View Full Version : ঢাকা শেয়ার মার্কেটের যত নিউজ!
SUROZ Islam
2021-06-01, 03:32 PM
আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৪ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে: রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং আলহাজ্ব টেক্সটাইল।
14544
তথ্যমতে, সোমবার রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭২.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।স্ট্যান্ ার্ড ইন্স্যুরেন্স : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সোমবার শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।প্যারামা ন্ট টেক্সটাইল : সোমবার প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৮.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।আলহাজ্ব টেক্সটাইল : সোমবার আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৮ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।
SumonIslam
2021-06-09, 04:48 PM
লেনদেনের আবারও রেকর্ড হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকার, যা গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এরপর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ২ হাজার ৬৬৯ কোটি টাকার লেনদেন হয়। চার দিনের মধ্যে সেই লেনদেনের পরিমাণ আবার ছাড়াল ডিএসই। ২০১০ সালের ওই ডিসেম্বরে ব্যাপক ধস নামে শেয়ারবাজারে। সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমে যায় ব্যাপকভাবে। তবে চলতি বছরে আবারও লেনদেনে ভালো গতি ফিরে এসেছে ডিএসইতে। ডিএসইতে আজ আগের দিন থেকে ৬৩৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ৬৫ কোটি টাকা। লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচক বেড়েছে ডিএসইতে। লেনদেন শেষে ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫ পয়েন্টে। ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮ টির, কমেছে ১২৪ টির, অপরিবর্তিত আছে ৩৭টির দর। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৪৭ পয়েন্ট। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইনস্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক ও ফরচুন।
14629
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯০ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, দর কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
DhakaFX
2021-06-13, 02:33 PM
পুঁজিবাজারে সাড়ে ১২ হাজার কোটি টাকার লেনদেন, বেড়েছে বাজার মূলধন। চলমান লকডাউনের মধ্যে পুঁজিবাজার ফিরেছে তার স্বাভাবিক গতিতে। বর্তমান কমিশনের বেশ কিছু সঠিক সিদ্ধান্ত ও নতুন পদক্ষেপের ফলে পুঁজিবাজারের উত্থান অব্যাহত রয়েছে। যার ফল হিসেবে গত সপ্তাহে পুঁজিবাজারে ১২ হাজার ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে পাশাপাশি বাজার মূলধন বেড়েছে ৯৯০ কোটি টাকা।
14652
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ৯৪৭ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯৯০ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৪৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৯২৯ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৩৩৬ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.২১ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬.৬৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৩১ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৫১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ২৯৯.৪৮ পয়েন্ট এবং ২ হাজার ২০৫.১০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১১টির বা ৫৬.৮৭ শতাংশের, কমেছে ১৪২টির বা ৩৮.২৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির বা ৪.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৫৩ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৩৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৪৯ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৫১৮ টাকা বা ৩৯.৪২ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১.৮৫ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৫.৩৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২০.৩৬ পয়েন্ট বা ০.১৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৭.৭৬ পয়েন্ট বা ০.২১ শতাংশ এবং সিএসআই ২১.৫৩ পয়েন্ট বা ২.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৫৯৪.৪২ পয়েন্ট, ১৩ হাজার ১১৮.৬৪ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ৭৭.১৯ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ১২.৩৪ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩.৪৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৩টির বা ৫৭.৭৮ শতাংশের দর বেড়েছে, ১২৩টির বা ৩৬.৮৩ শতাংশের কমেছে এবং ১৮টির বা ৫.৩৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
SaifulRahman
2021-06-15, 12:09 PM
টানা চার কার্যদিবস ধরে শেয়ারবাজারে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরে দরপতন চলছে। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। বর্তমান বাজারকে ঘিরে এমন কোন ইস্যু নেই যে টানা দরপতন হতে থাকবে। তবে টানা উত্থানের পর বর্তমানে কারেকশন চলছে এমনটাই মনে হচ্ছে। অবশ্য শেয়ারবাজারের এই দরপতনের জন্য কিছু কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দামকে কারন বলা যায়। অস্বাভাবিক দাম বাড়ার এই তালিকায় অধিকাংশই রয়েছে ব্যাংক এবং সাধারণ বীমা কোম্পানি।
http://forex-bangla.com/customavatars/695444837.jpg
SaifulRahman
2021-06-17, 01:14 PM
14691
সূচকের উত্থান অব্যাহত আছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস বেলা সাড়ে ১১টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ পয়েন্ট, অবস্থান করছে ৬ হাজার ৮২ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯১ পয়েন্ট। ডিএসইতে আজ প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৬৪৩ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২ টির, কমেছে ১৪৪ টির, অপরিবর্তিত আছে ৫৪ টির দর। ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ওরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল পলিমার, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, প্যারামাউন্ট, সন্ধানী ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বিবিএস কেবলস। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ২৯ পয়েন্ট। লেনদেন হয় ২ হাজার ১০৯ কোটি টাকার।
অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ৮০ টির, দর অপরিবর্তিত আছে ৪৪ টির। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৯ লাখ টাকার।
SaifulRahman
2021-06-20, 05:45 PM
আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। কিন্তু সূচক বৃদ্ধি পেলেও বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অন্যদিকে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। জানা যায়, আজ ২০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৬.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৬.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৭.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৩ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭০১টি শেয়ার ২ লাখ ৪৭ হাজার ৩৮৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকা।
14710
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৪৩.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৬৭৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার ৯২৯ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৮৬ লাখ ৪ হাজার ৭৪৬ টাকা।
Rassel Vuiya
2021-06-21, 05:15 PM
আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে টেক্সটাইলে ভর করে শেয়ারবাজারে বড় উত্থান দিয়ে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দৈনিক লেনদেনও ছাড়িয়েছে দুই হাজার কোটি টাকা। *বেশিরভাগ শেয়ার দর বাড়লেও টেক্সটাইল খাতে আজ বেশ আকর্ষণ ছিল। দর বৃদ্ধির শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল কোম্পানি। অন্যদিকে ওটিসি থেকে ফেরা ও স্বল্প দুর্বল কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে চোখে পড়ার মতো। জানা যায়, আজ ২১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৫৬.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১২৫.৪১পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০৫.৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬০.২২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৮৫০টি শেয়ার ২ লাখ ৯১ হাজার ৭২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৪ শতাংশ বা ১৮৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৬৭.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৪৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৬৭৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৭৪ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৬২৯ টাকা।
14722
DhakaFX
2021-06-22, 03:16 PM
আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ব্যাপক দরপতন দিয়ে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দৈনিক লেনদেনও রয়েছে নেতিবাচক প্রভাব। ৫৮ শতাংশ শেয়ারের দরপতন দিয়ে আজ লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। জানা যায়, আজ ২২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৭ শতাংশ বা ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৬.৪১পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০২.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১১.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ২৩৩টি শেয়ার ২ লাখ ৩ হাজার ৮৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৭৫ কোটি ২৯ লাখ ৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৬.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৭৫৫.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩১টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৪৬ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২৮ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৩৭৯ টাকা।
14728
BDFOREX TRADER
2021-06-23, 03:41 PM
অব্যাহত দরপতনে ফের পুঁজি হারানোর শঙ্কা!
14737
গতকালকের মতো আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ব্যাপক দরপতন দিয়ে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দৈনিক লেনদেন দুই হাজার কোটি ছাড়ালেও বেশিরভাগ শেয়ারের দরপতনে ফের পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা।
আজ ২৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৪ শতাংশ বা ৬৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৭.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৮.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.৩৩ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। সারাদিনে ডিএসইতে ৭৫ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ৩৪৪টি শেয়ার ৩ লাখ ২২ হাজার ৫৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩০ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৯ শতাংশ বা ১৯৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৭০.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৮টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৫৬৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ৮ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৫৬১ টাকা।
DhakaFX
2021-06-27, 01:35 PM
গত সপ্তাহের আগের সপ্তাহ পতন হলেও গত সপ্তাহে পুঁজিবাজার ফিরেছে তার স্বাভাবিক গতিতে। বর্তমান কমিশনের বেশ কিছু সঠিক সিদ্ধান্ত ও নতুন পদক্ষেপের ফলে পুঁজিবাজারের উত্থান অব্যাহত রয়েছে। যার ফল হিসেবে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা।
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৫০৩ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৮৯০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার ২৩২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১১৬ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৬৫৮ টাকা বা ২৬ শতাংশ বেশি হয়েছে।
14755
BDFOREX TRADER
2021-06-28, 12:56 PM
মহামারীর বিস্তার রোধে নতুন ‘লকডাউন’ ঘোষণার প্রভাবে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ব্যাপক দরপতন হয়েছে; সূচক আবার নেমে গেছে ৬ হাজার পয়েন্টের নিচে। সোমবার থেকে সীমিত ও বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের সরকারি সিদ্ধান্ত এলেও পুঁজিবাজারে লেনদেন চালু থাকা নিয়ে ‘সংশয়’ থেকেই মূলত বিনিয়োগকারীরা রোববার শেয়ার বিক্রি করতে ছিলেন যেন মরিয়া। এ কারণেই একদিনে সূচক কমেছে ১০০ পয়েন্টের বেশি, যা শতাংশের হিসাবে তিন মাসের সর্বোচ্চ পতন। জুন ক্লোজিংয়ের এই সময়ে কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে দিয়ে মুনাফা তুলে। সেটার একটা ছোট প্রভাব আছে। এছাড়া একটা আতংক কাজ করেছে যে মার্কেট খোলা থাকবে কিনা। অনেকে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন আজকে বিক্রি করবেন, তারা বিক্রি করে দিয়েছেন। তবে বাজারে অনেক ক্রেতা আছে, বাজার এখনও শক্ত অবস্থানে আছে। কালকে বেশি বিক্রির চাপ থাকায় ক্রেতারা এক সময় চুপ করে ছিলেন। কারণ সবাইতো কমে কিনতে চায়। তাই এই ভয় যৌক্তিক নয়। রোববার সপ্তাহের প্রথমদিন নির্বিচারে প্রায় সব খাতের প্রায় সব শেয়ারের দাম কমলেও লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজবাজারে।
14758
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১০০ দশমিক ১১ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে ৫ হাজার ৯৯২ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। এর আগে এই সূচক এর চেয়ে বেশি কমেছে গত ৩১ মার্চ। সেদিন সূচক ১ দশমিক ৭৬ শতাংশ কমেছিল। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৫৬ দশমিক ৯৯ পয়েন্ট সূচক বেড়েছিল ডিএসইতে। এই উত্থান ছিল শতাংশের হিসাবে গত এক মাসের মধ্যে বেশি। ডিএসইতে লেনদেন এদিন আগের দিনের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ বা ১৪২ কোটি ২৩ লাখ টাকা বেড়েছে। ঢাকায় এদিন ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকা। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির এবং কমেছে ৩০৬টির। অপরিবর্তিত রয়েছে ১২টির দর। এদিন বস্ত্র খাত ছাড়া বাকি প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে।
রোববার ব্যাংক, বীমা, বিদ্যুৎ ও জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান,প্রকৌশ এবং ওষুধ খাতের বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এদিন ব্যাংক খাতের ৭৭ শতাংশ শেয়ারের দাম কমেছে। বীমা খাতে কমেছে ৮৮ শতাংশ শেয়ারের দাম।ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে ৮৭ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
বড় পতন থেকে বাদ যায়নি প্রকৌশল খাতও, ৯২ শতাংশ শেয়ারের দাম কমেছে। অন্যদিকে ওষুধ খাতে ৯০ শতাংশ শেয়ারের দাম কমেছে। তবে ব্যতিক্রম ছিল বস্ত্র খাত। লকডাউন হলেও শিল্প কারখানা খোলা থাকবে- এমন সংবাদের ইতিবাচক প্রভাব দেখা গেছে এই খাতের শেয়ারগুলোতে। প্রথম নির্বিচারে এই খাতের শেয়ারের দাম কমলেও দিন শেষে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৩১টির দাম বেড়েছে; শতকরা হারে যা ৫৩ শতাংশ। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৭ দশমিক ৪৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩০ দশমিক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৮ দশমিক ৬৪ পয়েন্টে।
http://forex-bangla.com/customavatars/385038677.jpg
নভেল করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রোধে কঠোর লকডাউনের খবরে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে বড় দরপতন হয় পুঁজিবাজারে। অবশ্য এর একদিন পরই আবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। গতকাল দিনশেষে প্রায় ৩৪ পয়েন্ট বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। সূচক বাড়লেও গতকাল ডিএসইর দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ২৪ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, কভিড-১৯ পরিস্থিতি কোন দিকে যায় সেটি পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। ফলে অনেকেই গতকাল নিষ্ক্রিয় ছিলেন। এ কারণে গতকাল পুঁজিবাজারে দৈনিক লেনদেন কমেছে। অন্যদিকে একশ্রেণীর বিনিয়োগকারী খাতভিত্তিক বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করে তাদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করছেন। সব মিলিয়ে গতকাল পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে।
DhakaFX
2021-07-05, 01:09 PM
নিয়ন্ত্রক সংস্থার ঘোষণা অনুযায়ী, লকডাউনের সময় শুক্র ও শনিবারের সাথে রোববারও বাংলাদেশে ব্যাংক এবং পুঁজিবাজার বন্ধ থাকবে। বাকি চারদিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা অবধি। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর লকডাউন শুরুর পর প্রথম দিনের লেনদেনে প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে দেশের দুই পুঁজবাজারে। গত বৃহস্পতিবার লকডাউনের বিধিনিষেধ কার্যকর হওয়ার পর সোমবারই প্রথম পুঁজিবাজারে লেনদেন চলছে। বিনিয়োগকারীরা ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে লেনদেন করছেন। সোমবার সকাল ১০টায় লেনদেন শুরুর পর বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের লেনদেন দিবস বুধবারের চেয়ে ৫৩ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৬ হাজার ২০৪ দশমিক ৩৩ পয়েন্ট হয়। ওই সময় পর্যন্ত ঢাকার বাজারে ৫৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ২৬০টির দর বাড়ে, ৮০টির কমে এবং ২৯টির দর অপরিবর্তিত থাকে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে প্রথম ঘণ্টার লেনদেনে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই বেলা ১১টা পর্যন্ত ১১৮ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯১৩ দশমিক ৯৬ পয়েন্টে পৌঁছায়।ওই সময় পর্যন্ত চট্টগ্রামের বাজারে মোট ১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। সিএসইতে হাতবদল হওয়া ১৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৩৩টির দর বাড়ে, ৩৮টির কমে এবং ১৫টির দর অপরিবর্তিত থাকে। এর আগে সর্বশেষ লেনদেন হয় গত ৩০ জুন বুধবার। সেদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের থেকে ১০৭ দশমিক ৯৮ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৬ হাজার ১৫০ দশমিক ৪৮ পয়েন্ট হয়। আর সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩২১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৯৫ দশমিক শূন্য ৪ পয়েন্টে পৌঁছায়।
http://forex-bangla.com/customavatars/2129198690.jpg
SaifulRahman
2021-07-06, 04:33 PM
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের মধ্যে প্রথম লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে বড় উত্থানে ডিএসইর প্রধান সূচক প্রায় ৪২ মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে; রেকর্ড হয়েছে বাজার মূলধনেও। লকডাউন শুরুর আগের দিনও সূচকে বেশ ঊর্ধ্বগতি ছিল যার রেশ সোমবারের লেনদেনেও দেখা গেছে।গত বৃহস্পতিবার লকডাউনের বিধিনিষেধ কার্যকর হওয়ার পর সোমবার প্রথম লেনদেন হয়েছে।কঠোর বিধিনিষেধ মেনে চলার সর্বাত্মক এই লকডাউনের মধ্যে ব্যাংক খোলা থাকা সাপেক্ষে লেনদেন চলবে পুঁজিবাজারে।এসময় সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্য্নত ব্যাংকে লেনদেন হবে দেড়টা পর্যন্ত আর পুজিবাজার চালু থাকবে ১টা পর্যন্ত।সোমবার বিনিয়োগকারীরা ঘরে বসেই মোবাইল ফোনে নির্দেশনা দিয়ে বা অ্যাপের মাধ্যমে নিজেরাই লেনদেন করেছেন বলে ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান।এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৯ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে দিন শেষে ৬ হাজার ২১৯ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে।সূচকের এই অবস্থান গত সাড়ে তিন বছরের মধ্যে বেশি। এর আগে ডিএসইএক্স এরচেয়ে বেশি ছিল ২০১৮ সালের ৭ জানুয়ারিতে। সেদিন সূচক ছিল ৬ হাজার ২৬৮ দশমিক ৪২ পয়েন্ট।এদিন ডিএসইর বাজার মূলধনও আগের যে কোনো সময়ের চেয়ে বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৩৯৮ কোটি ৫৩ লাখ টাকা হয়েছে।সোমবার এই বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ১০ দশমিক ২০ শতাংশ বা ১৪৩ কোটি ৫৯ লাখ টাকা বেড়েছে।ঢাকায় এদিন ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকা।সোমবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।সোমবার এই বাজারে লেনদেন হয়েছে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির এবং কমেছে ১১৯টির। অপরিবর্তিত রয়েছে ১১টির দর।এদিন বীমা খাত ছাড়া প্রায় সব খাতের শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে বস্ত্র খাতের প্রায় শতাভাগ কোম্পানির শেয়ারে দাম বেড়েছে।এদিন বস্ত্র খাতের তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৫৭টির শেয়ারের দাম বেড়েছে, শতকরা হারে প্রায় ৯৮ শতাংশ। লেনদেন হয়েছে মোট লেনদেনের ২৩ দশমিক ৩৪ শতাংশ।ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৬ দশমিক ৭২ পয়েন্টে।ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৫ দশমিক ১২ পয়েন্টে।ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানিবেক্সিমক লিঃ, এমএল ডাইং, কেয়া কসমেটিক্স, সন্ধানী লাইফ, ম্যাকসন স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, জেনেক্স ইনফোসেস লিঃ ও আইএফআইসি।দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানিখান ব্রাদার্স পিপি, সোনালি লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং, এমএল ডাইং, ফারইস্ট নিটিং, এনভয় টেক্স, সেন্ট্রাল ফার্মা, প্যাসেফিক ডেনিমস ও ডেল্টা স্পিনিং।দাম কমার শীর্ষ ১০টি কোম্পানিমুন্নু ফেব্রিক্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, মনোস্পুল পেপার, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, প্রাইম ইসলামি লাইফ, ন্যাশনাল টি, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।এদি চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক বেড়েছে।এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২৪০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৫ দশমিক ৬৩ পয়েন্টে।ডিএসইতে বাড়লেও সোমবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩৩ দশমিক ২৪ শতাংশ বা ২৬ কোটি ১৯ লাখ টাকা কমেছে।মোট ৫২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭৮ কোটি ৮৩ লাখ টাকা।সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।
14824
DhakaFX
2021-07-14, 04:55 PM
আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের উত্থান হলেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৪৪.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। জানা যায়, আজ ১৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৪.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৫০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৯৫৭টি শেয়ার ২ লাখ ৬৮ হাজার ৪৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১২.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২০৭.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৯৬১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ১৯০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২২৯ টাকা।
14897
BDFOREX TRADER
2021-07-18, 02:14 PM
14923
পুঁজিবাজার ফিরেছে তার স্বাভাবিক গতিতে। বর্তমান কমিশনের বেশ কিছু সঠিক সিদ্ধান্ত ও নতুন পদক্ষেপের ফলে পুঁজিবাজারের উত্থান অব্যাহত রয়েছে। যার ফল হিসেবে গত সপ্তাহে পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে আট হাজার কোটি টাকা। তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৮৯ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৯৫ কোটি ৭৮ লাখ ৫২১ টাকা বা ৫ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৫৯ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭.৩৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৮১ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.৬৯ পয়েন্ট বা ১.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৩৫৯.৩৬ পয়েন্ট এবং ২ হাজার ২৭৪.৯১ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৭টির বা ৭০.৮২ শতাংশের, কমেছে ৯৪টির বা ২৪.৯৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির বা ৪.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৪০ লাখ ১২ হাজার ২২২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৩ লাখ ৭৩ হাজার ৯৪০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪২ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৭১৮ টাকা বা ১৫ শতাংশ কম হয়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১৬.৬২ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮.৫৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৭৯.৫৪ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ৫৬.৩৭ পয়েন্ট বা ০.৪২ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৪.৯৯ পয়েন্ট বা ১.১৫ শতাংশ এবং সিএসআই ২০.৪২ পয়েন্ট বা ১.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৯৯০.৩৫ পয়েন্ট, ১৩ হাজার ৪২৯.৮০ পয়েন্টে, ১ হাজার ৩২১.০৬ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ১৪২.০৯ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৪টির বা ৭২.১৯ শতাংশের দর বেড়েছে, ৭৭টির বা ২২.৭৮ শতাংশের কমেছে এবং ১৭টির বা ৫.০৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
Tofazzal Mia
2021-07-19, 12:17 PM
http://forex-bangla.com/customavatars/1285527792.jpg
রোববার সপ্তাহের প্রথম লেনদেনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে বড় উত্থান হলে তা তিন বছর আট মাস আগের অবস্থানকে পেছনে ফেলে আরও উপরে ৬ হাজার ৩৬৫ দশমিক ১২ পয়েন্টে উঠে যায়। দিনশেষে ডিএসইএক্স আগের দিনের থেকে ৫৭ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়ে নতুন এই অবস্থানে পৌঁছায়। ২০১০ সালের ধসের তিন বছর পর পুঁজিবাজারে আবার নতুন করে যাত্রা শুরুর প্রত্যাশায় ডিএসই নতুন সূচক ডিএসইএক্স চালু করে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এই সূচকে প্রথম লেনদেন হয়। ওই দিন ৪০৫৫ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ডিএসইএক্স। পরের প্রায় চার বছরে ব্যাপক উত্থান পতন শেষে ২০১৭ সালের ২৬ নভেম্বর নতুন এই সূচকটি ৬ হাজার ৩৩৬ দশমিক ৮৯ পয়েন্টে যায়। এরপর আবার দীর্ঘ সময় ধরে পতনের মধ্যেই ছিল বাজার। অনেক চড়াই উৎড়াই পেরিয়ে সাম্প্রতিক বেশ কয়েক মাস ধরে আবার কিছুটা চাঙ্গা অবস্থা দেখা দেয় উভয় পুঁজিবাজারে। সেই ধারাবাহিকতায় অবশেষে রোববার ২০১৭ সালের রেকর্ড উচ্চতাকে ছাপিয়ে আরও উপরে এগিয়ে গেল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স।
এর আগে ডিএসইর প্রধান সূচক ডিজিএন ২০১০ সালে ধসের আগে ইতিহাসের সর্বোচ্চ ৮ হাজার ৯১৮ দশমিক ৫১ পয়েন্টে উঠেছিল। এই সূচক গণনা ২০১৩ সালের ৩১ জুলাই বন্ধ করে দেয় স্টক এক্সচেঞ্জটি। রোববার সূচকের উত্থানের পেছনে বেশিরভাগ শেয়ারের দর বাড়ার বিষয়টি ভূমিকা রাখায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনেও রেকর্ড হয়েছে। দিন শেষে বাজার মূলধন হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৩১১ কোটি ৬০ লাখ টাকা।
সূচক ও বাজার মূলধনে নতুন ইতিহাস গড়ার দিনে শুরুর এক ঘণ্টা পরই কারিগরি জটিলতার মুখে পড়ে ডিএসইর লেনদেন। রোববার ১১টা ৮ মিনিটের পর বন্ধ হয়ে যাওয়া লেনদেন এক ঘন্টা ২০ মিনিট পর সাড়ে ১২টায় চালু হয়ে চলে সাড়ে তিনটা পর্যন্ত। এদিন সূচকের সঙ্গে এই বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় দশমিক ১৮ শতাংশ বা ৩ কোটি ১৭ লাখ টাকা বেড়েছে। ডিএসইতে এদিন ১ হাজার ৭৯৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৭৮৯ কোটি ৮৬ লাখ টাকা। রোববার প্রধান এই পুঁজিবাজারে ৫৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এই বাজারে এদিন লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে মোট দর বেড়েছে ২১০টির এবং কমেছে ১৫০টির। অপরিবর্তিত ছিল ১৩টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ দশমিক *শূন্য ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ দশমিক ৩৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০৬ দশমিক শূণ্য ২ পয়েন্টে।
Tofazzal Mia
2021-07-25, 08:16 PM
ঈদের ছুটি কাটিয়ে চাঙাভাবে ফিরল পুঁজিবাজার! কোরবানির ঈদের পরে প্রথম লেনদেনে সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে। লেনদেনও বেড়েছে ডিএসইতে। গত সপ্তাহের সোমবারের পর ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষে পাঁচ দিন পর রোববার খোলে পুঁজিবাজার। লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৯ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৪২৪ দশমিক ২২ পয়েন্টে অবস্থান নিয়েছে। ২০১৩ সালে গণনা শুরুর পর ডিএসইএক্স গত রোববার সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছিল। রোববার ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৭ দশমিক ১৩ শতাংশ বা ৯০ কোটি ২১ লাখ টাকা বেড়েছে।এদিন ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকা। এদিনে ডিএসইতে ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। মোট লেনদেন হয়েছে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির এবং কমেছে ২৩৭টির। অপরিবর্তিত রয়েছে ২২টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৩ দশমিক ৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩৬ দশমিক ৪৮ পয়েন্টে।চট্টগ্রা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক সিএএসপিআই ১০৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১৮ হাজার ৬৭৩ দশমিক ২৩ পয়েন্টে।তবে এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৭ দশমিক ৬১ শতাংশ বা ৩ কোটি ৩৬ লাখ টাকা কমেছে।এদিন মোট ৪০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৪ কোটি ১৫ লাখ টাকা।সিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
http://forex-bangla.com/customavatars/2012401519.jpg
DhakaFX
2021-07-26, 05:06 PM
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচক বৃদ্ধি পেলেও বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ দ্বিতীয় কার্যদিবসে বেশির শেয়ারের দরপতনের পাশাপাশি সূচকেও নেতিবাচক প্রভাব রয়েছে। তবে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। জানা যায়, আজ ২৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪০৪.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯০.২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২২.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ৯০৩টি শেয়ার ২ লাখ ৫৩ হাজার ১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩১ শতাংশ বা ৫৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬১৬.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৭০০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৩৭০ টাকা।
