PDA

View Full Version : কোথায় ও কখন Sell এন্ট্রী করবো ?



Mamun13
2018-11-12, 07:17 PM
কোনো কারেন্সি পেয়ার বিক্রয় বা Sell এন্ট্রী করতে যারা আগ্রহী তাদেরকে সর্বদা ট্রেডিং চার্টের রেসিসট্যান্স লেভেল গুলোর দিকে দৃষ্টি রাখতে হবে৷এইসব রেসিসট্যান্স লেভেল গুলোতে মার্কেট প্রাইস যখন ঘন ঘন বাউন্স করতে থাকবে এবং বিভিন্ন ধরনের ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করবে তখন আমাদেরকে বুঝতে হবে পুনরায় মার্কেট প্রাইস হ্রাস পেতে পারে৷ঠিক তখনই ট্রেডারগণ তাই এইসব রেসিসট্যান্স লেভেল গুলোতে সব সময়ই বিক্রয় করার জন্য সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকেন ও অপেক্ষায় থাকেন কখন Sell এন্ট্রী করা যাবে৷এজন্যই আমরা বিয়ারিশ ট্রেডারগণ আমাদের ট্রেডিং চার্ট গুলোতে সর্বদায় এইসব রেসিসট্যান্স লেভেল গুলোকে খুজে বের করার চেষ্টা করবো৷

alamsat
2018-11-13, 12:41 PM
সেল এন্ট্রি করার সময় অবশ্যয় রেসিসটেন্স লেভেল পর্যন্ত যাওয়ার পরেও কিছু সময় অপেক্ষা করা। কারন মার্কেট সব সময় পরিবর্তনশীল মার্কেট রেসিসটেন্স লেভেল পর্যন্ত গিয়েও আরও কিছুটা উপরে উঠে তারপর নিচের দিকে নামতে পারে। তাই আমাদের সেল ট্রেড করার সময় কিছুটা মার্কেটের মুভমেন্ট বুঝে শুনে তারপর ট্রেড নিতে হবে। তাহলে লসের পরিমান কম হতে পারে। এভাবে সেল ট্রেড গ্রহন করলে আশা করা যাই প্রতি ট্রেড এ ভাল করতে পারবেন।

Rajib_Biswas
2019-10-10, 07:16 PM
ফরেক্স মার্কেটে সেল এন্টি নেওয়ার জন্য আমাদের মার্কেটের ওভারসোল্ড (Oversold) কন্ডিশন গুলোর দিকে নজর রাখতে হবে। কারণ ওভার সোল্ড কন্ডিশনে সেলারদের সংখ্যা বেশি থাকায় মার্কেটের উপরের দিকে উঠে যাওয়ার প্রবণতা কম থাকে। ওভার সোল্ড কন্ডিশন সাধারণত মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল গুলোতেও হয়ে থাকে। এ কারণে সেল এন্ট্রি নেওয়ার জন্য রেজিস্ট্যান্স লেভেল খুবই গুরুত্বপূর্ণ। মার্কেটে ওভার সোল্ড কন্ডিশন তৈরি হলে মার্কেট সাধারণত রিটেস্ট করে থাকে। মার্কেট রিটেস্ট করার পরে সেল এন্ট্রি নেওয়া যায়।

rakib.r
2020-01-30, 11:09 AM
আমি এনালাইজ টা পারিনা বললেই চলে। তবে এত টুকু জানি যে মার্কেট প্রাইজ যখন আপ হয় তখন বাই করতে হয় আর যখন মার্কেট প্রাইজ কমতে থাকে তখন সেল এন্ট্রি করতে হয়। এখন আমি এটা জানি না যে কখন মার্কেট আপ হবে আর কখন ডাউন হবে। এটা আমি হয়তো যখন এনালাইজ টা শিখে ফেল্বো তখন বুঝতে পারবো কিছুটা

