PDA

View Full Version : পাকিস্তান অর্থনীতিতে বড় সংকট



DhakaFX
2018-11-26, 12:47 PM
আগামী বছরগুলোতে পাকিস্তান অর্থনীতিতে বড় ধরনের সংকট দেখা দিবে, যেহেতু ২০১৮ অর্থবছরে পাকিস্তানের অর্থনীতি অনেক ধরনের ধাক্কার মুখে পড়েছে এবং প্রায় সবগুলো সূচকেই পরিস্থিতির অবনতি হয়েছে। তবে গুরত্বপূর্ণ বিষয় হলো সবচেয়ে খারাপ সময়টা এখনও আসেনি। ২০১৯ অর্থবছরে আরও নতুন ও বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে পাকিস্তান। ২০১৭ অর্থবছরে এক দশকের মধ্যে সর্বোচ্চ ৫.৩% জিডিপি ঘোষণা করা হয়। ২০১৮ অর্থবছরে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ৫.৭-৫.৮% প্রবৃদ্ধি অর্জিত হয়। কিন্তু ২০১৯ অর্থবছরে এটা কমে ৪.৭-৪.৮% এ নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরে অর্থনৈতিক সূচকগুলোর অবনতি হয়েছে এবং এতে অর্থনীতির অবস্থার অবনতি হবে। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) একটি জনমত জরিপে দেখা যায় “পানির সঙ্কট ২০১৯ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্থ করতে পারে”

Rassel Vuiya
2018-12-19, 04:49 PM
পাকিস্তানের ইসলামাবাদের মেরিয়ট হোটেলে বোমা হামলার ১০ বছর পর আজ বুধবার পুনরায় ফ্লাইট চালু করছে ব্রিটিশ এয়ারওয়েজ। মুলত পাকিস্তানের ইতিহাসে জঙ্গিদের চালানো সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি মেরিয়ট হোটেলে বোমা হামলা। ২০০৮ সালের এ হামলায় অন্তত ৫০ জন মানুষ প্রাণ হারায়। এ ঘটনার পর পাকিস্তানে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয় পশ্চিমা এয়ারলাইনসগুলো। দেশটিতে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার হয়েছে তাই ব্রিটিশ এয়ারওয়েজই পশ্চিমা এয়ালাইনসগুলোর মধ্যে প্রথম পুনরায় পাকিস্তানে কার্যক্রম শুরু করছে। যদিও পাকিস্তানে ব্রিটিশ হাইকমিশনার টমাস ড্রিউ বলছে যে, ব্রিটিশ এয়ারওয়েজ ফিরে আসার মধ্য দিয়ে প্রমাণিত হয় দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে।

Rassel Vuiya
2018-12-20, 05:34 PM
পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি জানিয়েছে যে, চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম পাঁচ মাসে তেল আমদানিতে পাকিস্তানের ব্যয় বছরওয়ারি ১৮ শতাংশ বেড়ে ৬৫৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। তেল আমদানির বিপরীতে একই সময়ে কৃষি, বস্ত্র ও যন্ত্রাংশসহ অন্যান্য পণ্য আমদানি হ্রাস পেয়েছে। জুলাই থেকে নভেম্বরের উপাত্তে দেখা যাচ্ছে, দেশটির বাণিজ্য ঘাটতি আশঙ্কাজনক মাত্রা থেকে নিম্নমুখী হওয়া শুরু করেছে। ফলে এ খাতগুলোয় আমদানি ব্যয় বছরওয়ারি ২ দশমিক ৭৭ শতাংশ হ্রাস পেয়ে ৪৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়ে ১ হাজার ৪৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক শূন্য ৩ শতাংশ কম।

DhakaFX
2019-01-08, 12:26 PM
সৌদি আরব যে শর্তে পাকিস্তানকে ঋণ দিয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঠিক একই শর্তে পাকিস্তানকে নগদ অর্থ, তেল ও বিনিয়োগ সহায়তা প্যাকেজ হিসেবে ৬২০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। যা গত বছরের অক্টোবরে উভয় দেশের মধ্যে এক সমঝোতায় এ সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। চূড়ান্ত চুক্তিতে পাকিস্তানকে বাকিতে ৩২০ কোটি ডলারের তেল সরবরাহ করবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া আরো ৩০০ কোটি ডলার নগদ অর্থ দেয়া হবে। সৌদি আরব ও ইউএই থেকে নগদ ৩০০ কোটি ডলার করে সহায়তা এলে উপসাগরীয় দুই মিত্রদেশের কাছ থেকে প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলারের সহায়তা পাবে পাকিস্তান।

