View Full Version : কোথায় ও কখন Buy এন্ট্রী করবো ?
Mamun13
2018-11-12, 07:13 PM
কোনো কারেন্সি পেয়ার ক্রয় করতে যারা আগ্রহী তাদেরকে সর্বদা ট্রেডিং চার্টের সাপোর্ট লেভেল গুলোর দিকে দৃষ্টি রাখতে হয়৷এইসব সাপোর্ট লেভেল গুলোতে মার্কেট প্রাইস যখন ঘন ঘন বাউন্স করতে থাকবে এবং বিভিন্ন ধরনের ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করবে তখন আমাদেরকে বুঝতে হবে পুনরায় মার্কেট প্রাইস বৃদ্ধি পেতে পারে৷ঠিক তখনই ট্রেডারগণ তাই সাপোর্ট লেভেল গুলোতে সব সময়ই ক্রয় করার জন্য সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকেন ও অপেক্ষায় থাকেন কখন Buy এন্ট্রী করা যাবে৷এজন্যই আমরা বুলিশ ট্রেডারগণ আমাদের ট্রেডিং চার্ট গুলোতে সর্বদায় এইসব সাপোর্ট লেভেল গুলোকে খুজে বের করার চেষ্টা করবো৷
alamsat
2018-11-13, 12:46 PM
বাই এন্ট্রি নেওয়ার সময় আমদের সব সময় কোন পেয়ারের সাপোর্ট লেভেল দিকে নজর রাখতে হবে এবং কোন ডোজি ক্যান্ডে স্টিক তৈরি হচ্ছেকিনা সেটা খেয়াল রাখতে হবে। সাপোর্ট লেভেল এ যদি কোন ডোজি ক্যান্ডেল তৈরি হয় তাহলে বুঝবেন এখন মার্কেট উপরের দিকে যেতে পারে। তারপর ও মার্কেট যখন উপরে উঠতে শুরু করে তখও কিছুটা অপেক্ষা করে দেখতে হবে মার্কেট আসলে উপরে যাচ্ছে নাকি কিছুটা উপরে উঠে আবার নিচে নামছে কিনা। এ সব কিছু বোঝার পর যদি মার্কেট একটানা উপরে উঠতে শুরু করে তখন আপনি বাই এন্ট্রি নিতে পারবেন। এভাবে ট্রেড করলে রিস্ক ফ্রি ভাবে ট্রেড করতে পারবেন।
Rajib_Biswas
2019-10-10, 07:06 PM
মার্কেটে তখনই বাই এন্ট্রি নিতে হবে যখন মার্কেট ওভারবট (Overbought) কন্ডিশনে থাকবে। অর্থাৎ যখন মার্কেটে বায়ারদের সংখ্যা বেশি থাকবে তখন মার্কেটের নিচের দিকে নেমে যাওয়ার প্রবণতা কমে যায়। ওভারবট কন্ডিশন সাধারণত সাপোর্ট লেভেলে হয়ে থাকে তাই আমাদের সবসময় মার্কেটের সাপোর্ট লেভেল এর দিকে খেয়াল রাখতে হবে। মার্কেট সাপোর্ট লেভেল এর দিকে পৌঁছালেই বাই এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে তড়িঘড়ি করেই বাই এন্ট্রি নেওয়া যাবে না। সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিটেস্ট করেছে কিনা কনফার্ম হওয়ার পরেই বা এন্টি নেওয়া যাবে।
saraa
2020-03-14, 01:54 PM
সমস্ত ব্যবসায়ের ক্ষয়ক্ষতি এবং লাভের জন্য প্রিয় এবং people লোকেরা যাদের জ্ঞান সম্পর্কিত সম্পূর্ণ জ্ঞান তারা সাফল্য অর্জন করতে পারে এবং বৈদেশিক মুদ্রার ব্যবসায় আমরা ক্ষতি সঠিকভাবে শিখতে পারলে ক্ষতি থেকে রক্ষা পেতে পারি কারণ কিছু সদস্য ক্ষতির মুখোমুখি হয় এবং এই ক্ষতি কেবল হ্রদের কারণে ঘটেছিল ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতা তাই প্রথমে ট্রেডিং দক্ষতা শিখুন এবং তারপরে আসল ট্রেডিংয়ের জন্য যান
