PDA

View Full Version : মাথাপিছু বৈশ্বিক ঋণ ৮৬ হাজার ডলার: আইএমএফ



SUROZ Islam
2018-12-17, 05:06 PM
সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তার একটি প্রতিবেদনে জানিয়েছে যে, বৈশ্বিক ঋণের পরিমাণ সর্বকালের সর্বোচ্চে অবস্থানে রয়েছে যা অক্টোবরের পূর্বাভাসের চেয়ে ২ ট্রিলিয়ন ডলার বেশি। সর্বশেষ প্রকাশিত ২০১৭ সালের তথ্য এর তুলনায় গত শুক্রবার এই বৈশ্বিক ঋণের পরিমাণ মোট ১৮৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে আইএমএফ এর তথ্য অনুসারে দেখা যায়, বিশ্বে মাথাপিছু ঋণের পরিমাণ ৮৬ হাজার ডলারে দাঁড়িয়েছে, যা মাথাপিছু গড় আয়ের আড়াই গুণ। নতুন ঋণ উপাত্তটি ২০১৭ সালের বৈশ্বিক জিডিপির ২২৫ শতাংশের সমান। শীর্ষ তিন ঋণগ্রহীতা দেশের (যুক্তরাষ্ট্র, চীন ও জাপান) হাতে বৈশ্বিক ঋণের অর্ধেক, যা তাদের বৈশ্বিক আউটপুটের চেয়ে বেশি।