14939
Tofazzal Mia
2021-07-27, 05:29 PM
টানা দরপতনের মধ্যে দিয়ে দিন পার করছে শেয়ারবাজার। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বেশির শেয়ারের দরপতনের পাশাপাশি সূচকেও নেতিবাচক প্রভাব রয়েছে। তবে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। পুঁজিবাজারে আজ ৪০.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
আজ ২৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৪.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৭৯.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৮.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩০৮.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৭ কোটি ৯১ লাখ ১৭ হাজার ৯৯৯টি শেয়ার ২ লাখ ৫৩ হাজার ৮৩২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৫ শতাংশ বা ৮৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৩২.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭৩৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩৩৫ টাকা।
14948
DhakaFX
2021-07-28, 01:49 PM
পবিত্র ঈদুল আজহার পরবর্তী চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৮৮ ও ২৩১৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৩১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৭৮টির এবং অপরির্বতিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- সাইফ পাওয়ায়, পিপলস ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, বারাকা পাওয়ার, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, রবি, এনআরবিসি ব্যাংক ও রহিমা ফুড।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৬৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৭টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দর।
http://forex-bangla.com/customavatars/892773875.jpg
DhakaFX
2021-07-29, 01:41 PM
সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন! সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।এদিন বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৪২৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪০১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৩২৮ পয়েন্টে।এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টি কম্পানির শেয়ারের। দাম কমেছে ১৩৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৭০টির।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬২৭ পয়েন্টে অবস্থান করছে।
http://forex-bangla.com/customavatars/1228728574.jpg
SaifulRahman
2021-08-01, 12:09 PM
দেশের পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ তুলনামূলক কম দেখা যায়। বিপরীতে মন্দ শেয়ারের প্রতি দুর্নিবার আকর্ষণ তাদের। বিনিয়োগকারীদের এ মনস্তত্ত্ব পোয়াবারো হয়েছে কারসাজিকারীদের জন্য। বাজারে গুজব ছড়িয়ে মন্দ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। পরিসংখ্যান বলছে, গত আট বছরে বাজার মূলধনে আধিপত্য বিস্তারকারী কোম্পানিগুলোর তুলনায় মন্দ কোম্পানির শেয়ারে বেশি রিটার্ন এসেছে। এতে বিনিয়োগকারীরাও হুমড়ি খেয়ে পড়েছেন এসব শেয়ার কেনার জন্য। স্বল্প মূলধনী এসব মন্দ কোম্পানির শেয়ারে অস্বাভাবিক রিটার্নের গল্প বিনিয়োগকারীদের কাছেও বেশ উপজীব্য। এমনকি সময়মতো এসব শেয়ারে বিনিয়োগ করতে না পারায় মারাত্মক হতাশায় ভুগতে দেখা গিয়েছে অনেক বিনিয়োগকারীকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য-উপাত্ত বলছে, ২০১২ সালের ডিসেম্বরে এক্সচেঞ্জটির বাজার মূলধন ছিল ১ লাখ ৮০ হাজার ৭৭৭ কোটি টাকা। আট বছরের মাথায় গত ডিসেম্বরে তা ২ লাখ ৯৩ হাজার ১৫৪ কোটি টাকায় উন্নীত হয়। এ সময়ে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ কোটি টাকা। আর এ বাজার মূলধন বৃদ্ধিতে ৭০ দশমিক ৭ শতাংশ অবদান ছিল নয় কোম্পানির। কোম্পানিগুলো হলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, রেনাটা লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি), ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেড। এমনকি গত ছয় মাসের বাজার মূলধন বৃদ্ধিতেও কোম্পানিগুলো উল্লেখযোগ্য অবদান রেখেছে। এসব কোম্পানিতে বিনিয়োগকারীদের রিটার্ন এসেছে ভালো। গত আট বছরে এ নয় কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে ম্যারিকো বাংলাদেশ। এ সময় বার্ষিক গড়ে ৩৫ দশমিক ১ শতাংশ হারে রিটার্ন এসেছে। এরপর সবচেয়ে বেশি ২৭ দশমিক ৭ শতাংশ রিটার্ন এসেছে রেকিট বেনকিজারের শেয়ারে।
অন্যদিকে গত পাঁচ বছরে কোম্পানিগুলোর রিটার্নের পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে স্বল্প মূলধনী কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারে ২ হাজার ৭৮ শতাংশ রিটার্ন এসেছে। স্বল্প মূলধনী ইনটেক লিমিটেডের শেয়ারেও এ সময় ৩৩৬ দশমিক ৮ শতাংশ রিটার্ন এসেছে। বছরভিত্তিক রিটার্ন হিসাব করলে দেখা যায়, প্যারামাউন্টের শেয়ারে ৪১৫ দশমিক ৬ ও ইনটেকের শেয়ারে ৬৭ দশমিক ৩৬ শতাংশ রিটার্ন এসেছে। এসব স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারে অস্বাভাবিক রিটার্নের কারণেই বিনিয়োগকারীরা এগুলোর প্রতি আকৃষ্ট হন বেশি। এতে আড়ালে থেকে যায় ভালো ও মৌলভিত্তির কোম্পানির শেয়ার। বাজারের এ অস্বাভাবিক প্রবণতার কারণে অনেক ভালো কোম্পানিই তালিকাভুক্ত হতে আগ্রহী হয় না। এতে কাঙ্ক্ষিত হারে বিদেশী বিনিয়োগও আকৃষ্ট করতে পারছে না দেশের পুঁজিবাজার।
http://forex-bangla.com/customavatars/779924804.jpg
DhakaFX
2021-08-02, 05:23 PM
আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকে বড় উত্থানের পাশাপাশি দৈনিক লেনদেনেও ব্যাপক বেড়েছে। এছাড়া বেশিরভাগ শেয়ার দরে রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৬১.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
আজ ২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ৫৬.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮১.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১২.১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৪৪.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩২টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬১.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৭৬ কোটি ৪৫ লাখ ৩ হাজার ১৭৯টি শেয়ার ৩ লাখ ৩৫ হাজার ২৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২৪ শতাংশ বা ২৩১.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৬৭.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩৩টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৫৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৮৬৬ টাকা।
14982
BDFOREX TRADER
2021-08-03, 01:00 PM
http://forex-bangla.com/customavatars/1751503586.jpg
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪১৫ ও ২৩৪৬ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ১২০টির এবং অপরির্বতিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো- সাইফ পাওয়ায়, অরিয়ন ফার্মা, জিএইচপি ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, আলিফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, জিবিবি পাওয়ার ও এসএস স্টিল। এর আগে মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১৭ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৫৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭৮টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানি শেয়ারের দর।
DhakaFX
2021-08-05, 06:28 PM
আজ সপ্তাহের তৃতীয় ও শেষ কার্যদিবসে সূচকে বড় উত্থানের পাশাপাশি দৈনিক লেনদেনেও ব্যাপক বেড়েছে। এছাড়া বেশিরভাগ শেয়ার দরে রয়েছে ইতিবাচক প্রভাব। ধারাবাহিক উত্থানের ফলে বিনিয়োগকারীরাও মুনাফার স্বাদ নিচ্ছেন। পুঁজিবাজারে আজ ৪৬.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। জানা যায়, আজ ৫ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৬০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৯৬.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৯.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৮৫.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৪.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৮৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৬৬৫ শেয়ার ৩ লাখ ৪৯ হাজার ৩৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯২ শতাংশ বা ১৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৮৮.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৯৫৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০ কোটি ১১ লাখ ৪৬ হাজার ৫৮৬ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৩৭১ টাকা।
15005
Rassel Vuiya
2021-08-08, 06:19 PM
গত সপ্তাহের আগের সপ্তাহে ৭৮০ কোটি টাকা বাজার মূলধন কমলেও গত সপ্তাহে বেড়েছে। গত সপ্তাহে সূচকের উত্থানে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। সপ্তাহটিতে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকা। তথ্যমতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৪ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে োজার মূলধন বেড়েছে ৯ হাজার ৯২১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৬৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১১৪ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ২৬৯ টাকা বা ১.৬১ শতাংশ কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭০.৮২ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৬.০৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮.৩০ পয়েন্ট বা ২.৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৮.০২ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে এক হাজার ৪৩৯.৩৪ পয়েন্ট এবং দুই হাজার ৩৮৫.৯০ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৩টির বা ৭৫.০৬ শতাংশের, কমেছে ৮৩টির বা ২২.০১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
http://forex-bangla.com/customavatars/1671420073.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৪৭৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৫৯ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ২০৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২৫ কোটি ৪৪ লাখ ১১ হাজার ৭৩০ টাকা বা ১০ শতাংশ কমেছে। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫২.৯৪ পয়েন্ট বা ২.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৮.৩৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩২৩.০৭ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৬৭.২৩ পয়েন্ট বা ২.৬৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩৭.৭৫ পয়েন্ট বা ২.৭৯ শতাংশ এবং সিএসআই ৪৪.৩৭ পয়েন্ট বা ৩.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫১৩.৩২ পয়েন্ট, ১৪ হাজার ২৪.৩৪ পয়েন্টে, এক হাজার ৩৮৮.৬১ পয়েন্টে এবং এক হাজর ২২২.০৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৯টির বা ৭৯.১২ শতাংশের দর বেড়েছে, ৫৯টির বা ১৭.৩৫ শতাংশের কমেছে এবং ১২টির বা ৩.৫৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে
BDFOREX TRADER
2021-08-09, 04:02 PM
15009
আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকে বড় উত্থানের পাশাপাশি দৈনিক লেনদেনেও ব্যাপক বেড়েছে। এছাড়া বেশিরভাগ শেয়ার দরে রয়েছে ইতিবাচক প্রভাব। দৈনিক লেনদেন ৩ হাজারের কাছাকাছি চলে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্যতা তৈরি হয়েছে। পুঁজিবাজারে আজ ৪৮.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আজ ৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৯ শতাংশ বা ৩২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৮.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫২.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৯২.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৯৭ কোটি ৫ লাখ ১৬ হাজার ৯৮০ শেয়ার ৪ লাখ ২১ হাজার ৬৭৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৩৮ কোটি ৬৫ লাখ ৭১ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭১ শতাংশ বা ১৩৫.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩২৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬২টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২৮ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৪৬৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৯৫৭ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৫০৯ টাকা।
BDFOREX TRADER
2021-08-10, 05:29 PM
১০ বছর পর ঢাকার পুঁজিবাজারে দিনের লেনদেন তিন হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছল, সূচকও উঠল সর্বোচ্চ অবস্থানে, মূলধনও উঠেছে রেকর্ড উচ্চতায়। মহামারীর মধ্যে কোরবানির ঈদের পর থেকে পুঁজিবাজারে চাঙাভাব চলছে। তার মধ্যেই হচ্ছে একের পর এক রেকর্ড। সোমবার স্বাভাবিক সময়ের মতো সাড়ে চার ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ২ হাজার ৯৩৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেনের এই পরিমাণ ১০ বছর আট মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১০ সালের ৫ ডিসেম্বর। সেদিন ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩২ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৬২৮ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স গণনা শুরুর পর প্রধান সূচকের এটাই সর্বোচ্চ অবস্থান। এদিন ডিএসইর বাজার মূলধনেও রেকর্ড হয়েছে। বাজার মূলধন হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫৩৫ কোটি ৬১ লাখ টাকা, যা এযাবৎ কালে সর্বোচ্চ। সোমবার ঢাকার পুঁজিবাজারে ৪৮ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হয়েছে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৭৩টির, অপরিবর্তিত রয়েছে ২০টির। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ডিএস৩০ সূচক ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৯২ দশমিক ৬২ পয়েন্টে। সোমবার চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক এবং লেনদেন বেড়েছে। এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১০১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৮৯ দশমিক ৭৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৫৭ দশমিক ৯৬ শতাংশ বা ৪৭ কোটি ৪ লাখ টাকা বেড়েছে। মোট ১২৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন ছিল ৮১ কোটি ১৫ লাখ টাকা। সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
15023
DhakaFX
2021-08-11, 04:47 PM
আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৩৬.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আজ ১১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৩.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৪.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৯৭.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৫২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৭১ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ৭৮৬ শেয়ার ৩ লাখ ১৮ হাজার ৫৭৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২১২ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৮৪.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯১টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৫৮৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০২ কোটি ১৪ লাখ ১০ হাজার ৪০৪ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৪ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৮১৬ টাকা।
15034
DhakaFX
2021-08-12, 03:03 PM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৫৩ ও ২৪০৭ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৭৭টির এবং অপরির্বতিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, আলিফ ইন্স্যুরেন্স, ইসলামি ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, মালেক স্পিনিং, ফুওয়াং সিরামিক, আইএফআইসি ব্যাংক, সাইনপুকুর, বেক্সিমকো ফার্মা ও ডেল্টা স্পিনিং। এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২৬ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করে।
http://forex-bangla.com/customavatars/1164031648.jpg
অপরদিকে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৩৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ৭৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দর।
আতঙ্কের দিনে পুঁজিবাজারে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে শত কোটি শেয়ার লেনদেন হল। প্রতিটি ব্যাংকের শেয়ারবাজারে তাদের বিনিয়োগসংক্রান্ত তথ্য দিনে দিনে জানাতে হবে-বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনার আতঙ্কে ছিল পুঁজিবাজার। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে বিবি’র এমন নির্দেশনায় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে তেমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু উল্টোচিত্র দেখা গেছে পুঁজিবাজারে। সূচকের ব্যাপক উত্থানের পাশাপাশি দৈনিক লেনদেনেও রয়েছে দারুণ ইতিবাচক প্রভাব। সবচেয়ে ইতিবাচক বিষয় হচ্ছে আজ ১৬ আগস্ট পুঁজিবাজারে শত কোটি শেয়ার লেনদেন করে যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ডে পরিণত হয়েছে। মূলত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন ঋণের নতুন নির্দেশনা বাজার ভালো রাখতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
15080
জানা যায়, আজ ১৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৪ শতাংশ বা ৪৯.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪৮.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৮.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৭.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১০১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৯৬৩ শেয়ার ৩ লাখ ৮০ হাজার ৫৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৯ শতাংশ বা ১৩৪.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৫০.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৬ কোটি ২২ লাখ ৮ হাজার ৯১২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৯ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৪৮০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২৬ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৪৩২ টাকা।
Tofazzal Mia
2021-08-17, 05:06 PM
15090
গত এক বছরে বিএসইসির বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশের পুঁজিবাজার তার হতাশাজনক অবস্থা থেকে ইতিবাচক ধারায় ঘুরে দাঁড়ায়। আস্থা ফিরে আসে বিনিয়োগকারীদের। ডিএসই ইনডেক্স ইতিমধ্যে রেকর্ড গড়েছে। সামনে আরও সুবাতাসের আভাস মিলছে পুঁজিবাজারে। ফলে বিনিয়োগকারীদের ধারণা ডিএসইএক্স ইনডেক্স ৮ হাজার যাবে। এতে করে দেশের পুঁজিবাজার নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে। পুঁজিবাজারে ৮ হাজার সূচক সময়ের দাবি, নতুন রেকর্ড সৃষ্টির আভাস! করোনাভাইরাসের মধ্যেও বিশ্ব পুঁজিবাজারে সূচক বৃদ্ধির তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সম্প্রতি বিনিয়োগকারীদের নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ গ্রহণের রেশিও বাড়ানোর সিদ্ধান্তে আরও নতুন উচ্চতায় উঠতে পারে দেশের শেয়ারবাজার এমনটাই ধারণা করছে সংশ্লিষ্টরা। এম সিকিউরিটিজের বিনিয়োগকারী প্রভাষক কাজী হোসাইন আলী বলেন, বিএসইসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দায়িত্ব নেয়ার পর বেশ কিছু ভালো উদ্যোগ গ্রহণের ফলে নতুন উচ্চতায় একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। আশা করা যাচ্ছে ইনডেক্স ৮ হাজার এখন সময়ের দাবি। বাজার সংশ্লিষ্টরা জানান, ডিএসইর প্রধান মূল্যসূচক ৭ হাজার যাওয়া নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছিল। বিএসইসির এক সিদ্ধান্তে সেটির অবসান ঘটেছে। এখন ডিএসইএক্স ইনডেক্স ৮ হাজার যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুঁজিবাজারে ২০১০ সালে সবচেয়ে বড় ধস হয়। এর আগে ২০০৯ সালে রমরমা ছিল পুঁজিবাজার। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুঁজিবাজারের অবস্থান আর ভালো হয়নি। মাঝে কয়েকবার বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। আবার নিম্নমুখী হয়েছে বাজার। অবশেষে দীর্ঘ এক যুগ পর পুঁজিবাজারে সুদিন ফিরেছে। এরপর দীর্ঘদিন ধরে পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে। ফলে বাজার নিয়ে আবার ভাবতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। সাম্প্রতিক বাজারচিত্রে দেখা যায়, একই সঙ্গে বাড়ছে প্রায় সব ধরনের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটদর। একই সঙ্গে বাড়ছে সূচক ও বাজার মূলধন, বর্তমানে যা রেকর্ড অবস্থানে রয়েছে। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৪৮ দশমিক ৯২ পয়েন্টে। ডিএসইর এ সূচকটি চালুর পর থেকে সর্বোচ্চ অবস্থানে ওঠে। এর আগে সূচক কখনও এ পর্যায়ে পৌঁছায়নি। রের্কড পর্যায়ে রয়েছে ডিএসইর অন্যান্য সূচক। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ৯ দশমিক ৭৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৮ দশমিক ৮৩ ও দুই হাজার ৪২৭ দশমিক ৬২ পয়েন্টে।
এদিকে বর্তমানে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের বাজার মূলধন সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে ডিএসইর বাজার মূলধন রয়েছে পাঁচ লাখ ৪৯০ হাজার কোটি টাকা, যা আগে কখনও হয়নি। বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তা বিরাজ করলে অচিরে বাজার মূলধন ছয় লাখ কোটি টাকা হয়ে যাবে।
অন্যদিকে বর্তমানে ধারাবাহিকভাবে দুই হাজার ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে। বাজারের সার্বিক পরিস্থিতি এমন থাকলে অচিরে লেনদেন তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজার পরিস্থিতি ঠিক থাকলে সূচক কত হলে লেনদেন কত হচ্ছে, তা ভাবার বিষয় নয়। পুঁজিবাজারের ইতিহাসে মাত্র এক দিন তিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হতে দেখা যায়। ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়। সেদিন লেনদেনের পরিমাণ ছিল তিন হাজার ২৪৯ কোটি টাকা।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সাইদুর রহমান বলেন, এ সময়ের জন্য এটা অবশ্যই প্রয়োজন ছিল। এবং এটা শেয়ারবাজারের জন্য ইতিবাচক। কারণ ইনডেক্স ৭ হাজার যাওয়া নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তারা ভেবেছিল মার্জিন হার রেশিও কমে গেলে একটা বিক্রির চাপ বাড়তে পারে। নতুন নির্দেশনার ফলে এখন বিনিয়োগকারীদের মাঝে অস্থিরতা বা অনিশ্চয়তা কাজ করবে না। এখন তারা স্বাভাবিক গতিতে বিনিয়োগের সাথে সর্ম্পকিত থাকবে।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পুঁজিবাজারের সার্বিক যে পরিস্থিতি রয়েছে তাকে ভালো বলতে হবে। এখনও স্বাভাবিক রয়েছে পুঁজিবাজার। তবে খেয়াল রাখতে হবে, বাজার যেন ২০১০ সালের মতো না হয়। তেমন কোনো পরিবেশ সৃষ্টি না হয়। কয়েক দিন আগে বিমা কোম্পানির শেয়ারদর একটু বেশি বেড়ে গিয়েছিল, এখন আবার দর কমছে। এটা স্বাভাবিক বাজারের লক্ষণ। তবে এর মাঝেও বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে। তাদের বিনিয়োগ করতে হবে কোম্পানির আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে। একই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি ভালো পর্যায়ে রয়েছে। লেনদেন যা হচ্ছে তাও সন্তোষজনক। আমরা চেষ্টা করছি পুঁজিবাজার পরিস্থিতি যেন আরও ভালো হয়। এজন্য আমরা ভালো কোম্পানির আইপিওর অনুমোদন দিচ্ছি। সবমিলে পুঁজিবাজারের অনুকূল পরিবেশ বিরাজ করছে।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকে ক্রমেই ভালো হচ্ছে দেশের পুঁজিবাজার। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার সময় অর্থাৎ ১৯৭১ সালে দেশের পুঁজিবাজারের অবস্থা থাইল্যান্ড ও কোরিয়ার সমান ছিল। এখন তারা অনেক দূর এগিয়ে গেছে। তবে আমরা শিগগিরই তাদের ধরে ফেলব।’ পৃথিবীর জিডিপির এক-তৃতীয়াংশ উপমহাদেশ থেকে অর্জিত হয় জানিয়ে বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘এই মাটি সোনার মাটি। এখানে প্রাকৃতিক এবং খনিজ সম্পদে ভরপুর। এখানে সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ।’ পুঁজিবাজারের বর্তমান উন্নতি কারও একক অবদান নয় বরং সবার সমন্বিত চেষ্টার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ২০১০-১১ সালে কয়েক দিনের ব্যবধানে বাজারে বেশিরভাগ শেয়ার অতিমূল্যায়িত হয়ে পড়ে। হুজুগে মেতে মৌলভিত্তি যাচাই না করে বিনিয়োগকারীরা এসব অতিমূল্যায়িত শেয়ার কেনেন। পরবর্তী সময়ে বাজারে পতন হলে তাদের বড় ধরনের লোকসানে পড়তে হয়, যার মাশুল তারা আজও দিয়ে যাচ্ছেন। ২০১০ সালের শেষদিকে যারা বিনিয়োগ করেছিলেন, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সে সময় মাত্র দুই মাসের ব্যবধানে ডিএসইর সূচক প্রায় ১২০০ পয়েন্ট বেড়ে ৮৯১৮-এ অবস্থান করে। আর ডিএসইর লেনদেন গিয়ে দাঁড়ায় ৩২৪৯ কোটি টাকায়। কোনো কোনো শেয়ার ৩০০ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত অতিমূল্যায়িত হয়ে পড়ে। এর পরপর বাজারে ধস নামে। ২০১০ সালের ৫ ডিসেম্বর এক দিনের ব্যবধানে সূচকের পতন হয় ৬০০ পয়েন্ট। পরবর্তী সময়ে সূচক সাড়ে তিন হাজারের ঘরে নেমে যায়। লেনদেন চলে যায় ২০০ কোটি টাকার নিচে। সে সময় যারা অতিমূল্যায়িত শেয়ার কিনেছিলেন, তারা আজও লোকসান কাটিয়ে উঠতে পারেননি।
DhakaFX
2021-08-18, 05:42 PM
টানা ৪ কার্যদিবস উত্থানের পর আজ কারেকশনের মধ্য লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। বুধবার ১৮ আগস্ট সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৩৬.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আজ ১৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৭১.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৬.২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৬.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৮৩ কোটি ৭৭ হাজার ৬৮৫ শেয়ার ৩ লাখ ৩২ হাজার ৩৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৪০.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩১টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯২ কোটি ৪২ লাখ ১ হাজার ২০৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৯ কোটি ৭০ লাখ ৩৫ হাজার ৯৪৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৭৩৪ টাকা।
15105
আজ ২৩ আগস্ট সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার কেনার পরিমাণ যেমন বেড়েছে, বিক্রির চাপও ছিল। এতে দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে এগিয়েছে লেনদেন। এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৬৫.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। তাই সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়।
ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮৪.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৪.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৩.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৬.৬৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৮১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ৫৯৩ শেয়ার ৩ লাখ ৫১ হাজার ৯৪৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭৬২ কোটি ৯০ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ২৩২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৪৬.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০০ কোটি ৮ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৮৮৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৯ লাখ ২৭ হাজার ৪৭৭ টাকা।
15151
SaifulRahman
2021-08-25, 07:40 PM
15173
আজ ২৫ আগস্ট বুধবার পুঁজিবাজারে বীমা খাতের শেয়ারের প্রাধান্য দেখা গেছে। দুপুর ১২টা পর্যন্ত লেনদেনে প্রথম দুই ঘণ্টা শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ খাতের ৫০ শেয়ারের গড় শেয়ার দর ২.৬৫ শতাংশ দর বেড়েছিল। যা এ সময়ে অন্য যেকোনো খাতের তুলনায় বেশি ছিল। ১৩৫ শেয়ারকে গতকালের তুলনায় দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ৩৮ শেয়ার। দুই ঘণ্টার লেনদেন শেষে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১.৯৩ পয়েন্ট বেড়ে ৬৯০৬.৬০ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
Montu Zaman
2021-08-29, 02:16 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (২৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৮৬ ও ২৪৪৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কম্পানির শেয়ারের দর। সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ার, ফুওয়াং ফুড, জনতা ইনস্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা, রহিমা ফুড, আইসিবি, লাফার্জহোলসিম ও আমান ফিড।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করে।
এদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৪৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
http://forex-bangla.com/customavatars/570825406.jpg
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়ায়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৪৯টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৫০টি কম্পানির দর। আর ৩২টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
BDFOREX TRADER
2021-08-31, 01:17 PM
গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস বুধ ও বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারেও সূচক ছিল নিম্নমুখী। সব মিলিয়ে তিন কার্যদিবস ধরেই নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে পুঁজিবাজারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজার সংশ্লিষ্ট সাবসিডিয়ারি কোম্পানির বিনিয়োগ কার্যক্রম তদন্ত করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের কারণে বাজারে কিছুটা রক্ষণাত্মক প্রবণতা দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা ছিল লক্ষণীয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬০ পয়েন্টের বেশি। এর মধ্যে গত সপ্তাহের বুধবার ৬ পয়েন্ট ও বৃহস্পতিবার ২৭ পয়েন্ট হারিয়েছে সূচকটি। আর চলতি সপ্তাহের রোববার ডিএসইএক্স কমেছে প্রায় ২৮ পয়েন্ট। এদিন লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। অবশ্য কিছু সময় পর থেকে সূচকের বড় নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়। এতে দিন শেষে সূচকের পতনে লেনদেন শেষ হয়। রোববার দিন শেষে ডিএসইএক্স দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৩ দশমিক ৬০ পয়েন্টে, যা আগের কার্যদিবসে ছিল ৬ হাজার ৮৫১ দশমিক ৩২ পয়েন্ট। রোববার সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল , গ্রামীণফোন, রবি আজিয়াটা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল , লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ারের।
এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত রোববার দিন শেষে ২ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৪ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৪৮৭ দশমিক ২০ পয়েন্ট। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯ দশমিক ৯৫ পয়েন্ট কমে এদিন ২ হাজার ৪৪৩ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৪৫৩ দশমিক ৪৩ পয়েন্টে। গত রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকা, যা আগের কার্যদিবসে ছিল ২ হাজার ২২৭ কোটি ৬৪ লাখ ৩ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২১৫টির আর অপরিবর্তিত ছিল ২৯টি সিকিউরিটিজের বাজারদর।
http://forex-bangla.com/customavatars/1188718088.jpg
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ৫০ দশমিক ৫২ পয়েন্ট কমে ১১ হাজার ৮৯৯ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৯৪৯ দশমিক ৬৫ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর। রোববার সিএসইতে মোট ৮২ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৪৬৬ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮৫ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৩ টাকার।
BDFOREX TRADER
2021-09-01, 04:23 PM
আর মাত্র ৮৪ পয়েন্ট সূচক বাড়লেই সাত হাজার সূচকের নতুন মাইলফলক স্পর্শ করবে দেশের প্রধান পুঁজিবাজার। অন্যদিকে ২০ হাজার সূচক স্পর্শ করে নতুন মাইলফলক অর্জন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বহু বছর একটি গতিশীল বাজার পেয়ে বিনিয়োগকারীরাও রয়েছে আনন্দে। আজ ১ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় উত্থানে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৫১.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
আজ ১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৯ শতাংশ বা ৪৭.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯১৬.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৫.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৭৪.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫৯ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ৪১৬ শেয়ার ৩ লাখ ৩২ হাজার ৫৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৯ শতাংশ বা ১৭৮.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ১৭৬.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৫২ লাখ ৯০ হাজার ৬৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৪০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ২২৩ টাকা।
http://forex-bangla.com/customavatars/1188718088.jpg
BDFOREX TRADER
2021-09-02, 04:40 PM
আজ ২ সেপ্টেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উত্থানে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৬৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৬৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮১.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯৬.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৯০৬ শেয়ার ৩ লাখ ৪০ হাজার ৪৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৫ শতাংশ বা ১৭১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩২৮.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৩টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৩০ লাখ ৯ হাজার ৯০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ৫২ লাখ ৯০ হাজার ৬৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৯৭৩ টাকা।
15250
DhakaFX
2021-09-05, 04:52 PM
আজ ৫ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়ে ৭ হাজার অতিক্রম করেছে যা নতুন রেকর্ডে পরিণত হয়েছে। সূচকের এরকম উত্থানে প্রফুল্লতে রয়েছেন বিনিয়োগকারীরা। আজ সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিনশেষে পুঁজিবাজারে ৬৩.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৩ শতাংশ বা ৭১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৮.৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩৩.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৭১ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৪৭৩ শেয়ার ৩ লাখ ৮০ হাজার ৯১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৮৬৫ কোটি ৫ লাখ ৫৮ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৬ শতাংশ বা ২৩৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৬৩.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ১৯৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৩০ লাখ ৯ হাজার ৯০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার ১০৯ টাকা।
15263
BDFOREX TRADER
2021-09-07, 07:09 PM
আজ ৭ সেপ্টেম্বর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। শেয়ার দর বৃদ্ধি পেলেও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। তবে ইতিবাচক অবস্থায় রয়েছে সিএসই’র লেনদেন। দিনশেষে ডিএসইতে ৪৭.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৬৫.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৪০.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৫১.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৩.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৭.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৭০ কোটি ১০ লাখ ৬২ হাজার ৩৬৯ শেয়ার ৩ লাখ ৭৯ হাজার ৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৪ শতাংশ বা ১৭৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৮৩৫.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৪ কোটি ১৬ লাখ ৪২ হাজার ১৯৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৩১৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১৬ কোটি ৫৬ লাখ ৫২ হাজার ৮৮২ টাকা।
15296
Tofazzal Mia
2021-09-09, 06:13 PM
সূচকের সঙ্গে লেনদেনে চাঙ্গাভাব নিয়েই সপ্তাহ শেষ করেছে দেশের দুই পুঁজিবাজারে, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এর ঘরে যোগ হয়েছে ৬২ পয়েন্ট। আর পুরো সপ্তাহে এ সূচক ২৭৮ পয়েন্ট বেড়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শেষ হয়েছিল সূচকে ৬ হাজার ৯৮১ পয়েন্ট নিয়ে। এক সপ্তাহে ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়ে বৃহস্পতিবার ডিএসইএক্স ৭ হাজার ২৫৯ পয়েন্ট পৌঁছেছে। দিনের লেনদেনের শুরুর ২৫ মিনিটের মধ্যে ডিএসই সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে যায়। তবে এরপর সূচক উঠতে থাকে, দিন শেষে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬২ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে যায়। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স গণনা শুরুর পর গত রোববার প্রথমবারের মত তা সাত হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে যায়। বৃহস্পতিবারও তা এ যাবৎকালের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডিএসইর বাজার মূলধন বেড়ে এখন ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি টাকা হয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ। এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫২ শতাংশ বা ১৪১ কোটি ৫ লাখ টাকা বেড়েছে। বৃহস্পতিবার হাতবদল হয়েছে ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার, যা আগের কর্মদিবসে ২ হাজার ৫৫৫ কোটি ৫৩ লাখ টাকা ছিল। ঢাকার বাজারে ৪৭ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এদিন। লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৭৭টির দর বেড়েছে, ১৭৭টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ দশমিক ৩১ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ৩৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে পৌঁছে ২ হাজার ৬৪৭ দশমিক ১৪ পয়েন্টে।
http://forex-bangla.com/customavatars/1031190350.jpg
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক ও লেনেদেন বেড়েছে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৫২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে হয়েছে ২১ হাজার ১৩১ দশমিক ৩৯ পয়েন্ট। সিএসইতে লেনদেন বেড়েছে আগের দিনের তুলনায় ১৪ দশমিক ৫৫ শতাংশ বা ১২ কোটি ২৯ লাখ টাকা। মোট ৯৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার এদিন লেনদেন হয়েছে, যা আগের দিন ৮৪ কোটি ৪৫ লাখ টাকা ছিল। সিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৪৪টির দর বেড়েছে, ১৬৭টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
http://forex-bangla.com/customavatars/1165546058.jpg
DhakaFX
2021-09-12, 04:28 PM
আজ ১২ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরণের কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে ২২.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৫৬.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২০২.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৭৫.৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ৬৭ শেয়ার ৩ লাখ ৮৫ হাজার ৯১৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ ৪১ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮০ শতাংশ বা ১৬৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৯৬২.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৭টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৪ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ১৯৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৬ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ২১৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার ৯৮২ টাকা।
15350
Rakib Hashan
2021-09-14, 05:39 PM
আজ ১৪ সেপ্টেম্বর দেশের পুঁজিবাজারে ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে মাত্র ১৩.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৭ শতাংশ বা ৭৭.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৪০.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৫৬.২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬১১.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ মাত্র ১৩.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৫৮ লাখ ২ হাজার ৯৩২ শেয়ার ৩ লাখ ৬ হাজার ২৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৭ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮২ শতাংশ বা ১৭১.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৮৫৭.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬০টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৮ কোটি ২ লাখ ৫০ হাজার ৬১৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ৫৭০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৫৯ লাখ ১ হাজার ৪৬ টাকা।
15387
Tofazzal Mia
2021-09-16, 04:30 PM
আজ ১৬ সেপ্টেম্বর দেশের পুঁজিবাজারে সূচক ও দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে ডিএসইতে ৩৩.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ৩১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২২৮.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৭.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৪.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৭০ লাখ ৪৭ হাজার ৭২৪ শেয়ার ৩ লাখ ১৪ হাজার ৯১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৭১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার টাকা।
সিএসই সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ১৩৯.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৪১.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৯টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৪ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৪৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৬১৯ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৬২৪ টাকা।
15413
DhakaFX
2021-09-20, 01:39 PM
আজ ২০ সেপ্টেম্বর সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন দিনের শুরুতেই শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব বিরাজ করছে। দেড় ঘন্টা যেতে না যেতেই দৈনিক লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। ডিএসই প্রধান সূচক ৪৬.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৩৮.২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৪.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭০.০৫ পয়েন্টে। ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৪টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। এছাড়া লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৬ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।
http://forex-bangla.com/customavatars/446632885.jpg
BDFOREX TRADER
2021-09-21, 05:55 PM
সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনের পর গতকাল উত্থানে ফিরেছে পুঁজিবাজার। এদিন ডিএসইর সব সূচক ও সিএসইর প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে গতকাল সূচকের উত্থান হলেও টাকার পরিমাণে লেনদেন দুই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। ডিএসইতে গতকাল ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে। যা এক মাস ২২ দিন বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ জুলাই গতকালের চেয়ে কম লেনদেন হয়েছিল। সেদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫২১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর কিছু সময় পর সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। এরপর আবার উত্থান ও পতনের মাধ্যমে দিনশেষে উত্থান অবস্থায় লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২০৫ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল ৭ হাজার ১৯১ দশমিক ৮০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো, রেনাটা, বিকন ফার্মাসিউটিক্যাল , ন্যাশনাল ব্যাংক, রিং শাইন টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল , এনভয় টেক্সটাইল ও ইস্টার্ন ইন্স্যুরেন্সের।
এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭০ দশমিক শূন্য ৮ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৫৬৬ দশমিক ৮০ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে গতকাল ২ হাজার ৬৬১ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবস শেষে যা ছিল ২ হাজার ৬৫৫ দশমিক ৮১ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত ছিল ৩৭টি সিকিউরিটিজের বাজারদর।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ২৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬২০ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৫৯৩ দশমিক ১২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৭৫ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ২৩৪ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ৬৬ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৭৮২ টাকার।
http://forex-bangla.com/customavatars/317095338.jpg
BDFOREX TRADER
2021-09-23, 05:33 PM
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মূল্যসূচক কমেছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। গতকাল পতনের মধ্যেও রিটার্ন বেড়েছে বস্ত্র, ওষুধ ও রসায়ন, জীবন বীমা ও প্রকৌশল খাতের শেয়ার। এদিন ডিএসইর মোট লেনদেনের ৫৪ শতাংশের বেশি ছিল আলোচ্য চার খাতে। সে হিসাবে গতকাল আলোচ্য চার খাতে প্রায় ১২০০ কোটি টাকার লেনদেন হয়েছে। অন্যদিকে গতকাল আলোচ্য খাতগুলোতে শেয়ারদর বেড়েছে। গতকাল রিটার্নের দিক থেকে ২ দশমিক ৩০ শতাংশ বেড়ে শীর্ষে ছিল জীবন বীমা খাত। রিটার্নের দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এছাড়া পঞ্চম ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে বস্ত্র এবং ওষুধ ও রসায়ন খাত। এদিকে পতনের কারণে গতকাল লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
http://forex-bangla.com/customavatars/2051172620.jpg
BDFOREX TRADER
2021-09-30, 01:21 PM
গতকালও দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে। এতেই ৭ হাজার ৩০০ পয়েন্ট ছাড়িয়েছে সূচকটি। নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএসই-৩০ বাড়লেও গতকাল শরিয়াহ সূচক ডিএসইএস পয়েন্ট হারিয়েছে। এদিন বস্ত্র, ওষুধ ও আর্থিক খাতের শেয়ার লেনদেনের শীর্ষে ছিল। রিটার্নের দিক দিয়ে অবশ্য ভ্রমণ, আর্থিক প্রতিষ্ঠান ও সিমেন্ট খাত এগিয়ে ছিল। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর কিছু সময় পর সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। এরপর আবার উত্থান ও পতনের মাধ্যমে দিনশেষে উত্থান অবস্থায় লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩০২ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল ৭ হাজার ২৯৭ দশমিক ২৪ পয়েন্ট।
http://forex-bangla.com/customavatars/1093581541.jpg
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ৫ দশমিক ১০ পয়েন্ট কমে ১২ হাজার ৮০০ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৮০৫ দশমিক ৬৮ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৯১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৮৬৯ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৭ কোটি ৩ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকার।
DhakaFX
2021-10-06, 04:12 PM
সূচক যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে এখন ভয় নেই। কেননা সূচক যদি অনেক দ্রুত বেড়ে যায় তাহলে ধস নামে। ১৯৯৬ ও ২০১০ সালে যেমন হয়েছিল। বর্তমানে পুঁজিবাজারের সূচক যেভাবে বাড়ছে, সেটা স্থিতিশীলভাবে বাড়ছে। বর্তমানে সূচক বাড়ছে আবার কমছে, এভাবে বাড়লে ঝুঁকি নেই। দেশের পুঁজিবাজারের একটি কাঠামোগত সমস্যা আছে। তা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী ৮০ শতাংশ। সেই তুলনায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা কম। অন্যান্য দেশে এটা একদম উল্টো। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মিউচুয়াল ফান্ডগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করতে হবে।
http://forex-bangla.com/customavatars/1529368955.jpg
SumonIslam
2021-10-07, 05:22 PM
আজ ৭ অক্টোবর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। কিন্তু বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে ডিএসইতে ৫৮.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪২.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯৫.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৬৭.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫৭ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১২৬টি শেয়ার ৩ লাখ ১৪ হাজার ৬২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৬ শতাংশ বা ৭৯.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৪৪১.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৭টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৭ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৫৮১ টাকা।
DhakaFX
2021-10-10, 05:53 PM
আজ ১০ অক্টোবর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এছাড়া বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। কিন্তু দৈনিক লেনদেনে নেতিবাচক প্রভাব। দিন শেষে ডিএসইতে ৬৩.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে লেনদেন কমেছে ২৮.৪৬ শতাংশ। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ২৪.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৬৭.৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৬.০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৬৬.০০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৮ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৭৬৮টি শেয়ার ২ লাখ ৪১ হাজার ৩১২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৮৬ কোটি ৪০ লাখ ১২ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৫ শতাংশ বা ৭৪.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৫১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৯টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৪৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৫৮১ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ২৫ কোটি ২৭ লাখ ১৭ হাজার ৫৩৬ টাকা।
15622
BDFOREX TRADER
2021-10-11, 05:32 PM
আজ ১১ অক্টোবর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ব্যাপক সেল প্রেসারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। উত্থানের পর আজ কারেকশনের হলেও দৈনিক লেনদেন বেড়েছে। দিন শেষে ডিএসইতে ২৫.৮০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ২২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪৫.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৬.৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৫৭.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৮০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ৪০ লাখ ৩৮ হাজার ৯১৮টি শেয়ার ২ লাখ ৫৫ হাজার ৮০৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার টাকা।
সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৪০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৪৭৫.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৩টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭২ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ১৯৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৪৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৮৫১ টাকা।
15639
SaifulRahman
2021-10-12, 06:18 PM
আজ ১২ অক্টোবর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। টানা দর পতন হলেও দৈনিক লেনদেন বেড়েছে। দিন শেষে ডিএসইতে ২৪.৮০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ৩১.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩১৩.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯১.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৪৯.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৮০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৩ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৭৯টি শেয়ার ২ লাখ ৫৫ হাজার ৮২২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬০ শতাংশ বা ১২৮.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩৬০.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৩টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৪৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ১৯৪ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ২৬ লাখ ৩১ হাজার ৯৪৮ টাকা।
15664
DhakaFX
2021-10-13, 05:58 PM
আজ ১৩ অক্টোবর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন বাড়লেও ব্যাপকভাবে সূচকের পতন হয়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। কিন্তু দৈনিক লেনদেন বেড়েছে। দিন শেষে ডিএসইতে ২৮.১৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯০ শতাংশ বা ৬৫.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৮.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬৬.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭১৭.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.১৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার ৪৮০টি শেয়ার ২ লাখ ৫৮ হাজার ২৫৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকা।
15668
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯২ শতাংশ বা ১৯৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১৬২.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৭টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৯৮৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৪৬ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৫৮ টাকা।
আজ ১৪ অক্টোবর সপ্তাহের শেষ কার্যদিবসে ব্যাপকভাবে লেনদেন ও সূচকের পতন হয়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে কমছে দৈনিক লেনদেনের পরিমাণও। দিন শেষে ডিএসইতে ৩০.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৫.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৩.২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬৭.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭১৯.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ১৯২টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৪৬৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩১ শতাংশ বা ৬৬.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১১৭.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৭টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬ কোটি ২২ লাখ ১৪ হাজার ৫৪০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৯৮৭ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার ৪৪৭ টাকা।
15689
EmonFX
2021-10-16, 02:50 PM
টানা ৪ কার্যদিবসে সূচক কমেছে ১২৪ পয়েন্ট
15692
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চার কার্যদিবস ধরে দরপতন হয়েছে। এই চার দিনে প্রধান সূচক ডিএসইএক্স হ্রাস পেয়েছে ১২৪ পয়েন্ট।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইএক্স ৫ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে ৭২৪৩ পয়েন্টে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই হ্রাস পেয়েছে ৬৭ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা। এটি বিগত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। পূর্বে গত ২৮ জুলাই ডিএসইতে ১ হাজার ৩৬০ কোটি টাকার লেনদেন হয়েছিল, সেটি গত কার্যদিবসের চেয়ে ৫১৯ কোটি টাকা কম ছিল। বুধবার লেনদেনে হয়েছিল ১ হাজার ৯৫২ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি হয়েছে ১১৪টির, হ্রাস পেয়েছে ২১৯টির, অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ফরচুন, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ডেলটা লাইফ, পাওয়ার গ্রিড, বিএটিবিসি ও জেনেক্স ইনফয়েজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, দেশবন্ধু, ফরচুন, বিডি ল্যাম্পস, এনআরবিসি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, শাইনপুকুর সিরামিকস ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
এদিকে সিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৬ কোটি ২২ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৯০টির, হ্রাস পেয়েছে ১৭৯টির, অপরিবর্তিত রয়েছে ২৫টির।
BDFOREX TRADER
2021-10-17, 03:35 PM
আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। আজ এই মূহুর্তে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১.০০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৬৩ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭২৪ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচকের বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এই সময়ে সিএসইতে ১০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
15699
Rassel Vuiya
2021-10-18, 05:21 PM
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এতে সম্প্রতি পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ বেড়ে গেছে। বিক্রির চাপে পাঁচ কার্যদিবস ধরে পুঁজিবাজারে টানা দরপতন চলছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দশমিক ৮ শতাংশ কমেছে। পাশাপাশি কমেছে টাকার অংকের লেনদেনও। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে লাফার্জহোলসিম বাংলাদেশ, বিকন ফার্মাসিউটিক্যাল ও ওরিয়ন ফার্মাসিউটিক্যাল ের মতো বেশকিছু কোম্পানির শেয়ারদর অনেক বেশি বেড়ে গিয়েছিল। ফলে এখন স্বাভাবিকভাবেই এসব শেয়ারের মূল্য সংশোধন হচ্ছে। তাছাড়া গত কয়েক মাসের উত্থানে তালিকাভুক্ত অনেক কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সেগুলোও বর্তমানে কিছুটা দর সংশোধনের পর্যায়ে রয়েছে। এসব মিলিয়েই কয়েকদিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি শেয়ার বিক্রির অর্থ এখনই নতুন করে না খাটিয়ে বিনিয়োগকারীরা বাজার পরিস্থিতি কোন দিকে যায় সেটি পর্যবেক্ষণ করছেন। এতে বাজারে ক্রয়ের তুলনায় বিক্রির চাপ বেড়ে যাওয়ার কারণে সার্বিকভাবে সূচকের পতন দেখা যাচ্ছে।
http://forex-bangla.com/customavatars/1551531468.jpg
BDFOREX TRADER
2021-10-19, 06:15 PM
পুঁজিবাজারে অব্যাহত দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। নানা আতঙ্কে হাতে থাকা শেয়ার বিক্রির চাপ বেড়ে চলেছে। এমতাবস্থায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যুগপোযোগী হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগিরা। জানা যায়, আজ ১৯ অক্টোবর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক পতন হয়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে ডিএসইতে ২৩.১৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আজ ১৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৮ শতাংশ বা ৭৬.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২০.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০৪.৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৫৬.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.১৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০৯টি শেয়ার ২ লাখ ১৫ হাজার ১৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা।
15731
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯০ শতাংশ বা ১৮৬.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫২১.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৯টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ২৬৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৫৫ লাখ ২০ হাজার ৩৭৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২৫ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ১১৪ টাকা।
DhakaFX
2021-10-21, 01:22 PM
আজ বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে । সেই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৫ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৭ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ১১৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