Fxxx
2020-01-30, 01:11 PM
সেল এন্ট্রি নেয়ার জন্য আপনাকে প্রথমত ভালো করে এনালাইসিস করতে হবে। মার্কেট এখন কোন পজিশনে আছে কোনো স্ট্রং রেজিস্টান্সে মার্কেট বাধা পেয়েছে কিনা এবং তারপর যদি নিম্নমুখী কোনো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায় তখন সেল এন্ট্রি নেয়া যেতে পারে তবে এর পাশাপাশি মুভিং এভারেজ ও আরএসআই এর লেভেল কোন পজিশনে আছে সেটা দেখতে। আর যে পেয়ারে ট্রেড নিবেন তার পুর্ববর্তী নিউজ এবং আপকামিং নিউজগুলাও দেখতে হবে তাহলেই সফল এন্ট্রি নেয়া সম্ভব হবে।

PK_SHIKDER
2020-01-31, 12:34 AM
ফরেক্স ট্রেডিং মার্কেটে সেল এন্ট্রি নেওয়ার পূর্বে অবশ্যই মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নিতে হবে এবং সেই সাথে সর্বদা ট্রেডিং চার্টের রেসিসট্যান্স লেভেল গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে । তার কারন হলো সেল এন্ট্রি নেওয়ার সময় মার্কেট বারবার বাউন্স করে । ঠিক তখনই কিছু সময় মার্কেটের দিকে লক্ষ্য রাখতে হবে যখন মার্কেট নিচের দিকে নামতে থাকবে ঠিক তখনই সেল ট্রেড এন্ট্রি নিতে হবে। তাহলে আমরা সর্বদা লচের হাত থেকে রক্ষা পাবো এবং ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবো,,,,, ধন্যবাদ ।

fxarif
2020-01-31, 12:12 PM
সেল এন্ট্রি নেওয়ার আগে এনালাইসিস করতে হবে ভালো করে।মার্কেট যে সেল ট্রেন্ড তা ভালো করে বুজতে হবে

MINARULRFL100
2020-02-01, 09:31 AM
আমরা কোন কারেন্সি পেয়ার অপেন করার পর সাথে সাথে কোন এনালাইসিস না করেই বায় অথবা সেল এন্টি দিয়ে থাকি কিন্তু এই ভাবে এন্টি দিওয়া ঠিক না।আপনি কখন এন্টি নিবেন?যখন কোন রেজিস্ট্যান্স এর উপর বার বার মার্কেট ফিরে আসতেছে তার মানে সে রেজিস্ট্যান্সটি ভাংগতে চাচ্ছে।আপনি অপেক্ষা করতে হবে কখন ওই রেজিস্ট্যান্সটি ভেংগে মার্কেট নিছে যাবে ঠিক সেই মুহুর্তে আপনাকে সেল এন্ট্রি দিতে হবে।যদি রেজিস্ট্যান্সটি না ভাংতে পারে তাহলে এন্ট্রি নেওয়া ঠিক নয় কারন মার্কেট কোন দিকে মুভ করতে পারে সেই টা আপনি বুজতে পারবেন না।

SHARIFfx
2020-02-01, 11:03 AM
সহজ ভাষায় বলতে গেলে আপনি সেল এন্ট্রির জন্য আর এস আই ফলো করতে পারেন। এই খানে আপনি আর এস আই ৮০ থেকে ৮৫ ফলো করে সেল এন্ট্রি নেন। আর ২০-৫০ পিপ্স ৯৯% প্রফিট নিয়ে নিতে পারেন। তাই বেস্ট মাধ্যম হচ্ছে আর এস আই।

