View Full Version : সেশন দেখে ট্রেড করা উচিৎ
Mamun13
2018-11-06, 05:33 PM
আমরা অনেকেই লক্ষ্য করলে দেখব যে 24 ঘন্টার ভিতরে মার্কেট একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারেন্সি পেয়ারের উপর বেশ ভালো মুভমেন্ট করে থাকে৷এটা আমরা অনেকেই জানিনা যে ওই নির্দিষ্ট সময়ে কেন ঐ নির্দিষ্ট কারেন্সি পেয়ারটি এত বেশি মুভমেন্ট তৈরি করছে ? বেশি মুভমেন্ট তৈরি করার অর্থ হচ্ছে মার্কেটে ওই নির্ধারিত সময়ে ওই নির্দিষ্ট পেয়ারের উপর পর্যাপ্ত পরিমাণ লেনদেন হচ্ছে,ওই নির্দিষ্ট সময়কে ট্রেডিং সেশন বলা হয়ে থাকে৷যেমন ইউরোপিয়ান ট্রেডিং সেশন হলো আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর 12 টা থেকে বিকাল 3 টা পর্যন্ত আর নিউইয়র্ক ট্রেডিং সেশন হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা 6 টা থেকে রাত 11 টা৷ এই দুইটা সেশনে যথাক্রমে ইউরোপিয়ান কারেন্সিগুলো - euro,gbp,chf এবং নিউইর্য়কের usd সংযুক্ত কারেন্সি পেয়ার গুলো সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷তাই আমাদের এই দুইটা ট্রেডিং সেশনে ট্রেড করার জন্য নিজেদের কে তৈরী রাখতে হবে৷
alamsat
2018-11-07, 12:25 PM
আমরা যেহেতু এখন ও নতুন ট্রেডার তাই সেশন ট্রেড সম্পর্কে জানতে এবং বুঝতে অনেক সময় লাগবে আর সেশন ট্রেড করতেও আমাদের ভাল লাগবে না কারন আমরা জানি না কখন কোন শেষন শুরু হয় এবং শেষ হয়। তবে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারলে সেশন ট্রেড করেও ভাল লাভবান হওয়া যাই। কারন যখন যে শেসন শুরু হয় তখন ঐ শেসন এ অবস্থিন দেম সমুহের দেলদেন ব্যাপক রাহে শুরু হয় যেমন ধরুন আমাদের দেশে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গুলি তাদের কার্যক্রম করে থাকে ফলে এই সময়ে আমাদের দেশে মার্কেট অনেক বেশি মুভ করবে কিন্তু সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কোন লেনদেন হয় না ফলে এই সময়ে আমাদের দেশের মার্কেট কোন মুভ করবে না বললে চলে। ঠিক অন্যান্য দেশের লেনদেন ও শেসন অনুযায়ী হয়ে থাকে।
habibi
2019-01-06, 05:19 PM
যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র। ইউরোপীয় সেশনের পরে, এটা দিনের তৃতীয় ট্রেডিং সেশন। এই অধিবেশন চলাকালীন সময়ে দিনের বিশ্বের মোট কারেন্সি ট্রেডিং ভলিউমের প্রায় ২০% এই অধিবেশনে হয়ে থাকে। যেহেতু নিউ ইয়র্ক রিজিওনে ট্রেডিং ভলিউম বৃহত্তম অংশ প্রায় ১৯ শতাংশ পায়, তাই এটি মার্কিন ট্রেডিং সেশনের জন্য সদর দপ্তর। মার্কিন অধিবেশনের প্রধান ফোকাস কারেন্সি হল মার্কিন ডলার (USD) হয়। এই সময় মার্কিন ডলার লেনদেনের সর্বচ্চো লেনদেন হয় বলে এর ভোলাটিলিটিও বেড়ে যায়।
