PDA

View Full Version : আয়কর মেলা ২০১৮-১৯



SUROZ Islam
2018-11-14, 06:17 PM
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলা ২০১৮-১৯ করবর্ষের রিটার্ন দাখিল শুরু হয়েছে, এই মেলাতে টিআইএন নিবন্ধনসহ আয়কর সংশ্লিষ্ট সব ধরনের সেবা মিলছে এখানে। আয়কর মেলায় ব্যক্তিশ্রেণীর করদাতারা ২০১৮-১৯ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। রিটার্ন জমার সুবিধার্থে বিনামূল্যে রিটার্ন ফরম, চালান ফরম সরবরাহ করা হবে। ফরম পূরণে সহায়তা করতে অভিজ্ঞ কর কর্মকর্তাদের সমন্বয়ে হেল্প ডেস্ক থাকবে। করের টাকা সহজে জমা দেয়ার ব্যবস্থা করতে মেলায় সোনালী, জনতা ও বেসিক ব্যাংকের বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধী করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে। এছাড়া মেলায় ই-টিআইএন, অনলাইনে রিটার্ন জমার জন্য ইউজার আইডি দেয়া হবে। মেলায় অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিনে রিটার্ন জমা পড়েছে ৪৬ হাজার আর আদায় হয়েছে ২১৮ কোটি টাকা...

FXBD
2018-11-18, 03:50 PM
অাজ ১৮ ই নম্বেভর এবং কালকে মেলার শেষ দিন। শেষদিকে সাধারণত করদাতারা রিটার্ন জমা দিতে বেশি উৎসাহ দেখান। বিশেষ করে, আয়কর মেলা তো জনারণ্যে পরিণত হয়। শেষ মুহূর্তের ভুলভ্রান্তি থেকে বাঁচতে আপনার ডকুমেন্টগুলো একবার হলেও চেক করে নিতে পারেন। শুধু আয়কর ও সম্পদ বিবরণীর ফরম পূরণ করে দিলেই হবে না। আয় কিংবা বিনিয়োগ করে কর রেয়াতের বিপরীতে বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে। এ জন্য যেসব কাগজপত্র সংগ্রহ করতে হবে সেগুলোর অন্যতম হলো, বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের ওপর সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকরের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদের বিক্রয় কিংবা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ, মূলধনি ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র, শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট, সুদের ওপর উৎসে কর কাটার সার্টিফিকেট।