Log in

View Full Version : ট্রেডারগণ সাারণত দুই প্রকার-



Mamun13
2018-11-12, 07:04 PM
ফরেক্স মার্কেটে সাধারনত দুই ধরনের ট্রেডার থাকে৷প্রথমত বাইয়ার বা বুলিশ ট্রেডার এবং সেলার বিয়ারিশ ট্রেডার৷অর্থাৎ যারা কোনো কারেন্সি পেয়ার ক্রয় করবেন তারা হলেন বুলিশ ট্রেডার এবং অন্যরা যারা কারেন্সি পেয়ার বিক্রয় করবেন তারা হলেন বিয়ারিশ ট্রেডার৷এই ফরেক্স মার্কেটে অনেক পেয়ার রয়েছে যেগুলোর বুলিশ বা বিয়ারিশ ট্রেন্ড পরিষ্কার ভাবে দেখে বুঝে নিশ্চিত হয়েই ট্রেডারগণ কখনো বুলিশ কখোনো বিয়ারিশ ট্রেড করে থাকেন৷

alamsat
2018-11-13, 12:36 PM
ফরেক্স মার্কেটে সব সময় কোন না কোন ট্রেডারগন ট্রেড করে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে আছেন এ্যানালিসিস করে বুঝতে পারেন যে, এখন বাই ট্রেড করলে ভাল হতে পারে আর কোন কোন ট্রেডারগন মনে করেন সেল করলে লাভ হবে তারা সেল করে থাকেন। এভাবে মার্কেটে বাই এবং সেল ট্রেডারগন তাদের ট্রেড করে থাকেন। এভাবে ট্রেড করার ক্ষেত্রে কেউ লস এবং কেউ লাভ করে থাকে। কারন যদি সকলেই লাভ করতে থাকে তাহলে লস করবে কে। এভাবে ফরেক্স মার্কেট দুই ধরনের ট্রেডারগন নিয়ে তার নিজ গতিতে চলছে।

edottc
2019-03-20, 12:24 PM
ফরেক্সে সাধারণত দুই ধরনের ট্রেডার থাকে যথাঃবাইয়ার বা বুলিশ ট্রেডার আর একটা হল সেলার বা বিয়ারিশ ।অর্থাৎ যখন কেউ কারেন্সি পেপার ক্রয় করে তখন সে বুলিশ ট্রেডার আর কারেন্সি পেপার বিক্রয় করলে সে বিয়ারিশ ট্রেডার ।