PDA

View Full Version : তিনটি সিম্পল মুভিং এভারেজ দিয়ে ট্রেড করার কৌশল



md mehedi hasan
2018-12-07, 08:42 PM
6764
উপরের চিত্রে আমি ৪ +৯+১৪ তিনটি সিম্পল মুভিং এভারেজ দিয়ে ফরেক্স মার্কেটে কিভাবে প্রফিটেবল ট্রেড করা যায় সেই কৌশল আপনাদের সাথে শিয়ার করবো।প্রথমে আমি ইউরোইউএস পিয়ারের ১৫ মিনিটের টাইম ফ্রেম নিবো।এরপর ৪ +৯+১৪ তিনটি সিম্পল মুভিং এভারেজ একের পর এক নিবো।এরপর এই তিনটি মুভিং এভারেজ এর সাহায্যে ট্রেড এন্ট্রি খুজবো।আমরা লক্ষ্য রাখবো ৯ SMA(সিম্পল মুভিং এভারেজ)যখন ৪ SMA কে ক্রস করার পর ৪ ও ৯ SMA উভয়ই যখন ১৪ SMA কে ইসপস্টভাবে ক্রস করে তখন আমরা সেল এন্ট্রি নিবো।আবার ৪ SMA(সিম্পল মুভিং এভারেজ)যখন ৯ SMA কে ক্রস করার পর ৪ ও ৯ SMA উভয়ই যখন ১৪ SMA কে ইসপস্টভাবে ক্রস করে তখন আমরা বাই নিবো। স্টপলস দিবো ১৪ SMA ৫পিপস নিচে বা উপরে এবং টেকপ্রফিট নিবো যখন ৪ SMA ৯ SMA বা ৯ SMA ৪ SMA কে ক্রস করবে (ক্রস পয়েন্টে টিক চিহ্ন দেওয়া আছে) ঠিক তখনি ট্রেডটি ক্লোজ করে দিবো।উপরের চিত্রে দুটি ট্রেড সেটাপ দেখানো আছে।একটি সেল ট্রেড যার S/L=১৭ পিপস ও T/P=৮২ পিপস এবং দ্বিতীয়টি S/L=১১পিপস T/P=৩৮পিপস।এভাবে এই তিনটি মুভিং এভারেজ সপ্তাহে আপনি ৮ থেকে ১০ টি শিউর ট্রেড পেয়ে যাবেন।আর একটি কথা মার্কেট যদি কনসলিডেশন থাকবে তখন ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখবেন।:1f608: