PDA

View Full Version : লিব্রা ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক



Montu Zaman
2018-12-26, 05:02 PM
অর্থিক লেনদেন আরও সহজ করতে ২০১৮ সালের মে থেকেই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরির কাজ শুরু করে দিয়েছে ফেসবুক। বিটকয়েনের মতো ফেসবুকে নিজস্ব ‘ভার্চুয়াল কারেন্সি’ বা ‘ক্রিপ্টোকারেন্স ’ তৈরি করছে, আর এই ‘ভার্চুয়াল কারেন্সি’র নাম হতে পারে ‘স্টেবলকয়েন’। এই ‘ভার্চুয়াল কারেন্সি’র মূল্য ডলারের ভিত্তিতে নির্ধারিত হবে যা প্রাথমিক ভাবে ভারতের ডিজিটাল লেনদেনের বাজারে আসছে এই কারেন্সি। এর ফলে দেশের বাইরে থেকে ভারতীয়দের দেশে টাকা পাঠানো অনেকটাই সহজ হবে। কেনান ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

Montu Zaman
2019-09-23, 04:09 PM
http://forex-bangla.com/customavatars/1671418144.jpg
বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি ‘বিটকয়েন’ চালু হয় বছর দশেক আগে। বর্তমানে অবশ্য ডিজিটাল দুনিয়ায় বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম,রিপল-এর মতো প্রচুর ক্রিপ্টোকারেন্সি রয়েছে। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি ছাড়ার জন্য ইতিমধ্যেই আঁটঘাট বেঁধে নেমে পড়েছে মার্ক জাকারবার্গ। 'লিব্রা' নামে এই ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বাজারে আসতে পারে আগামী বছরের শেষ দিকে। ফেসবুকএর পক্ষ থেকে বলা হয়েছে, যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সেই সমস্ত প্রান্তিক মানুষের কথা মাথায় রেখেই এই নতুন পরিকল্পনা। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রিপ্টোকারেন্সি চালু করতে পারলে ফেসবুকের মন্থর গতির বৃদ্ধিতে অনেকটাই গতি আসবে। এই ক্রিপ্টোকারেন্সি হাত ধরেই বিপুল আয়ের রাস্তা খুলে ছাবে ফেসবুকের সামনে। কারণ সারা বিশ্বে প্রতি মাসে প্রায় ২৪০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। সেই বিপুল সংখ্যক গ্রাহকের তথ্যভাণ্ডার হাতে রয়েছে ফেসবুকের। লিব্রার ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে এই তথ্যভাণ্ডার কাজে লাগাতে পারবেন মার্ক জাকারবার্গ।

nurulazim
2019-09-23, 11:20 PM
অর্থিক লেনদেন আরও সহজ করতে ২০১৮ সালের মে থেকেই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরির কাজ শুরু করে দিয়েছে ফেসবুক। বিটকয়েনের মতো ফেসবুকে নিজস্ব ‘ভার্চুয়াল কারেন্সি’ বা ‘ক্রিপ্টোকারেন্স �’ তৈরি করছে, আর এই ‘ভার্চুয়াল কারেন্সি’র নাম হতে পারে ‘স্টেবলকয়েন’। এই ‘ভার্চুয়াল কারেন্সি’র মূল্য ডলারের ভিত্তিতে নির্ধারিত হবে যা প্রাথমিক ভাবে ভারতের ডিজিটাল লেনদেনের বাজারে আসছে এই কারেন্সি।

SUROZ Islam
2019-10-13, 04:47 PM
লিবরায় ক্রমেই একা হয়ে পড়ছে ফেসবুক, আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই একের পর এক ধাক্কা খেয়ে চলেছে ফেসবুকের বৈশ্বিক ডিজিটাল মুদ্রা উদ্যোগ। সারা বিশ্বের বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা ক্রিপ্টোকারেন্সি বিষয়ক লিবরা অ্যাসোসিয়েশন থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে পেপল। এবার এ তালিকায় যুক্ত হয়েছে মাস্টারকার্ড, ভিসা, ইবের মতো বৈশ্বিক পেমেন্ট প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে লিবরা অ্যাসোসিয়েশনের ছয় প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান ফেসবুকের এ উদ্যোগ ত্যাগ করেছে। এটাকে লিবরার জন্য বড় চ্যালেঞ্জ বিবেচনা করছেন টেকসংশ্লিষ্টরা।

SaifulRahman
2019-11-13, 04:08 PM
এই বছর ক্রিপ্টো কারেন্সীগুলোর বিপরীতে বেশিরভাগ লোকের ক্ষোভ উস্কে দিয়েছে একটি সংস্থা। বিশ্বের প্রধান অর্থনীতিগুলিকে সম্মিলিতভাবে ফেসবুকের ডিজিটাল কয়েন লিব্রা চালু করার মাধ্যমে পুরো ক্রিপ্টো কারেন্সী মার্কেটে আধিপত্য করার পরিকল্পনা করেছে। এটা শুরু থেকেই পরিষ্কার ছিল যে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের এখন বিকল্প ক্রিপ্টো পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে চাইছে।

Tofazzal Mia
2020-01-22, 03:05 PM
9881
ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি লিবরা চালুর জন্য বিশ্বের খ্যাতনামা ২৭টি প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছিল অলাভজনক সংস্থা লিবরা অ্যাসোসিয়েশন। কিন্তু গেল বছর জুনে ঘোষণার পর থেকেই বিশ্বব্যাপী নানান সমালোচনায় পড়েছে এই উদ্যোগ। সংস্থা গঠনের কয়েকদিনের মাথাতেই বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় পেপাল, মাস্টারকার্ড, উবার, ভোডাফোনসহ বেশ কয়েকটি সংস্থা।

sagar0835
2020-08-28, 09:44 PM
ধীরে ধীরে সব অনলাইন প্ল্যাটফর্ম তাদের আর্থিক লেন দেন ক্রিপ্টো কারেন্সিতে নিয়ে আসছে।
ব্যাপার গুলা ভাল।