PDA

View Full Version : ব্লকচেইন টেকনোলজি ব্যবহার শুরু করেছে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান!



SaifulRahman
2018-11-28, 02:24 PM
ব্লকচেইন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন বা ব্লকের চেইন। কিন্তু টেকনিক্যালি বলতে হলে ব্লকচেইন হচ্ছে একটি ডিস্ট্রিবিউটেড লেজার, যেটি সকলের জন্য উন্মুক্ত। ব্লকচেইনের ব্লকগুলোর মধ্যে যখন একটি ডেটা ইন্টার করা হয়, তখন ওই ডেটাটিকে ডিলিট করা বা ডেটাটির কোন ধরনের পরিবর্তন করা প্রায় অসম্ভব। মুলত বিটকয়েন বা অন্যান্য অধিকাংশ ক্রিপটোকারেন্সি এই ব্লকচেইন টেকনোলজির ওপরেই ভিত্তি করে কাজ করে। তাই নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে এখন ব্লকচেইন টেকনোলজির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেরও ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ করা শুরু করেছে টেলিকম অপারেটররা।