PDA

View Full Version : রাক্ষুসে ফরেক্স ব্রোকারে XM Broker!



DhakaFX
2018-12-03, 01:08 PM
কিছুদিন আগে আমি XM Broker ব্রেকারে একটি মিনি অ্যকাউন্টে ট্রেড করেছিলাম। যদিও তাদের স্প্রেড ফিক্সড ছিল কিন্তু প্রায় সময়ই তাদের অতিরিক্ত স্প্রেড কেটে নেয় এছাড়াও আমি লক্ষ্য করেছি যে তাদের প্লাটফর্মে BUY/ SELL দিলেই ৫-১০ $ লসে টেড শুরু হচ্ছে। তাই আমি তাদেরকে রাক্ষুসে ফরেক্স ব্রোকার বলছি। যারা এই ব্রেকারে ট্রেড করে এরকম অভিজ্ঞতা হয়েছে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
আলসেমি করে, বা একটি নতুন একটি ব্রেকারে একাউন্ট খোলার ভয়ে আপনি যদি এখনো এই রাক্ষুসে ফরেক্স ব্রোকারে ট্রেড করছেন তাহলে হয়তো ❤️✌️ আপনি যদি বোকা অথবা অন্ধ।

FXOCM
2018-12-09, 05:14 PM
XM Broker ব্রেকারে আমি অ্যাকাউন্ট করে ট্রেড সুরু করতে যাছিলাম । কিন্ত আপনার পোস্ট পড়ে আমি চিন্তায পরে গেলাম । আপনি বলবেন কি কোন ব্রোকার টা ভাল ।

FXOCM
2018-12-09, 05:15 PM
কিছুদিন আগে আমি XM Broker ব্রেকারে একটি মিনি অ্যকাউন্টে ট্রেড করেছিলাম। যদিও তাদের স্প্রেড ফিক্সড ছিল কিন্তু প্রায় সময়ই তাদের অতিরিক্ত স্প্রেড কেটে নেয় এছাড়াও আমি লক্ষ্য করেছি যে তাদের প্লাটফর্মে BUY/ SELL দিলেই ৫-১০ $ লসে টেড শুরু হচ্ছে। তাই আমি তাদেরকে রাক্ষুসে ফরেক্স ব্রোকার বলছি। যারা এই ব্রেকারে ট্রেড করে এরকম অভিজ্ঞতা হয়েছে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
আলসেমি করে, বা একটি নতুন একটি ব্রেকারে একাউন্ট খোলার ভয়ে আপনি যদি এখনো এই রাক্ষুসে ফরেক্স ব্রোকারে ট্রেড করছেন তাহলে হয়তো ❤️✌️ আপনি যদি বোকা অথবা অন্ধ।




আপনি বলবেন কি কোন ব্রোকার টা ভাল ?

SUROZ Islam
2018-12-09, 05:48 PM
এই ব্রেকারে আমি কিছুদিন ট্রেদ করেছিলাম, প্লাটফর্ম অনেকটাই দূর্বল, কেননা আমার অর্ডার এক্সিকিওট হতে প্রায় ১০ থেকে ৩০ সেকেন্ড সময় নিত, তাই আমার অর্ডারগুলোর ৯৫% স্লিপেজ হত। এছাড়া তাদের প্লাটফমে প্রাইস কোর্ট অনেকটাই পিছিয়ে থাকতো, যখন আমি মার্কেট ভিউ সাইটে যেতাম তখন ভিন্ন একটি প্রাইস কোর্ট দেখতে পেতাম। তাই তাদরে এখানে প্রায়াই রিকিউট হত। আর স্প্রেড তারা ১ পিপ বললেও আমার অনেক ট্রেডে ৪ পিপ স্ট্রেড নিয়েছে। টাকা উউড্রো করা তো আর এক বিশাল ঝামেলা, আসলে তাদেরকে এখন আমি বিশ্বাস করতে পারি না।

SaifulRahman
2018-12-09, 06:15 PM
XM Broker ব্রেকারে সবচাইতে ভালো যে বিষয় তা হল নিয়মিত বাংলায় ওয়েবিনার হয়, এছাড়া ১৫% ওয়েলকাম বোনাস এবং নিজস্ব মাস্টার কার্ড থাকলেও আপনি কখেনো ব্রেনাসের টাকা দিয়ে ট্রেড করে প্রফিট এবং কার্ড পাবেন না। আপনি একটু নিজেই যাচাই করে বুছতে পারবেন তারা সত্যিই ভাল ব্রেকার কিনা।সেগুলো হল যে, XM হঠাৎ করে যে কোন সময় লিভারেজ কমিয়ে দিয়ে আপনাকে স্টপ আউট খাওয়ায় কিনা? আপনার কোন ট্রেড ফ্রিজ করে কিনা? এক্সিকিউশন স্পিড কত? নিজ টাইম ট্রেড এর উপর বিভিন্ন রুলস আছে কিনা? ফেক কান্ডেল হয় কিনা? উইথড্র দেয় কিনা? ট্রেডিং স্টাইল ও রোবট ব্যবহারে কোন শর্ত আছে কিনা?