DhakaFX
2019-02-19, 01:25 PM
https://twitter.com/hashtag/crownprinceinpakistan?f=images&vertical=default&src=hash
পাকিস্তানে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট চলছে। দক্ষিণ এশিয়ার দেশটির কেন্দ্রীয় ব্যাংকে মাত্র ৮০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, যার কারণে তীব্র সংকটে পড়েছে। তাই পাকিস্তানের ব্যালান্স অব পেমেন্ট সংকট মোকাবেলায় কঠিন শর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বেইলআউট না নিয়ে বন্ধুপ্রতিম আন্তর্জাতিক মহলের কাছে জরুরি ভিত্তিতে সহায়তা চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাই সম্প্রতি পাকিস্তানের নাজুক অর্থনীতিকে চাঙ্গা করতে দেশটিতে ২ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়াও উভয় পক্ষ জ্বালানি, পেট্রোকেমিক্যালস ও খনি খাতে আরো বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।

FXBD
2019-04-07, 05:00 PM
জিডিপি প্রবৃদ্ধিতে নেপাল ও মালদ্বীপ থেকে পিছিয়ে আছে পাকিস্তান, ২০১৯ ও ২০২০ সালে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে যথাক্রমে ৪ দশমিক ২০ শতাংশ ও ৪ শতাংশ। বৃহস্পতিবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসক্যাপ) থেকে প্রকাশিত বার্ষিক অর্থনৈতিক ও সামাজিক জরিপে এ পূর্বাভাস দেয়া হয়। ‘অ্যামবিশনস বিয়ন্ড গ্রোথ’ শিরোনামে প্রকাশিত ওই জরিপে বলা হয়েছে, যেখানে ২০১৯ সালে এশিয়ার অন্যান্য দেশ যেমন বাংলাদেশের ৭ দশমিক ৩০ শতাংশ, ভারতের ৭ দশমিক ৫০, মালদ্বীপ ও নেপাল উভয়ের ৬ দশমিক ৫০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হতে পারে; সেখানে এশিয়ার সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি হতে পারে পাকিস্তানের।

Montu Zaman
2019-05-13, 05:51 PM
ধানমন্ত্রী ইমরান খানের প্রথম এক বছরে পাকিস্তানের অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে যাচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে দেশটির সবক’টি প্রধান অর্থনৈতিক খাত লক্ষ্যমাত্রা পূরণে চরম ব্যর্থ হয়েছে। এ সময় দেশটির প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৩ শতাংশ, যা বছরের শুরুতে ঘোষিত ৬ দশমিক ২ শতাংশের প্রায় অর্ধেক। তেহরিক-ই-ইনসাফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার ভয়াবহ অর্থসংকটে রয়েছে। অর্থনীতির শোচনীয় অবস্থা কাটিয়ে ওঠার জন্য দেশটির সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে একটি ‘বেইলআউট প্যাকেজ’ পাওয়ার তদবির করতে গিয়ে তাদের অর্থনীতির এমন নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কার-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জাফর হাসানের সভাপতিত্বে ন্যাশনাল অ্যাকাউন্ট কমিটির (এনএসি) ১০১তম সভা অনুষ্ঠিত হয়। দেশটির ২০১৮-১৯ সালের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হালচাল খতিয়ে দেখতে অনুষ্ঠিত এ সভায় ওই পরিসংখ্যান উঠে আসে।
কৃষিতে ৩ দশমিক ৮ শতাংশ, শিল্পে ৭ দশমিক ৬ ও সেবা খাতে ৬ দশমিক ৫ শতাংশ হিসাবে ২০১৮-১৯ সালে দেশটির মোট প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