15737
EmonFX
2021-10-23, 02:32 PM
ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার
15752
সাত কার্যদিবনে ধারাবাহিক পতনের পর পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) শেষ ঘণ্টায় ঊর্ধ্বগতির প্রবণতা দেখা দিয়েছে। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসসহ ধারাবাহিকভাবে সাত কার্যদিবসে দরপতন হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩৪৭ পয়েন্ট পড়ে যায়। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসেই পড়েছে ২২৩ পয়েন্ট।
পুঁজিবাজারের এমন ধারাবাহিক দরপতন বিনিয়োগকারীদের আতঙ্কের কারণ হয়ে দাড়িয়েছিল। কিন্তু সপ্তাহের শেষ কার্যদিবস সূচকের বড় উত্থানের ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
সাত কার্যদিবসে ধারাবাহিক পতনের পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) পুঁজিবাজারে লেনদেন শুরু থেকেই দাম *বৃদ্ধি পেয়েছে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। সূচক ঘুরতে থাকে দুপুর দেড়টার পর। শেষ আধঘণ্টা সূচকের ঊর্ধ্বগতির ধারা অব্যাহত থাকে।
লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স পূর্বের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন ৭ হাজার ৭৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন ১ হাজার ৫১৮ পয়েন্টে। এবং ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে।অপরদিকে দাম কমেছে ১৭৯টির। আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। তবে সূচক ঘুরে দাঁড়ালেও লেনদেনের গতি কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকা। সে ক্ষেত্রে লেনদেন কমেছে ৩৭১ কোটি ৮৮ লাখ টাকা।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ২৮৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। তাদের ৬৪ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের হওয়া এনআরবিসি ব্যাংক তৃতীয় স্থানে রয়েছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বৃদ্ধি পেয়েছে ১৭২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। দাম কমেছে ১৩২টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
SaifulRahman
2021-10-24, 05:14 PM
গেল সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক অবস্থায় ?লেনদেন শেষ করলেও আজ ফের পতনে পড়েছে শেয়ারবাজার। এদিন ২৪ অক্টোবর সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরু থেকেই কমেছে সূচক ও বেশির ভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে ডিএসইতে ১৫.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আজ ২৪ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৭০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ০৫.৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮৭.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৯৮.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৭০ লাখ ৫০ হাজার ৪০৯টি শেয়ার ১ লাখ ৯১ হাজার ১৯৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৭১ কোটি ৪ লাখ ৬২ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ১৩৯.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৫৪.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৮টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ১৮১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৮১লাখ ৩৯ হাজার ৩৯৫ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৮ কোটি ১২ লাখ ৯১ হাজার ৭৮৬ টাকা।
15763
Rassel Vuiya
2021-10-25, 01:08 PM
টানা আট কার্যদিবস একটানা পতনে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই আতঙ্কে সোমবার সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও ছিল শেয়ার বিক্রির প্রবণতা। এ কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০ শতাংশেরই দরপতন ঘটেছে। এদিন লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা ১২টা.৩৫ মিনিটে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৬০ পয়েন্ট। আর তাতে বিনিয়োগকারীরা বড় দুশ্চিন্তায় পড়েছেন। তারা আতংকিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
http://forex-bangla.com/customavatars/109739572.jpg
SaifulRahman
2021-10-27, 03:36 PM
আজ ২৭ অক্টোবর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে উত্থান দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। আজ লেনদেনের শুরু থেকেই বেড়েছে সূচক ও বেশির ভাগ শেয়ারের দর। এছাড়া টাকার অংকে দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। দিন শেষে ডিএসইতে ৪৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১১.৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮১.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪৪.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৪২ লাখ ৬২ হাজার ২৫০টি শেয়ার ২ লাখ ১৮ হাজার ৯১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ ৭৮ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৯.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৫৩.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৪১২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৫০৫ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৯০৭ টাকা।
15809
EmonFX
2021-10-28, 04:31 PM
পুঁজিবাজারে লেনদেন বেড়েছে
15824
চতুর্থ কার্যদিবসে দিনভর ওটানামার পর লেনদেন শেষে পুঁজিবাজারে সূচক বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৭ অক্টোবর) কার্যদিবসের লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) লেনদেন শেষে ডিএসইএক্স ১২০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এর আগের ১০ কার্যদিবসের মধ্যে ৯ দিনই হ্রাস পেয়েছে সূচক। এ ৯ দিনে ডিএসইএক্স সূচক হ্রাস পেয়েছে ৪৮৩ পয়েন্ট বা সাড়ে ৬ শতাংশ। তবে সূচক মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে ঊর্ধ্বমুখী রয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। মঙ্গলবার (২৬ অক্টোবর) লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকা।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৮০টির, হ্রাস পেয়েছে ১৬৬টির ও ২৯টির দর অপরিবর্তিত আছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, ওরিয়ন ফার্মা, ডেলটা লাইফ, বিএটিবিসি, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফয়েস লিমিটেড, ফরচুন সুজ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও সাইফ পাওয়ার।
দর বৃদ্ধি পাওয়ার মধ্যে শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড, জিবিবি পাওয়ার, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, এশিয়া ইনস্যুরেন্স, জাহিন স্পিনিং, নুরানি, ইয়াকিন পলিমার লিমিটেড, সেন্ট্রাল ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
এদিকে সিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৬২টির, হ্রাস পেয়েছে ১১২টির ও ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।
EmonFX
2021-10-31, 09:34 PM
সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে বড় দরপতন
15838
সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে ৭ হাজার পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই হ্রাস পেয়েছে ১৪৮ পয়েন্ট।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে (২৮ অক্টোবর) লেনদেন শেষে ডিএসইএক্স বৃদ্ধি পেয়েছিল ৫০ পয়েন্ট।
ডিএসইতে রোববার (৩১ অক্টোবর) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা। এটি গত কার্যদিবসের তুলনায় কিছুটা কম। সেদিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭২৪ কোটি ৪৮ লাখ টাকা।
রোববার লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১২২টির, হ্রাস পেয়েছে ২২৬টির ও ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, সাইফ পাওয়ার, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, বিএটিবিসি, মালেক স্পিনিং, জিপিএইচ ইস্পাত, জেনেক্স ইনফয়েস লিমিটেড ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- সাফকো স্পিনিং, জেমিনি সি ফুড লিমিটেড, আমান ফিড, হামিদ ফেব্রিকস লিমিটেড, সোনারগাঁও, নিউলাইন, দেশ গার্মেন্টস লিমিটেড, ইন্ট্রাকো, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ও কোহিনূর।
অপরদিকে সিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১০১টির, হ্রাস পেয়েছে ১৭৪টির ও ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।
BDFOREX TRADER
2021-11-01, 01:29 PM
গতকাল সকালে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় দেশের পুঁজিবাজারে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত ৩০ পয়েন্ট যোগ হয় সূচকে। তবে এর পরেই ছন্দপতন ঘটে পুঁজিবাজারে। শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকায় পয়েন্ট হারাতে থাকে সূচক। দিনশেষে দশমিক ৮৭ শতাংশ পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। পাশাপাশি কমেছে দৈনিক গড় লেনদেনও। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন কমেছে।
http://forex-bangla.com/customavatars/1575537644.jpg
দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ৮৭ পয়েন্ট কমে ১২ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৩৯২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৭৪টির আর অপরিবর্তিত ছিল ২৪টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৫৬ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৩ কোটি টাকা।
Tofazzal Mia
2021-11-03, 11:37 AM
তিন দিনের বিরতির পর আবার দরপতনের ধারা শুরু হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে; মঙ্গলবার দরপতন ঠেকেছে টানা তৃতীয় দিনে। এদিন সূচক কমেছে ৪৩ পয়েন্টের বেশি। এ নিয়ে তিন দিনে প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট কমেছে। শতকরা হিসাবে পতনের হার দেড় শতাংশের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৪৩ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ কমে ৬ হাজার ৯৫৪ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে গত বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ছিল ৭ হাজার ৬২ পয়েন্ট। এরপর সপ্তাহের প্রথম কার্যদিবস রবি, সোম ও মঙ্গলবার মিলে সূচক কমেছে ১০৮ শতাংশ, ১ দশমিক ৫৩ শতাংশ। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৮ দশমিক ১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৫ দশমিক ৯৪ পয়েন্টে।
15865
দরপতন হয়েছে দেশের দ্বিতীয় পুঁজিবাজার সিএসইতেও। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৩৪ দশমিক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪০৪ দশমিক ১৬ পয়েন্টে।
BDFOREX TRADER
2021-11-11, 06:38 PM
আজ ১০ নভেম্বর বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে আজ ৮০.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। জানা যায়, আজ ১০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৬ শতাংশ বা ১১৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮২.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৮.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৪.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬০.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০১টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮০.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ২৩ লাখ ১৪ হাজার ২২৭টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৬৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ ৮১ হাজার টাকা।
15930
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৭৯ শতাংশ বা ৩৬০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৫৮.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৯১৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৩৫৬ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৬১ টাকা।
EmonFX
2021-11-17, 04:27 PM
সূচক আবারও ৭ হাজার পয়েন্টের ওপরে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। এতে ডিএসই এর প্রধান সূচক আবারও ৭ হাজার পয়েন্টের ওপরে অবস্থান করছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) লেনদেন শেষে ডিএসইএক্স ১১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে। এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৪ বৃদ্ধি পেয়েছে।
সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৯১ কোটি টাকার। গত দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪২১ কোটি টাকার।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২১৯ টির, হ্রাস পেয়েছে ১৩০ টির এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে - বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফয়েস লিমিটেড, এনআরবিসি ব্যাংক, কেটিএল এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স।
দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে - এবিব্যাংক, এসিএমই পেস্টিসাইড লিমিটেড, ওরিয়ন ফার্মা, সেনাকল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, আইএফআইসি, ডেফোডিল কম এবং বে লিজিং।
এ দিকে সিএসই ৬৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৪৮ টির, হ্রাস পেয়েছে ১১০ টির, ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে।
EmonFX
2021-11-21, 06:57 PM
শেয়ারবাজারের লেনদেন উত্থানে শুরু পতনে শেষ
দিনের শুরুতে উত্থানের মুখ দেখলেও পতনের মধ্য দিয়ে শেষ হলো রোববারের (২১ নভেম্বর) শেয়ারবাজার। যদিও ব্যাংক খাতের শেয়ারগুলোর পয়েন্ট বাড়ায় বড় রকমের পতনের হাত থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার।
টানা চারদিনের উত্থানের মধ্য দিয়ে কেটেছে শেয়ারবাজারের লেনদেন। রবিবারের সকালটিও সেই ধারা বজায় রেখে চলছিল। কিন্তু শেষ তিন ঘন্টায় ঘটে গেল বিপত্তি। শেয়ারবিক্রির চাপে পতন ঘটেছে সূচকে।
প্রথম কার্যদিবস রবিবার (২১ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্ট। ডিএসইর তথ্য মতে, রবিবার ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম বেড়েছে, কমেছে ৫টির। এর বিপরীতে বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতে শেয়ারের দাম কমেছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টির, অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৬ পয়েন্ট কমে ৭ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে। আরও পড়ুন- ৩৭ কোম্পানির লেনদেন বন্ধ
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমেছে এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমেছে।
BDFOREX TRADER
2021-11-22, 04:59 PM
আজ ২২ নভেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৮.৯৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। জানা যায়, আজ ২২ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৯ শতাংশ বা ৬৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২২.২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭০.৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৬৬.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৯৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ২০ লাখ ২১ হাজার ৫৭৮টি শেয়ার ১ লাখ ৮৫ হাজার ১৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২২৬ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকা।
16029
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৭ শতাংশ বা ১৬০.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫৫৯.০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ৭৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৮৪ লাখ ৫৮ হাজার ১৪২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২৮ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৬৪ টাকা।
Rassel Vuiya
2021-11-29, 12:12 PM
পতনের বৃত্তে থাকা দেশের পুঁজিবাজার আবারও বড় গোত্তা খেয়েছে; সপ্তাহের শুরুটাই হয়েছে ৭৮ পয়েন্ট দরপতন দিয়ে। এ নিয়ে টানা ছয় দিনের পতনে ঢাকার পুঁজিবাজারে সূচক কমেছে ৩১৮ পয়েন্ট, শতকরা হিসাবে সাড়ে চার শতাংশ। এর প্রভাবে লেনদেনও কমে নেমে এসেছে হাজার কোটি টাকার নিচে, যা সাত মাসের মধ্যে কম। গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ছিল ৭ হাজার ৯২ পয়েন্ট। এরপর গত ২১ নভেম্বর রোববার থেকে পতন শুরু হয় পুঁজিবাজারে, যা চলতি সপ্তাহের প্রথম দিন রোববারও অব্যাহত রয়েছে। এদিন ৭৮ পয়েন্ট কমে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৬ হাজার ৭৮৪ পয়েন্টে। সূচকের এ অবস্থান গত তিন মাসের মধ্যে কম। এদিন ব্ড় পতন হয়েছে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২১৬ দশমিক শূন্য ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮৪ দশমিক ২১ পয়েন্টে।
16082
বাজার চিত্র: গতকাল দিনের শুরুটাই হয়েছিল নিম্নমুখী প্রবণতায়। প্রথম আধা ঘণ্টাতেই ডিএসই সূচক আগের দিন থেকে ৩৬ পয়েন্ট কমে যায়। ৪৮ মিনিটের তা নেমে যায় ৫৯ পয়েন্টে। এরপর বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালে সোয়া ১২টার দিকে সূচক আগের দিনের কাছাকাছি যায়।তবে এ স্থান থেকে আবার পতন শুরু হলে দিন শেষে ডিএসইএক্স আগের দিন থেকে ৭৮ দশমিক ১৯ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ কমে ৬ হাজার ৭৭৩ দশমিক ৮৯ পয়েন্টে নেমে যায়। সূচকের এ পতন তিন মাস ৯ দিনের মধ্যে কম। এর আগে এর চেয়ে সূচক কম ছিল ১৯ অগাস্ট। সেদিন সূচক ছিল ৬ হাজার ৭৬০ দশমিক ৬২ পয়েন্টে। এদিন লেনদেনও আগের দিনের তুলনায় ১ দশমিক ৪৯ শতাংশ বা ১২ কোটি ৬৭ লাখ টাকা কমে ৮৩৭ কোটি ১০ লাখ টাকায় নেমেছে। আগের কর্মদিবসে যা ছিল ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকা। এ লেনদেন সাত মাস এক দিনের মধ্যে কম। এর আগে এরচেয়ে কম লেনদেন ছিল ২৭ এপ্রিল। সেদিন শেয়ার কেনাবেচা হয় ৮২৪ কোটি ৩৭ লাখ টাকা। রোববার ডিএসইতে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৬টির ও কমেছে ২৯১টির। অপরিবর্তিত রয়েছে ১৫টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৯ দশমিক ৩৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৭৬ দশমিক ১৭ পয়েন্টে।
SaifulRahman
2021-12-05, 02:12 PM
আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২১৬ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবস ২৯৪ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ৭৭ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৪৩ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৯ কোটি ৬ লাখ ৮২ হাজার ৬২৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
16123
DhakaFX
2021-12-08, 03:58 PM
টানা ৪ কার্যদিবস উত্থানের আজ ৮ ডিসেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বড় কারেকশন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৫.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৭ শতাংশ বা ৯৬.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৫২.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৭.০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২১.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭ টির, কমেছে ২৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৭৫ লাখ ৯২টি শেয়ার ২ লাখ ৫৬ হাজার ৭৩৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২২ শতাংশ বা ২৫০.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৩৫৯.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮২ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩ কোটি ১০ হাজার ২২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ১৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৩ টাকা।
BDFOREX TRADER
2021-12-12, 03:50 PM
ফের অস্থিরতায় পুঁজিবাজার! আজ ১২ ডিসেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৬.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, আজ ৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৬৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯২০.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৭.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৪.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৮ লাখ ৬৯ হাজার ২৫১টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ৪৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৭ শতাংশ বা ১৭৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২৮৪.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৬ টির, কমেছে ১৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৭৫২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ২৫৪ টাকা।
16187
BDFOREX TRADER
2021-12-21, 04:03 PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) লেনদেন শুরুর আধ ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৭৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৩৮ ও ২৫৪২ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ৬১টির এবং অপরির্বতিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস, ওয়ান ব্যাংক, বিএসসি, পেপার প্রোসেসিং, অগ্রণী ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক ও এএমসিএল (প্রাণ)। এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, লেনদেন শুরুর আধ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৩৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৩৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৮টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানি শেয়ারের দর।
BDFOREX TRADER
2021-12-28, 01:12 PM
16327
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানি পাঁচটি শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।
কোম্পানিগুলো হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ঢাকা ডাইং।
আলিফ ইন্ডাস্ট্রিজ : সোমবার আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৮.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন : সোমবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৬.১০ টাকা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে।
হামিদ ফেব্রিক্স : সোমবার হামিদ ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।
ঢাকা ডাইং : সোমবার ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।
EmonFX
2021-12-28, 10:50 PM
অবশেষে সূচকের উত্থান!
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭৩ পয়েন্ট। অন্যদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৫৬ পয়েন্ট। বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয় দেশের শেয়ারবাজারে। এক সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে যায় ১৬৫ পয়েন্ট। আর বাজার মূলধন হ্রাস পায় ১২ হাজার ৩৩২ কোটি টাকা। তবে সোমবার (২৭ ডিসেম্বর) কিছুটা উত্থানের পর মঙ্গলবার লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। সকালে লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়ে যায় ৩২ পয়েন্ট। সূচকের এই উত্থান প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। লেনদেনের শেষ ঘণ্টায় সূচকের আরও উত্থান হয়।
সূচক উত্থানের বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনে মার্জিন ঋণ সুবিধার ক্ষেত্র বৃদ্ধি করার পরপরই এই উত্থান ঘটেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৯ কোটি ৫২ লাখ ৮৩ হাজার ৮১১টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।
বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবারের সঙ্গে তুলনা করলে দেখা যায়, মঙ্গলবার সারাদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭২ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে সোমবার লেনদেন হয়েছিল ৭৪৫ কোটি ১০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৫০ লাখ টাকা। মঙ্গলবার লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর ছিল বিএসসি, এশিয়া ইনস্যুরেন্স, সোনালী পেপার, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল এবং জিএইচপি ফাইন্যান্স লিমিটেড। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৭৭পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫১টির, অপরিবর্তিত ছিল ২১টির। এ বাজারে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৪৪৫টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৮ টাকা।
Montu Zaman
2022-01-02, 04:37 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৪টির বা ৭৭.৭৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফরচুন সুজের। ডিএসই থেকে এ তথ্য জানা যায় । আগের কার্যদিবস বৃহস্পতিবার ফরচুন সুজের ক্লোজিং দর ছিল ৯২ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফরচুন সুজ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালে ৯.৯৬ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৮৭ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৯.৮২ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৭.৮৮ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৭.৬৯ শতাংশ, পেনিনসুলার ৭.৬২ শতাংশ, গোল্ডেন সনের ৭.৩২ শতাংশ, একমি পেস্টিসাইডের ৭.০৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৭.৭৫ শতাংশ, শতাংশ দর বেড়েছে।
16367
SUROZ Islam
2022-01-04, 11:52 AM
পুঁজিবাজারে বছরের প্রথম কার্যদিবসে সামান্য প্রবৃদ্ধির ছায়া পড়েলেও দ্বিতীয় কর্মদিবস সোমবারে তা বিকাশ লাভ করেছে। বছরের শেষ মাসে ক্রমাগতভাবে পড়তে থাকা পুঁজিবাজার নতুন বছরের দ্বিতীয় কর্মদিবসে সূচকের অবস্থান ও লেনদেন পেয়েছে গতি বেড়েছে। ১৩ কর্মদিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ছাড়াল এক হাজার ৩শত কোটি টাকা। যা গত ৭ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের পরে আর এত বেশি লেনদেন দেখা যায়নি। মুলত বছর শেষে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রয় চাপ শেষ হয়েছে। মুনাফা নিয়ে নেয়ার পর অর্থবছরের হিসাবনিকাশ শেষে তারা আবার শেয়ার কেনা শুরু করেছে। সেই সঙ্গে নিষ্কিয় বসে থাকা ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরাও সক্রিয় হতে শুরু করেছে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এদিকে সপ্তাহ ও বছরের দ্বিতীয় কর্মদিবসে হাতবদল হয়েছে ১ হাজার ৩১৪ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার। গত ৭ ডিসেম্বর লেনদেন ছিল এক হাজার ৩৩১ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকা। তবে অর্থবছরের প্রথম দিন ৯৬ পয়েন্ট সূচক বৃদ্ধির স্মৃতি নিয়ে দ্বিতীয় দিনের লেনদেনের শেষ অংশের প্রবণতা বিনিয়োগকারীদেরকে খুব একটা খুশি করবে না।
কারণ, বলো ১২টা ৩৯ মিনিটে আগের দিনের চেয়ে সূচক ৬৯ পয়েন্ট বেড়ে লেনদেন হচ্ছিল এবং তা ছিল ঊর্ধ্বমুখি। সে সময় আশা করা হচ্ছিল, আগের দিনের মতোই বড় উত্থান হবে। তবে দিনের শেষাংশে সেই অবস্থান থেকে সূচক কমে ৪০ পয়েন্ট, যে কারণে ২৯ পয়েন্ট যোগ করে লেনদেন শেষ হওয়াটা বিনিয়োগকারীদের জন্য খানিকটা নেতিবাচক বার্তাই দিয়েছে। দিন শেষে বেড়েছে ২১৭টি কোম্পানির শেয়ারদর, কমেছে ১৩২টির। দর অপরিবর্তিত আছে ২৮টির। খাত হিসাব করলে সবচেয়ে বেশি কোম্পানির দর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে।
দারুণ দিন গেছে বস্ত্র ও বিদ্যুৎ জ্বালানি খাতেও। ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাতেও গেছে ভালো দিন। সাধারণ বিমা খাতে খুব একটা ভারো সময় না গেলেও জীবন বিমা খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে প্রায় সবগুলোর। অন্যদিকে ব্যাংক, আর্থিক, সাধারণ বিমা খাতে খুব একট ভালো দিন কাটেনি।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিধ খাতে। বেশ কিছুদিন পর দুই শ কোটি টাকা ছাড়াল এই খাতটি। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিমাতে। এর পরের অবস্থানগুলো হলো বিদ্যুৎ ও জ্বালানি, বস্ত্র, ব্যাংক, প্রকৌশল, চামড়া। টানা তৃতীয় দিন সূচক বাড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জে। সোমবার লেনদেনের অর্ধেক সময় সূচক অনেকটা বাড়লেও শেষ বেলায় কিছুটা কমে। তার পরেও বছর শেষে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রয় চাপ শেষ হয়েছে।
দরপতনের ধাক্কা থেকে বেরিয়ে আসার অপেক্ষায় পুঁজিবাজারে বিনিয়োগ প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রধান গবেষণা কর্মকর্তা দেবব্রত কুমার সরকার। তিনি বলেন, নতুন করে দুদিনের উত্থান বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। সেটি যদি আরও কয়েকদিন অব্যাহত থাকে থাকলে বিনিয়োগকারিরা নতুন করে নতুন বিনিয়োগে আগ্রহী হবে।
BDFOREX TRADER
2022-01-06, 11:45 AM
শেয়ার কেনাবেচায় গতি ফিরলে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন বাড়তে শুরু করেছে; বুধবার তা এক হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। টানা দরপতনে এর আগে গেল বছরের শেষ সপ্তাহে লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমেছিল। এর আগের সপ্তাহে ২১ ডিসেম্বর লেনদেন ৬৫২ কোটি টাকায় নেমেছিল। নতুন বছরের শুরুতে পতনের বৃত্ত থেকে বেরিয়ে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ধারায় ফেরে। প্রথম দুদিন বড় উত্থানের পর মঙ্গলবার দর সংশোধনের দিনে বেশির ভাগ শেয়ারের দাম কমলেও ডিএসইতে ঊর্ধ্বমুখী ছিল সূচক। তবে সিএসইতে সূচক কমেছিল। বুধবার সপ্তাহের চতুর্থ দিন দিনের শুরু থেকে সূচক ঊর্ধ্বমুখী থাকলে আবার চাঙা অবস্থায় ফেরে বাজার। লেনেদেনে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হওয়ায় বেশির ভাগ শেয়ারের দাম দামে, একই সঙ্গে যা বাড়িয়েছে লেনদেনও। বুধবার প্রথম ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বাড়ে। পৌনে দুই ঘণ্টার মাথায় সূচকটি আগের দিন থেকে ৫৪ পয়েন্ট বেড়ে যায়। এর পরে একটু কমলেও শেষ পর্যন্ত সূচক বেড়েই দিন শেষ হয়। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৬ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৯২৯ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে। সূচক বেড়েছে দেশের অপর বাজার সিএসইতেও। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৭২ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩২৬ দশমিক ৮৫ পয়েন্টে। বুধবার ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ১৯ দশমিক ৬২ শতাংশ বা ২৩১ কোটি ৯৮ লাখ টাকা বেড়েছে।
16415
EmonFX
2022-01-13, 06:51 PM
দুদিন উত্থানের পর বুধবার ফের সূচকের পতন
