর্জনের পর ক্রস কারেন্সিতে ট্রেড করতে পারবেন।

riadfx
2019-10-06, 01:23 PM
যদি আপনি সেফলি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে অবশ্যই মেজর পেয়ারে ট্রেড করবেন কারন এখানে মুভমেন্ট খুব বেশি নয় আবার খুব কম নয়। আর ক্রস পেয়ারের কথা বলতে গেলে সেখানে হিউজ মুভমেন্ট হয় যা যেকোন ছোট ব্যালেন্স নিমিষেই শেষ করে দিতে পারে। তাই মেজর পেয়ারই সকলের জন্য ঠিক হবে যদি আপনি অল্প লাভে সন্তুষ্ট হনতো তবেই।

Grimm
2019-11-26, 07:32 PM
আমি সবসময় মেজর পেয়ারে ট্রেড করে থাকি। কারণ মেজর পেয়ার সম্পর্কে তথ্য আমরা খুব সহজেই পাই আর আমার মনে হয় ক্রস পেয়ারগুলো অনেক ঝুকিপূর্ণ। কারণ ক্রস পেয়ারে ট্রেন্ড ধরা অনেক কঠিন কাজ। তাছাড়া ক্রস পেয়ার দিনে অনেক বেশি মুভমেন্ট করে। যদি কেউ ভুল পথে ট্রেড করে ফেলে তাহলে তাকে অনেক লস গুনতে হয়। আমি মনে করি সবারই মেজর পেয়ারগুলোতেই ট্রেড করা উচিত। কারণ মেজর পেয়ারগুলো অনেক নিরাপদ আর এর ট্রেন্ড ধরা খুবই সহজ ব্যপার।

PK_SHIKDER
2019-11-26, 09:03 PM
আমার মতে মেজর কারেন্সি পেয়ারগুলাতে ট্রেড করা সবচাইতে নিরাপদ । কারন মেজর কারেন্সি পেয়ারগুলার মুভমেন্ট স্বাভাবিক থাকে এবং ট্রেড করেও ভালো মজা পাওয়া যায় । আর যারা এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাদের জন্য ট্রেড করার উপযুক্ত কারেন্সি পেয়ার হলো মেজর কারেন্সি পেয়ার । এতে করে তারা মার্কেটে ভালো লাভ ও করতে পারবে এবং বেশি বেশি অভিজ্ঞতা ও অর্জন হবে । আর বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করে তারপর ক্রস কারেন্সি পেয়ারে ট্রেড করতে পারবে ।

ARD1
2019-12-09, 02:48 PM
গুড মর্নিং শ্রদ্ধেয় ফোরামের সহকর্মী আপনার আপডেটটি দেখে খুব ভাল লেগেছে এবং আপনি এই সপ্তাহে চলার পরে সোনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করতে চান এখন আমার মনে হয় সোনার আরও নিচে নেমে যাবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে সোনার পরিমাণ 1480 15 থেকে 1515 অবধি চলছে gold $ তবে এখন সময় এসেছে যখন আমরা অবশেষে সোনায় ভাঙ্গতে দেখি এবং এখন সময় এসেছে যখন সোনার নীচে নেমে যাবে তাই আমার দৃষ্টিতে সোনার সর্বাধিক সুযোগ নেমে আসবে যে সোনার পরিমাণ কমে যাবে 1438 your আপনার ব্যবসায়ের জন্য শুভকামনা।

uzzal05
2019-12-20, 08:10 AM
কিছু পেয়ার আছে যে গুলো সুন্দরভাবে মুভ করে। যেমন ইউরো -ইউএসডি, জিবিপি-ইউএসডি এই দু্*ইটা পেয়ার আমার কাছে খুবই জনপ্রিয়। কারন স্টপ লস ছাড়া যদি কেউ ট্রেড করে তাহলে এই দুইটা পেয়ার বেছে নিতে পারেন। কারন এগুলো প্রায় প্রতিনিয়ত মুভ করে থাকেন।

