PDA

View Full Version : ফরেক্স আয় ব্যায় করে খুশিই তো



Yousuf Habib
2018-11-20, 07:24 AM
আমি ফরেক্স আয় পক্ষে খুবিই কঠিন বলে মনে হয় কিন্তু যখন আয়ের পর ব্যায় করতে পারি তখন খুবিই খুশি হই তখন মনে হয় ফরেক্স আয় করা কঠিন হলে কি হবে আমার কাছে যেমন আয় করা কঠিন আবার আয় করাও সহজ বলে মনে হয়, তাই বলে অতি লোভ থেকে বিরত থাকি যেন ফরেক্স আমাকে পরাজিত না করতে পারে।

alamsat
2018-11-20, 10:52 AM
ফরেক্স এ আয় করা প্রাথমিক অবস্থায় অনেক কঠিন বলে মনে হবে তবে যখন আপনি একটি নির্দিষ্ট স্থানে পৌছাতে পারবেন তখন ফরেক্স আপনার কাছে অনেক সোজা মনে হবে। তবে বেশি লাভ না করে একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে আগাতে পারলে ফরেক্স এ সফলতা পাওয়া যাবে। ফরেক্স এর থেকে আয় করা অনেক কঠিন এ জন্য এই টাকা খরচ করতেও অনেক ভাল লাগে। আমি যখন ফরেক্স থেকে প্রথম পেমেন্ট হাতে পাই তখন এত আনন্দিত হয় সেটা বলে বোঝানো যাবে না। কারন অনলাইনে আয় করে সে টাকা সহজে হাতে পাওয়া যাই না। তাই ফরেক্স থেকে আয় করতে পেরে আমি অনেক আনন্দিত।

FREEDOM
2020-04-04, 11:36 AM
আমি ফরেক্স থেকে এখনো খুব বেশি আর্নিং করতে পারি নি। যা ইনভেস্ট করেছি তার সাথে কিছু লাভ করতে পেরেছে যা অনেক সীমিত তবুও আমি সন্তুষ্ট। কারন ফরেক্স শিখতে পারছি এবং তা থেকে আয় করে অল্প কিছুদিন হলেও নিজের হাত খরচ মিটাতে পেরেছ। আর এখন যেহেতু ফরেক্স সম্পর্কে একটু জ্ঞান বাড়ছে তাই আরো বেশি ভালো লাগছে কারন এখানে যত বেশি জানবো তা আমরাই উপকারে দিবে সামনের দিকে।

black-hill
2020-04-05, 09:29 PM
ফরেক্স মার্কেটে কে কখন আয় করবে আর কার কখন ব্যয় হবে সেটা কেউ বলতে পারবে না। স্বাভাবিক ভাবেই যদি কেউ কোন কিছু হতে আয় করতে পারে তাহলে খুশিটা একটু বেশিই হয়। আমাদের সকলের উচিৎ ফরেক্স এ আয়-ব্যয় দুটিতেই আমদের খুশি থাকা।

K.K.BABY
2020-04-06, 08:54 AM
ফরেক্স মার্কেটের থেকে আর্ন করা খুব সহজ এবং টিকে থাকা অনেক কঠিন।তাই বেশি আর্ন করার চিন্তা না করে মার্কেটে টিকে থাকার চিন্তা করায় বেটার বলে আমি মনে করি।কারন ফরেক্স মার্কেটের থেকে প্রতি বছর ৯৫% ট্রেডাররা মার্কেট ছেড়ে চলে যায় তার সব গুলো ট্রেডার নতুন।তাই নতুন ট্রেডারদের উচিত মার্কেট নিয়ে বেশি বেশি এনালাইসিস করে নিজের দক্ষতা বৃদ্ধি করা।তাই টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস ভাল শিখতে হবে।যখন আমরা মার্কেট সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো তখন আমরা ফরেক্স মার্কেটের থেকে ভাল আর্ন করতে পারবো।