টানা দুদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পর বুধবার ফের মূল্যসূচকের পতন হয় দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। বিনিয়োগকারীদের মধ্যে বুধবার মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যায়। ফলে সোম ও মঙ্গলবার দুদিনের উত্থান শেষে বুধবার দর সংশোধন হয় পুঁজিবাজারে এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমে দশমিক ৮ শতাংশ। পাশাপাশি কমেছিল দৈনিক লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেনের পরিমাণ বাড়ে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি শেয়ারের দর বাড়লেই তা বিক্রি করার প্রবণতা দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে। পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের আস্থার অভাবের কারণেই এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে ধারণা তাদের।
বুধবার লেনদেনের শুরুর ২০ মিনিট পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল ডিএসইতে। এরপর কমতে থাকে সূচক। গতকাল দিনশেষে ৫৩ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছিল ডিএসইএক্স সূচক। কিছুটা কমে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস। গতকাল দিনশেষে ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৯৫ পয়েন্টে অবস্থান করছে ডিএসইএস সূচক। বাজারের সেরা কোম্পানিগুলোকে নিয়ে গঠিত সূচক ডিএস-৩০ আগের দিনের থেকে ২০ পয়েন্ট কমে গতকাল ২ হাজার ৬০৭ পয়েন্টে দাঁড়ায়, মঙ্গলবার যা ছিল ২ হাজার ৬২৭ পয়েন্ট।
বুধবার ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৬৬৪ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭৬ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বাড়ে ৮৮টির, কমে ২৪৩টির আর অপরিবর্তিত ছিল ৫১টি সিকিউরিটিজের বাজারদর।
EmonFX
2022-01-25, 02:55 PM
পুঁজিবাজারে সূচকের পতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের পতনে মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এ দিন ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠানসহ সব কয়েকটি খাতের শেয়ারের দর কমেছে। সোমবার (২৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৩ পয়েন্ট কমে ৭ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে। এদিকে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে এবং ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট হ্রাস পেয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে ৭১টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ২৭০টি দর কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২১৩ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার। রোববার (২৩ জানুয়ারি) লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা কমেছে। আজ লেনদেনে শীর্ষ থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বেক্সিমকো বিএসসি, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফুয়াংফুড, এপেক্স ফুট, এশিয়া ইনস্যুরেন্স, বিএসসিসিএল, ফরচুন সুজ এবং লিন্ডে বিডি লিমিটেড।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট কমে ২০ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
EmonFX
2022-01-31, 10:02 PM
সূচক ও লেনদেনের পতন শেয়ারবাজারে
সোমবার (৩১ জানুয়ারি) মূল্য সূচকের পতন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। গত বুধবার থেকেই পতনের ধারাবাহিকতা অব্যাহত দেশের পুঁজিবাজারে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৬ পয়েন্টে।
বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৫৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮১ পয়েন্টে। ডিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১ হাজার ২১৫ কোটি ১ টাকা। আগের দিনের থেকে লেনদেন কমেছে ১১৮ কোটি ১২ লাখ টাকার।
দিনের লেনদেন শেষে ডিএসইতে কমেছে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। বেড়েছে ৭২টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।
এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক এবং ডিএসই-৩০ সূচক কোনো পয়েন্ট না বেড়ে অবস্থান করে ১৫০৪ ও ২৫৯১ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮ কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১১২টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৮টির। অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৯০ পয়েন্টে অবস্থান করছে।
16650
Rassel Vuiya
2022-02-06, 03:59 PM
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে রবিবার ১ হাজার ৩৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৭৩ কোটি ৮২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকার।
16665
Rakib Hashan
2022-02-08, 04:04 PM
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ লেনদেন শুরুর এক ঘণ্টা পর- অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫১১ ও ২৬১৪ পয়েন্টে রয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৬৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কম্পানির শেয়ারের মূল্য।
সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো- বিএসসি, বেলিজিং, একমি ল্যাব, লঙ্কাবাংলা, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, কুইন সাউথ, বিএটিবিসি ও জিএসপি ফিন্যান্স।
16690
লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করে। লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৩৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৮২টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ২৬টি কম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১১টি কম্পানির শেয়ারের দর।
Rakib Hashan
2022-02-09, 04:13 PM
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে বুধবার (৯ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ফলে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
16707
Rakib Hashan
2022-02-14, 04:58 PM
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে সোমবার ১ হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৩ কোটি ৮৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকার।
16744
SUROZ Islam
2022-02-15, 05:48 PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে ৫৮ শতাংশ প্রতিষ্ঠান। এতে কমেছে মূল্যসূচক। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। বরাবরের মতো এদিনও ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে ডিএসইতে লেনদেন শুরু হতেই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের আধাঘণ্টা ও দুই ঘণ্টার মাথাতেও সূচকটি বাড়ে ৬ পয়েন্ট।
তবে শেষ আড়াই ঘণ্টায় দরপতন হয় একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে মূল্যসূচক ঋণাত্মক হয়ে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৭ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে।
http://forex-bangla.com/customavatars/946819928.jpg
দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৭ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২৪১ কোটি ৭৭ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১০ কোটি ৭০ লাখ টাকা। বাজারটিতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২২১টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। বিপরীতে দাম বেড়েছে ৩০ শতাংশের। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ২৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৫৫ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৩৮ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড।
তবে শেষ আড়াই ঘণ্টায় দরপতন হয় একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে মূল্যসূচক ঋণাত্মক হয়ে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৭ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৭ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২৪১ কোটি ৭৭ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১০ কোটি ৭০ লাখ টাকা। বাজারটিতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২২১টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। বিপরীতে দাম বেড়েছে ৩০ শতাংশের।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ২৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৫৫ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৩৮ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, স্যালভো কেমিক্যাল, ইয়াকিন পলিমার এবং ইউনিক হোটেল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮২টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
SaifulRahman
2022-02-16, 04:21 PM
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে বুধবার ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৭ কোটি ৪২ লাখ টাকা কম লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকার। বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়েছে ।
ডিএসইতে বুধবার মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, দর কমেছে ১৬২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ২৬ পয়েন্ট বেড়েছে। বুধবার সিএসইতে ২৯ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
16774
EmonFX
2022-02-20, 03:09 PM
পুঁজিবাজার সোমবার বন্ধ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন এবং সব দাফতরিক কাজ বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন সরকারি ছুটি হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। দিবসটি যথাযথ মর্যাদায় দেশে-বিদেশে পালিত হবে। তাই এটি উদ্*যাপনে সোমবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে ব্যাংক-বিমাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।
DhakaFX
2022-02-20, 05:07 PM
পুঁজিবাজারে আতঙ্কে বিনিয়োগকারীরা,কেন া বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬৪ পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ২২৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতি ও বোরবার টানা দুদিন দরপতন হলো। হঠাৎ এই দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা হতাশ হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে কমেছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ১৯ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৫৮৮টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৭০টির, অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। তাতে ডিএসইর প্রধান সূচক ৬৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৬ হাজার ৯২৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ৯ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ২৮ দশমিক ২৩ পয়েন্ট। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৪১০ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার; যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।
16802
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এর আগে বুধবার লেনদেন হ্রাস পেয়ে সূচকের সামান্য উত্থান হলেও একদিন পরই আজ বড় লোকসান গুনতে হলো বিনিয়োগকারীদের। আজ ডিএসইতে লেনদেন শুরুর ১০ মিনিট পর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বাড়লেও দুপুর ১টা ২১ মিনিটে তা ১১৮ পয়েন্ট হারায়। আর দিন শেষে তা ১০৯ পয়েন্ট হারিয়ে ৬৮৩৯ পয়েন্টে অবস্থান নেয়। অন্য সূচকগুলোর মধ্যে ব্লু-চিপ সূচক ডিএস-৩০ এদিন ৩৫ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ২৩ পয়েন্ট হারিয়ে দিন শেষ হয়। সূচক দুটির বর্তমান অবস্থান যাথাক্রমে ২৫১৪ পয়েন্ট ও ১৪৭৫।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে মাত্র ৩০টির, অন্যদিকে কমেছে ৩২৬টির আর অপরিবর্তিত ছিল ২১টি সিকিউরিটিজের বাজারমূল্য। এদিন স্টক এক্সচেঞ্জটিতে টাকার পরিমানে লেনদেন ২০০ কোটি টাকা বেড়ে দুদিন পর আবারো হাজার কোটি টাকার ঘরে পৌঁছেছে। আজ ডিএসইতে মোট এক হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।
আজ সিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৫৪টির আর অপরিবর্তিত ছিল ১৯টির বাজারদর। আজ সিএসইতে মোট ৩৭ কোটি ৩৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।
16850
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ প্রধান সূচক সিএসসিএক্স ১৯২ পয়েন্ট কমে ১১ হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন দশমিক ৩২২ পয়েন্ট কমে এদিন ১৯ হাজার ৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
BDFOREX TRADER
2022-02-27, 11:04 AM
ভয়বহ দরপতন দিয়ে শুরু হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। মাত্র ২০ মিনেটেই কমেছে ১১৪ পয়েন্ট। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রভাবে গত বৃহস্পতিবার বিশ্বের প্রধান সব পুঁজিবাজারেই দরপতন হতে দেখা যায়। ব্যতিক্রম ছিল না দেশের পুঁজিবাজারও। এদিকে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রধান সব পুঁজিবাজারেই তেজি ভাব দেখা গেছে। এদিন এশিয়ার পুঁজিবাজারে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫০৬ পয়েন্ট বেড়েছে। চীনের সাংহাই সূচকে ২১ এবং ভারতের বিএসই সেনসেক্সে ১ হাজার ৩২৯ পয়েন্ট যোগ হয়েছে। এশিয়ার বাজারে ব্যতিক্রম ছিল ভিয়েতনামের হ্যাং সেং। গত শুক্রবার সূচকটি ১৩৪ পয়েন্ট হারিয়েছে। তবে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভয়বহ পতন দিয়ে দিনের শুরু হয়েছে। শুরুর ২০ মিনেটেই সূচক কমেছে ১১৪ পয়েন্ট।
16856
DhakaFX
2022-02-28, 10:38 AM
বেশ কিছু দিন ধরে চলা অস্থিরতার সঙ্গে ইউক্রেইন যুদ্ধের রেশ যুক্ত হওয়ায় দ্বিতীয় দিনেও নির্বিচারে দর কমেছে বেশির ভাগ শেয়ারের; এতে প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক কমেছে ১৬৩ পয়েন্টের বেশি। বাজারে আরও পতন হবে এমন আতঙ্কে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা চলতে থাকলে এক পর্যায়ে সূচক কমেছিল পৌনে দুইশ পয়েন্ট। শেষ দিকে পুনরুদ্ধারের কিছুটা চেষ্টা হলেও পতনের মাত্রা ছিল সাম্প্রতিক যে কোনো দরপতনের দিনের চেয়ে বেশি। ইনডেক্স ৭২০০ উঠলে কিছুটা লভ্যাংশ আসবে অনেকের। আশা করা যায় ২/৩ দিনের ভিতর বাজার স্বাভাবিক হবে।
16860
SaifulRahman
2022-03-02, 01:14 PM
ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে বড় পতনের ধাক্কা খানিকটা কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখেছে দেশের পুঁজিবাজার। তবে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে দ্বিধায় প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেনে তেমন উন্নতি হয়নি।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। পাশাপাশি লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫০ পয়েন্টের ওপরে পড়ে গেছে। আর লেনদেন হয়েছে দুই’শ কোটি টাকার কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় পতন দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের ১০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর থেকেই বদলে যায় চিত্র। দাম কমার তালিকায় নাম লেখাতে থাকে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে দেখতে দেখতে সূচকের বড় পতন হয়।
http://forex-bangla.com/customavatars/7371484.jpg
Montu Zaman
2022-03-03, 04:31 PM
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে ৬৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি ৫০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
16907
BDFOREX TRADER
2022-03-07, 03:28 PM
বড় পত*নে লেন*দেন চল*ছে দে*শের পু*ঁজিবাজা*রে। আজ সোমবার সকাল ১০টায় লেন*দেন শুরুর পর থে*কেই শেয়ার বি*ক্রির চা*পে প*য়েন্ট হারা*তে থা*কে সূচক। জানা গেছে, প্রথম দুই ঘণ্টায় ১১৩ প*য়েন্ট হারি*য়ে ৬ হাজার ৫৩৩ প*য়ে*ন্টে দা*ঁড়ি*য়ে*ছে ঢাকা স্টক এক্স*চে*ঞ্জের (ডিএসই) সা*র্বিক সূচক ডিএসইএক্স। সর্বশেষ দুপুর ২টা ১৭ মি*নিটে ৬ হাজার ৫২৯ প*য়ে*ন্টে ছিল সূচক*টি। এ সম*য় ডিএসই*তে ৩৪০ কো*টি টাকার সি*কিউরি*টিজ লেন*দেন হ*য়ে*ছে। লেন*দেন হওয়া ৩৭৮*টি সি*কিউরি*টি*জের ম*ধ্যে দাম বে*ড়ে*ছে ১৪*টির, ক*মে*ছে ৩৪২*টির। অপ*রিব*র্তিত ছিল ২২*টির বাজার দর।
16933
Rakib Hashan
2022-03-09, 04:29 PM
সার্কিট ব্রেকারের (সিকিউরিটিজের দাম বাড়া বা কমার সর্বোচ্চ সীমা) নতুন নিয়ম চালু করার পর বুধবার (৯ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ১৫৫ পয়েন্টের ওপরে বেড়ে গেছে। গত ১৪ মাসে বা ২০২১ সালের ৩ জানুয়ারির পর সূচকের এত বড় উত্থান আর দেখা যায়নি। অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৯ পয়েন্টে এবং বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৫ পয়েন্টে।
http://forex-bangla.com/customavatars/1684551738.jpg
বুধবার ডিএসইতে ৭৭৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬ কোটি ৯২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৪৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৭৮টি কোম্পানি। এরমধ্যে দর বেড়েছে ৩৬৫টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে টাকার অংকে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৯ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৬৫ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫০টির। বিপরীতে দাম কমেছে ৩২টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে ২৪ কোটি ৪৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। উল্লেখ্য, পুঁজিবাজারে লাগামহীন দরপতন ঠেকাতে গতকাল বিএসইসি দরপতনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়। নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ পর্যন্ত। আর শেয়ার দর সর্বোচ্চ বাড়তে পারবে ১০ শতাংশ।
Montu Zaman
2022-03-10, 02:02 PM
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ মার্চ) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৩৮ ও ২৪৩৮ পয়েন্টে রয়েছে।
16976
SUROZ Islam
2022-03-13, 01:34 PM
আগের দুই কার্যদিবসের মতো রোববার লেনদেন শুরুতেই দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। পাশাপাশি লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। প্রথম ঘণ্টাতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৫০ পয়েন্ট বেড়ে গেছে। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে প্রায় ৩০০ প্রতিষ্ঠান। আর লেনদেন হয়েছে আড়াইশ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সার্কিট ব্রেকারের (সিকিউরিটিজের দাম বাড়া বা কমার সর্বোচ্চ সীমা) নতুন নিয়ম চালু করার পর থেকেই দেশের শেয়ারবাজারে টানা বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে।
http://forex-bangla.com/customavatars/557746975.jpg
EmonFX
2022-03-13, 08:03 PM
ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, হাজার কোটি টাকার লেনদেন আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার।
টানা দরপতনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গ্রহণ করা উদ্যোগ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের সিএফওদের বিনিয়োগের আশ্বাসে বৃহস্পতিবার (১০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৬১ কোটি ২০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে ৯ কার্যদিবস পর আবারও পুঁজিবাজারের লেনদেন হাজার কোটি ছাড়িয়েছে। এর আগে গেল ২৪ ফেব্রুয়ারি সবশেষ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। সেদিন ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন হয়েছে।
দেশের উভর পুঁজিবাজারে শেষ তিন কার্যদিবস অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ও লেনদেন বেড়েছে। এতে বাজারে বিনিয়োগকারীদের ১৩ হাজার ১৭১ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার টাকা পুঁজি বেড়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) ডিএসই এর প্রধান সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৪ পয়েন্টে অবস্থান করছে। এতে বাজারে পুঁজি বেড়েছে ১ হাজার ৪৬৫ কোটি ৯৫ লাখ ২ হাজার টাকা। গত কার্যদিবস অর্থাৎ বুধবার (৯ মার্চ) ডিএসই এর প্রধান সূচক ১৫৫ পয়েন্ট বেড়েছে। এতে পুঁজি বেড়েছে ১১ হাজার ৪৬৮ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার (৮ মার্চ) ২৩৬ কোটি টাকা পুঁজি বেড়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে মোট ৩৭৯টি প্রতিষ্ঠানের ৩০ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ১১টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, ১৪৭টির দর কমেছে, এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।
BDFOREX TRADER
2022-03-14, 03:32 PM
নিয়ন্ত্রক সংস্থার নানামুখী পদক্ষেপে গত সপ্তাহেই ঘুরে দাঁড়িয়েছিল পুঁজিবাজার। নিম্নমুখী ধারা থেকে সে সময় ঊর্ধ্বমুখী হয় সূচক। উত্থানের সেই ধারা চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও বজায় রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল দেড় শতাংশ বেড়েছে। তবে সূচক বাড়লেও এ সময় এক্সচেঞ্জটির লেনদেন কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। মাঝে শেয়ার বিক্রির চাপে কিছুটা নিম্নমুখী হলেও শেষ পর্যন্ত সূচকটিতে বড় পয়েন্ট যোগ হয়। দিনশেষে সূচকটি ৯৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। যেখানে আগের কার্যদিবস শেষে ছিল ৬ হাজার ৬৬৮ পয়েন্টে। সূচকের উত্থানে গতকাল সবচেয়ে বেশি অবদান ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ারটেক, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি ও স্কয়ার ফার্মার শেয়ারের।
ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৩৮ পয়েন্ট বেড়ে দিনশেষে ২ হাজার ৪৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৪২৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪৩৫ পয়েন্টে।
ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৭৩টির। কমেছে ৮৭টির। আর অপরিবর্তিত ছিল ২০টি সিকিউরিটিজের বাজারমূল্য। এদিন ডিএসইতে মোট ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৬১ কোটি ২০ লাখ টাকা।
17005
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৪ শতাংশ দখলে নিয়েছে প্রকৌশল খাত। গতকাল বেশির ভাগ খাতেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সিরামিক খাতে সবচেয়ে বেশি ৩ দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।
অন্যদিকে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স গতকাল প্রায় ১৪৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮০ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৭৩৭ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২৩৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৯ হাজার ৫৬২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত ছিল ১৭টির বাজারদর। সিএসইতে গতকাল মোট ৪১ কোটি ৪১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৭ কোটি ৯৬ লাখ টাকা।
Rakib Hashan
2022-03-20, 12:16 PM
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ মার্চ) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে ৬ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৪৫ ও ২৪৪২ পয়েন্টে রয়েছে।
17069
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৩২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২৮৬ টির এবং অপরির্বতিত রয়েছে ৩২টি কম্পানির শেয়ার। সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ড্রাগন সোয়েটার, অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, আমরা টেকনোলজি, বিডিকম, প্রাইম ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, অগ্নি সিস্টেম ও বিএসসি। এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করে। অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২৪টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৯৮টি কম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৪টি কম্পানি শেয়ারের দর।
EmonFX
2022-03-20, 11:08 PM
আবারও দরপতন, ১১ মাসে পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন
দেশের পুঁজিবাজার তিন দিন বন্ধ থাকার পর বড় দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১৬ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে। এটি গেল ১১ মাসে সর্বনিম্ন।
রোববার (২০ মার্চ) অধিকাংশ শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে মূল সূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনও।
এদিন দেশের প্রধান পুঁজিবাজারে ডিএসইতে গেল ১১ মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছে। তিন দিন বন্ধের পর রোববার ৬১৬ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়। ডিএসইতে এর আগে ২০২১ সালে ১৮ এপ্রিলে ৬০২ কোটি ৬৭ লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছি। এদিকে ডিএসইতে মূল সূচক ডিএসইএক্স ৬৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৪ পয়েন্ট অবস্থান করছে। অপর সূচক ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমেছে এবং ভাল প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৫০ পয়েন্ট কমেছে।
পুঁজিবাজারে শেয়ার ও ইউনিটের লেনদেন হওয়া ৩৭৯ প্রতিষ্ঠানের মধ্যে ২৩টির দর বেড়েছে, ৩৩৯টির দর কমেছে এবং ১৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।
EmonFX
2022-03-22, 10:12 PM
শেয়ারবাজারে উত্থান, খুশি বিনিয়োগকারীরা
সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২২ মার্চ) দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এতে করে স্বস্তি ফিরে এসেছে বিনিয়োগকারীদের মধ্যে। ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১৯৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাজারে ৩৭৭টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৯৩৭টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৭৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।
লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ৭৯ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১৯ দশমিক ৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৩৪ দশমিক ৭৭ পয়েন্ট। মঙ্গলবার (২২ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫৭ কোটি ৬০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার।
SumonIslam
2022-03-23, 03:06 PM
গতকালের বেশ ঊর্ধ্বমুখী ধারার পর শেয়ারবাজারে আজ বুধবার কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে । সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ১৫ মিনিটে ঢাকার শেয়ারবাজারের বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৬৮০৭ পয়েন্ট ছাড়িয়েছিল। পরের ৪০ মিনিটে অনেক শেয়ারের ঊর্ধ্বমুখী ধারায় লাগাম পড়লে ওই অবস্থা থেকে সূচক ফের ৪০ পয়েন্ট হারিয়ে বেলা ১০টা ৫৭ মিনিটে ৬৭৬৭ পয়েন্টে নেমেছিল, যা ছিল গতকালের তুলনায় ৪ পয়েন্ট কম।
দুপুর ১২টায় দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৭.৮২ পয়েন্ট বেড়ে ৬৭৮৯.৪৯ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এ সময় ১৮৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল ১২০টি এবং অপরিবর্তিত অবস্থায় ছিল ৭৪টি। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ৪২৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেনের গতি গতকালের তুলনায় কিছুটা বেশি।
17127
দুপুর ১২টায় ডিএসইর খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা যায়, এ সময় প্রকৌশল, বীমা, সিমেন্ট, খাদ্য ও আনুসঙ্গিক, পাট খাতের বেশিরভাগ শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। বিপরীতে ব্যাংক, তথ্য-প্রযুুক্তি, বস্ত্র খাতের বেশিরভাগ শেয়ার দর হারিয়ে কেনাবেচা হতে দেখা যায়।
সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন কমেছে
17171
চলতি সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমায় সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৫২ দশমিক ৮৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে এক হাজার ৪৫৬ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে দুই হাজার ৪৬৬ দশমিক ৭৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৪৩টির এবং কমেছে ১৭১টির। বাকি ৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৩৩ কোটি ৬০ লাখ টাকা। ডিএসইতে এদিন ১৮ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৪৬৮টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ৬১২ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১০১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ফরচুন শুজ লিমিটেডের ৭৩ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর চার টাকা ৬০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা লিমিটেডের ৪৫ কোটি ২৮ লাখ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২৯ কোটি ৫৯ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ২০ কোটি ৪৬ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৯০ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ১৫ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ১৫ কোটি ৭১ লাখ, বেক্সিমকো ফার্মার ১৩ কোটি ৩০ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ৯ দশমিক ৭১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৮ দশমিক ২০ শতাংশ, মেঘনা সিমেন্ট লিমিটেডের ৮ দশমিক ১০ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ শতাংশ, জেমিনি সি ফুডের ৬ দশমিক ২১ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৭৫ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ১১ হাজার ৮৯৩ দশমিক ৬৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ১৯ হাজার ৮২৪ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৮০টির, কমেছে ১৬৫টির এবং ৪৪টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইসিতে লেনদেন হয়েছে ২০ কোটি ১১ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৮৪ লাখ টাকার।
গত সপ্তাহের পতনের গ্লানি এ সপ্তাহেও বয়ে বেড়াচ্ছে শেয়ারবাজার। রোববার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন ঘটেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে মোট লেনদেনের পরিমাণ। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। আজ ডিএসইতে লেনদেনের শুরু থেকেই অস্থিরতা দেখা যায় সূচকের। দিনের বেশিরভাগ সময় সূচকের পতন ঘটে। এতে দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৪১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৮ পয়েন্টে এবং বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬২ পয়েন্টে।
17186
আজ বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার ও ইউনিটের দাম। রোববার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয় ৮২৯ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৯ কোটি ২৯ লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ এ ছিল বেক্সিমকো, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফুয়াং ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিডিকম, সোনালী পেপার, আমরা টেকনোলোজিস ও স্কয়ার ফার্মাসিটিউক্যাল লিমিটেড। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৫০ পয়েন্ট বেড়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৭৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার ও ইউনিটের দাম।এদিন সিএসইতে ২৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
EmonFX
2022-03-27, 08:37 PM
সপ্তাহের শুরুতেই লেনদেন-সূচক নিম্নমুখী
সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারের কার্যক্রমে লেনদেন ও সূচকের ধারা ছিল নিম্নমুখী। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৪৩০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪২টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১ দশমিক ২৬ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক কমেছে ৩ দশমিক ৮৩ পয়েন্ট।
রোববার (২৭ মার্চ) ডিএসইতে ৮৫৭ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮২৯ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছু কম লেনদেন হয়েছে। ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফুয়াং ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিডিকম, সোনালী পেপার, আমরা টেকনোলোজিস ও স্কয়ার ফার্মাসিটিউক্যাল লিমিটেড।
অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ দশমিক ৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। এ বাজারে ২৬ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯৫ টাকার শেয়ার।
17190
রেকর্ড দিয়ে যাত্রা শুরু শেয়ারবাজারে।
17214
রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়
রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন। দেশি-বিদেশি যৌথ মালিকানার এ কোম্পানি শেয়ারবাজারে যুক্ত হয়েছিল ২০০৯ সালে। সে সময় এটিই ছিল শেয়ারবাজারের সবচেয়ে বড় মূলধনি কোম্পানি। ফলে গ্রামীণফোন তালিকাভুক্ত হওয়ার পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের যেমন বড় উল্লম্ফন ঘটেছিল তেমনি বাজার মূলধনেও হয়েছিল রেকর্ড। নতুন নতুন রেকর্ড গড়ার পাশাপাশি শেয়ারবাজারে দেশি-বিদেশি নতুন অনেক বিনিয়োগকারী নিয়ে এসেছে গ্রামীণফোন। তালিকাভুক্তির পর থেকে হাতে গোনা কয়েকটি কোম্পানিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীদের বড় ধরনের কোনো লোকসান গুনতে হয়নি। কারণ বছর বছর ধারাবাহিকভাবে ভালো লভ্যাংশ দিয়ে গেছে কোম্পানিটি। ডিএসইর তথ্য অনুযায়ী ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ৫ বছরে গ্রামীণফোনের গড় লভ্যাংশের পরিমাণ ছিল ২২৮ শতাংশ। অর্থাৎ ৫ বছর ধরে প্রতিটি শেয়ারের বিপরীতে গ্রামীণফোন বিনিয়োগকারীদের গড়ে প্রায় ২৩ টাকা করে লভ্যাংশ দিয়ে গেছে। এ কারণে দেশি-বিদেশি বিনিয়োগ কারীদের কাছে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পছন্দের শেয়ারগুলোর মধ্যে গ্রামীণফোন বা জিপি অন্যতম। ডিএসইর তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ১৬ নভেম্বরে শেয়ার বাজারে লেনদেন শুরু হয় জিপির। তার আগে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রায় ৬ কোটি ৫৭ লাখ শেয়ার বিক্রি করে ৪৮৬ কোটি টাকার মূলধন সংগ্রহ করে। আর প্রাক্*আইপিও প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করেছিল আরও ৪৮৬ কোটি টাকা। সব মিলিয়ে শেয়ার ছেড়ে কোম্পানিটি ৯৭২ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল। জানা যায় গ্রামীণফোনের আইপিওতে দ্বিগুণের বেশি আবেদন জমা পড়ে। বিপুলসংখ্যক বিনিয়োগকারী কোম্পানিটির আইপিওতে আবেদন করায় এটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আইপিওতে গ্রামীণফোনের প্রতিটি শেয়ার ৭০ টাকায় বিক্রি করা হয়েছিল। এই ৭০ টাকার মধ্যে ১০ টাকা ছিল কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য বা ফেসভ্যালু। বাকি ৬০ টাকা শেয়ারের প্রিমিয়াম বা বাড়তি মূল্য। ২০০৯ সালের ৭০ টাকার আইপিও শেয়ারের বর্তমান বাজারমূল্য ৩২৯ টাকা। শেয়ার বাজারে যেদিন গ্রামীণফোনের লেনদেন শুরু হয় সেদিন এক দিনেই ডিএসইর প্রধান সূচকটি বেড়েছিল ৭৬৫ পয়েন্ট। এর মধ্যে এককভাবে গ্রামীণফোনের জন্য সূচক বেড়েছিল ৭১৭ পয়েন্ট। গ্রামীণফোন তালিকাভুক্ত হওয়ার পর থেকে আর কোনো কোম্পানির কারণে এক দিনে সূচকের এত বড় উত্থান আর হয়নি। গ্রামীণফোনের তালিকাভুক্তির মাধ্যমেই ডিএসইর তৎকালীন প্রধান সূচকটি প্রথমবারের মতো ৪ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছিল। পাশাপাশি তালিকাভুক্তির দিনেই কোম্পানিটিতে ডিএসইর বাজার মূলধনে যোগ করেছিল প্রায় ২৪ হাজার কোটি টাকা। লেনদেন শুরুর প্রথম দিনে ৭০ টাকার আইপিও শেয়ারের বাজারমূল্য উঠেছিল ১৭৭ টাকায়। সারা দেশের প্রায় ৩ লাখ ৪৭ হাজার ১৯৭ জন বিনিয়োগকারী আইপিওতে গ্রামীণফোনের শেয়ার পেয়েছিল লটারিতে। প্রতি লটে ছিল ২০০ শেয়ার। ধরা যাক ২০০৯ সালে একজন বিনিয়োগ কারী আইপিওতে গ্রামীণফোনের ২০০ শেয়ার পেয়েছিলেন। সে জন্য তাঁকে বিনিয়োগ করতে হয়েছিল মাত্র ১৪ হাজার টাকা। সেই ১৪ হাজার টাকা দামের শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা। ২০০৯ সালের অক্টোবরে গ্রামীণফোনের আইপিওর চাঁদা গ্রহণ করা হয়েছিল। সেই হিসাবে কোম্পানিটির আইপিও শেয়ার যাঁরা পেয়েছিলেন, তাঁদের টাকা প্রায় ১২ বছরে ৫ গুণ হয়ে গেছে। আর বছর বছর মুনাফাও মিলেছে প্রচলিত ব্যাংক সুদের হারের চেয়ে বেশি। তাই এ কথা বলাই যায় গ্রামীণফোনের শেয়ার শুধু শেয়ার বাজারের উন্নয়নে যেমন ভূমিকা রেখেছে তেমনি বিনিয়োগ কারীদেরও করেছে লাভবান। জানতে চাইলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন গ্রামীণফোনের তালিকাভুক্তি এ দেশের শেয়ার বাজারের জন্য একটি মাইলফলক। এটি বাজারে তালিকাভুক্ত হওয়ার কারণে নতুন নতুন অনেক বিনিয়োগ কারী বাজারে যুক্ত হয়েছেন। বাজারের আকার অনেক বড় হয়েছে। বিদেশে এ দেশের শেয়ার বাজারের পরিচিতি বেড়েছে। সর্বোপরি দেশি বিদেশি বড় কোম্পানি গুলোকে শেয়ার বাজারে আসার ব্যাপারে আগ্রহী করে তুলেছে কোম্পানিটি।
Rassel Vuiya
2022-03-29, 04:05 PM
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৯৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৭ কোটি ৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭১ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1735267703.jpg
ডিএসইতে ইতিবাচক প্রবণতায় লেনদেন।
17233
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন সামান্য বেড়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৫৮ দশমিক ১৬ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৭ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়ে এক হাজার ৪৬৫ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৫ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে দুই হাজার ৪৬৮ দশমিক ০৫ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৭৬টির এবং কমেছে ১৫৩টির। বাকি ৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। ডিএসইতে এদিন ১৮ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৭৪০টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৯১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। এরপরের অবস্থানে ছিল যথাক্রমে লাফার্জহোলসিম, ফরচুন শুজ, জেনেক্স ইনফোসিস, বিডিকম অনলাইন, ওরিয়ন ফার্মা লিমিটেড। এদিকে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে যথাক্রমে বিডি ল্যাম্পস, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মনোস্পুল পেপার, লাফার্জহোলসিম ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৯ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ১১ হাজার ৮৭১ দশমিক ০২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৮ দশমিক ০৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ১৯ হাজার ৭৮৯ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১০টির কমেছে ১৪০টির এবং ৪৫টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইসিতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩৬ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৬৬ লাখ টাকার।
EmonFX
2022-03-29, 10:27 PM
তৃতীয় কার্যদিবসে বেড়েছে সূচক ও লেনদেন
শেয়ারবাজারে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ মার্চ) সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে রোববার (২৭ মার্চ) দরপতনের পর সোম ও মঙ্গলবার টানা দুদিন পুঁজিবাজারে সূচক বাড়ল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, মঙ্গলবার বাজারটিতে ৩৮০টি প্রতিষ্ঠানের ২১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ২২৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৫০টির, আর অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে দশমিক ৪৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ২ পয়েন্ট। মঙ্গলবার (২৯ মার্চ) ডিএসইতে ৯৮১ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে লেনদেন।
সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন বেড়েছে।
17254
চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বাড়লেও সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন সামান্য বেড়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৬৫ দশমিক ৩০ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে এক হাজার ৪৬৪ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে দুই হাজার ৪৭১ দশমিক ০৮ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৭৮টির এবং কমেছে ১৫০টির। বাকি ৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৯৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৪ লাখ টাকা। ডিএসইতে এদিন ২১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ২২৪টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ১৯৯ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ৭১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৮ টাকা ১০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৬২ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন শুজ লিমিটেডের ৫৪ কোটি ৭২ লাখ বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৫৪ কোটি ১০ লাখ জিপিএইচ ইস্পাত লিমিটেডের ২৬ কোটি ৫৫ লাখ ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ২৫ কোটি ৭৯ লাখ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২৪ কোটি ৩৫ লাখ লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ২৩ কোটি ৮ লাখ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১ কোটি ৯৬ লাখ এবং জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ১৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ৮ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৯১ শতাংশ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ৮৮ শতাংশ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৪০ শতাংশ ক্রাউন সিমেন্টেন ৫ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ১১ হাজার ৮৭৯ দশমিক ৮৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ১৯ হাজার ৮০৪ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৩৯টির কমেছে ১২৪টির এবং ৩৮টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইসিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৯ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৩৬ লাখ টাকার।
রমজানে পুঁজিবাজারের লেনদেন ১০টা থেকে ২টা পর্যন্ত।
17256
আসন্ন পবিত্র রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। বিরতিহীনভাবে এ লেনদেন হবে দুপুর ২টা পর্যন্ত। বুধবার (৩০ মার্চ) বিএসইসি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিএসইসির সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত এ নির্দেশনা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। ফলে প্রথম রোজা থেকে পুঁজিবাজারের লেনদেন সাড়ে ৪ ঘণ্টার পরিবর্তে হবে ৪ ঘণ্টা। রোজার ঈদের পর থেকে আবারও পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
EmonFX
2022-03-31, 08:08 PM
পুঁজিবাজারে ৪১ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) ডিএসইতে এক হাজার ১১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার (৩০ মার্চ) লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৩৩ লাখ টাকার। বিগত ৪১ দিনের লেনদেনের মধ্যে এটি সবচেয়ে বেশি। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এক হাজার ১৪০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে। এদিকে ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে এবং ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে।
এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৪টির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে, ১৮৩ টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের ক্ষেত্রে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ফরচুন সুজ, সোনালি পেপার, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, ফু-ওয়াং ফুড, ইয়াকিন পলিমার, বিকন ফার্মা, কেটিএল ও বিডি কম। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে, ১৬৯টির দর কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত রয়েছে।
সিংহভাগ কোম্পানির দর হ্রাসে ডিএসইতে কমেছে সূচক ও লেনদেন।
17277
চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমায় সূচকের পতন দেখা গেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ছয় হাজার ৭৫৩ দশমিক ৭৬ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে এক হাজার ৪৬৩ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমে দুই হাজার ৪৬৫ দশমিক ৫৯ পয়েন্টে স্থির হয়।ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১০৯টির এবং কমেছে ২০৫টির। বাকি ৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮০১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ১৮০ কোটি ২৮ লাখ টাকা। ডিএসইতে এদিন ১৬ কোটি ৭১ লাখ ২২ হাজার ৫২টি শেয়ার এক লাখ ৪৬ হাজার ১৫১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফরচুন শুজ লিমিটেড। কোম্পানিটির ৮১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর পাঁচ টাকা ৬০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩৩ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর দুই টাকা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ২৬ কোটি ১০ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ কোটি ৩৩ লাখ, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ১৮ কোটি ৮৪ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১৭ কোটি ৪৬ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ১৫ কোটি ২৭ লাখ, নাহি অ্যালুমিনিয়াম অ্যান্ড কম্পোজিট প্যানেল লিমিটেডের ১৪ কোটি ৭১ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৪ কোটি ১৩ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।এদিকে ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ৮৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৮২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৬ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪ দশমিক ৭২ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চার দশমিক ৫৩ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ১১ হাজার ৮৬৩ দশমিক ১০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ১৯ হাজার ৭৭৫ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৯১টির কমেছে ১৭৭টির এবং ৪২টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৭ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৬৯ লাখ টাকার।
সূচকের উত্থান ডিএসইতে লেনদেন বেড়েছে ৩১৫ কোটি টাকা।
17285
চলতি সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমলেও সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ৬২ লাখ টাকা। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ছয় হাজার ৭৫৭ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে এক হাজার ৪৬৮ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৮ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে দুই হাজার ৪৭৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৩৪টির এবং কমেছে ১৮৩টির। বাকি ৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ৬২ লাখ টাকা। ডিএসইতে এদিন ২১ কোটি ৪৫ লাখ ২০ হাজার ৩০২টি শেয়ার এক লাখ ৫২ হাজার ৮০৮ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফরচুন শুজ লিমিটেড। কোম্পানিটির ১৩৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১০২ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা ৯০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৬৯ কোটি ২৬ লাখ, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৪৬ কোটি ৯১ লাখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪২ কোটি ১৭ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ২২ কোটি ৫৮ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১৭ কোটি ৩২ লাখ, বীকন ফার্মা সিউটিক্যালস লিমিটেডের ১৬ কোটি ৮৩ লাখ, কাট্টালী টেক্সটাইল লিমিটেডের ১৬ কোটি ৭৮৩ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইয়াকিন পলিমার লিমিটেডের ৯ দশমিক ৮৬ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৯ দশমিক ৫৪ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৫ দশমিক ৮৩ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৫ দশমিক ৩০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বেড়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৫ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১১ হাজার ৮৪৭ দশমিক ৬০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১৯ হাজার ৭৪৮ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৯টির এবং ৪২টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫২ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৯৭ লাখ টাকার।
সাভারের কারখানায় ৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটিবিসি।
17298
সাভারের সাইট কারখানায় আরও ৫৭৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, গত বছরের ফেব্রুয়ারিতে বিদেশে সিগারেট রপ্তানির জন্য সাভারে নতুন একটি ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত নেয় বিএটিবিসির পর্ষদ। সে সময় ইউনিটটি স্থাপনে ১৯২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী সময়ে গত বছরের জুলাইয়ে এ ইউনিটে আরও ৩২২ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার নতুন করে আরও ৫৭৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগের ঘোষণা এসেছে। কোম্পানিটি জানিয়েছে, তাদের নিজস্ব তহবিল ও ব্যাংকঋণের মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। এ বিনিয়োগের মাধ্যমে কোম্পানি আসন্ন রপ্তানির সুযোগ পূরণের পাশাপাশি তাৎক্ষণিক উৎপাদন সক্ষমতা তৈরি করবে। খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৫৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ দুই হাজার ৮৬৮ কোটি তিন লাখ টাকা। কোম্পানিটির ৫৪ কোটি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৭২ দশমিক ৯১ শতাংশ, সরকারি শূন্য দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক শূন্য তিন শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে সাত দশমিক ৯৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ছয় দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য সর্বমোট ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ (অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ নগদ লভ্যাংশসহ) দেয়ার ঘোষণা দিয়েছে। ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশের মধ্যে অন্তর্বর্তীকালীন যে ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল, তা এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৭২ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ১৩ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪ টাকা ৭৩ পয়সা। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬০০ শতাংশ নগদ ও শতাংশ ২০০ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৪৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৮৯ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮৩ টাকা ৪৪ পয়সা।
প্রথম তিন ঘণ্টায় লেনদেন ৫৭০ কোটি টাকা।
17303
রমজানের প্রথন দিন ইতিবাচক ধারায় বাজার। সকাল ১০টায় লেনদেন চালু হওয়ার পর থেকে সূচক ইতিবাচক ছিল। লেনদেনে বড় ধরনের পরিবর্তন না থাকলেও বাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা যায়। প্রথম তিন ঘণ্টায় লেনদেন ছিল ৫৬০ কোটি টাকা। আজ বাজারে চাহিদার শীর্ষে ছিল আইপিডিসি, বেক্সিমকো লিমিটেড, প্রভাতী ইন্সু্রেন্স, ফরচুন, জেনিক্সিল ও জিএসপি ফাইন্যান্স। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, রমজানে বাজার ভালো থাকবে। ইউক্রেন যুদ্ধের উত্তাপ কমে আসছে। খুব শিগগির পুতিন-জেলেনস্কি বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া জুনে রয়েছে বাজেট । সবকিছু বিবেচনায় বাজার ভালো থাকবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কামরুজ্জামান বলেন পুঁজিবাজারে চলে ওঠানামার খেলা। বর্তমান বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক অনেক কিছুরই প্রভাব রয়েছে পুঁজিবাজারে। ইউক্রেন যুদ্ধ একটা বড় ইস্যু। এ যুদ্ধের উত্তাপ কমে এলে বাজার তার হারানো ২০০ পয়েন্ট ফের পাবে। এটি খুব সাধারণ হিসাব। এখন কেবল অপেক্ষার পালা।
সপ্তাহের শুরুতে ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
17308
চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমলেও সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন কমেছে ২৮০ কোটি ৩১ লাখ টাকা। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে ছয় হাজার ৭৭১ দশমিক ৯১ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে এক হাজার ৪৭০ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে দুই হাজার ৪৮৭ দশমিক ৯৭ পয়েন্টে স্থির হয়।ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১২৯টির এবং কমেছে ১৯৫টির। বাকি ৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২৮০ কোটি ৩১ লাখ টাকা। ডিএসইতে এদিন ২০ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭০৭টি শেয়ার এক লাখ ২৮ হাজার ১৫১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৪ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৩০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৩৬ কোটি ৩০ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ৩৬ কোটি ৩০ লাখ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ২৯ কোটি ৯৮ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২৭ কোটি এক লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২১ কোটি ৪৯ লাখ, নাহি অ্যালুমিনিয়াম অ্যান্ড কম্পোজিট প্যানেল লিমিটেডের ১৯ কোটি ৪০ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১৯ কোটি ১৮ লাখ এবং ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৯১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮ দশমিক ১৬ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৭ দশমিক ৪৭ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬ দশমিক ২২ শতাংশ, জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পাঁচ দশমিক ৩৮ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ৩১ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ২৬ শতাংশ এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ৫ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৫ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১১ হাজার ৮৯৩ দশমিক ৪১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৯ হাজার ৮২৫ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১৯টির এবং ৩৬টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫২ লাখ টাকার।
SaifulRahman
2022-04-04, 12:24 PM
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৪৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৮ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
17316
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উভয় বাজারে সূচক ও লেনদেনের বড় পতন।
17335
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমায় সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন কমেছে ২১৫ কোটি ৯৫ লাখ টাকা। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ছয় হাজার ৭১৮ দশমিক ৯১ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৮ দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমে এক হাজার ৪৬২ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৯ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ কমে দুই হাজার ৪৬৮ দশমিক ৭১ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৪৬টির এবং কমেছে ২৯৬টির। বাকি ৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২১৫ কোটি ৯৫ লাখ টাকা। ডিএসইতে এদিন ১৫ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৯৫৬টি শেয়ার এক লাখ ১০ হাজার ৭২৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৯০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ৩০ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ২৯ কোটি ৬০ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৭ কোটি ৬৮ লাখ, নাহি অ্যালুমিনিয়াম অ্যান্ড কম্পোজিট প্যানেল লিমিটেডের ১৬ কোটি ৯১ লাখ, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ১৫ কোটি ২২ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৩ কোটি ৫৬ লাখ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ৯ কোটি ৪৮ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৮ কোটি ৩৫ লাখ এবং ফু-ওয়াং ফুড লিমিটেডের ৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৫ দশমিক ৩৮ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৪ দশমিক ৬৬ শতাংশ, এপেক্স ট্যানারি লিমিটেডের ৩ দশমিক ৬৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ৩ দশমিক ৫৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ শতাংশ, এনভয় টেক্সটাইল লিমিটেডের ২ দশমিক ৩৫ শতাংশ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ২ দশমিক ৩২ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ দশমিক ৯৪ শতাংশ এবং বীকন ফার্মা সিউটিক্যালস লিমিটেডের ১ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৭৪ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ কমে ১১ হাজার ৮১৮ দশমিক ৫৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ কমে ১৯ হাজার ৭০০ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৯৭টির এবং ৩৭টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৮৭ লাখ টাকার।
EmonFX
2022-04-05, 09:32 PM
দিন শুরু সূচকের পতনে
সূচক পতনের মধ্যদিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৫ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৩১ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। আর লেনদেনে রয়েছে ধীরগতি।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ডিএসইতে ৩২৫টি প্রতিষ্ঠানের মোট ১ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকার ৪৫৯টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৪১ পয়েন্ট কমে ছয় হাজার ৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১০ দশমিক ৪৫ পয়েন্টে কমেছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৭৪ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৭ কোটি ১৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি ৫ লাখ ৩৮ হাজার ২০ টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৩৭টির। অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
Tofazzal Mia
2022-04-06, 03:42 PM
টানা দরপতন আর লেনদেন খরা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। বুধবার (৬ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পতনের মধ্যে থাকলো শেয়ারবাজার। আর ডিএসইতে আজ এক বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। শেয়ারবাজারে এমন টানা দরপতন ও লেনদেন খরা দেখা দিলেও গত ৩০ মার্চ স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে বিএসইসির পক্ষ থেকে বলা হয়, রমজান মাসে স্টক ব্রোকার ও ট্রেকহোল্ডাররা প্রতিটি ডিলার অ্যাকাউন্টে কমপক্ষে এক কোটি টাকা করে বিনিয়োগ করবেন। একই সঙ্গে মার্চেন্ট ব্যাংকগুলো নিজস্ব পোর্টফোলিওর মাধ্যমে নতুন করে ২০০ থেকে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল থেকে ১০০ কোটি টাকা আইসিবির মাধ্যমে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাজারটিতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৯৩টি। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমার তালিকায় স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির শেয়ার দিনের সর্বনিম্ন দামে পৌঁছে যায়। এরপরও লেনদেনের এক পর্যায়ে এসব প্রতিষ্ঠানের শেয়ারের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে।
http://forex-bangla.com/customavatars/856966183.jpg
উভয় বাজারে সূচক ও লেনদেন পতনের ধারা অব্যাহত।
17379
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের ন্যায় তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমায় সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন কমেছে ৪৪ কোটি ৮৩ লাখ টাকা। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ কমে ছয় হাজার ৩৯৪ দশমিক ৩০ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে এক হাজার ৪৬০ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৪ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দুই হাজার ৪৬৪ দশমিক ৬২ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৫১টির এবং কমেছে ২৮৬টির। বাকি ৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৪৪ কোটি ৮৩ লাখ টাকা। ডিএসইতে এদিন ১৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ১৪২টি শেয়ার এক লাখ ৪ হাজার ৪ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৪৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৯০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩২ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩০ কোটি ৬৮ লাখ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ২৫ কোটি ৩৫ লাখ, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ১৫ কোটি ৮ লাখ, বীকন ফার্মা লিমিটেডের ১২ কোটি ১০ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১০ কোটি ৮৬ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ১০ কোটি ৪৯ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ৯ কোটি ৩৪ লাখ এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের ৩ দশমিক ৭৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ০৫ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২ দশমিক ৮৬ শতাংশ, বীকন ফার্মা লিমিটেডের ২ দশমিক ২৪ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম অ্যান্ড কম্পোজিট প্যানেল লিমিটেডের ২ দশমিক ১০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৯০ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১ দশমিক ৬১ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের ১ দশমিক ৪৮ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ১ দশমিক ৩৮ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে ১১ হাজার ৭৮৬ দশমিক ৩৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে ১৯ হাজার ৬৪৬ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৬১টির, কমেছে ১৯৩টির এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫৫ লাখ টাকার।