amreta
2020-02-20, 09:27 PM
মেজর কারেন্সি পেয়ার গুলো তুলনামূলক নতুনদের জন্য সর্বাধিক নিরাপদ এবং নিয়মিত প্রফিটেবল৷আপনারা যারা ফরেক্স মার্কেটে নতুন এসেছেন তারা সবাই চেষ্টা করবেন এসব মেজর কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে৷আমাদের নতুনদের মাঝে অনেকেই আছেন ফরেক্স মার্কেটে এসেই একই সাথে একাধিক মেজর কারেন্সি পেয়ার এবং ক্রস কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করতে শুরু করে দেই৷একদিকে নতুন অবস্থায় অনভিজ্ঞতা ও অদক্ষতার কারনে ট্রেড করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর অন্যদিকে একাধিক মেজর কারেন্সি পেয়ার ও ক্রস কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করাটা আরোও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে৷
আপনি যদি চুড়ি পরতে চান এবং আপনার খুব ভাল জ্ঞানের অভিজ্ঞতা রয়েছে, তবে আপনি এই জুটি থেকে দুর্দান্ত লাভ করতে পারবেন।কারণ আপনি যদি এই জুটি পছন্দ না করেন তবে আপনি যা ব্যবসা করছেন তা আপনি দিনে দিনে ভাল পেতে থাকবেন এবং আপনি কখনই হারাবেন না।

Shohedulla
2020-02-20, 10:41 PM
আসলে এ সম্পর্কে আমার খুব বেশি একটা ভাল ধারণা ছিল না কিন্তু আপনার পোস্ট দেখে আমি কিছুটা হলেও ধারণা পেয়েছি। যারা এ পোস্টে কমেন্ট করেছে। তাদের থেকে আমি অনেক কিছু জানতে পারলাম যা আমাকে আরও উপকৃত করবে।

Sahoo
2020-02-20, 11:40 PM
মেজর কারেন্সি পেয়ার গুলো তুলনামূলক নতুনদের জন্য সর্বাধিক নিরাপদ এবং নিয়মিত প্রফিটেবল৷আপনারা যারা ফরেক্স মার্কেটে নতুন এসেছেন তারা সবাই চেষ্টা করবেন এসব মেজর কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে৷আমাদের নতুনদের মাঝে অনেকেই আছেন ফরেক্স মার্কেটে এসেই একই সাথে একাধিক মেজর কারেন্সি পেয়ার এবং ক্রস কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করতে শুরু করে দেই৷একদিকে নতুন অবস্থায় অনভিজ্ঞতা ও অদক্ষতার কারনে ট্রেড করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর অন্যদিকে একাধিক মেজর কারেন্সি পেয়ার ও ক্রস কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করাটা আরোও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে৷

আমার দৃষ্টিভঙ্গিতে প্রিয়, আমাদের অ্যাকাউন্টের জন্য প্রধান জুটি আরও ভাল, কারণ তাদের পরবর্তী প্রবণতাটি অনুমান করা সহজ এবং আমাদের লিভারেজ বেশি হলে আমরা এটিতে বাণিজ্য করতে পারি এবং এতে লাভ অর্জন করতে পারি তবে আমরা বেছে নিতে পারি বড় জোড়ের উপর উচ্চ লট আকার যদি বাজার আমাদের পক্ষে আসে তবে আমরা এতে আরও বেশি লাভ করতে পারি।

Mas26
2020-02-20, 11:51 PM
নতুনদের জন্য ক্রস পেয়ার এর চেয়ে মেজর পেয়ারে ট্রেডিং করা নিরাপদ। কারণ মেজর পেয়ারগুলো থেকে ক্রস পেয়ার গুলো বেশি ভোলাটাইল বা মুভমেন্ট করে থাকে। মেজর পেয়ারগুলোতে যেখানে দৈনিক 60 থেকে 120 পিপস মুভমেন্ট করে থাকে সেখানে ক্রসফায়ার গুলোতে প্রতিদিন 200 পিপসেরও বেশি মুভমেন্ট করে থাকে। এছাড়া মেজর কারেন্সি পেয়ারগুলোতে স্প্রেড কম থাকে অন্যদিকে ক্রস কারেন্সি গুলোতে স্প্রেড বেশি থাকে। তাই ক্রস কারেন্সি গুলোতে লসের পরিমাণ মেজর কারেন্সি গুলো থেকে বেশি হয়। এজন্য ফরেক্স মার্কেটে আগত নতুন ট্রেডারদের অভিজ্ঞতা কম থাকায় ক্রস কারেন্সি গুলোতে ট্রেড না করাই উত্তম।

saraa
2020-02-21, 02:16 PM
যদি কোনও ট্রেডার আরও বেশি উপার্জন করতে চায় তবে তার ক্ষতি তারপরে আমার কাছে এই জাতীয় ব্যবসায়ীর পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে তাকে বাজার সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করতে হবে কেন? কারন যদি আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে শালীন উপায়ে শিখেন এবং রাত্রে কঠোর পরিশ্রম করেন তবে আপনি সাফল্য পেতে পারেন

