Log in

View Full Version : কে আমাদেরকে সঠিকভাবে ফরেক্স ট্রেড শিখাবে ?



Mamun13
2018-11-06, 06:24 PM
কার কাছে ফরেক্স ট্রেড শিখবেন ? কে আমাদেরকে সঠিকভাবে বাস্তবসম্মত পরীক্ষিত প্রমাণিত সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজীর বিষয়গুলো শিখাবে ? কারণ যিনি শিখাবেন সেই অভিজ্ঞ দক্ষ ট্রেইনার তিনি তো নিজেই দীর্ঘ বছর ব্যাপী এই মার্কেটে প্রচুর টাকা ব্যয় করে,অনেক মেধা ব্যয় করে,শ্রম দিয়ে,ধৈর্য ধরে,অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন... সেই অভিজ্ঞ ট্রেইনার খুব ভালোভাবে জানেন এই মার্কেটে প্রফিটেবল ট্রেড করা কত কঠিন ব্যাপার !!! তাই তিনি নতুনদেরকে শেখাতে তেমন একটা আগ্রহী থাকেন না৷একদিকে যেমন দক্ষ অভিজ্ঞ ট্রেইনারদের হাতে শেখানোর মতো কোনও সময় থাকে না তেমনি অন্যদিকে নতুনদেরকে হাতেগোনা মাত্র কয়েক দিনেই এই ফরেক্স ট্রেড শেখানো সম্ভব হয় না৷আমরা সবাই জানি আমাদের আশপাশে অভিজ্ঞ ফরেক্স ট্রেইনার পাওয়া যায় না৷যেহেতু আমরা সঠিকভাবে কারো কাছ থেকে এসব বিষয়গুলো নিয়ে শিখতে পারি না তাই আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট,ইউটিউব, ইংরেজী ই-বুক এবং বিভিন্ন ফোরামে নিয়মিত স্টাডি করতে হয়৷ভালো ট্রেডার হতে হলে অবশ্যই আমাদেরকে দীর্ঘদিন যাবৎ নিয়মিত স্টাডি করতে হবে৷

expkhaled
2018-11-06, 06:34 PM
আমার মনে হয় ট্রেডিং শেখাটা সম্পূর্ন প্রাকৃতিক বিষয় অর্থাত নিজের থেকেই সয়ংক্রিয় ভাবে শিখতে হবে। কারন যত বড় ট্রেইনার থেকেই আমি শিখি না কেন আমার কিন্তু ট্রেড করতে হবে নিজে থেকে। এখন যদি নিজের মধ্যেই সমস্যা থাকে তাহলে যতই শিখি না কেন কাজে আসবে না। এই পর্যন্ত যত ট্রেডার এর ব্যাপারে জেনেছি সবাই একই রাস্তায় শিখেছেন সেটা হলো দীর্ঘদিন মার্কেট এ সময় দিয়ে নিজে প্র্যাকটিস করে। সুতরাং আমার মনে হয় সময় দিয়ে মার্কেট দেখতে থাকতে হবে তাহলে নিজের মধ্যে থেকে একটা কৌশল চলে আসবে যা অন্য কেউ শেখাতে পারবেন না।

alamsat
2018-11-07, 12:06 PM
ফরেক্স শেখার মত আমি কোন প্রতিষ্ঠানিক জায়গা দেখি না। আমি যে টুকু শিখেছি ফোরামের বিভিন্ন ধরনের পোষ্ট এবং ইন্টারনেট এর বিভিন্ন সাইট থেকে পোষ্ট পড়ে এবং সব চেয়ে ভাল তথ্য পেয়েছি সেটা ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে। তাই এই মাধ্যমে যেহেতু হাতে কলমে শেখান হয় তাই এই মাধ্যমে সহজে এবং অতি দ্রুত ফরেক্স ট্রেডিং শেখা যাই। যাই হোক ফরেক্স কেউ আমাদের শেখাতে আসবে না। আমাদের নিজেদের গরজে শিখতে হবে।

edottc
2019-03-22, 08:49 AM
আমার জানা মতে ফরেক্স শেখাযায় এমন কোন ট্রেডিং সেন্টার নেই ।তবে আপনি ফরেক্স শিখতে পারেন এমন একজন ট্রেইনার থেকে যে দীর্ঘ দিন ধরে ফরেক্স এ কাজ করছে ট্রেড করছে । এবং ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করেছে ।আমি ও আমার এক বড় ভাই এর থেকে ফরেক্স শিখেছি ।

fxjaman
2019-03-22, 03:21 PM
ভাই ফরেক্স নিজের চেষ্টায় শিখতে হয়। এটা কেউ কাউকে শেখাতে পারে না। মানুষ আপনাকে সাময়িক একটা সহযোগিতা বা ধরে নেন খুব বেশি সহযোগিতা প্রদান করলো, কিন্তু আপনার দক্ষতা তখনি বোঝা যাবে বা প্রকাশিত হবে যখন আপনি ট্রেড করে কন্টিনিউ প্রফিট করতে পারবেন। তবে ফরেক্স শেখার অন্যতম সহজ মাধ্যম হলো এই ফোরাম। এখানকার জ্ঞানটাকে প্রপারলী নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেন।