সপ্তাহের শুরুতে ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান।
17422
গেল সপ্তাহে পুঁজিবাজারের ধারাবাহিক পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বাড়ায় সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ছয় হাজার ৬৬২ দশমিক ৪৫ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৬ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে এক হাজার ৪৫৯ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৬ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে দুই হাজার ৪৫৮ দশমিক ৫১ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ২১৭টির এবং কমেছে ১১০টির। বাকি ৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৯২ লাখ টাকা। ডিএসইতে এদিন ১৩ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৪১৫টি শেয়ার এক লাখ ৮ হাজার ৬৭৪ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৩৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৩০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৯০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩১ কোটি ৮৪ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২৮ কোটি ৩৮ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১৯ কোটি ৬৪ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৫ কোটি ৫৮ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১৮ কোটি ৮৮ লাখ, স্কয়ার ফার্মাসিউটি ক্যালস লিমিটেডের ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এপেক্স ট্যানারি লিমিটেডের ৮ দশমিক ৩০ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৭ দশমিক ২৪ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৪৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৫ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৫ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ১১ হাজার ৭২৫ দশমিক ৯৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪২ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ১৯ হাজার ৫৪৪ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১৫টির, কমেছে ১১০টির এবং ৩৬টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৪০ লাখ টাকার।
SaifulRahman
2022-04-11, 04:45 PM
চার কার্যদিবস পর সূচকে উত্থান দেখা যাচ্ছে। কেননা গত সপ্তাহের চার কার্যদিবস টানা দরপতন হয়েছে পুঁজিবাজারে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার প্রভাবে দৈনিক লেনদেনের পরিমাণ কমে ৫০০ কোটি টাকার নিচে নেমে যায়। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার আগের সপ্তাহের নিম্নমুখিতা কাটিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। গতকাল লেনদেনের শুরুর পর ৮ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। শেয়ার বিক্রির চাপে পরবর্তী ১ ঘণ্টায় পয়েন্ট হারিয়ে আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট নিচে নেমে যায় সূচকটি। অবশ্য এর পর থেকে ক্রয় চাপ বাড়ার কারণে পয়েন্ট যোগ হতে থাকে সূচকে। শেষ পর্যন্ত দিনশেষে ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৬৪১ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যাল , সিটি ব্যাংক, সোনালী পেপার, রেনাটা লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের।
ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে গতকাল ৬৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৫১৬ কোটি টাকা।
17433
ফের ডিএসইতে সূচক ও লেনদেনে পতন।
17442
গেল সপ্তাহে পুঁজিবাজারের ধারাবাহিক পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গত রোববারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বাড়ায় সূচকের উত্থান দেখা গেলেও গতকাল ফের সিংহভাগ কোম্পানির শেয়ারদর হ্রাস পেয়েছে। এতে সূচক কমার পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ছয় হাজার ৬৩৮ দশমিক ৫৬ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ০৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে এক হাজার ৪৫৪ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৬ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে দুই হাজার ৪৫১ দশমিক ৯১ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৯১টির এবং কমেছে ২৩৪টির। বাকি ৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৮৬ কোটি ১০ লাখ টাকা। ডিএসইতে এদিন ১২ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৬০টি শেয়ার এক লাখ ৭ হাজার ৪৫৭ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৬৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ৯০ পয়সা বেড়েছ। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ২৮ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১৯ কোটি ৭ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৭ কোটি ৫৬ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৪ কোটি ৯৩ লাখ, নাহি অ্যালুমিনিয়াম অ্যান্ড কম্পোজিট প্যানেল লিমিটেডের ১৪ কোটি ৭৬ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১২ কোটি ৯০ লাখ, ওরিয়ন ফার্মাসিউটি ক্যালস লিমিটেডের ৭ কোটি ৭৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ কোটি ৬৩ লাখ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের ৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১১ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৫ দশমিক ১০ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭৪ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪ দশমিক ১৩ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৪ দশমিক ১১ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কম ১১ হাজার ৬৯৬ দশমিক ৩৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ১৯ হাজার ৪৯৫ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে।
EmonFX
2022-04-12, 09:20 PM
৯০ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে
দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে প্রায় ৯০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) শেয়ার ক্রয়ের তুলনায় শেয়ার বিক্রয়ের পরিমাণ বেশি ছিল। ফলে অর্ধশতাধিক কোম্পানিই ক্রেতা খুঁজে পায়নি। পুঁজিবাজারে ধসের আশঙ্কায় অনেকেই শেয়ার বিক্রি করে দেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমেছে এবং ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট কমেছে।
এদিন সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। মঙ্গলবার মোট ১২ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৬৩৭টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮টির দর বেড়েছে, ৩৩৭টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। আজ ৫৩২ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা গতদিন ছিলো ৬৪৩ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আইপিডিসি, বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, জেনেক্স ইনফোসেস, বিডি ল্যাম্পস, স্কয়ার ফার্মা, সোনালী পেপার, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ এবং ওরিয়ন ফার্মাসিটিউক্যাল লিমিটেড।
দেশের অপর পুঁজিবাজারের সূচকও কমেছে। মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৫৪ পয়েন্ট কমেছে। এ পুঁজিবাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯টির শেয়ার বেড়েছে, ২১৩টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে সূচকের বড় পতন।
17464
গেল সপ্তাহে পুঁজিবাজারের ধারাবাহিক পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দেখা যায়। কিন্তু উত্থানের এক দিন পরে ফের পতনমুখী হয়েছে পুঁজিবাজার। গত সোমবারের মতো গতকাল মঙ্গলবারেও সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমায় সূচকের পতন দেখা গেছে। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেনও কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৭ শতাংশ কমে ছয় হাজার ৫৭৪ দশমিক ০৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১১ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ কমে এক হাজার ৪৪২ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২০ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে দুই হাজার ৪৩১ দশমিক ৬৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৮টির এবং কমেছে ৩৩৭টির। বাকি ২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২৪ কোটি ৫১ লাখ টাকা। ডিএসইতে এদিন ১২ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৬৩৭টি শেয়ার ৯০ হাজার ৭৬৩ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৬০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ২৮ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৪ কোটি ৮৯ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৪ কোটি ৪১ লাখ, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ১১ কোটি, স্কয়ার ফার্মাসিউটি ক্যালস লিমিটেডের ৯ কোটি ৪ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৮ কোটি ৮৯ লাখ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৮ কোটি ৬৫ লাখ, ফরচুন শুজের ৮ কোটি ৫৭ লাখ এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের ২ দশমিক ১২ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১ দশমিক ৬৪ শতাংশ, ফার্মা এইডসের ১ দশমিক ৪৭ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৭ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৪ শতাংশ কম ১১ হাজার ৬০৮ দশমিক ৯০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৪৫ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৪ শতাংশ কমে ১৯ হাজার ৩৪৯ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ২৬টির, কমেছে ২১৯টির এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯১ লাখ টাকার।
ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন সামান্য কমেছে।
17490
পুঁজিবাজারের ধারাবাহিক পতনের পর গতকাল বুধবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থান দেখা গেছে। তবে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় গতকাল সামান্য কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ছয় হাজার ৫৮৪ দশমিক ৯৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে এক হাজার ৪৪৭ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৮ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে দুই হাজার ৪৪০ দশমিক ৪৫ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৩০টির এবং কমেছে ১৮৫টির। বাকি ৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৫২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৩ কোটি ২৫ লাখ টাকা। ডিএসইতে এদিন ১২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৫১০টি শেয়ার এক লাখ দুই হাজার ৭২৪ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরুতে পতন দেখা গেলেও শেষ সময়ে বাজারে ইতিবাচক চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৫৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৭০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৩০ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৯ টাকা ৫০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২১ কোটি ১০ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ৯ দশমিক ৮২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এইচআর টেক্সটাইলের ৫ দশমিক ৮৬ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৪৭ শতাংশ এবং বীকন ফার্মার ৪ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০.৩৯ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে ১১ হাজার ৬১৯.২৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৫৬ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে ১৯ হাজার ৩৬৬ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৬৪টির এবং ৪২টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯২ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৫ লাখ টাকার।
সাপ্তাহিক লেনদেনের ৭ দশমিক ৬০ শতাংশ আইপিডিসি ফাইন্যান্সের।
17510
সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ১৩৯টি শেয়ার ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৭ দশমিক ৬০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ১ দশমিক ০৬ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৭ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৪৪ লাখ ১২ হাজার ৫৫৩টি শেয়ার মোট ১ হাজার ৭৬৪ বার হাতবদল হয়, যার বাজারদর ২১ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৪৬ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৮ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ২২ টাকা ৩০ পয়সা থেকে ৫০ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ১২ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৫০ পয়সা (ঘাটতি)। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগ কারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৭ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৮০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৭১ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির ৩৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৫৪৭টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪৮ দশমিক শূন্য চার শতাংশ, সরকারি ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কারীদের ১৬ দশমিক ৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগ কারীদের শূন্য দশমিক ০৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ২৭ শতাংশ শেয়ার। আর লেনদেনের এ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭১ হাজার ৩৪৮টি শেয়ার ১৪৭ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২ দশমিক ২৮ শতাংশ কমেছে।
এক বছরের মধ্যে সর্বনিন্ম অবস্থানে ডিএসইর লেনদেন।
17524
সম্প্রতি পুঁজিবাজারে ধারাবাহিক বড় পতনের জের ধরে গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে গত এক বছরের মধ্যে সর্বনিন্ম অবস্থানে নেমেছে লেনদেন। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার। এর আগে সর্বশেষ গতবছরের ৫ এপ্রিল ডিএসইতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। বাজার বিশ্লেষণে দেখা গেছে গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ছয় হাজার ৫৫৪ দশমিক ৮৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে এক হাজার ৪৪২ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমে দুই হাজার ৪৩৫ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৫৮টির এবং কমেছে ২৮০টির। বাকি ৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ১৩৫ কোটি ৭১ লাখ টাকা। ডিএসইতে এদিন ৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ৭৯৫টি শেয়ার ৮৬ হাজার ৯১৯ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচক পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৪১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ২৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১৭ টাকা ৪০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সালভো কেমিক্যালের ৯ কোটি ৯৫ লাখ, ফার্মা এইডসের ৮ কোটি ৩২ লাখ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ৮ কোটি ২১ লাখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৭ কোটি ৯৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ কোটি ৬৫ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৭ কোটি ৬২ লাখ, স্কয়ার ফার্মাসিউটি ক্যালস লিমিটেডের ৭ কোটি ৩৯ লাখ এবং ইয়াকিন পলিমার লিমিটেডের ৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ৯ দশমিক ৮২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ২৮ শতাংশ এবং সালভো কেমিক্যালের ৩ দশমিক ২০ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে ১১ হাজার ৫৮০ দশমিক ৬৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে ১৯ হাজার ৩০২ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৫০টির কমেছে ১৭৩টির এবং ৩৯টির দর অপরিবর্তিত ছিল।
Montu Zaman
2022-04-18, 01:48 PM
সোমবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেনে আসা ৩৭১ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২৬টি বা ৮৭ শতাংশই দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল। এর মধ্যে ২৩২ শেয়ারই সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে কেনাবেচা হতে দেখা গেছে। এসব সার্কিট ব্রেকারের কারণে এসব শেয়ারের দর সোমবার আর কমে কেনাবেচার সুযোগ নেই। কিন্তু এমন দরে অন্তত পৌনে দু’শ কোম্পানির শেয়ারের কোনো ক্রেতা ছিল না। বিপরীতে মাত্র ২২টি বা ৬ শতাংশ দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ২৩টি। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৫৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। সিংহভাগ শেয়ারের দরপতনে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট হারিয়ে ৬৪৭৬ পয়েন্টে নেমেছে। দরপতন রুখতে গত ৯ মার্চ সকল শেয়ারের সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নামানো হয়। অর্থাৎ নির্দিষ্ট দিনে কোনো শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমতে পারবে না। এ নিয়ম চলতি দরপতনের প্রধান কারণ বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। দরপতন রুখতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে চাপ দিয়ে শেয়ার বিক্রির আদেশ প্রত্যাহার করতে এবং শেয়ার কিনতে বাধ্য করছে বলেও অভিযোগ মিলছে। দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতেও একইভাবে দরপতন হতে দেখা গেছে।
17526
ডিএসইএক্স সূচকের পতন এক শতাংশের বেশি।
17558
সাম্প্রতিক পুঁজিবাজারে ধারাবাহিক বড় পতনের জের ধরে প্রথম কার্যদিবসের ন্যায় গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন দেখা গেছে। পতনের জেরে এদিন ডিএসইএক্স সূচক এক শতাংশের বেশি পয়েন্ট কমেছে। একইসঙ্গে গত এক বছরের মধ্যে সর্বনিন্ম অবস্থানে নেমেছে লেনদেন। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার। এর আগে সর্বশেষ গত বছরের ৫ এপ্রিল ডিএসইতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। বাজার বিশ্লেষণে দেখা গেছে গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৭২ দশমিক ৪৯ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ কমে ছয় হাজার ৪৮২ দশমিক ৩৮ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৩ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ কমে এক হাজার ৪২৮ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক ০৩ শতাংশ কমে দুই হাজার ৪০৯ দশমিক ৬৮ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৪টির এবং কমেছে ৩৪৭টির। বাকি ১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৩ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসইতে এদিন ৯ কোটি ৬৪ লাখ ২১ হাজার ৭৪০টি শেয়ার ২ লাখ ৩২ হাজার ১৫৪ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচক পতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির ৭৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৪ টাকা ৫০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ১২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে কট্টালী টেক্সটাইলের ১১ কোটি ২১ লাখ, স্কয়ার ফার্মার ১১ কোটি ১৭ লাখ, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৬ কোটি ৪৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে ৭ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২ দশমিক ৪৩ শতাংশ এবং কাট্টালী টেক্সটাইলের ২ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০৩ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ১১ হাজার ৪৭৭ দশমিক ০৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ দশমিক ০৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ১৯ হাজার ১৩০ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ২৪টির, কমেছে ২২৫টির এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫৫ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮৯ লাখ টাকার।
Rassel Vuiya
2022-04-20, 06:24 PM
নতুন এ নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।এখন থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারদর আগের দিনের ক্লোজিং প্রাইজের চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশ কমতে পারবে; তবে বাড়তে পারবে আগের মতই সর্বোচ্চ ১০ শতাংশ। নতুন এ নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই বাস্তবায়ন হবে। নতুন নির্দেশনা আসার আগে পর্যন্ত তা বহাল থাকবে। ইউক্রেইন যুদ্ধ শুরুর পর গত মার্চে বড় দরপতনের প্রেক্ষাপটে শেয়ারদর কমার ক্ষেত্রে আগের সর্বোচ্চ সীমা ১০ শতাংশের পরিবর্তে নতুন সার্কিট ব্রেকার দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা; এতে বলা হয়েছিল- কোনো শেয়ারের দর কমতে পারবে সর্বোচ্চ ২ শতাংশ। এর আগে দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর টানা দরপতনে পুঁজিবাজারে ধস নামলে ২০২০ সালের মার্চে ফ্লোরপ্রাইস নির্ধারণ এবং পরে নিম্নমুখী সার্কিট ব্রেকার ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছিল। বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে পরে তা তুলে নেওয়া হয়।
সার্কিট ব্রেকারের আগের নিয়ম অনুযায়ী, ২০০ টাকার নিচে যে কোনো শেয়ার দিনে ১০ শতাংশ বাড়তে বা কমতে পারে। ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ৮ দশমিক ৭৫ শতাংশ, ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ৭ দশমিক ৫০ শতাংশ, ২০০০ টাকা পর্যন্ত ৬ দশমিক ২৫ শতাংশ, ৫০০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ এবং এর চেয়ে বেশি দরের শেয়ারের ক্ষেত্রে ৩ দশমিক ৭৫ শতাংশ বাড়তে বা কমতে পারে।
17571
ডিএসইতে বছরের সর্বনিম্ন লেনদেন।
17573
ফের দরপতনের ধারায় পুঁজিবাজার। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে নতুন সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ এপ্রিল) দরপতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক কমেছে ৬৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। আর লেনদেন চারশ কোটি টাকার নিচে নেমে এসেছে, যা এক বছর ১৩ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে, ২০২১ সালের ৫ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৩৬ কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকা। দরপতনে বিনিয়োগ কারীদের মধ্যে পুঁজি হারানোর শঙ্কা বেড়েছে। তাই তারা নগদ টাকা তুলতে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ডিএসইর তথ্য মতে, রোববার ৩৭৯টি প্রতিষ্ঠানের ৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ৭৯৫টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৮০টির, আর অপরিবর্তিত রয়েছে ৪১টির। ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৫৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৫ দশমিক ৫৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৫ দশমিক ৪৪ পয়েন্ট। রবিবার ডিএসসিতে ৩৯৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার। লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর ছিল সোনালী পেপার, সালভো ক্যামিকেল, ফার্মাএইড, জিএসপি ফাইন্যান্স, ইআইপিডিসি, বিএসসি, লাফার্জ হোলসিম, স্কয়ার ফার্মা ও ইয়াকিন পলিমার লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির। এ বাজারে ১৪ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৫৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৮ কোটি ৯২ লাখ ৪৩ হাজার ৪৪৬ টাকার শেয়ার।
SumonIslam
2022-04-21, 04:12 PM
টানা দরপতন থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থান হলো। এর আগে টানা দরপতন দেখা দিলে তারল্য বাড়ানো এবং দরপতন ঠেকানোর লক্ষ্যে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ বা পুঁজিবাজার স্থিতিশীল তহবিল থেকে শেয়ারবাজারে একশো কোটি টাকা বিনিয়োগ করা হয়। সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে গত সপ্তাহে এ বিনিয়োগ সম্পন্ন হয়। শেয়ারবাজারে টানা দরপতন দেখা দিলে গত ৮ মার্চ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নিয়ন্ত্রক সংস্থার ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিএমএসএফের একশো কোটি টাকা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করা হলেও গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিনদিনই পতন দিয়ে পার করে শেয়ারবাজার। এমনকি চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেও দরপতন হয়। এ পরিস্থিতিতে বাজারে মনিটরিং জোরদার করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। অস্বাভাবিক শেয়ার বিক্রির চাপ বাড়ানোর অভিযোগে একাধিক বোকারেজ হাউজের কাছে ব্যাখ্যা তলব করা হয়। সেইসঙ্গে নয়টি ব্রোকারেজ হাউজের ১৫ জন ট্রেডারকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পতন থেকে বেরিয়ে মঙ্গলবার শেয়ারবাজরে বড় উত্থান হয়। বুধবারও দেখা মিলে সূচকের বড় উত্থান। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার ধারা অব্যাহত থাকে লেনদেনের শেষপর্যন্ত। ফলে সূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে ওঠে এসেছে। এর মাধ্যমে তিনদিনের টানা উত্থানে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়লো ১৮০ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৭৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬০৫ কোটি ৯৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৪৮ কোটি ১০ লাখ টাকা। বাজারটিতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫৫টির। আর ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৫২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হাসপাতালের ৩৮ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৮৩ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার, বিডিকম, লাফার্জহোলসিম বাংলাদেশ, জিনেক্স ইনফোসিস, ইয়াকিন পলিমার এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮২টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
17586
Montu Zaman
2022-04-24, 01:45 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেনে শেষ না হতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৪০ পয়েন্টের ওপরে। লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। আর লেনদেন হয়েছে দুইশ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। সেই সঙ্গে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর লেনদেনের সময় যত গড়াতে থাকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা তত বাড়তে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৫৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৪১ পয়েন্টে বেড়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
17616
SUROZ Islam
2022-04-25, 01:44 PM
টানা চার কার্যদিবস ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে পার করার পর সোমবার (২৫ এপ্রিল) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি লক্ষ্য করা গেছে। দিনের প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১৬ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় নাম লিখিয়েছে। আর লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার কম। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে। সেই সঙ্গে সূচক ঋণাত্মক অবস্থায় রয়েছে। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৭ পয়েন্ট কমে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টা জুড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমার প্রবণতা অব্যাহত থাকে। এরপর কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ায় সূচকের পতন প্রবণতা কিছুটা কমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৫ পয়েন্টে কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমেছে। http://forex-bangla.com/customavatars/247060512.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৪৬ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১০১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
গ্রামীণফোন কোম্পানির ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন।
17643
বাংলাদেশের অন্যতম টেলিকম কোম্পানি গ্রামীণফোন। তারা তাদের বার্ষিক লভংশ্য প্রদান করার ঘোষনা দেন। গ্রামীণফোনের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা পরিচালনা করে গ্রামীণফোন। এর মধ্য মঙ্গলবার গ্রামীণফোনের কোম্পানি সচিব এস এম ইমদাদুল হকের পরিচালনায় ভার্চুয়াল প্লার্টফর্মে অংশ নেন গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান ইয়র্গেন সি. অ্যারেন্টজ রোস্ট্রাপ ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমানসহ বোর্ড সদস্য এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সভায় গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২১ সালের জন্য পরিশোধিত মূলধনের ১২৫ শতাংশ হারে ১০ টাকার শেয়ারে ১২.৫০ টাকা প্রতি শেয়ার চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে এ নগদ লভ্যাংশের পরে পরিশোধিত মূলধনের মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ শতাংশ যার মধ্যে রয়েছে পূর্ববর্তী ১২৫ শতাংশ অন্তর্বর্তী কালীন নগদ লভ্যাংশ যা ২০২১ সালে কর পরবর্তী মুনাফার ৯৮.৯১ শতাংশ। এছাড়াও বিভিন্ন সংগঠনিক বিষয়দি নিয়ে আলোচনা হয়।
Tofazzal Mia
2022-05-08, 04:16 PM
ঈদের আগে ও পরে টানা দরপতনের পর রোববার দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখীতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ঈদের আগের শেষ সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ৬ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমে ১৭ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৭০ শতাংশ। আর ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক কমে ১৭ দশমিক ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ। ফলে হতাশা নিয়েই ঈদে যেতে হয় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের।
