View Full Version : ফান্ডামেন্টল এনালাইসিস কী এবং কেন প্রয়োজন ?
Mamun13
2018-11-07, 08:37 PM
আমরা অনেকেই জানি ফান্ডামেন্টাল এনালাইসিস কিভাবে করতে হয়৷তার পরেও যারা একদম নতুন এসেছি ফরেক্স ট্রেডে তারা ফান্ডামেন্টাল এনালাইসিস কি পরিষ্কারভাবে এখনো জানিনা বুঝিনা৷তাদের জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস খুব ভালোভাবে জানা খুব জরুরী৷ ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে আমরা এখানে যেসকল কারেন্সি পেয়ারে ট্রেড করবো সেই কারেন্সি পেয়ারটি যে দেশের সেই দেশের সংশ্লিষ্ট অর্থনীতি বর্তমানে কি অবস্থায় রয়েছে ? সেটা জানতে হবে৷ঐ দেশের সার্বিক পরিস্থিতি বুঝতে হবে৷যদি ওই দেশের আর্থিক অবস্থা বিভিন্ন কারণে,যেমন ওই দেশের রাজনৈতিক, প্রাকৃতিক,সামাজিক প্রভাবের কারণে আর্থিক উন্নতি বা অবনতি ঘটে থাকে৷তাই ওই নির্দিষ্ট দেশের আর্থিক অবস্থা এনালাইসিস করার প্রয়োজনেই ওই নির্দিষ্ট কারেন্সি পেয়ার গুলোর জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা অপরিহার্য হয়ে পড়ে৷
alamsat
2018-11-18, 12:22 PM
ফরেক্স এ ট্রেড করতে হলে তিন ধরনের এ্যানালিসিস মাথায় রেখে তারপর ট্রেড করতে হয় তার মধ্যে অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি এ্যানালিসিস হল ফান্ডামেন্টাল এ্যানালিসিস কারন এই এ্যানালিসিস যদি কেউ না করে ট্রেড করে তাহলে তার প্রতিটি ট্রেড লসের সম্মুখিত হতে পারে কারন ফান্ডামেন্টাল নিউজ প্রকাশিত হওয়ার পর মার্কেট অত্যান্ত বেশি মুভ করতে থাকে তাই এটি যদি আপনার ট্রেড এর বিপরীতে চলে যাই তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। তাই প্রতিটি ট্রেডারগন দের ট্রেড করার জন্য অবশ্যয় ফান্ডামেন্টাল এ্যানালিসিস করা একান্ত জরুরী।
Grimm
2018-11-18, 03:05 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে আমি সাধারণত বুঝে থাকি নিউজের উপর এানালাইসিস করা আর আমার মনে হয় এটা অনেক কঠিন এনালাইসিস। কারণ সকল নিউজ ঠিকমত বুঝা খুব একটা সহজ ব্যপার নয়। তাই আমি সবসময় নিউজ এর সময় আমার ট্রেড বন্ধ রাখার চেষ্টা করি। কারণ আমি সঠিকভাবে নিউজগুলো বুঝতে পারি না। তবে হ্যা যারা ঠিকমত নিউজগুলো বুঝতে পারে তারা খুব অল্প সময়ের মধ্যে ভাল মুনাফা করতে পারে। তাই আমি মনে করি আপনি যদি অল্প সময়ের মধ্যে ভাল মুনাফা করতে চান তাহলে ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধ্যমে সেটা করতে পারে। আর এর জন্য আপনাকে আগে অনেক কিছু শিখতে হবে।
Mahidul84
2018-11-18, 06:26 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে আমি সাধারণত বুঝি ফরেক্স মার্কেট সম্পর্কে নিউজগুলো সঠিকভাবে বুঝার চেষ্টা করা। তবে এই এনালাইসিসটি অর্জন করা অনেক কঠিন। কারণ এই মার্কেট সম্পর্কে সকলে সঠিকভাবে বুঝতে পারে না এবং না বুঝার কারণে অনেক ট্রেডার বেশির ভাগ সময় ভুল ট্রেড করে এই মার্কেটে লস করে থাকে। এজন্য আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত আগে ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে কঠোর পরিশ্রম দক্ষতা সাথে বুঝার চেষ্টা করতে হবে। পাশাপাশি ধৈর্য্য সহকারে মার্কেটে অবস্থান করতে হবে। আর এজন্য আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে।
Montu Zaman
2019-01-31, 02:28 PM
ফরেক্স মার্কেটে যারা নতুন, তারা এন্ট্রি নেবার জন্য লাফালাফি করি, অল্প একটু মুভমেন্টেই উথালপাতাল শুরু করি। শেষে সঠিক এনালাইসিস ছাড়া ভুলভাল যাইগাতে এন্ট্রি নিয়ে লস করে বসি। একবার ভালো করে ভেবে দেখেন তো, এভাবে উল্টা পাল্টা এন্ট্রি নিয়ে লস করার চেয়ে কি এন্ট্রি না নিয়ে অপেক্ষা করাটা ভালোনা?? তাতে অন্তত ব্যালেন্সটা সেফ থাকে। মার্কেট কিন্তু সুযোগ দিবেই । শুধু ঐ সময় এবং সুযোগের অপেক্ষায় থাকা জরুরী।তাই সকলের উচিৎ সঠিকভাবে ফান্ডামেন্টাল এনালাইসিস করে এবং সঠিকভাবে টেকনিক্যাল পয়েন্টগুলো ফাইন্ড আউট করে ট্রেডে এন্ট্রি নিন। তাতে আর যাইহোক ট্রেড দিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন।।।
