PDA

View Full Version : মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করেই চলেছে বাংলাদেশ ব্যাংক!



DhakaFX
2019-01-02, 06:06 PM
২০১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১১৩ কোটি ৪০ লাখ (১.১৩ বিলিয়ন) ডলার বাজারে ছাড়া হয়েছে এবং ২০১৮ সালের শেষ কার্যদিবসে বাংলাদেশ ব্যাংক প্রায় ২ কোটি ৮০ লাখ ডলার (২৮ মিলিয়ন) বিক্রি করেছে অন্য ব্যাংকগুলোর কাছে। যদিও আমদানি বাড়ায় বেশ কিছুদিন ধরে বাজারে ডলারের চাহিদা বেড়ে গেছে। সেই চাহিদার সুযোগ নিয়ে ব্যাংকগুলো আন্ত:ব্যাংক মুদ্রাবাজারে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামের চেয়েও বেশি দামে ডলার বিক্রি করেছে।সে কারণেই বাজারে অস্থিরতা চলছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। মুলত এই অস্থিরতা দূর করতেই কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করে চলেছে বাংলাদেশ ব্যাংক।