PDA

View Full Version : গুগল প্লাস বন্ধ হচ্ছে



Montu Zaman
2018-12-12, 06:29 PM
মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল চার মাস আগেই ই সামাজিক মাধ্যম ‘গুগল প্লাস’ বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফলে আরো আরেকবার তথ্য ফাঁসের শিকার হওয়ায় আগেই বন্ধ হতে যাচ্ছে গুগল প্লাস সার্ভিস। ২০১৯ সালের অগাস্ট মাসে সেবাটি বন্ধ করার কথা থাকলেও এবার এপ্রিলেই বন্ধ হচ্ছে গুগলের সামাজিক মাধ্যমটি। ফলে, আর ৯০ দিনের মধ্যেই বন্ধ হচ্ছে এর এপিআই অ্যাকসেস।

DhakaFX
2019-02-14, 04:44 PM
আগামী ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস। গুগল প্লাস বন্ধ হওয়ার ঘোষণা গত বছরের ডিসেম্বরে এলেও এবার নির্দিষ্ট করে তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যেসব ব্যবহারকারী গুগল প্লাসে ছবি বা ভিডিও ইত্যাদি শেয়ার করেছেন তাদের এসব ছবি বা ভিডিও ডাউনলোড করে রাখার অনুরোধ করা হয়েছে গুগলের পক্ষ থেকে। এছাড়া এ বিষয়ে মেইলে বিস্তারিত তুলেও ধরা হয়েছে গুগলের পক্ষ থেকে। সাধারণ ব্যবহারকারী ছাড়াও গুগল প্লাসের কমিউনিটির মডারেটর, গুগল প্লাস সাইন-ইন সুবিধা ব্যবহারকারী, গুগল প্লাস ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে করা কমেন্ট, গুগলের জি-সুইট সেবা ব্যবহার করে যারা গুগল প্লাস ব্যবহার করেছেন এবং গুগলের ডেভেলপার যারা গুগল প্লাসের সঙ্গে জড়িত সবাইকেই একই ধরনের ই-মেইল পাঠিয়েছে গুগল। মূলত গুগল প্লাসে ব্যবহার হওয়া নানা ধরনের ছবি, ভিডিও, স্ট্যাটাস বা অন্যান্য কিছু যাতে সহজে ব্যবহারকারীরা ডাউনলোড করে রাখতে পারেন সে জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে গুগলের পক্ষ থেকে।

zahid4x
2019-03-18, 11:57 AM
গুগল প্লাস আসলে ঠিক কি কারণে বন্ধ হচ্ছে এটা কি বলতে পারবেন কেউ? আমি আসলে ব্যাপারটা জানি না

BDFOREX TRADER
2019-03-21, 04:55 PM
গুগলের এ সাইটও জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তাই গুগল প্লাস ২রা এপ্রিল থেকে বন্ধ হওয়ার নোটিশ পাওয়া যাচ্ছে। যদিও গুগল প্লাসকে জনপ্রিয় করার সর্বোচ্চ চেষ্টা করেছিল গুগল। জিমেইল অ্যাকাউন্ট খুললে গুগল প্লাসে অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক করেছিল। কিন্তু কিছুতেই কিছু হয়নি। কিন্তু কেন হঠাৎ করে গুগল প্লাস পেজ বন্ধ করে দিচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

Rassel Vuiya
2019-04-09, 05:02 PM
২ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস। তাই এখন থেকে কোন ব্যবহারকারীরা গুগল প্লাসে নতুন প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরি করতে পারবেন না। এছাড়াও গুগল ফটোতে ব্যাকআপ রাখা ফটো ও ভিডিও মুছে যাবে না বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিপক্ষ হিসেবে ২০১১ সালের জুনে গুগল প্লাস যাত্রা শুরু করে। সার্চ ইঞ্জিন গুগল সামাজিক মাধ্যমে নিজেদের জায়গা করে নেয়ার চতুর্থ প্রচেষ্টা হিসেবে গুগল প্লাস তৈরি করে। কিন্তু সামাজিক মাধ্যমটি কখনও আকর্ষণ সৃষ্টি করতে পারেনি। ২০১৪ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিজেদের ওয়েবসাইটে গুগল প্লাসের মাসিক ব্যবহারকারী মাত্র ২ কোটি ৯০ লাখ, যেখানে ফেসবুকের ওয়েবসাইটে ব্যবহারকারী ছিল ১২ কোটি ৮০ লাখ। গত বছরের অক্টোবরে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কারণে ৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেলে গুগল প্লাস বন্ধ করে দেয়ার সিন্ধান্ত তখনই নেওয়া হয়।