PDA

View Full Version : ক্যান্ডেলস্টিক কোর্স- পর্ব-৪ Doji Candlestick কি?



Nishpap Papi
2019-01-06, 07:41 AM
ক্যান্ডেলস্টিক কোর্স- পর্ব-৩ পড়তে এখানে ক্লিক করুন। (http://forex-bangla.com/showthread.php?21102-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A 7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%8D% E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A7%A9)
এই পোস্টে আমরা জানতে পারব একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক সম্পর্কে যার নাম Doji Candlestick. মার্কেটে এই ক্যান্ডেলস্টিক টি প্রায়ই দেখা যায়।

6940

পরবর্তী পোস্ট- STAR POSITION কি?

লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকুন। পোস্ট টি কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সকলকে।

fxjaman
2019-01-06, 05:24 PM
ভাই এখানে এই মার্কেটে ডোজি ক্যান্ডেল দেখে কিংবা এর উপর কোর্স করে কোন লাভ হবে না, অযথা সময়গুলোকে নষ্ট করবেন এছাড়া আর কিছুই হবে না। আপনি হয়েতাবা বিস্বাস করবেন না, আমি এগুলো পার করে এসেছি তাই বলবে কোন প্যার্টান মেলাতে যাবেন না, ভুল করবেন, লাভের চেয়ে লস বেশি হবে আপনার।

Nishpap Papi
2019-02-17, 09:49 AM
ভাই এখানে এই মার্কেটে ডোজি ক্যান্ডেল দেখে কিংবা এর উপর কোর্স করে কোন লাভ হবে না, অযথা সময়গুলোকে নষ্ট করবেন এছাড়া আর কিছুই হবে না। আপনি হয়েতাবা বিস্বাস করবেন না, আমি এগুলো পার করে এসেছি তাই বলবে কোন প্যার্টান মেলাতে যাবেন না, ভুল করবেন, লাভের চেয়ে লস বেশি হবে আপনার।

ভাই আপনার গুরুত্তপুরন মতামতের জন্য ধন্যবাদ। কিন্ত প্রিথিবির বড় বড় সফল ফরেক্স ট্রেডারা কিন্ত ক্যান্ডেলস্টিক চার্ট দেখেই ট্রেড করে। আমি মনে করি আপনার এই নিয়ে আর অঙ্ক কিছু জানা উচিৎ।

kohit
2019-02-17, 05:22 PM
সাধারণত ডজি একটি ক্যান্ডেলস্টিক চার্টে প্যাটার্ন পাওয়া যায়, এটি দৈর্ঘ্য ছোট -যেমন, একটি ছোট ট্রেডিং রেঞ্জ যা এর ওপেন এবং ক্লোজিং প্রাইস কার্যত সমান হয় তার দ্বারা চিহ্নিত করা হয়।

ডজি হল মূল ট্রেন্ড রিভার্সাল সূচক, যদি এটি একটি ট্রেন্ডে উপরে প্রদর্শিত হয়, তাহলে এটি একটি ওভারবাই এরিয়া হিসাবে গন্য করা হয়, এবং আমরা শর্ট পজিশন নিতে পারি এবং যদি এটি বর্ধিত ডাউনট্রেন্ডের দেখা গেলে তবে আমরা লং পজিশন নিতে পারি।

নোট * - ডজি গঠন হওয়ার পরে পজিশন নেওয়ার আগে রিভার্সাল ট্রেন্ড নিশ্চিত করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

Rokibul7
2020-02-24, 02:48 PM
আপনার লেখা পড়ে ডোজি ক্যান্ডেলস্টিক সম্পর্কে কিছুটা ধারণা হলো দোজি ক্যান্ডেলস্টিক কেন তৈরি হয় এটা সম্পর্কে আজ বুঝলাম আপনার লেখা পড়ে আমার একটা জিনিস শিখলাম জানলাম আমি অবশ্যই এটাকে ফলো করবো আর ডি ক্যান্ডেলস্টিক হওয়ার পরে মার্কেট আসলে মুভমেন্ট করে অথবা এর লক্ষণ কি এর গতিবেগ থেকে সম্পর্কে অবশ্যই আপনি একটা পোস্ট দিবেন আশা করি

Rokibul7
2020-07-23, 01:04 AM
ভাই এখানে এই মার্কেটে ডোজি ক্যান্ডেল দেখে কিংবা এর উপর কোর্স করে কোন লাভ হবে না, অযথা সময়গুলোকে নষ্ট করবেন এছাড়া আর কিছুই হবে না। আপনি হয়েতাবা বিস্বাস করবেন না, আমি এগুলো পার করে এসেছি তাই বলবে কোন প্যার্টান মেলাতে যাবেন না, ভুল করবেন, লাভের চেয়ে লস বেশি হবে আপনার।

ভাই আমার ফোরামের সবার পোষ্টই গুরুত্বপূন মনে হয়,কারন আমি কিছুই জানি না।এই পোষ্ট পড়ে ডোজি সম্পকে ধারনা পেলাম।সে না হয় কোন কাজে না লাগুক তবুও তো জানতে দোস নেই।