bdunity
2019-03-22, 04:34 PM
আমার মতে কোন কিছু শিখতে গেলে আগে নিজের চেষ্টা বেশি দরকার।তাই আপনাকে সঠিকভাবে ফরেক্স ট্রেড শিখতে গেলে আগে দরকার আপনার নিজের চেষ্টা।আপনার নিজের যদি চেষ্টা থাকে আপনি যেকোন কাজ চেষ্টা করলে শিখতে পারবেন।আর আপনাকে যদি ফরেক্স এ ট্রেড করা শিখতে হয় তাহলে আপনাকে ফরেক্স মার্কেটে সবথেকে বেশি সময় ব্যয় করতে হবে আর ভালো ভালে ট্রেডারদের কাছ থেকে পরামর্শ নিতে হবে ।

RASELRANA562917
2019-03-22, 04:57 PM
ফরেক্স মার্কেটে আমাদের নিজেই চেষ্টাতেই শেখা উচিত।ফরেক্স এ যারা অভিজ্ঞ ট্রেডার তারা হয়ত আমাদের সিস্টেম টা বুঝিয়ে দিবে কিন্তু নিজে চেষ্টা না করলে কখনোই পরিপুর্ণ ট্রেডার হওয়া সম্ভব না।ফরেক্স এ দক্ষ হতে হবে। দক্ষ তো নিজ চেষ্টাতেই আপনি হতে পারবেন তাহলে খামাখা কেন অন্যের পিছে ছুটবেন।আপনি অভিজ্ঞ যারা আছে তাদের কাছে পরামর্শ নেন।আর নিজ প্রচেষ্টাতে কাজ করুন।বেশি বেশি ডেমো ট্রেড করুন।রিয়্যাল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করতে থাকেন।মার্কেট এনালাইসিস করুন,মানি ম্যানেজমেন্ট বুঝুন দেখবেন আপনি কতটা দক্ষ হয়ে গেছেন।সত্যি বলতে কি ফরেক্স এ নিজ প্রচেষ্টায় অনেক কিছু শেখা যায়।আপনি যেগুলো বুঝতে পারছেন না গুগল ইউটিউবে সার্চ দেবেন।সেখানে পাবেন।আর ফরেক্স সম্পর্কে জানার জন্য কিছু বই আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন।প্রধান কথা হল ফরেক্স এ দক্ষ হতে হলে নিজ প্রচেষ্টার বিকল্প কিছু নাই।

MONASONA77
2019-03-22, 07:00 PM
যে কোন কাজ শুরু করতে গেলে আগে শিখতে হয়,, না হলে ভূল হয়ে যায়। ফরেক্স ট্রেডিং করাও তার বাইরে না। আমার মনে হয়,, এখানকার বেশির ভাগ মানুষই নিজে থেকে ফরেক্সে আসেনি। সবাই অন্য কারো থেকে অনুপ্রাণিত হয়ে এখানে এসেছে এবং সফলতা অর্জন করেছে। হয়তো কারো ভাই, বন্ধু বা গুরুজনেরা ফরেক্স করে,, আর তা দেখেই নতুনেরা এই পেশায় এসেছে। ফরেক্স শেখার জন্য সবচেয়ে যেটা বেশি জরুরী সেটা হচ্ছে নিজের ইচ্ছা। যেহেতু ফরেক্স আলাদা করে শেখার খুব একটা ভালো সুযোগ নেই,, তাই আমার মনে হয় ঐ সব লোকদের কাছে থেকেই আমাদের শেখা উচিত যাদের কাছে আমরা ফরেক্স সম্পর্কে জেনেছি। আর ফরেক্স শুরু করলেই আস্তে আস্তে ফরেক্স সম্পর্কে জ্ঞানী হয়ে উঠবে বলে আমি মনে করি।

Grimm
2019-11-23, 10:21 PM
আমাদের দেশে বর্তমানে এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে আমরা সঠিকভাবে এই ব্যবসা সম্পর্কে শিখতে পারবো। কেউ যদি এই ব্যবসা সম্পর্কে শিখতে চায় তাহলে তাকে অবশ্যই ইন্টারনেট এর উপর ভরসা করে শিখতে হবে। আমিও তাই করি কারণ আমার আশেপাশে কোন ট্রেডার নেই যার কাছ থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতে পারবো। তবে আমি মনে করি আমরা যদি সঠিকভাবে ইন্টারনেট ঘাটাঘাটি করি তাহলে সেখান হতে আমরা অনেক কিছুই শিখতে পারবো। আমি ইতিমধ্যে অনেক কিছু শিখেছি যা আমাকে বর্তমানে এই ব্যবসা হতে ভাল মুনাফা উপার্জন করতে সাহায্য করে থাকে।