Rassel Vuiya
2021-12-06, 12:52 PM
গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে ইউ.এস.ডলার মিলে যে কারেন্সি পেয়ার হয় তাকেই মেজর পেয়ার হিসেবে গণ্য করা হয়। (নিচে প্রত্যেক পেয়ারের নিক নেম পাশে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে।) আমরা গোল্ড এবং সিল্ভারকে মেজর পেয়ার হিসেবে গণ্য করব কারণ এগুলো ইউ.এস.ডলারের সাথে সরাসরি সম্পৃক্ত।
মেজর পেয়ার :
EURUSD – ইউরো বনাম ইউ.এস.ডলার (ফাইবার)
GBPUSD – ব্রিটিশ পাউন্ড বনাম ইউ.এস.ডলার (ক্যাবল)
AUDUSD – অস্ট্রেলিয়ান ডলার বনাম ইউ.এস.ডলার (অসি)
NZDUSD – নিউজল্যান্ড ডলার বনাম ইউ.এস.ডলার (কিউয়ি)
USDJPY – ইউ.এস.ডলার বনাম জাপানিজ ইয়েন (দা ইয়েন)
USDCHF – ইউ.এস.ডলার বনাম সুইস ফ্র্যাঙ্ক (সুইসি)
USDCAD – ইউ.এস.ডলার বনাম কানাডিয়ান ডলার (লুনি)
XAUUSD – গোল্ড
XAGUSD – সিলভার
এগুলোই হচ্ছে #Forex এর মেজর পেয়ার।
প্রথমে, বেশিরভাগ মেজর পেয়ারগুলো একটি আরেকটির সাথে কো-রিলেটেড। মানে এদের মুভমেন্ট সাধারণত একই রকম হয়। যেমন, EURUSD এবং GBPUSD এর ট্রেন্ড সাধারণত একদিকেই থাকে। EURUSD থেকে GBPUSD ‘র ভোলাটিলিটি বেশী থাকে, কিন্তু EURUSD যদি আপ অথবা ডাউন ট্রেন্ডে থাকে তাহলে অবশ্যই GBPUSD একই ট্রেন্ডে থাকে। একে বলা হয় পজিটিভ কো-রিলেশন।আবার, USDCHF পেয়ারের সাথে EURUSD ‘র নেগেটিভ কো-রিলেশন আছে। USDCHF এর ট্রেন্ড আপ হলে EURUSD এর ট্রেন্ড ডাউন হয়।এখন, এই
কো-রিলেশন আমাদের ট্রেডের ক্ষেত্রে কি সুবিধা দিবে?
আপনি ট্রেড নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারবেন। যেমন, আপনি EURUSD তে কোন ট্রেড নেওয়ার সময় GBPUSD পেয়ারও দেখে নিতে পারেন। তারমানে এই না যে আপনি EURUSD এবং GBPUSD দুইটাতেই ট্রেড খুলবেন। কারণ এতে আপনার রিস্ক ডাবল হয়ে যাচ্ছে। সুতরাং আপনি এই পেয়ারের যেকোন একটাতে ট্রেড নেওয়ার সময় অন্যটিও দেখে নেবেন। এর ফলে উক্ত ট্রেডে আপনার টিপি হিট করার সম্ভাবনা বেড়ে যাবে। যদি দুইটা পেয়ারেই একসাথে প্রাইস অ্যাকশন সেটআপ পান তাহলে এদের মধ্যে বেষ্ট একটা নির্বাচন করে ট্রেড খুলবেন।
একইভাবে যদি আপনি EURUSD তে বাই এবং USDCHF এ সেল দেন তাহলেও কিন্তু আপনার রিস্ক বেড়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি CHF রিলেটেড সব পেয়ার এড়িয়ে চলি তাই আমি EURUSD এবং GBPUSD পেয়ারেই জোর বেশী দেই।
#Forex এর সবচেয়ে বেশী ট্রেড হওয়া পেয়ার হচ্ছে EURUSD যার ফলে অন্য যেকোন পেয়ারের চাইতে EURUSD তে ভলিউম বেশী থাকে। পুরো #Forex এর ২৮% ভলিউমই EURUSD পেয়ারে থাকে, এর পরে হচ্ছে USDJPY যা কিনা ১৭% এবং GBPUSD ১৪% ভলিউম নিয়ে থাকে।
ক্রস পেয়ারঃ
ক্রস পেয়ার হচ্ছে যে পেয়ারগুলো USD ‘র সাথে যুক্ত নেই। যেমনঃ
AUDCAD – Australian dollar vs. the Canadian dollar
AUDCHF – Australian dollar vs. the Swiss franc
AUDJPY – Australian dollar vs. the Japanese yen
AUDNZD – Aussie dollar vs. the New Zealand dollar
CADJPY – Canadian dollar vs. the Japanese yen
CHFJPY – Swiss franc vs. the Japanese yen
EURAUD – Euro vs. the Australian dollar
EURCAD – Euro vs. the Canadian dollar
EURCHF – Euro vs. the Swiss franc
EURGBP – Euro vs. the British pound
EURJPY – Euro vs. the Japanese yen
EURNZD – Euro vs. the New Zealand dollar
GBPAUD – British pound vs. the Australian dollar
GBPCHF – British pound vs. the Swiss franc
GBPJPY – British pound vs. the Japanese yen
NZDJPY – New Zealand dollar vs. the Japanese yen
16126