FATEMAKHATUN
2020-05-26, 02:08 AM
মার্কেট ভালো হবে এনালাইসিস করে যখন মনে হবে সামনে মার্কেট উপরে উঠতে পারে। তখন বাই করতে হবে।
EmonFX
2021-06-20, 02:54 PM
কোনো কারেন্সি পেয়ার ক্রয় করতে যারা আগ্রহী তাদেরকে সর্বদা ট্রেডিং চার্টের সাপোর্ট লেভেল গুলোর দিকে দৃষ্টি রাখতে হয়৷এইসব সাপোর্ট লেভেল গুলোতে মার্কেট প্রাইস যখন ঘন ঘন বাউন্স করতে থাকবে এবং বিভিন্ন ধরনের ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করবে তখন আমাদেরকে বুঝতে হবে পুনরায় মার্কেট প্রাইস বৃদ্ধি পেতে পারে৷ঠিক তখনই ট্রেডারগণ তাই সাপোর্ট লেভেল গুলোতে সব সময়ই ক্রয় করার জন্য সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকেন ও অপেক্ষায় থাকেন কখন Buy এন্ট্রী করা যাবে৷এজন্যই আমরা বুলিশ ট্রেডারগণ আমাদের ট্রেডিং চার্ট গুলোতে সর্বদায় এইসব সাপোর্ট লেভেল গুলোকে খুজে বের করার চেষ্টা করবো৷
বাই এন্ট্রি নেয়ার জন্য সাপোর্ট এবং রেসিসটেন্স উভয় লেভেল থেকেই নেয়া যায়। মার্কেট যদি সাপোর্ট লেভেলে এসে বাধা প্রাপ্ত হয়ে বারবার উপরের দিকে মুভ করে এবং সাপোর্ট লেভেল না ভাঙতে পারে তখন বাই এন্ট্রি নেয়ার জন্য উপযুক্ত সময়। আবার মার্কেট যদি কখনো রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দিয়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করে তাহলেও বাই এন্ট্রি নেয়ার জন্য তখন উপযুক্ত সময়। তবে আমাদের একটা বিষয় অবশ্যই সতর্ক হতে হবে, সেটি হলো মার্কেট কখনো ফলস ব্রেকআউট দিয়ে থাকে। এই ফলস ব্রেক আউট একজন রিটেইল ট্রেডারের ব্যালেন্স জিরো করে দেয়ার জন্য যথেষ্ট। তাই এসব লেভেল থেকে এন্ট্রি নেয়ার ক্ষেত্রে অবশ্যই স্টপ লস অর্ডার দিয়ে ট্রেড করতে হবে, যাতে করে লস হলেও সামান্য পরিমাণে হয় যেটা ব্যালান্সের উপর বড় ধরনের কোনো প্রভাব ফেলতে না পারে।
Starship
2021-06-20, 11:02 PM
একজন ট্রেডারের কখন কোন পজিশনে মার্কেটে বাই বা সেল নিয়ে ট্রেড করতে হয় সেই অভিজ্ঞতার জন্য পর্যাপ্ত সময় লেগে যায়। একজন ট্রেডার তখনই সফলতা পাবে যখন মার্কেট মুভমেন্ট বুঝে যথাযথ ট্রেড নেওয়ার অভিজ্ঞতা অর্জন হবে। তবে বাই নেওয়ার জন্য আমি যে বিষয়ে প্রতি খেয়াল রাখে তা হল ইউএসডি ইন্টেক্স নিম্নমুখী হতে হবে। কেননা আমরা জানি ইউএসডি ইন্টেক্স যখন নিম্নমুখী হয় তখন বাই নিয়ে ট্রেড করলে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.