PDA

View Full Version : নিজস্ব ক্রিপ্টোকারেন্সি উদ্ভাবন করবে ফেসবুক



habibi
2018-12-23, 02:11 PM
ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে মাধ্যমে অর্থ স্থানান্তর করার জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করবে। কিন্তু এটি বিটকয়েন ব্যবহার করবে না। এর পরিবর্তে, ফেসবুক একটি "স্ট্যাবলকিন" ব্যবহার করার পরিকল্পনা করেছে, যা ডিজিটাল মুদ্রাটি মার্কিন ডলারের দিকে ঝুঁকে পড়েছে। যুক্তরাজ্যভিত্তি দ্য সান অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি দাম যাতে বিটকয়েনের মতো ওঠানামা না করতে পারে, সে কারণে টেকসই মুদ্রা হিসেবে একে চালু করার কথা ভাবছে ফেসবুক। এর সঙ্গে হোয়াটসঅ্যাপ মানি ট্রান্সফার ও পেমেন্ট সিস্টেম যুক্ত করা হবে। এটি ফেসবুক মার্কেটপ্লেসের জন্য দারুণ কাজে আসবে।

ব্লুমবার্গকে ফেসবুকের অভ্যন্তরীণ সূত্র বলেছে, ভারতের বাজারে এ মুদ্রা শুরুতে পরীক্ষা করে দেখবে ফেসবুক। ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ব্লকচেইন–প্রযুক্ ির ক্ষমতা পরীক্ষা করে দেখছে ফেসবুক এবং এর ক্রিপ্টো–প্রযুক্ ি অনেক ধরনের অ্যাপ্লিকেশনে ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এখনো বিষয়টি উন্নয়নের পর্যায়ে রয়েছে। ফেসবুক পেপ্যালে রপ্রাক্তন প্রেসিডেন্ট ডেভিড মার্কাস নিয়োগের গুজব ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।
6846