PDA

View Full Version : টেকনিক্যাল এনালাইসিস বনাম ফান্ডামেনটাল এনালাইসিস



md mehedi hasan
2018-12-07, 07:57 AM
:1f63b:ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফান্ডামেনটাল ও টেকনিক্যাল এনালাইসিস করতে হয়।ফরেক্স মার্কেটে কেউ ফান্ডামেনটাল এনালাইসিস আবার কেউ টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে।প্রকৃতপক্ষে দুটো এনালাইসিস করে ট্রেড করে লাভোবান হওয়া যায়।আজকে আমি টেকনিক্যাল এনালাইসিস সমন্ধে কিছু বলবো।প্রথমত ফান্ডামেনটাল এনালাইসিস করে শর্ট ট্রেড স্কালাপিং ইত্যাদি করা যায়।কিন্তু টেকনিক্যাল এনালাইসিস করে লং ও পজিশন ট্রেড করা হয়।এতে করে আপনি মার্কেটে ১ঘন্টা সময় দিলেও চলবে।

jakaria991
2018-12-11, 10:31 PM
আসসালামুয়ালাইকুম, ভাই ফরেক্স একটি জটিল মার্কেট । এই মার্কেটের গতিবিদ বুঝা অনেক কষ্টের ব্যাপার । আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে চান আর ফকির না হয়ে লাভবান হতে চান তবে মানুষের যেমন হাত ও পা দুটোই দরকার ঠিক তেমনি আমি দুটো না ৩টি এনালাইসিস এর কথা বলব । এনালাইসিস গুলো হল --

১. ফানডামেন্টাল এনালাইসিস ।
২. টেকনিক্যাল এনালাইসিস ।
৩. সেন্টি্মেন্টাল এনালাইসিস ।

অনেকে আবার যে কোন একটি দেখেও ট্রেড করে সেটা ভিন্ন কথা, প্রকৃতপক্ষে ৩টি বিষয়ে এনালাইসিস করা ভাল ।

Rokibul7
2020-05-13, 10:51 AM
প্রতি নিয়ত ফরেক্স মাকেটে কিছু নিউজ রিলিজ হয়।এসব নিউজ এর মাধ্যমে সঠিক এনালাইসিস নিয়ে নিদিষ্ট পিপস এর টেড করতে হবে।লস হলে ঝুলে না থেকে sl ব্যাবহার করতে হবপ।আর লং টেড করতে হলে টেকনিক্যাল এনালাইসিস করতে হবে।ফরেক্স মাকেটে দুই ধরনের এনালাইসিস খুবই গুরুত্বপূ। নতুন যারা ফরেক্স টেড করেন তারা নিউজ সম্পর্কে ধারনা নেওয়ার চেষ্টা করেন।এতে করে আপনার টেডিং সিস্টেম একধাপ এগিয়ে নিয়ে যান।