SaifulRahman
2019-07-10, 11:58 AM
পাকিস্তানের ইকোনোমির কতটা খারাপ তার ফান্ডামেন্টালঃ
এবছর বাংলাদেশ এক্সপোর্ট করেছে ৪০ বিলিয়ন ডলার। আর পাকিস্তান এক্সপোর্ট করেছে ২৫ বিলিয়ন ডলার মাত্র। বর্তমানে পাকিস্তানের অর্থনীতি ২৭৩ বিলিয়নের কাছাকাছি আর বাংলাদেশের ইকোনমির আকার ৩১৫ বিলিয়ন। পাকিস্তানের পারকেপিটা ইনকাম ১৩৫৭ ডলার। আর বাংলাদেশের পারকেপিটা ইনকাম ১৮৮০ ডলার। ইকোনোমিতে বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে।(তথ্যগুলো উইকিপিডিয়া থেকে)। এখন ১ ডলার=১৫০ পাকিস্তানি রুপি ৬ মাস আগে যা *ছিল ১২০ রুপি । এক্সপোর্ট বাডাতে না পারলে তাদের রুপির মান আরো কমবে। কেননা কোন দেশের আমদানি বাড়লে যদি রপ্তানি না বাড়ে তাহলে সে দেশের টাকা দুর্বল হয়।

SaifulRahman
2019-07-16, 04:46 PM
বিশ্বব্যাংক গ্রুপের পাঁচ সংস্থার একটি হলো আইসিএসআইডি বাইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস, যা সম্প্রতি রেকো ডিক মামলায় পাকিস্তানকে ৫৯০ কোটি ডলার জরিমানা করেছে। আর এটাই ইতিহাসে সবথেকে বড় জরিমানা। আন্তর্জাতিক বিনিয়োগ বিবাদের সমঝোতা ও মধ্যস্থতা করে আইসিএসআইডি। সংস্থাটি গত শুক্রবার এ রায় প্রদান করে। রেকো ডিক মামলায় পাকিস্তানের বিরুদ্ধে ৭০০ পৃষ্ঠার রুলিং জারি করে। পাকিস্তানের জরিমানা ৪০৮ কোটি ডলার। আর সুদ ১৮৭ কোটি ডলার। মামলার পূর্ণ বিবরণ শিগগিরই প্রকাশ করবে ট্রাইব্যুনাল।

SUROZ Islam
2019-07-18, 05:33 PM
বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি) রিকো ডিক মামলায় পাকিস্তানকে ৫৯০ কোটি ডলার জরিমানা করার ফলে দেশটিতে বৈদেশিক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশটির রাজনীতিবিদরা রায়টিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং বাজারসংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্বব্যাংকের রুলিং অনুযায়ী চিলির আন্তোফাগাস্তা ও কানাডার ব্যারিক গোল্ডের জয়েন্ট ভেঞ্চার তিথিয়ান কপার কোম্পানিকে (টিসিসি) জরিমানা প্রদান করতে হবে পাকিস্তানের। বিশ্বব্যাংকের এ জরিমানার ফলে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে মরিয়া দেশটির বিদেশী বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

SumonIslam
2020-03-10, 04:34 PM
নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে চীনের অর্থনীতিতে শ্লথগতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিশ অর্থনীতির তালিকায় রয়েছে পাকিস্তান। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড) সম্প্রতি এ তালিকা প্রকাশ করে। চীনে রফতানি হ্রাসের ফলে বস্ত্র ও পোশাক খাতে এরই মধ্যে ৪ কোটি ৪০ লাখ ডলার খোয়াচ্ছে পাকিস্তান। যে অঞ্চল ও দেশ সবচেয়ে ক্ষতির আশঙ্কায় রয়েছে, সেগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, মেক্সিকো, সুইজারল্যান্ড, মালয়েশিয়া ও থাইল্যান্ড। করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে চীনের ম্যানুফ্যাকচারিং খাতে শ্লথগতিতে বৈশ্বিক বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। আঙ্কটাডের প্রাক্কলন, এতে ৫ হাজার কোটি ডলার বৈশ্বিক রফতানি হ্রাস পেয়েছে। চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাকিস্তানে বড় আকারে ধাক্কা লেগেছে। গত ফেব্রুয়ারিতে দেশটির ম্যানুফ্যাকচারিং খাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ২২ পয়েন্ট কমে ৩৭ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০০৪ সালের পর সর্বনিম্ন। এতে সবচেয়ে বড় ভুক্তভোগী পাকিস্তানের বস্ত্র খাত যা ৪ কোটি ৪০ লাখ ডলার হারিয়েছে।