XXXTentacion
2020-04-06, 12:54 PM
আপনি যদি আমানতের পরে ট্রেডিং অ্যাকাউন্টটি যাচাই করতে সক্ষম না হন তবে আপনার জমা হওয়া মূলধনটি পুনরুদ্ধার করা কঠিন হতে পারে। বা যদি কোনও ঝামেলা হয় তবে ঝামেলার শেষ নেই। সুতরাং, যাচাই করা খুব গুরুত্বপূর্ণ। এটির মাধ্যমে, কেউ তার হার্ড অর্জিত অর্থ নিরাপদ করতে পারে। এজন্য যাচাই করা খুব জরুরি।তত বেশি মুনাফা অর্জন করতে পারবেন। অর্থাত্, যদি আমরা বেশি লাভ করতে চাই তবে আমাদের বিনিয়োগ বাড়ানো দরকার। আমরা

Suriya Sultana Hira
2020-04-06, 01:45 PM
আমি এই ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার । আমি এখনো পর্যন্ত রিয়েল ট্রেডিং মার্কেটে ট্রেড করার সুযোগ পাইনি তাই আমার এই ফরেক্স মার্কেট থেকে কোনো প্রকার আয় বা ব্যয় হয়নি । তবে আমি আশা করি আগামীতে ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস পেয়ে রিয়েল ট্রেডিং মার্কেটে ডিপোজিট করে ট্রেড ওপেন করবো । লাভ ও লচ সেটা নিজের দক্ষতার উপর,, তবে আশা করি লাভ করতে পারবো এবং সেই অর্থ উত্তলন করার চেষ্টা করবো,,,,, বাকিটা আল্লাহ ভরসা,,,,, ধন্যবাদ ।

alamsat
2020-04-06, 01:49 PM
আমি ফরেক্স থেকে এখনো খুব বেশি আর্নিং করতে পারি নি। যা ইনভেস্ট করেছি তার সাথে কিছু লাভ করতে পেরেছে যা অনেক সীমিত তবুও আমি সন্তুষ্ট। কারন ফরেক্স শিখতে পারছি এবং তা থেকে আয় করে অল্প কিছুদিন হলেও নিজের হাত খরচ মিটাতে পেরেছ। আর এখন যেহেতু ফরেক্স সম্পর্কে একটু জ্ঞান বাড়ছে তাই আরো বেশি ভালো লাগছে কারন এখানে যত বেশি জানবো তা আমরাই উপকারে দিবে সামনের দিকে।

ফরেক্স থেকে আয় করতে হলে প্রথমত অনেক বেশি বিনিয়োগ এর প্রয়োজন হয় যেটা আমাদের পক্ষে করা সম্ভব হয় না এ জন্য আমরা ফোরামে পোষ্ট করে যে ডলার পাই তা দিয়ে ট্রেড করে থাকি কিন্তু প্রফিট করার পর সেটা সব না তুলে যদি আপনি আপনার ব্যালেন্সকে আরও বাড়াতে পারেন তাহলে আপনি বেশি ট্রেড করতে পারবেন এবং বেশি প্রফিট করতে পারবেন। তাই সকলের প্রতি আমার আবেদন যেটা প্রফিট করবেন তার কিছু অংশ আপনি তুলে নিয়ে কাজ মিটালেন এবং কিছু অংশ একাউন্টে রেখে দিলেন যেটা পরপর বড় একটি ব্যালেন্স এ পরিনত হবে তখন বেশি প্রফিট করতে পারবেন এবং বেশি উত্তোলন করতে পারবেন।

HASIBURRAHMAN
2020-04-11, 01:39 PM
আমি ফরেক্স আয় পক্ষে খুবিই কঠিন বলে মনে হয় কিন্তু যখন আয়ের পর ব্যায় করতে পারি তখন খুবিই খুশি হই তখন মনে হয় ফরেক্স আয় করা কঠিন হলে কি হবে আমার কাছে যেমন আয় করা কঠিন আবার আয় করাও সহজ বলে মনে হয়, তাই বলে অতি লোভ থেকে বিরত থাকি যেন ফরেক্স আমাকে পরাজিত না করতে পারে।

ফরেক্সে আয়-ব্যয়ে আমি সম্পূর্ণ খুশি। কারণ আমার লক্ষ্য কাজ শেখার প্রতি। আমার লক্ষ্য কাজ করার প্রতি। কাজ যদি আমি করি, অর্থ আমার পিছনে ছুটবে। তাই আমি বিশ্বাস করি আমি অবশ্যই সফল হব ইনশাআল্লাহ।