jasminbd
2021-12-07, 01:33 PM
আসলে এটি নির্দিষ্ট করে বলা মুশকিল যে ফরেক্স কারেন্সি পেয়ার গুলো কোনটিতে ট্রেড করা লাভ জনক বা বিপদজনক। এটি নির্ভর করে একদিনে কত পিপস করে উঠানামা করে তার উপর । তবে সব কারেন্সি পেয়ার দিনে ২০-৩০ পিপস মুভমেন্ট করে যদি মার্কেট সাইডওয়ে হয়। তার মার্কেটে যদি ভোলাটিলিটি বেশী থাকে সেক্ষেত্রে মার্কেটে মার্কেট ১০০ পিপস পর্যন্ত উঠানামা করে। বিশেষ করে যদি কোন হাই ইমপ্যাক্টের নিউজ থাকে তাহলে সেসময় মার্কেট একটু ভোলাটাইল হয় এবং নিউজের উপর ভিত্তি করে মার্কেট একটু বেশী উঠানামা করে। এছাড়াও বিভিন্ন সেশনেরও মার্কেট মুভমেন্ট একটু বেশী হয়।
হ্যাঁ তবে বেশীরভাগ ট্রেডার মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকে কারন এদের গতিবিধি বুঝা যায় অন্যদিকে ক্রস কারেন্সি পেয়াদের গিতিবিধি বুঝা একটি কঠিন।

FRK75
2022-02-23, 03:31 PM
ক্রস পেয়ার এর চেয়ে মেজর পেয়ারে ট্রেডিং করা নিরাপদ। কারণ মেজর পেয়ারগুলো থেকে ক্রস পেয়ার গুলো বেশি ভোলাটাইল বা মুভমেন্ট করে থাকে। মেজর পেয়ারগুলোতে যেখানে দৈনিক 60 থেকে 120 পিপস মুভমেন্ট করে থাকে সেখানে ক্রসফায়ার গুলোতে প্রতিদিন 200 পিপসেরও বেশি মুভমেন্ট করে থাকে। এছাড়া মেজর কারেন্সি পেয়ারগুলোতে স্প্রেড কম থাকে অন্যদিকে ক্রস কারেন্সি গুলোতে স্প্রেড বেশি থাকে। তাই ক্রস কারেন্সি গুলোতে লসের পরিমাণ মেজর কারেন্সি গুলো থেকে বেশি হয়। এজন্য ফরেক্স মার্কেটে আগত নতুন ট্রেডারদের অভিজ্ঞতা কম থাকায় ক্রস কারেন্সি গুলোতে ট্রেড না করাই উত্তম।

