PDA

View Full Version : বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে!



SaifulRahman
2018-11-15, 05:41 PM
বাংলাদেশশে ২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরী করা হবে ৩০ হাজার হেক্টর জমির উপর এবং এখানে প্রায় ১ কোটি লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আগামী ৩১ ডিসেম্বর থেকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা একটি ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে। ফলে এইসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীরা এখন থেকে বিনিয়োগ সংক্রান্ত সব সেবা পাবেন বেজায়। গত বুধবার রাজধানীতে ওয়ান স্টপ সার্ভিস বিষয়ে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়, এখানে স্বল্প সময় ও কম খরচে সব সেবা নিশ্চিত করা হবে। একইসাথে সেবাটি অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখার দিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।

SUROZ Islam
2019-01-06, 05:02 PM
সরকারি ও বেসরকারি খাতে দেশে ২০৩০ সালের মধ্যে ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে ৭৯টি অর্থনৈতিক অঞ্চলের স্থান নির্বাচন করা হয়েছে। নতুন করে ৯টি যোগ হলে স্থান নির্বাচন হওয়া অর্থনৈতিক অঞ্চলের সংখ্যা দাঁড়াবে ৮৮তে। অবশ্য সরকারি ও বেসরকারি খাতে এখন ২৭টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম চলছে। বেসরকারি খাতে কাজ চলছে ১৭টি অর্থনৈতিক অঞ্চলের। অন্যদিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নিজস্ব ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে ১০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিচ্ছে। সরকারি খাতে ৩০ হাজার একরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ চলছে। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ শেষ। বেসরকারি খাতে কয়েকটি অর্থনৈতিক অঞ্চলে কারখানায় উৎপাদন শুরু হয়েছে। অবশ্য বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো সরকারিগুলোর তুলনায় অনেক ছোট। মেঘনা নদীর তীরে ২৪৫ একর জমিতে মেঘনা গ্রুপের আরেকটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শেষ। এটির নাম মেঘনা অর্থনৈতিক অঞ্চল। গতকাল মেঘনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে আসছে জাপানের বিখ্যাত কালি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাকাটা ইনক্স কর্পোরেশন। মেঘনায় প্রতিষ্ঠানটি ৫ একর জমি বরাদ্দ নিয়েছে। বৃহস্পতিবার বেজা কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়...

SUROZ Islam
2019-09-18, 01:27 PM
8885
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ছে, রপ্তানিও শুরু হয়েছে! বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিবেদন অনুযায়ী, ৩টি সরকারি ও ১০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে মোট ১ হাজার ৭৮৫ কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ কোটি টাকার বেশি। বিনিয়োগকারীরা সরকারি তিনটি অর্থনৈতিক অঞ্চলে ৭৭টি কোম্পানি–নির্ধার ত ইজারামূল্যে জমি নিয়ে কেউ কারখানার কাজ শুরু করেছে, কেউ জমি হস্তান্তরের অপেক্ষায় আছে। সে তুলনায় বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো এগিয়ে। সেখানে ৩৯টি কোম্পানি বিনিয়োগের জন্য জমি নিয়ে ২০টি ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে। এর মধ্যে চারটি অর্থনৈতিক অঞ্চল থেকে পণ্য বিদেশে রপ্তানিও শুরু হয়েছে। এখন পর্যন্ত রপ্তানি হয়েছে ১০ কোটি ডলার।
সরকার ২০৩০ সাল নাগাদ ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরির লক্ষ্য ঠিক করেছে। বেজা জানিয়েছে, এখন জোরেশোরে কাজ চলছে ২৮টির। এর মধ্যে ১৩টি সরকারি খাতে। বেসরকারি খাতে ১৫টি। অবশ্য বেসরকারি খাতে ১০টি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্ত লাইসেন্স পেয়ে জমি বরাদ্দ ও বিনিয়োগ নিতে পারছে। অন্যদিকে সরকারি খাতে তিনটিতে ইতিমধ্যে জমি বরাদ্দ শুরু হয়েছে, দুটিতে বরাদ্দের আবেদন নেওয়া হচ্ছে।

BDFOREX TRADER
2019-10-22, 12:40 PM
বাংলাদেশে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় আগ্রহী মালয়েশিয়া। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সাক্ষাতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিনিধিরা। বিডা জানিয়েছে, গতকাল মালয়েশিয়াভিত্তিক টিটিজায়া, গ্রিনল্যান্ড গ্রুপ, ওয়ার্ল্ড লিন চেম্বার অব কমার্স, বিআরসি গ্লোবালের আট সদস্যের এক প্রতিনিধি দল বিডা কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিডার পরিচালক মো. আরিফুল হক প্রতিনিধি দলের সামনে ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট অ্যান্ড অপরচুনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক ভিজ্যুয়াল পাওয়ার পয়েন্ট উপস্থাপনাসহ বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।
মো. সিরাজুল ইসলাম বাংলাদেশের সার্বিক বিনিয়োগ পরিবেশ ও পরিস্থিতি প্রতিনিধি দলের সামনে তুলে ধরে বলেন, বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধির বিশাল বাজারের ঝুঁকিহীন বিনিয়োগের জায়গা। আলোচনাকালে মালয়েশিয়ান প্রতিনিধি দল বাংলাদেশের ক্রম অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বিডার সার্বিক সহযোগিতা কামনা করে। এ সময়ে তারা বাংলাদেশে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করে। এর পরিপ্রেক্ষিতে বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতিনিধি দলকে বলেন, বিনিয়োগকারীদের উন্নত মানের বিনিয়োগ সেবা ও সার্বিক সহযোগিতা দেয়ার জন্য বিডা সবসময় বিনিয়োগকারীদের পাশেই আছে।