PDA

View Full Version : প্রতিদিন একজন ফোরামে কয়টি পর্জন্ত পোস্ট করতে পারবে



md mehedi hasan
2018-12-06, 10:12 AM
অনেক দিন পর ফোরামে প্রবেশ করলাম।ফোরামে নতুন নিয়ম চালু হয়েছে।কিন্তু আমি নিয়ম গুলো পড়ে সঠিক ভাবে বুঝতে পারলাম না।আপনারা বলে দেন যে প্রতিদিন একজন ফোরামে কয়টি পর্জন্ত পোস্ট করতে পারবে এবং আরও কিছু নতুন নিয়ম তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।:1f608:

Tofazzal Mia
2018-12-06, 11:19 AM
প্রতিদিন ফোরামে ১০ টির বেশি পোষ্ট করা যাবে না, আর এখন ফোরামে পোষ্ট অনুপাতে বোনাস দেওয়া হয় মাত্র ৩০ সেন্ট করে, যদিও আপনার ১টি গুনগত ও তথ্যবহুল পোষ্ট করেও মাসে ২ হাজার ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন। এজন্য আপনার পোষ্টে Like ও Thanks পাল্লা ভারী হতে হবে। যদি আপনার পোষ্টটি কাউকে জোড় করে লাইক দিতে বলেন কিংবা চালাকি করে একটি আইপি থেকে যদি অসংখ্য ফোরাম অ্যকাউন্ট পরিচালিত হয় সেক্ষেত্রে তাদের ISCA সিস্টেম এটা যাচাই করে প্রমান পেলে বোনাস বাতিলও করে দিতে পারে। ধন্যবাদ

kohit
2018-12-06, 05:36 PM
ফরেক্স বাংলা ফোরামের সর্বশেষ নিয়ম অনুযায়ী একজন মেম্বার দিনে সর্বচ্চো ৫-১০ টি পোস্ট করতে পারবে। ফরেক্স বাংলা ফোরাম এই দৈনিক পোস্টের সংখ্যা ৩০টি থেকে কমিয়ে ১০টিতে নিয়ে এসেছে যাতে করে ফোরাম মেম্বাররা আজেবাজে পোস্ট করে বেশী বোনাস নেওয়ার কথা বাদ দিয়ে শিক্ষামূলক পোস্ট করে আগের চেয়ে বেশী বোনাস নিতে পারে। কিন্তু আমি এখন দেখি যে বেশিভাগ মেম্বার তাদের বদভ্যাস ছাড়তে পারেনি। এখনও তাদের দিনে ২০-৩০টি পোস্ট করে থাকে যেগুলোর কোন কোয়ালিটি নেই। যা শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য।
কথা হল যদি একটি পোস্ট ভাল হয় বা শিক্ষামূলক কিচ্ছু থাকে তবে সে পোস্ট থেকে ৫০ডলার পর্যন্ত বোনাস পাওয়া যায়। এছাড়াও মাসিক বোনাসের পরিমনও ২০০ থেকে বৃদ্ধি করে ২০০০ ডলার করা হয়েছে। তাই আমি বলব যে আমাদের ভাল ভাল হয় বা শিক্ষামূলক পোস্ট করা উচিত।

Sakib42
2021-09-28, 11:24 PM
বাংলাদেশ ফরেক্স ফোরাম এ একদিনে কতটি পোস্ট করা যাবে তার সম্পর্কে সঠিকভাবে তথ্য দিতে পারেনা। একেক জন একেক সংখ্যার কথা বলে থাকেন কিন্তু তারা আসলে সঠিক তথ্য জানে না যে প্রতিদিন সর্বোচ্চ কতটি পোস্ট করা সম্ভব। আমি অনেককেই বলতে শুনেছি যে একদিনে সর্বোচ্চ 10 টি একদিনে সর্বোচ্চ বৃষ্টি এবং একদিনে সর্বোচ্চ 30 টি পোস্ট করা যায় কিন্তু সঠিক তথ্য কোনটি কেউ কি বলতে পারেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুক বুঝতে পেরেছি তা হচ্ছে ফোরামে আপনি একদিনে অগণিত পোস্ট করতে পারবেন তাতে কোন সমস্যা নেই কিন্তু যদি চিন্তা করেন যে যত বেশি পোস্ট করবে তত বেশি বোনাস পাবো তাহলে ভুল করবেন কেননা ভালোবাসা পাওয়ার জন্য মানসম্মত পোস্ট এর খুব প্রয়োজন। তাই বেশি পোস্ট করার কথা না চিন্তা করে মানসম্মত পোস্ট করার চেষ্টা করুন তাহলে ভালো বোনাস পেতে পারেন।

