PDA

View Full Version : চীন-মার্কিন ট্রেড ওয়ার, যার প্রভাব পড়তে শুরু করেছে জাপানের অর্থনীতিতে!



SUROZ Islam
2018-11-14, 06:11 PM
চীন-মার্কিন ট্রেড ওয়ারের কারনে তিন মাস আগের তুলনায় জাপানের অর্থনীতির নিম্নমুখী হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। কেননা জাপান দীর্ঘদিন ধরে মূল্যসংকোচন সংকটে রয়েছে, তা্ই জাপানের অর্থনীতির তৃতীয় প্রান্তিকে সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া যতটা ভাবা হয়েছিল, আগামী বছর তার চেয়ে আরো মন্থর হয়ে পড়তে পারে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিটি। সম্প্রতি রয়টার্স পরিচালিত অর্থনীতিবিদদের এক মতামত জরিপে এ পূর্বাভাস দেয়া হয়েছে। এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনীতিটির জন্য যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধকে সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন অর্থনীতিবিদরা।

SaifulRahman
2019-01-30, 03:33 PM
চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাব জাপানেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় রফতানি পূর্বাভাস কমিয়ে এনেছে দেশটি। জানুয়ারি মাসের অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রফতানি দুর্বল হয়ে পড়েছে। গত মাসে বলা হয়েছিল, রফতানি না বেড়ে সমান্তরালে চলছে। কিন্তু চলতি মাসে রফতানি আগের মাসের চেয়ে হ্রাস পেয়েছে। গত বছরের ডিসেম্বরে জাপানের রফতানি আগের বছরের তুলনায় ৩ দশমিক ৮০ শতাংশ হ্রাস পায়, যা কিনা ২০১৬ সালের পর প্রথম বছরওয়ারি পতন। চীনে রফতানি কমে যাওয়ার ফলে এ পতন ঘটে। জাপানের জিডিপির প্রায় ১৭ শতাংশ আসে রফতানি থেকে। যার ফলে গত তিন মাসে এই প্রথম নিজেদের রফতানি পূর্বাভাস কমিয়ে এনেছে জাপান।

Tofazzal Mia
2019-02-04, 04:53 PM
চীন-মার্কিন ট্রেড ওয়ার জাপানের অর্থনীতির জন্য গোদের উপর বিষফোড়া হয়ে দাড়িয়েছে, যদিও পুরো বিশেই এর প্রভাব পড়ছে কিন্তু চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের প্রভাবে গত বছরের ডিসেম্বরে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি জাপানের কারখানা উৎপাদনে টানা দ্বিতীয় মাসের মতো দশমিক ১ শতাংশ সংকুচিত হতে দেখা গেছে। এদিকে বৈশ্বিক চাপ মূল্যসংকোচনের সঙ্গে লড়াইরত ব্যাংক অব জাপানের (বিওজে) জন্য পরিস্থিতি জটিল করে তুলছে। চীনের মন্থর অর্থনীতি ও বাণিজ্য বিরোধের বিস্তৃত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিওজের নীতিনির্ধারকরা। জানুয়ারির বৈঠকে বিওজে মূল্যস্ফীতি পূর্বাভাস কমিয়েছে এবং প্রণোদনা কর্মসূচি বহাল রেখেছে।

Montu Zaman
2019-05-06, 05:45 PM
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে অনুষ্ঠিত এডিবির বার্ষিক সম্মেলনে জাপানের অর্থমন্ত্রী তারো আসো চীনকে ঋণ দেয়া কমিয়ে দেয়ার প্রতি প্রতি অহবান জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর কাছে। কেননা চীন উন্নয়ন এর এমন স্তরে পৌঁছেছে তাই আর তাদের আর্থিক সহায়তার প্রয়োজন নেই, পাশাপাশি এরকম অন্যান্য দেশকে ঋণ প্রদান থেকে বিরত থাকতে এ আহ্বান জানানো হয়। যদিও চীনকে উদ্দেশ করেই মন্তব্যগুলো করেছেন আসো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া এবং নাগরিকদের আয়ের পরিমাণ বৃদ্ধি সত্ত্বেও স্বল্প সুদে এডিবি থেকে ঋণ নেয়া অব্যাহত রেখেছে বেইজিং। ২০১৮ সালে এডিবির অর্থায়নের ১২ শতাংশ গেছে চীনে। এডিবির ঋণ পাওয়ার দিক থেকে ভারতের পরই চীনের অবস্থান।

bdunity
2019-05-07, 10:05 AM
চীন,মার্কিন ট্রেড ওয়ারের কারনে তিন-চার মাস আগের তুলনায় জাপানের অর্থনীতির নিন্মমুখী হওয়ার ঝুকি বৃদ্ধি পেয়েছে অ জাপান দীর্ঘদিন ধরে মূল্য সংকোচন সংকটে রয়েছে । তাই জাপানের অর্থনীতির তৃতীয় প্রান্তিকে সংকুচিৎ হওয়ার আশঙ্কা রয়েছে ।