মার্কিন সেশন 8am (ET) থেকে 5pm (ET) পর্যন্ত চলে আর বাংলাদেশ সময় সন্ধ্যা 6PM থেকে শুরু হয়ে 3 AM পর্যন্ত চলে।
রিস্ক-টেকার ট্রেডার জন্য:
মার্কিন সেশনের সময় ট্রেডার জন্য মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ঝুঁকি থাকে। এটি স্টক এবং বন্ড মার্কেটের সঙ্গে তার সংযুক্ততা থাকার কারণে রিস্ক-টেকার ট্রেডার জন্য এই সময় ট্রেড করা বড় চ্যালেঞ্জের।
এই সেশনের সময় নিচের এই পেয়ারগুলোর মোটামুটি ভালই পিপ্স মুভমেন্ট হয়:
* GBP/USD
* GBP/JPY
* USD/JPY
এই সময় এই পেয়ারগুলোর গড় পিপ্স মুভমেন্ট রেঞ্জ হল ৯৫ পিপস। এছাড়াও এই সেশনের সময় EUR/USD পেয়ারও একটি শক্তিশালী বিকল্প হতে পারে, তবে ইউরোপীয়-আমেরিকান ক্রসওভারের সময় এটির সবচেয়ে বেশি মুভমেন্ট হয়ে থাকে।
আরেকটি কার্যকরী বিকল্প পেয়ার হল হল USD/CAD, এই সময় গড়ে ৮০ পিপ্স এর মত উঠানামা করে।
FREEDOM
2020-04-06, 01:41 PM
ফরেক্স মার্কেটে আমি যতটুকু জাানি তিনটি সেশন রয়েছে৷ এশিয়া সেশন, ইউরোপিয়ান সেশন ও নিউইয়র্ক সেশন। তবে মার্কেটে বেশিরভাগ সময় মুভমেন্ট করে নিউইয়র্ক ও ইউরোপিয়ান সেশনে। আমাদের দেশের সময় অনুযায়ী দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সময়টা মুলত ইউরোপিয়ান সেশন এসময় মার্কেট মুভমেন্ট আমরা ভালোই দেখতে পাই। আবার সন্ধা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত হলো নিউইয়র্ক সেশন এ সময় মার্কেটে মুলত মুভমেন্ট সবচেয়ে বেশি হয়ে থাকে।
XXXTentacion
2020-04-06, 03:31 PM
মূল ক্ষতিটি পড়তে হয়েছিল। আমার মোট ক্ষয়ক্ষতি ছিল 25 সালে $ 42 এবং এই ক্ষতির মূল কারণ হ'ল একই বাণিজ্য / প্রবেশের মাধ্যমে ক্ষতিটি পুনরুদ্ধারের প্রচেষ্টা। এর অর্থ আমি মনে করি যে আমি প্রচুর 5 ডলারে একটি বাণিজ্য বিক্রয় প্রবেশ করেছি entered কিছু সময় পরে আমি দেখেছি যে বাণিজ্যটি 5 পিপস দ্বারা চলে গেছে এবং 1 ডলার হারাতে হয়েছে, তখন আমি ভেবেছিলাম এইবার বাণিজ্যটি সেলে যাবে এবং আবার আমি 2 ডলার লটের আকারে
K.K.BABY
2020-04-07, 09:44 AM
আমি মার্কেটে নতুন তাই কখন সেশন শুরু হয় এবং শেষ হয় সেই সম্পর্কে কোন ধারণা নেই তবে আমরা যদি সেশন সম্পর্কে জানতে পারি কোন দেশের কারেন্সির সেশন কখন কখন শুরু হয় তাহলে আমরা সেই অনুযায়ী মার্কেটের অবস্থান বুঝে ট্রেড এন্ট্রি নিয়ে লাভবান হতে পারবো।তাই আমি মনে করি সকলের সেশন সম্পর্কে জানা উচিত।তবে সিনিয়র ভাইয়েরা অর্থাৎ সিনিয়র ট্রেডাররা যদি আমাদের হেল্প করে তাহলে আমরা বুঝতে পারবো।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.