md mehedi hasan
2022-02-23, 03:38 PM
অবশ্যই ফরেক্স মার্কেটে আপনি মেজর কারেন্সি তে ট্রেড করবেন।ফরেক্স মার্কেট এ মেজর কারেন্সি সেগুলো।যে পিয়ারের সাথে ইউএসডি যুক্ত আছে।যেমন eurusd/usdcad/usdchif ইত্যাদি।ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি আচারন গুলো সবসময়ই ভালো থাকে।এই জন্যই মেজর কারেন্সি তে ট্রেড করতে হবে।তবে আপনি আবার এক সাথে সবগুলো মেজর কারেন্সি তে ট্রেড করতে যাবেন না।আপনি একটা বা দুটো মেজর কারেন্সি তে ট্রেড করবেন।

samun
2022-07-15, 09:30 AM
ক্রস পেয়ার কারেন্সিগুলোর গতিবিধি অত্যধিক অর্থাৎ এর মুভমেন্ট এতটাই বেশি যে অদক্ষ এবং অনভিজ্ঞ ট্রেডারদের জন্য ক্রস পেয়ার ট্রেড খুবই ঝুঁকিপূর্ণ এতে করে ব্যালেন্স ধরে রাখাটা খুব কঠিন ব্যাপার কিন্তু মেজর পেয়ার কারেন্সি এর মুভমেন্ট যথাযথভাবে তুলনামূলক স্বাভাবিক যার ফলে নতুন ট্রেডার এ সকল কারেন্সিতে ট্রেড করলে তুলনামূলক ঝুঁকি কম থাকে তাই আমি মনে করি নতুন ট্রেডার এর জন্য মেজর পেয়ার কারেন্সি গুলো নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ

Mas26
2022-07-16, 06:04 PM
মেজর কারেন্সীগুলো আমার কাছে অনেক বেশি নিরাপদ মনে হয় ক্রস কারেন্সীর চেয়ে। কারন মেজর পেয়ারগুলোর মুভমেন্ট স্বাভাবিকই থাকে তবে ক্রস কারেন্সী পেয়ারে মুভমেন্টটা অনেক বেশি হয়।নতুনদের জন্য ক্রস পেয়ার এর চেয়ে মেজর পেয়ারে ট্রেডিং করা নিরাপদ। কারণ মেজর পেয়ারগুলো থেকে ক্রস পেয়ার গুলো বেশি ভোলাটাইল বা মুভমেন্ট করে থাকে। মেজর পেয়ারগুলোতে যেখানে দৈনিক 60 থেকে 120 পিপস মুভমেন্ট করে থাকে সেখানে ক্রসফায়ার গুলোতে প্রতিদিন 200 পিপসেরও বেশি মুভমেন্ট করে থাকে। এছাড়া মেজর কারেন্সি পেয়ারগুলোতে স্প্রেড কম থাকে অন্যদিকে ক্রস কারেন্সি গুলোতে স্প্রেড বেশি থাকে। তাই ক্রস কারেন্সি গুলোতে লসের পরিমাণ মেজর কারেন্সি গুলো থেকে বেশি হয়। এজন্য ফরেক্স মার্কেটে আগত নতুন ট্রেডারদের অভিজ্ঞতা কম থাকায় ক্রস কারেন্সি গুলোতে ট্রেড না করাই উত্তম।
তাই যদি সেফলি ট্রেড করা দরকার হয় বিশেষ করে নতুনদের ক্ষেত্রে তবে আমার মতে মেজর কারেন্সীতেই ট্রেড করা ভালো হবে। আর ব্যালেন্স বেশি হলে এবং যথেষ্ট দক্ষতা থাকলে ক্রস কারেন্সীতে ট্রেড করতে পারেন।

Mas26
2024-08-05, 10:41 PM
মেজর কারেন্সি পেয়ার গুলো তুলনামূলক নতুনদের জন্য সর্বাধিক নিরাপদ এবং নিয়মিত প্রফিটেবল৷আপনারা যারা ফরেক্স মার্কেটে নতুন এসেছেন তারা সবাই চেষ্টা করবেন এসব মেজর কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে৷আমাদের নতুনদের মাঝে অনেকেই আছেন ফরেক্স মার্কেটে এসেই একই সাথে একাধিক মেজর কারেন্সি পেয়ার এবং ক্রস কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করতে শুরু করে দেই৷একদিকে নতুন অবস্থায় অনভিজ্ঞতা ও অদক্ষতার কারনে ট্রেড করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর অন্যদিকে একাধিক মেজর কারেন্সি পেয়ার ও ক্রস কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করাটা আরোও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে৷