PDA

View Full Version : ফরেক্স মার্কেটে ফিরে দেখা ২০১৮- বিশ্ব অর্থনীতি



SUROZ Islam
2018-12-26, 05:14 PM
২০১৮ সাল শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। এই বছর আন্তর্জাতিক অর্থনীতি ও ব্যবসায়িক অঙ্গনের সবচেয়ে বড় অনুঘটক ছিল বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যকার বাণিজ্যযুদ্ধ, ব্রেক্সিট ও প্রবৃদ্ধিতে শ্লথগতি। এ ইস্যুগুলোকে কেন্দ্র করে বৈশ্বিক শেয়ারবাজারে ঘটে গেছে উত্থান-পতনের ঘটনা, প্রভাব পড়েছে ফরেক্স মার্কেটে এবং বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে।

Tofazzal Mia
2019-01-03, 03:15 PM
ফরেক্স মার্কেটে ২০১৮ সালে কিছু উল্লেখ্যযোগ্য ইস্যু তৈরী হয়েছে, যার প্রভাব ২০১৯ সালে দেখা যাবে। যেমন: যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট ডিলটি অনুমোডন দেওয়া হয়েছে, ফলে ২০১৯ সালের মার্চের দিকে হার্ড ব্রেক্সিট হবার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া ট্রাম্প ও চীনের মধ্যে ট্যারিফ নিয়ে সমঝোতা, ফেডের রেট বৃদ্ধি, ইউরোজোনের ইকোনমি গ্রোথ কমে ইতালি ও ফ্রান্সের বাজেট ঘাটতি, কাতার ওপেক থেকে বের হয়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলো ফরেক্স মার্কেটে ২০১৯ সালে গুরত্বপূর্ণ প্রভাব ফেলবে।