SaifulRahman
2019-05-28, 06:13 PM
যুক্তরাষ্ট্রে আরো বেশি বিনিয়োগ করার জন্য জাপানের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানে চারদিনের সফরের প্রথমদিন ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান ‘উল্লেখযোগ্য বাণিজ্য সুবিধা’ ভোগ করছে বলে মন্তব্য করেন ট্রাম্প। শনিবার জাপানে পৌঁছেই টোকিওতে দেশটির নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাপান বহু বছর ধরে উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসছে। হয়তো এ কারণেই তারা আমাদের বেশ পছন্দ করে। উল্লেখ্য, এ সফর চলাকালে জাপানের নতুন সম্রাট নারুহিতোর সঙ্গে প্রথম বিদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে সাক্ষাৎ করবেন ট্রাম্প।

SaifulRahman
2019-06-17, 06:21 PM
জাপান বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও এ মুহূর্তে বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। কেবল জাপান নয় বিশ্বের বহু অর্থনীতিই কম-বেশি একই ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, অন্যদিকে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমেই বাড়ছে। পাশাপাশি মন্থর হয়ে পড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এ পরিস্থিতিতে জাপানের ভবিষ্যৎ অর্থনীতি খুব একটা ভাল নয়। স্পষ্ট করে বলতে গেলে, জাপানের পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। একদিকে জনসংখ্যা কমছে, অন্যদিকে দেশটি অভিবাসনবিরোধী। কিন্তু অনির্দিষ্টকাল এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে না।

DhakaFX
2019-07-21, 05:33 PM
গত জুনে জাপানের প্রকৃত মূল্যস্ফীতি দুই বছরের সর্বনিম্নে নেমে এসেছে। ভোক্তামূল্য চাঙ্গা করতে নীতিনির্ধারকদের দীর্ঘ লড়াইয়ের অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংক আরো অধিক প্রণোদনা প্রকল্প গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধে যখন বৈশ্বিক অর্থনীতি ও কারখানা উৎপাদনে শ্লথগতি দেখা দিয়েছে, তখন ব্যাংক অব জাপানের (বিওজে) কর্মকর্তারা বলছেন, তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সঙ্গে তাল মিলিয়ে প্রণোদনা কর্মসূচি বহাল রাখবেন। তাজা খাদ্যমূল্য বাদে তেলপণ্যসহ জুনে জাপানের প্রকৃত ভোক্তামূল সূচক (সিপিআই) গত বছরের একই মাসের তুলনায় শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়েছে। জুনের সিপিআই ছিল ২০১৭ সালের নভেম্বরের পর সর্বনিম্ন যখন, তা শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়েছিল। তুলনায় গত মে মাসে এ সূচক বেড়েছে শূন্য দশমিক ৮০ শতাংশ।

Rassel Vuiya
2020-01-07, 12:32 PM
চলতি বছর জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাঝারি গোছের কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাপান সেন্টার ফর ইকোনমিক রিসার্চ (জেসিইআর)। ভোগ কর বৃদ্ধিসহ বৈশ্বিক অর্থনীতি মন্থর থাকায় দেশটির ভোগ ব্যয় ও রফতানি কমায় প্রবৃদ্ধি হ্রাসের এ পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিটির প্রবৃদ্ধি ২০২০ অর্থবছরে ছয় বছরের দ্বিতীয় শ্লথ অবস্থার মুখোমুখি হতে পারে। এদিকে ২০১৯ অর্থবছরে এ অর্থনীতি বেড়েছিল দশমিক ৮৭ শতাংশ, যা গত তিন বছরের সর্বোচ্চ।
9744
অন্যদিকে আসন্ন নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে জাপানের প্রবৃদ্ধি পূর্বাভাসের তুলনায় বেশি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের ধকল সামলাতে হিমশিম খাচ্ছে বেইজিং। চীনের অর্থনৈতিক পূর্বাভাস নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিশ্ব অর্থনীতির প্রধান দুই শক্তির মধ্যে সম্প্রতি প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তির আলোচনা অনেক দূর এগোলেও দেশ দুটির মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব সহসা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্পের উপর্যুপরি আহ্বান যুক্তরাষ্ট্রে দেশটির রফতানি বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।