PDA

View Full Version : আন্দোলনের মুখে জ্বালানি তেলের ওপর কর স্থগিত করল ফ্রান্স



habibi
2018-12-04, 05:42 PM
আন্দোলনের মুখে জ্বালানি তেলের ওপর কর স্থগিত করল ফ্রান্স
6737
প্যারিস এবং দেশ জুড়ে মারাত্মক দাঙ্গা ছড়িয়ে পরায় ইয়োলো ভেস্ট এর আন্দোলনের মুখে মঙ্গলবার জ্বালানি তেলের ওপর বিতর্কিত কর স্থগিতের ঘোষণা দিল ফরাসি প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ। সম্প্রতি পরিবেশ সংরক্ষণের কথা বলে ডিজেল ও পেট্রোলের ওপর কর বাড়ানোর প্রস্তাব করেছিল সরকার। এ সিদ্ধান্তে দেশজুড়ে বিক্ষোভের ঝড় বয়ে যায়। ট্যাক্সিচালকদের পরিহিত ইয়োলো ভেস্ট পড়ে রাস্তায় নামে প্রতিবাদকারীরা। ফ্রান্সের আইন অনুযায়ী গাড়িতে ইয়োলো ভেস্ট রাখা বাধ্যতামূলক।

গত মাসের মাঝামাঝিতে শুরু হওয়া এ প্রতিবাদে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ আন্দোলনে তিনজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। ভাংচুর ও লুটতরাজের ঘটনাও ঘটেছে অনেক জায়গায়। ফ্রান্সের তেল শিল্প ফেডারেশনের ইউএফআইপি অনুযায়ী, ডিজেলের দাম এই বছর ১৬.৪% বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ১.২৪ ইউরো (১.৪১ মার্কিন ডলার) থেকে ১.৪৮ ইউরো (১.৬৯ ডলার) বেড়েছে, এমনকি অক্টোবরে ১.৫৩ ইউরোর বেশি ছিল।