Starship
2021-09-29, 10:16 PM
মূলত আমাদের পোস্টের বিনিময় যে বোনাস দিয়ে থাকেন তা সংখ্যার উপর ভিত্তি করে দেয় না সেটা পোষ্টের কোয়ালিটির উপর ভিত্তি করে দিয়ে থাকেন। এর জন্য আপনি যদি পর্যাপ্ত কোয়ালিটি এবং গুণগত মান সম্মত পোস্ট করেন তাহলে দৈনিক ৫ থেকে ১০ টি পোস্ট করার মাধ্যমে ভালো বোনাস পেতে পারেন। তাই আমাদের উচিত পোষ্টগুলো থেকে জ্ঞান লাভ করা এখন আমার যে অর্জিত জ্ঞান সবার সাথে শেয়ার করা। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সংখ্যার প্রতি গুরুত্ব না দিয়ে গুণগত মানের দিকে গুরুত্ব দেওয়া।

EmonFX
2021-09-30, 11:35 PM
অনেক দিন পর ফোরামে প্রবেশ করলাম।ফোরামে নতুন নিয়ম চালু হয়েছে।কিন্তু আমি নিয়ম গুলো পড়ে সঠিক ভাবে বুঝতে পারলাম না।আপনারা বলে দেন যে প্রতিদিন একজন ফোরামে কয়টি পর্জন্ত পোস্ট করতে পারবে এবং আরও কিছু নতুন নিয়ম তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।:1f608:

আপনি ইচ্ছা করলে দৈনিক যতখুশি পোস্ট করতে পারবেন তবে ফোরাম অথরিটি দৈনিক ৫-১০ টির বেশি পোস্ট বোনাসের জন্য কাউন্ট করেন না। ফরেক্স ফোরাম থেকে ভালো বোনাস পেতে অবশ্যই আমাদের কোয়ালিটি সম্পন্ন, যথাযথ, নির্ভুল এবং তথ্যবহুল পোস্ট করা উচিত। আপনি চাইলে দৈনিক যতো খুশি পোস্ট করতে পারেন। তবে ফোরাম অথরিটি বোনাসের জন্য দৈনিক ৫-১০ টির বেশি পোস্ট কাউন্ট করে না। আসলে আমি ফোরামের রুলস এন্ড রেগুলেসনে এরকম কোন নির্দেশনা পাইনি যে দৈনিক ঠিক কতটি পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অনেক বেশি পোস্ট করলে ফোরাম ঐ সদস্যকে বোনাস হান্টার হিসেবে মার্ক করে থাকে, এতে করে বোনাস পাওয়ার ব্যাপারে প্রবলেম হতে পারে। আপনার লেখার কোয়ালিটি ভালো, তথ্যবহুল, যথার্থ সত্য হলে আপনি প্রতি মাসে ২০০০ বলার পর্যন্ত বোনাস পেতে পারেন।
আসল ব্যাপার হলো আপনার লেখার মান ভালো হলো ফোরাম আপনাকে ১টি পোস্টের এগেইনস্টে ৫০ ডলার পর্যন্ত বোনাস দিতে পারে। সেক্ষেত্রে কতটি পোস্ট করলেন সেটা আসল কথা নয়, আসল কথা হলো আপনার লেখার কোয়ালিটি কেমন। তাই আমাদের কোয়ালিটি সম্পন্ন, নির্ভুল এবং তথ্যবহুল পোষ্ট করার দিকে বেশি মনোযোগী হওয়া উচিত।

samun
2021-11-22, 09:32 AM
এ বিষয়ে আমি সঠিক ভাবে অবগত নই কিন্তু তারপরও প্রতিদিন আমি পোস্ট করতে পারি না তবে এভারেজে আমি প্রতিদিন পাঁচটি থেকে দশটির বেশি পোস্ট করতে পারি না অর্থাৎ প্রতি মাসে হয়তো বা 150 থেকে 200 টি পোস্ট করতে সক্ষম হই অন্যান্য কাজের পাশাপাশি আমি ফর্মে খুব একটা সময় দিতে পারি না তবে এর যে নির্দিষ্ট কোনো সীমা আছে এ সম্পর্কে এখন আমি সঠিকভাবে অবগত নই