PDA

View Full Version : ওয়ার্ল্ড রেমিট অ্যাপ- প্রবাসীদের টাকা বাংলাদেশে



SUROZ Islam
2018-11-28, 02:02 PM
http://www.ittefaq.com.bd/assets/news_photos/2018/11/28/image-5311-1543332636.jpg
বিশ্বের অন্যতম ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড রেমিট বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়ানোর অংশ হিসেবে সম্প্রতি তারা ব্র্যাক ব্যাংক ও বিকাশের পার্টনার হয়েছে। ফলে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা ওয়ার্ল্ড রেমিটের অ্যাপ ব্যবহারের মাধ্যমে দেশে দেশে ব্র্যাক ব্যাংকের ১৮৬টি শাখা, ১৫ লাখ অ্যাকাউন্ট ও বিকাশের তিন কোটি মোবাইল অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন। রেমিট্যান্স পাঠাতে ওয়ার্ল্ড রেমিটের মোবাইল-ফার্স্ট নামক ডিজিটাল মডেল ব্যবহার করতে হবে। এর ফলে গ্রাহককে টাকা পাঠানোর জন্য কোনো এজেন্টের কাছে যেতে হবে না।

Rassel Vuiya
2018-11-29, 11:04 AM
বিশ্বব্যাপী বাংলাদেশী নাগরিকরা দেশে প্রায় ৬০০ বিলিয়ন ডলার দেশে রেমিট্যান্স পাঠায় বিভিন্ন মাধ্যমে। কিন্তু এবার ওয়ার্ল্ড রেমিটের অ্যাপ ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলো থেকে সহজেই দেশে অর্থ পাঠাতে পারবেন প্রবাসীরা। তবে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীরা এখনই এই সুবিধাটি নিতে পারবেন না। ওয়ার্ল্ড রেমিটের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তামের ইএল ইমারি বলেন, তারা এই বাজারে লাইসেন্স পাবার প্রক্রিয়া শুরু করেছেন। তার দাবী বাজারের অন্যান্য রেমিট্যান্স কোম্পানির চাইতে তাদের সেবার খরচ ৭০ ভাগ কম। তবে এটি দেশ ভেদে কমে বেশি হতে পারে।