jasminbd
2020-02-02, 05:55 PM
যদি ইউরোর দাম বাড়ে তাহলে অবশ্যই বাই করবেন। ধরুন আপনি চাল বেচাকিনা করবেন এখন যদি আপনি বুঝতে পারেন যে আজ থেকে চাল চাল এর দাম বাড়বে তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি বেশি করে চাল কিনে রাখবেন এবং যখন চালের দাম বেড়ে সর্বচ্চো হবে তখন আপনি সেল করে বেশি প্রফিট করতে পারবেন। মুল বিষয় হল এটিই। কারেন্সি পেয়ারে ১ম বা বেস কারেন্সির অর্থাৎ eur/usd পেয়ার অনুযায়ী যদি eur এর দাম বাড়ার সম্ভাবনা থাকে তাহলে তাহলে আপনি বাই করবেন। আর যদি দাম করার সম্ভাবনা থাকে তাহলে সেল করবেন। আরো সহজভাবে বলতে গেলে ঊর্ধ্বমুখী মার্কেটে বাই করবেন আর নিম্মমুখি মার্কেট সেল করবেন। এই সুত্রধরে আপনি ট্রেড করতে পারেন।

KaziBayzid162
2020-02-02, 06:14 PM
এত সুন্দর ভাবে বিষয়টা বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি যে যখন মার্কেট কোন একটা রেজিস্ট্যান্স পয়েন্টে বারবার টাচ করে পুনরায় নিচের দিকে যেতে থাকে এবং নতুন কিছু ক্যান্ডেল তৈরি করে কিন্তু রেসিসটেন্স লেভেল ব্রেক করতে পারেনা ঠিক তখনই সেল এন্টি নেয়া যেতে পারে। তাছাড়া যদি কোন ট্রেডার খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে বুঝতে পারে যে মার্কেট বর্তমান অবস্থা থেকে নিচে নামার সম্ভাবনা আছে পাশাপাশি কোন আপডেট নিউজ প্রকাশিত হয়েছে যেটার প্রভাবে মার্কেট নিচের দিকে নামবে তখন ট্রেডাররা নতুন করে সেল এন্টি নিতে পারবে।

amreta
2020-03-04, 07:17 PM
আমার প্রিয় বন্ধুরা, আপনি যদি এই সভাটি করেন তবে আমার মনে হয় আপনার নেটো সম্পর্কে নিম্নলিখিতটি করা উচিত এবংঅবশ্যই এতে সফল হবে I আমার মনে হয় আপনার এটি করা উচিত। আপনার কঠোর এবং সততার সাথে কাজ করা উচিত You আপনি এতে দুর্দান্ত পেতে পারেন। এস

MdRubelShaikh
2020-03-06, 12:01 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা।ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আপনি কখুন সেল করবেন এটা নিশ্তিত করে বলা অনেক কঠিক কাজ।আপনাকে মারর্কেট গবেশষা করে বুঝতে হবে যে কখুন সেল করা উচিত।

Suriya Sultana Hira
2020-03-06, 12:25 PM
ফরেক্স ট্রেডিং মার্কেটে সেল এন্ট্রি নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের মার্কেট ভালোভাবে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করতে হবে এবং তার সাথে আমাদের সর্বদা ট্রেডিং মার্কেটের ক্যান্ডেলস্টিক চার্টের রেসিস্টেন্স চার্টের দিকে লক্ষ্য রাখতে হবে । তার কারন হলো মার্কেট সব সময় পরিবর্তনশীল এবং মার্কেট বার বার তার মুভমেন্ট চেঞ্জ করে থাকে । তাই আমাদের মার্কেট ভালোভাবে এনালাইসিস করে তারপর একটু ধৈর্য ধারন করে নির্দিষ্ট সময়ে সেল এন্ট্রি নিতে হবে,,, তাহলে আমরা সবসময় লচের হাত থেকে রক্ষা পেতে পারবো,,,, ধন্যবাদ ।