RASELRANA562917
2019-05-01, 11:08 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে আমরা যে কারেন্সি পেয়ারে ট্রেড করব সেই কারেন্সি পেয়ারে সেই দেশের অর্থনীতি বর্তমানে কি অবস্থায় আছে সেটা জানতে হবে।ওই দেশের সার্বিক পরিস্থিতি বুঝতে হবে।ওই দেশের আর্থিক অবস্থা বিভিন্ন কারণে,যেমন ওই দেশের অর্খনীতিক,সামাজিক, রাজনৈতিক প্রভাবের কারণে ওই দেশের আর্থিক অবস্থার উন্নতি বা অবনতি হতে পারে।তাই ওই নির্দিষ্ট দেশের আর্থিক অবস্থা এনালাইসিস করার জন্যই যে এনালাইসিস করা হয় সেটাই ফান্ডামেন্টাল এনালাইসিস।আমরা যে কারেন্সি পেয়ারে ট্রেড করব তার পূর্ববর্তী অবস্থান এবং পরবর্তী অবস্থান কি হতে পারে এটা যদি আপনি না এনালাইসিস করে ট্রেড করেন তবে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি।আপনি যদি ফান্ডামেন্ট্রাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি করতে পারেন তবে অবশ্যই আপনি লাভ করতে পারবেন।
bdunity
2019-05-02, 10:11 AM
ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে আমি যেটা বুঝি, সেটা হল আপনি যে দেশের কারেন্সীতে ট্রেড করবে এ এনালাইসি মুলত সে দেশের বর্তমার অর্থনৈতিক অবস্থা জনার একটা মাধ্যম । তাই ফান্ডামেন্টাল এনালাইসিস জানা থাকা খুব দরকার ।
MdPiashHasan6080892
2019-05-02, 11:01 PM
ফরেক্স মার্কেটে যে তিন ধরনের এনালাইসিস আছে তার মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস অন্যতম।ফান্ডামেন টাল এনালাইসিস হচ্ছে কোন একটি দেশে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান বিচার বিশ্লেষণ পর্যবেক্ষণের মাধ্যমে যে এনালাইসিস করা হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা ধারণা পাওয়া যায়। ট্রেড ওপেন করার পূর্বে যদি অর্থনীতি পূর্ববর্তী এবং পরবর্তী অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে করলে লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আপনি যদি সঠিকভাবে ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেডে এন্টি নেন তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন
AMIRSHIKDER976
2019-05-03, 10:39 PM
আমরা যে সকল কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকি ওই দেশের সার্বিক পরিস্থিতি অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং পরিবেশ পরিস্থিতির বর্তমান কি রূপ অবস্থায় রয়েছে। এসব দিক গুলো অর্থনৈতিক বা অর্থের উপরে কি বিরূপ প্রভাব বিস্তার করে এগুলো এনালাইসিস করাই হলো ফান্ডামেন্টাল এনালাইসিস। ট্রেড করার ক্ষেত্রে তাই ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
Ronesh186
2019-05-04, 06:30 PM
টেকনিক্যাল এনালাইসিসের ওপর নির্ভর করে ট্রেড করলে সব সময় সফলতা নাও আসতে পারে। সেই ক্ষেত্রে ফান্ডামেন্টাল এনালাইসিস খুব জরুরী। কারণ ফরেক্স মার্কেটের মুদ্রার পেয়ার ওই দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে। আপনি যেদেশের মুদ্রার পেয়ার নিয়ে ট্রেড করছেন ওই দেশের অর্থনৈতিক অবস্থার যদি উন্নতি হয় তাহলে ওই দেশের মুদ্রার মান বেড়ে যাবে। যদি ওই দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে তাহলে ওই দেশের মুদ্রার মান কমে যাবে। ফরেক্স নিউজ অপশনে দেশের এই অর্থনৈতিক অবস্থার ওপর নিউজ প্রকাশিত হয়। এই নিউজের ওপর নির্ভর করে এনালাইসিস করাটাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলে। ভবিষ্যতে মার্কেট মুল্য জানার জন্য ফান্ডামেন্টাল এনালাইসের বিকল্প নেই বলে আমি মনে করি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.