PDA

View Full Version : আস্থা ভোটে বেঁছে গেলেন থেরেসা মে



kohit
2018-12-13, 06:24 PM
আস্থা ভোটে বেঁছে গেলেন থেরেসা মে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থানের পরিচালনার বিষয়ে তার নিজের দলের সদস্যদের দ্বারা আস্থা ভোটে টিকে গেলেন, কিন্তু তার সমর্থকদের প্রত্যাশার তুলনায় বিজয়ের তার দিকটি উল্লেখযোগ্যভাবে সংকীর্ণ ছিল। তার পক্ষে পড়েছে ২০০ ভোট আর বিপক্ষে পেড়েছে ১১৭ ভোট, অর্থাৎ তার সংসদীয় দলের এক তৃতীয়াংশ তাকে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। তিনি হেরে গেলে দলের প্রধানের পদ থেকে তাকে সরে দাঁড়াতে হতো, সেইসঙ্গে প্রধানমন্ত্রীর পদ থেকেও তাকে সরে যেতে হতো।

জয়ের পর থেরেসা মে বলেন, এটা খুব দীর্ঘ এবং উত্তেজনাপূর্ণ দিন ছিল। তবে দিন শেষে আমি আমার সহকর্মীদের ধন্যবাদ দেবো ব্যালটের মাধ্যমে আমাকে সমর্থন জানানোর জন্যে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।তবে ব্রেক্সিট ইস্যু নিয়ে নিজের দলের মধ্যে আনা অনাস্থার এমন ফলাফলকে খুব বেশি ইতিবাচক হিসেবে দেখছেন না ব্রিটিশ সাংবাদিক মিহির বোস।
6794