SOMARANITHAKUR1995
2020-03-06, 12:32 PM
কোন পেয়ারে ট্রেড করবেন এটা নির্ভর করছে আপনার এনালাইসিস অনুযায়ী ওই পেয়ার ট্রেড করার জন্য অনুকূলে কিনা। কোন কোন কারেন্সি পেয়ারে ট্রেড এন্ট্রি করবেন এটা স্প্রেড এর ওপরও নির্ভর করে। যেমন গোল্ড, সিলভার ইত্যাদির স্প্রেড অনেক বেশি। তাই যাদের ব্যালেন্স কম তাদের এই পেয়ারে ট্রেড করা উচিত নয়। যেসব কারেন্সি পেয়ার এর মুভমেন্ট অত্যান্ত ক্ষীণ এইসব পেয়ারেও ট্রেড করা উচিত নয়। যেসব কারেন্সি পেয়ারের মুভমেন্ট মোটামুটি ভালো, স্প্রেড কম এইসব পেয়ারের ট্রেড করা উচিত। তবে ট্রেড করার পূর্বে অবশ্যই ভালো করে মার্কেট এনালাইসিস করে নেওয়া উচিত। আপনি সেলে ট্রেড এন্ট্রি করবেন নাকি বাই এ ট্রেড এন্ট্রি করবেন এটা নির্ভর করছে মার্কেটে ওই পেয়ারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইস এর উপর। তার মানে এই না যে মার্কেট উপরে উঠলে সেলে ট্রেড এন্ট্রি করতে হবে এবং নিচেয় নামলেই বাই এ ট্রেড এন্ট্রি করতে হবে। মনে রাখা উচিত মার্কেট ওই অবস্থা থেকে আরো বিপরীতে চলে যেতে পারে। তাই অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধ্যমে মার্কেটের আগাম নিউজ সম্পর্কে ধারণা নিয়ে ট্রেড এন্ট্রি করা উচিত।

Sapna1212
2020-03-06, 09:17 PM
আমার প্রিয় ভাই জন, আমি মনে করি আপনার কেবলমাত্র রেজিস্ট্রিটি পূর্বোক্ত আকারে বিক্রি করা উচিত যখন আপনি এর মূল্য বোঝেন এবং এতে বাণিজ্য করার সুযোগ দেখেন। এবং ভাল সময় আসার জন্য অপেক্ষা করুন এবং যদি বাজারটি খুব কম হয়ে থাকে, তবে আমাদের নিচে বাণিজ্য করা উচিত।

FRK75
2021-04-05, 05:54 PM
মার্কেট এখন কোন পজিশনে আছে কোনো স্ট্রং রেজিস্টান্সে মার্কেট বাধা পেয়েছে কিনা এবং তারপর যদি নিম্নমুখী কোনো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায় তখন সেল এন্ট্রি নেয়া যেতে পারে তবে এর পাশাপাশি মুভিং এভারেজ ও আরএসআই এর লেভেল কোন পজিশনে আছে সেটা দেখতে। আর যে পেয়ারে ট্রেড নিবেন তার পুর্ববর্তী নিউজ এবং আপকামিং নিউজগুলাও দেখতে হবে তাহলেই সফল এন্ট্রি নেয়া সম্ভব হবে।

samun
2021-04-29, 03:12 PM
আপনি যেকোন কারেন্সিতে বাই এবং সেল এন্টি দিতে পারবেন এখন কথা হলো কি কখন সেল এন্ট্রি নিবেন এটি নির্ভর করবে আপনার এনালাইসিস এর উপর অবশ্যই আপনি যখন কোন এন্ট্রি নিবেন অবশ্যই আপনাকে ভালোভাবে মার্কেট এনালাইসিস করা জানতে হবে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে যদি মার্কেট ডাউন পজিশনে থাকে তাহলে আপনি ছেলেটি নিতে পারেন কিন্তু আপনি যদি ভাল অ্যানালাইসিস করতে না পারেন তবে যদি ভুলবশত কোন এন্ট্রি নেন তাহলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে

Smd
2021-08-26, 12:01 PM
মার্কেট সব সময় পরিবর্তনশীল মার্কেট রেসিসটেন্স লেভেল পর্যন্ত গিয়েও আরও কিছুটা উপরে উঠে তারপর নিচের দিকে নামতে পারে। তাই আমাদের সেল ট্রেড করার সময় কিছুটা মার্কেটের মুভমেন্ট বুঝে শুনে তারপর ট্রেড নিতে হবে। আপনি কখন এন্টি নিবেন?যখন কোন রেজিস্ট্যান্স এর উপর বার বার মার্কেট ফিরে আসতেছে তার মানে সে রেজিস্ট্যান্সটি ভাংগতে চাচ্ছে।আপনি অপেক্ষা করতে হবে কখন ওই রেজিস্ট্যান্সটি ভেংগে মার্কেট নিছে যাবে ঠিক সেই মুহুর্তে আপনাকে সেল এন্ট্রি দিতে হবে।

Starship
2021-08-26, 06:19 PM
ফরেক্সে ট্রেড করার পূর্ব মার্কেট এনালাইসিস করে আমরা ট্রেড নিয়ে থাকি। উক্ত এনালাইসিসের ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয় ট্রেডটি বাই নিবেন নাকি সেল নিবেন। তবে এটি আমরা ডেমো একাউন্টে অনুশীলন করে কৌশল যাচাই করতে পারি। আমি সাধারণত রেসিস্টেন্স লাইন থেকে প্রাইস যখন বাধাপ্রাপ্ত হয়ে পুল ব্যাক করে তখন সেল ট্রেড নিয়ে থাকি। যদি ডেমো একাউন্টে অনুশীলন না করে উক্ত কৌশল সরাসরি ট্রেড করার ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে লস অবধারিত।

Smd
2021-11-21, 07:59 PM
মার্কেট এখন কোন পজিশনে আছে কোনো স্ট্রং রেজিস্টান্সে মার্কেট বাধা পেয়েছে কিনা এবং তারপর যদি নিম্নমুখী কোনো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায় তখন সেল এন্ট্রি নেয়া যেতে পারে তবে এর পাশাপাশি মুভিং এভারেজ ও আরএসআই এর লেভেল কোন পজিশনে আছে সেটা দেখতে। আপনি কখন এন্টি নিবেন?যখন কোন রেজিস্ট্যান্স এর উপর বার বার মার্কেট ফিরে আসতেছে তার মানে সে রেজিস্ট্যান্সটি ভাংগতে চাচ্ছে।আপনি অপেক্ষা করতে হবে কখন ওই রেজিস্ট্যান্সটি ভেংগে মার্কেট নিছে যাবে ঠিক সেই মুহুর্তে আপনাকে সেল এন্ট্রি দিতে হবে।

Mas26
2023-03-07, 02:14 PM
সেল এন্ট্রি করার সময় অবশ্যয় রেসিসটেন্স লেভেল পর্যন্ত যাওয়ার পরেও কিছু সময় অপেক্ষা করা। কারন মার্কেট সব সময় পরিবর্তনশীল মার্কেট রেসিসটেন্স লেভেল পর্যন্ত গিয়েও আরও কিছুটা উপরে উঠে তারপর নিচের দিকে নামতে পারে। তাই আমাদের সেল ট্রেড করার সময় কিছুটা মার্কেটের মুভমেন্ট বুঝে শুনে তারপর ট্রেড নিতে হবে। তাহলে লসের পরিমান কম হতে পারে। এভাবে সেল ট্রেড গ্রহন করলে আশা করা যাই প্রতি ট্রেড এ ভাল করতে পারবেন।আমি এনালাইজ টা পারিনা বললেই চলে। তবে এত টুকু জানি যে মার্কেট প্রাইজ যখন আপ হয় তখন বাই করতে হয় আর যখন মার্কেট প্রাইজ কমতে থাকে তখন সেল এন্ট্রি করতে হয়। এখন আমি এটা জানি না যে কখন মার্কেট আপ হবে আর কখন ডাউন হবে। এটা আমি হয়তো যখন এনালাইজ টা শিখে ফেল্বো তখন বুঝতে পারবো কিছুটা।