ঈদের আগের হতাশা ঈদের পরও দেখা দেয়। কারণ ঈদের ছুটি শেষে শেয়ারবাজার খুললে গত বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমে মূল্যসূচক। সেই সঙ্গে কমে লেনদেনের পরিমাণ। এ পরিস্থিতিতে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। তবে কয়েক মিনিটের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। এতে লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। অবশ্য অল্প সময়ের ব্যবধানে আবার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। লেনদেনের শেষ দিকেও এই প্রবণতা দেখা যায়। ফলে প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১২টির। আর ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৫৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৬৮ কোটি ৭০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫০৩ কোটি ৮৩ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেএমআই হাসপাতালের শেয়ার। কোম্পানিটির ৫৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩৬ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৩৪ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ইউনিক হোটেল, আইপিডিসি ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, ইফাদ অটোস, সাইফ পাওয়ারটেক, জিনেক্স ইনফোসিস ও ডরিন পাওয়ার।
http://forex-bangla.com/customavatars/265402238.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯১টির ও ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
SUROZ Islam
2022-05-11, 04:33 PM
বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস পতনের মধ্যে থাকলো শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী ধারা বেলা সোয়া ১১টা পর্যন্ত অব্যাহত থাকে। এতে ১১টা ১৭ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্য সূচক বাড়ে ১১ পয়েন্ট।
তবে এরপর থেকেই বদলে যেতে থাকে বাজারের চিত্র। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বড় হতে থাকে পতনের তালিকা। ফলে সূচকের বড় পতন দিয়েই শেষ হয় দিনের লেনদেন। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৩ পয়েন্ট কমে ছয় হাজার ৫৯১ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দুই হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে এক হাজার ৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩২৩টির। আর ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় এক হাজার ২৫৮ কোটি টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১২২ কোটি ৩০ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টের শেয়ার। কোম্পানিটির ৯৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা এসিআই ফরমুলেশনের ৭৭ কোটি পাঁচ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- জেএমআই হাসপাতাল, শাইনপুকুর সিরামিক, ফরচুন সুজ, জিনেক্স ইনফোসিস, আইপিডিসি ফাইন্যান্স, ইউনিক হোটেল ও ইস্টার্ন হাউজিং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ২০২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪৭টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।
http://forex-bangla.com/customavatars/895638044.jpg
ডিএসইতে সূচক ও লেনদেনে পতন অব্যাহত।
17762
টানা কয় দিন ধরেই শেয়ারবাজার খুবই নাজুক অবস্থায় অতিবাহিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর কমায় সূচকের নেতিবাচক প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইতে ৩১২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ছয় হাজার ৫৬৫ দশমিক ৪৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে এক হাজার ৪৩২ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৭২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে দুই হাজার ৪০৬ দশমিক ৯১ পয়েন্টে স্থির হয়।ডিএসইতে এদিন মোট ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৯১টির এবং কমেছে ২৪২টির। বাকি ৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৩১২ কোটি ৩৪ লাখ টাকা। ডিএসইতে এদিন ২০ কোটি ১০ লাখ ৪০ হাজার ৬১৭টি শেয়ার ১ লাখ ৮৬ হাজার ৬৫১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির ৪৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৫ টাকা ৭০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৪১ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৯০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফরমুলেশনস লিমিটেডের ৩৩ কোটি ৪৭ লাখ, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ২৯ কোটি ৯২ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ২৫ কোটি ৩৫ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ২৪ কোটি ৮০ লাখ, স্যালভো কেমিক্যাল লিমিটেডের ১৯ কোটি ৬২ লাখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১৭ কোটি ১৫ লাখ, এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৪ কোটি ১০ লাখ ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ১৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ফু ওয়াং সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেডের ৯ দশমিক ১৪ শতাংশ, সালভো কেমিক্যাল লিমিটেডের ৮ দশমিক ৮৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৬ দশমিক ৮৪ শতাংশ, জেএমআই হসপিটালের ৬ দশমিক ৬৬ শতাংশ এবং সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৬৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
SaifulRahman
2022-05-16, 02:34 PM
দেশের পুঁজিবাজারে আজ লেনদেনের শুরুতেই বড় দরপতন হয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট কমেছে। সর্বশেষ বেলা ১টায় সূচকটি ২ শতাংশ কমে ৬ হাজার ৪৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। ৪০ মিনিটেই ৮০ পয়েন্ট হারায় সূচকটি। এর পর সূচক কিছুটা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা ১টা পর্যন্ত সূচকটি আগের দিনের তুলনায় ১৩৩ পয়েন্ট হারিয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১ টা পর্যন্ত ১ দশমিক ৮০ শতাংশ কমে ২ হাজার ৩৬৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৪১ শতাংশ কমে ১ হাজার ৪১২ পয়েন্টে দাঁড়িয়েছে। তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৩৪৪টির আর অপরিবর্তিত ছিল ১০টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৬৭৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।
17772
Tofazzal Mia
2022-05-17, 11:30 AM
টানা চার কার্যদিবস দরপতনের পর মঙ্গলবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। তবে লেনদেনের সময় আধাঘণ্টা পার হওয়ার আগেই সূচক ঋণাত্মক হয়ে পড়েছে। সূচকে এমন অস্থিরতা দেখা দেওয়ার পাশাপাশি লেনদেনেও ধীরগতি দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ১৭ পয়েন্টে পড়ে গেছে। লেনদেন হয়েছে দেড়শ কোটি টাকার কম। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে। সেইসঙ্গে ঋণাত্মক হয়ে পড়েছে সূচক।
http://forex-bangla.com/customavatars/187621691.jpg
এদিন ডিএসইতে লেনদেন শুরু অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। আর লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচকটি বাড়ে ৫০ পয়েন্ট। লেনদেনের শুরুতে এমন বড় উত্থান প্রবণতা দেখা দিলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। প্রথম ১০ মিনিটের লেনদেন শেষ হতেই দাম বাড়ার তালিকা থেকে একেরপর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। ফলে দেখতে দেখতে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। এতে আধাঘণ্টার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ১৭ পয়েন্ট পড়ে যায়।
লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের নিম্নমুখী প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৪২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ২১ পয়েন্ট পড়ে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমেছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। আর ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬৯ কোটি ৮৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৪২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
Montu Zaman
2022-05-22, 01:20 PM
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২২মে) পুঁজিবাজারের সূচক বৃদ্ধির প্রবণতায় শুরু হয় শেয়ার বিক্রির চাপ। ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকায় এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৬ পয়েন্ট। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ। ফলে টানা আট কর্মদিবস সূচকের পতনের মাধ্যমে লেনদেন হচ্ছে।
http://forex-bangla.com/customavatars/1518675633.jpg
ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।
প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ২ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার টাকা। একই সময় অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার। সিএসইতে দিনের প্রথম ঘণ্টায় ১২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।
গত সপ্তাহে পুঁজিবাজারে টানা পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববারেও পতনমুখী দেশের পুঁজিবাজার। পতনমুখী এ বাজারে এক দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন নেই ছয় হাজার ৭০৬ কোটি টাকা। এদিন ডিএসইতে সূচকের বড় পতনের পাশাপাশি সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই সূচক ও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইর বাজার মূলধন ছয় হাজার ৭০৬ কোটি টাকা কমে পাঁচ লাখ তিন হাজার ১৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১৫ দশমিক ৫৬ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ কমে ছয় হাজার ১৪২ দশমিক ৬৮ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২১ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ কমে এক হাজার ৩৬১ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩৯ দশমিক ৫১ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ কমে দুই হাজার ২৭৭ দশমিক ১৬ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ২১টির এবং কমেছে ৩৪৫টির। বাকি ১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬৮২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ১৩ কোটি ৩৩ লাখ টাকা। ডিএসইতে এদিন ২১ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৩৭৯টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৩৩৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের পতনের চিত্র গেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৭০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৭০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩৯ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৮০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২১৭ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ কমে ১০ হাজার ৮৪৭ দশমিক ৬১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৬২ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ কমে ১৮ হাজার ৭৭ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৭টির কমেছে ২৪২টির এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।
টানা পতনের পর গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। লেনদেন উত্থানের পাশাপাশি গতকাল এক দিনে দুই শতাংশের বেশি বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩১ দশমিক ৩৫ পয়েন্ট বা ২ দশমিক ১০ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৬৯ দশমিক ৩৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২৬ দশমিক ০৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে এক হাজার ৩৯৯ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩৯ দশমিক ৫৫ পয়েন্ট বা ১ দশমিক ৭১ শতাংশ বেড়ে দুই হাজার ৩৪৬ দশমিক ৯৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৩৪২টির এবং কমেছে ২৫টির। বাকি ১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ২৯৪ কোটি ৪৯ লাখ টাকা। ডিএসইতে এদিন ২১ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৬৪৩টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৭৭১ বার হাতবদল হয়। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৫৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪৩ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ৩২ কোটি ৮৯ লাখ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩০ কোটি ৮২ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৩০ কোটি চার লাখ, ফরচুন শুজ লিমিটেডের ২৮ কোটি ১৯ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৩ কোটি ৩৬ লাখ, এসিআই ফরমুলেশনস লিমিটেডের ২২ কোটি ৮৮ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১৯ কোটি ৫১ লাখ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গতকাল ৬ দশমিক ৯২ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, তমিজউদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেডের ৯ দশমিক ৯৫ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৯ দশমিক ৬৪ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Rassel Vuiya
2022-05-31, 11:02 AM
ব্যাপক দরপতনের পর হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। পরপর দুই কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮১ পয়েন্ট বেড়েছে। এর মধ্যে গতকাল রোববারই বেড়েছে ১৩১ পয়েন্ট। বৃহৎ বাজার মূলধনি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি সূচকে বড় ভূমিকা রাখলেও স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্রভাবও কম ছিল না। সংশ্নিষ্টরা জানান, ব্যাপক দরপতনের পর অনেক শেয়ারের দর বেশ কমে গিয়েছিল। তাছাড়া দরপতন ঠেকাতে সব শেয়ারের দরে নিচের সার্কিট ব্রেকার ২ শতাংশ বেঁধে দেওয়ার বিষয়টি সাধারণ বিনিয়োগকারীদের অনেকেই বেশ পছন্দ করেছেন। তাদের শেয়ার ক্রয়ই পুরো বাজার চিত্র বদলে দিয়েছে।
ডিএসইতে গতকাল ৩৭৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪২টির বা প্রায় ৯১ শতাংশের দর বেড়েছে। বিপরীতে মাত্র ২৫ শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত ছিল ১০টির। প্রতিটি খাতেরই সিংহভাগ শেয়ারের দর বেড়েছে। লেনদেন ২৯৪ কোটি টাকা বেড়ে ৮৩৩ কোটি টাকা ছাড়িয়েছে।
বস্ত্র এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের ৮০ কোম্পানির গড় শেয়ারদর বেড়েছে ৪ শতাংশের বেশি। ছোট খাতের মধ্যে সিরামিক এবং সেবা ও নির্মাণ খাতের ৯ কোম্পানির দর বেড়েছে গড়ে পৌনে ৬ শতাংশ হারে। তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির দর সবচেয়ে বেশি হারে বেড়েছে। তুলনামূলক কম বেড়েছে ব্যাংক এবং ওষুধ ও রসায়ন খাতের দর। এরপরও এ দুই খাতের শেয়ারগুলোর দরবৃদ্ধির হার ছিল ১ শতাংশের বেশি। বাকি সব খাতের গড় দর ২ থেকে সাড়ে ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। সর্বশেষ দুই কার্যদিবসের বৃদ্ধির আগে মে মাসজুড়ে লাগাতার দরপতনে নাকাল ছিল পুরো বাজার। গত ২৩ মে একদিনে ১১৮ পয়েন্ট বৃদ্ধির পরও ২৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত প্রায় এক মাস সময়কালে সূচকের পতন হয়েছিল ৪৮৯ পয়েন্ট।
http://forex-bangla.com/customavatars/723511425.jpg
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে ব্যাংকটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। মূলত ব্যাসেল থ্রি’র অধীনে টায়ার টু মূলধন শক্তিশালীকরণের জন্য এই বন্ড ইস্যু করবে ব্যাংকটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করতে পারবে ব্যাংকটি। এদিকে সম্প্রতি কোম্পানিটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ১৩ পয়সা। এছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ২ টাকা ১১ পয়সা। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের জন্য আগামী ২৫ আগস্ট বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভার এজিএমজানিয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ জুন। কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে লেনদেন করছে। ৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন তিন হাজার ২১৯ কোটি ৭৪ লাখ টাকা। কোম্পানির মোট ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭১ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ২৮ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৩ দশমিক ৯৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৮৩ শতাংশ এবং বাকি ৪৬ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
Rassel Vuiya
2022-06-07, 02:47 PM
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ২১২ কোটি ২৬ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫১ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1797163841.jpg
SumonIslam
2022-06-13, 01:03 PM
দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিসে আজ সোমবার নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার পর দ্বিতীয় দিনেও দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ঢাকা স্টক এক্স*চে*ঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। পাশাপাশি এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে। বাজার পর্যবেক্ষ*ণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর কিছু সময় ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হলেও বেলা ১১টা পর্যন্ত আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪১৩ পয়েন্টে দা*ঁড়ি*য়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ৬ প*য়েন্ট কমে ২ হাজার ৩২৯ ও শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রথম ঘন্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির বা ৩৩ দশমিক ৪২ শতাংশ, কমেছে ২০২টির বা ৫৪ দশমিক ৪৪ শতাংশ, আর অপরবর্তিত রয়েছে ৪৫টি বা ১২ দশমিক ১৩ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ১৭৮ কোটি ৫১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।
http://forex-bangla.com/customavatars/584076787.jpg
Tofazzal Mia
2022-06-15, 04:00 PM
বাজেটের পর থেকে একটানা দরপতন চলছে শেয়ারবাজারে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য তেমন কোনো ঘোষণা না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ভর করেছে। যার প্রভাব পড়ছে বাজারে। বাজেট-পরবর্তী তিন কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১৯ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমে গেছে।
গত বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার কমানো ছাড়া আর তেমন কোনো সুবিধা দেওয়া হয়নি। করপোরেট কর কমানোর এ সুবিধা পাবে না ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, মুঠোফোন ও সিগারেট প্রস্তুতকারক কোম্পানিগুলো। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর এক-তৃতীয়াংশই ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, মুঠোফোন ও সিগারেট প্রস্তুতকারক কোম্পানি। এর বাইরে যেসব কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর কমানো হয়েছে সেখানেও শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, যেসব কোম্পানি বছরে ১২ লাখ টাকা পর্যন্ত নগদে লেনদেন করবে, কেবল সেসব কোম্পানিই এ সুবিধা পাবে। ফলে করপোরেট কর কমানোর সুবিধা পাবে না শেয়ারবাজারের অধিকাংশ কোম্পানি।
বাজেটে উল্লেখযোগ্য কোনো সুবিধা না পাওয়ায় গত রোববার থেকে বাজারে দরপতন শুরু হয়। গতকাল মঙ্গলবারও এ ধারা অব্যাহত ছিল। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬১ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬টি বা ৬২ শতাংশেরই দাম কমেছে, বেড়েছে ৮৯টির বা ২৩ শতাংশের। আর অপরিবর্তিত ছিল ১৫ শতাংশ বা ৫৭টির দাম।
একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীর সঙ্গে কথা বলে জানা যায়, বাজেট সামনে রেখে ব্যক্তিশ্রেণি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি অংশ বাজারে বিনিয়োগ করে মুনাফার আশায়। বাজেটে ভালো কিছু থাকবে—এই প্রত্যাশায় তাঁরা বিনিয়োগ করে থাকেন। এবারও বাজেট সামনে রেখে কিছু বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করেছিলেন। কিন্তু বাজেটে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন তাঁরা লোকসানেও শেয়ার বিক্রি করছেন। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৮৭৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭৭ কোটি টাকা বেশি।
http://forex-bangla.com/customavatars/482206660.jpg
চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস পুঁজিবাজারে টানা পতনের পর গত দুই কার্যদিবসে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২ শতাংশ সিকিউরিটিজের দর বৃদ্ধি হয়েছে। একই সঙ্গে এদিন সূচকের উত্থানের পাশাপাশি লেনদেন বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে ছয় হাজার ৪২৫ দশমিক ৭৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৩ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ বেড়ে এক হাজার ৪০৩ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৬ দশমিক ০২ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে দুই হাজার ৩২৭ দশমিক ৯৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৯৮টির এবং কমেছে ১৩৫টির। বাকি ৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ১০২ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসইতে এদিন ২৫ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৫২৯টি শেয়ার এক লাখ ৯০ হাজার ২৭০ বার হাতবদল হয়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৭৪ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে ১১ হাজার ৩৩০ দশমিক ৫৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১২৫ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে ১৮ হাজার ৮৯৮ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০০টির এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে ৮৭ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২ কোটি ৬০ লাখ টাকার। অর্থাৎ সিএসইতে গতকাল লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৭২ লাখ টাকা।
মিশ্রিত অবস্থায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪ শতাংশ সিকিউরিটিজের দর হ্রাস পেয়েছে। একই সঙ্গে এদিন সূচকের মিশ্র প্রবণতার পাশাপাশি লেনদেন কমেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে ছয় হাজার ৪০৬ দশমিক ৪৬ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৬ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে এক হাজার ৩৯৭ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ বেড়ে দুই হাজার ৩২৯ দশমিক ৯৫ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে এদিন মোট ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৬২টির এবং কমেছে ২৮২টির। বাকি ৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ১৫০ কোটি ৮৪ লাখ টাকা। ডিএসইতে এদিন ২০ কোটি ৮২ লাখ ১০ হাজার ৮১৩টি শেয়ার এক লাখ ৬২ হাজার ৫২৩ বার হাতবদল হয়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৭ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে ১১ হাজার ৩১২ দশমিক ৮৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে ১৮ হাজার ৮৬৮ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৯৬টির এবং ৩৪টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে ২৪ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৭ কোটি ৩৩ লাখ টাকার। অর্থাৎ সিএসইতে গতকাল লেনদেন কমেছে ৬৩ কোটি ১৪ লাখ টাকা।
Montu Zaman
2022-06-26, 03:57 PM
শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জুন) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩০১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৮১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪ কোম্পানির। দরপতন হয়েছে ২৩০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৭৪ লাখ টাকা। এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১৩৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৮১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির। দিন শেষে সিএসইতে ২১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
http://forex-bangla.com/customavatars/428889144.jpg
Rassel Vuiya
2022-06-27, 01:42 PM
দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার ঊর্ধ্বমূখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। মাঝে সূচকটি কিছুটা কমলেও বেলা ১২টা পর্যন্ত আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯০ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৩৪টির বা ৬১ দশমিক ৭৪ শতাংশ, কমেছে ৯৭টির বা ২৫ দশমিক ৫৯ শতাংশ, আর অপরবর্তিত রয়েছে ৪৮টি বা ১২ দশমিক ৬৬ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২৮৯ কোটি ১৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1446028637.jpg
InstaForex Sushantay
2022-06-28, 01:41 PM
সপ্তাহের শুরুতেই বেড়েছে ইউরোপের শেয়ারবাজার
http://forex-bangla.com/customavatars/1446387675.jpg
সোমবারের লেনদেনে পশ্চিম ইউরোপীয় মূল স্টক সূচকগুলো ক্রমাগত বাড়ছে। মধ্যাহ্নে তারা মার্কিন এবং এশিয়ান স্টক মার্কেট অনুসরণ করে দুই সপ্তাহের উচ্চতায় পৌঁছেছিল। বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আশংকা কমেছে যে প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলির সিদ্ধান্তমূলক পদক্ষেপগুলি বিশ্ব অর্থনীতিতে মন্দা শুরু করতে পারে। ইউরোপের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির স্টক্স ইউরোপ-600 কম্পোজিট সূচক 0.65% বেড়ে 415.63 পয়েন্টে দাঁড়িয়েছে। গত শুক্রবার সূচকটি তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সেরা ফলাফল প্রকাশ করেছে। ব্রিটিশ FTSE 100 0.86% বেড়ে 7268.5 পয়েন্টে স্থির হয়েছে। এছাড়াও ফরাসি CAC 40 সূচক 0.86% বেড়ে 6125.7 পয়েন্টে পৌঁছেছে। জার্মান DAX সূচক 1.46% বেড়ে 13305.86 পয়েন্টে পৌঁছেছে।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন লাভকারী মাইনিং স্টক সোমবার সবচেয়ে বড় লাভ রেকর্ড করেছে। বিএইচপি বেড়েছে 3.5%, অ্যাংলো আমেরিকান বেড়েছে 3.1%, অ্যান্টোফ্যাগাস্ া বেড়েছে 2.7%, রিও টিনটো 3.2% এবং গ্লেনকোর 3.3% বেড়েছে। ফরাসি স্বয়ংচালিত সেক্টরের র্যালীও চিত্তাকর্ষক ছিল, রেনল্ট 2.4% এবং মিশেলিন 1.1% বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণ আফ্রিকার মূল কোম্পানি চীনের টেনসেন্টের কাছে তার শেয়ার বিক্রি না করার প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করায় ডাচ বহুজাতিক কোম্পানি প্রোসাসের শেয়ার 13% বেড়েছে। এটা প্রত্যাশিত যে সিকিউরিটিজ থেকে আয় একটি প্রধান শেয়ার বাইব্যাক প্রোগ্রাম সমর্থন করার জন্য ব্যবহার করা হবে। ইতালীয় ব্যাংক ইনটেসা স্যানপাওলো এসপিএ 2.6% লাভ করেছে এই খবরে যে কোম্পানিটি €3.4bn বাইব্যাক প্রোগ্রাম চালু করছে। ব্রিটিশ কনসালটেন্সি অ্যাকিলা সার্ভিসেস গ্রুপ পিএলসির বাজার মূলধন 1.9% বৃদ্ধি পেয়েছে।
কোম্পানিটি মার্চে শেষ হওয়া অর্থবছরে $881,200 এর প্রাক-কর মুনাফা পোস্ট করেছে, যা এক বছর আগের $276,000 এর তুলনায় তিনগুন।
ইতোমধ্যে, ইতালীয় বীমা কোম্পানি অ্যাসিকিউরাজিওনি জেনারেলি (-2.8%) এবং গ্যাস কোম্পানি ইতালগ্যাস (-2.3%) ইউরোপীয় এক্সচেঞ্জে লেনদেন করা সবচেয়ে কম পারফরম্যান্সকারী সিকিউরিটিগুলির মধ্যে ছিল।
বাজার পরিস্থিতি ইউরোপীয় স্টক মার্কেটের জন্য আজকে প্রধান উত্থান ফ্যাক্টর ছিল চীনে অতিরিক্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির বিনিয়োগকারীদের প্রত্যাশা। আগের দিন, করোনভাইরাস বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছিল কারণ সাংহাই কর্তৃপক্ষ দুই মাসের মধ্যে প্রথমবারের মতো কোভিড-১৯ সংক্রমণের কোনও ঘটনা রিপোর্ট করেনি। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জের উত্থানের আরেকটি বড় কারণ হিসেবে প্রমাণিত হয় জ্বালানি কোম্পানিগুলোর শেয়ারের মূল্যের তীব্র বৃদ্ধির খবর। এনি, টোটালএনার্জিস, শেল এবং বিপি যথাক্রমে 0.38%, 1.48%, 1.77% এবং 1.4% বেড়েছে।
বিনিয়োগকারীদের মনোযোগ এখন পর্তুগালের সিন্ট্রাতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক ফোরামের উপর নিবদ্ধ। তিন দিনের ইভেন্টের অংশ হিসাবে, ইউরোপীয় নিয়ন্ত্রকের প্রতিনিধিরা মুদ্রাস্ফীতির রেকর্ড মাত্রা মোকাবেলা করার বিষয়ে কথা বলবেন বলে ধারণা করা হয়েছে। ট্রেডিং ফলাফল দ্রব্যমূল্যের পতন সহ বিনিয়োগকারীদের দুর্বল মুদ্রাস্ফীতির প্রত্যাশার মধ্যে ইউরোপীয় স্টক সূচকগুলি শুক্রবার দর্শনীয়ভাবে পারফর্ম করেছে৷ এদিকে, বুধবার এবং বৃহস্পতিবার, ইউরোপের শেয়ার বাজারগুলি বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর আর্থিক নীতির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সম্পর্কে বাজার উদ্বেগের কারণে লক্ষণীয়ভাবে পতন দেখিয়েছিল৷ ফলস্বরূপ, ইউরোপের শীর্ষস্থানীয় কোম্পানি স্টক্স ইউরোপ-600 এর কম্পোজিট সূচক 2.6% বৃদ্ধি পেয়ে 412.90 পয়েন্টে পৌঁছেছে। গত সপ্তাহে, সূচকটি 2.4% বৃদ্ধি পেয়েছে এবং এক মাসের মধ্যে প্রথমবারের মতো ইতিবাচক দিকে সপ্তাহের লেন-দেন শেষ করেছে।
বিজ্ঞাপন কোম্পানি অ্যাডেভিনতা এএসএ (+10%), ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেকোর্ডাটি এসপিএ (+7.6%) এবং ক্রুজ অপারেটর কার্নিভাল (+8.7%) এর স্টকগুলি স্টক্স ইউরোপ-600 সূচকে শীর্ষস্থানীয় ছিল৷ ব্রিটিশ FTSE 100 2.7% বৃদ্ধি পেয়েছে। ফ্রেঞ্চ CAC 40 সূচক 3.2% যোগ করেছে , জার্মান DAX বেড়েছে 1.6%। স্প্যানিশ প্রযুক্তি জায়ান্ট ইন্দ্রা সিস্টেমাস এসএ এর স্টক মূল্য 15% কমেছে। এর আগে, কোম্পানির ব্যবস্থাপনা সিএফও জাভিয়ের লাজারোর পদত্যাগের ঘোষণা করেছিল। বোর্জা গার্সিয়া-আলার্কন আলতামিরানো নতুন সিএফও হবেন। ইউরোপের বৃহত্তম ট্যুর অপারেটর, TUI AG-এর বাজার মূলধন 3.9% কমে গেছে।
আগের দিন কোম্পানির ব্যবস্থাপনা শরতের শুরুতে TUI AG সিইও ফ্রেডরিখ জসেনের পদত্যাগের ঘোষণা দেয়। সিএফও সেবাস্তিয়ান এবেল কোম্পানির নতুন সিইও হবেন। জার্মান অনলাইন খুচরা বিক্রেতা জ্যালান্ডো এসই দ্বিতীয় ত্রৈমাসিকের প্রত্যাশার চেয়ে দুর্বল ফলাফলে 1.6% হ্রাস পেয়েছে। উপরন্তু, জ্যালান্ডো এর ব্যবস্থাপনা তার বার্ষিক পূর্বাভাস সংশোধিত করেছে এবং আশা করছে যে 2022 সালে কোম্পানির আয় পূর্বে প্রত্যাশিত 12-19% এর চেয়ে মাত্র 3% বৃদ্ধি পাবে। যাইহোক, ইউরোজোনের সদস্য দেশগুলির দেশীয় পরিসংখ্যান শুক্রবার ইউরোপীয় সূচকগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ ঊর্ধ্বমুখী ফ্যাক্টর হিসাবে প্রমাণিত হয়েছে।
এইভাবে, শুক্রবার সকালে জানা গেল যে জুনে জার্মানির অর্থনীতির জন্য জার্মান ব্যবসায়িক আস্থার সূচক (ব্যবসায়িক জলবায়ুর সূচক) মে মাসের 93 পয়েন্ট থেকে 92,3 পয়েন্টে নেমে এসেছে। বিশ্লেষকরা গড় 92.9-এ নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন। যুক্তরাজ্যের খুচরা বিক্রয় এপ্রিল মাসে বৃদ্ধির বিপরীতে, মে মাসে 0.5% কমেছে। প্রিন্ট 0.7% পতনের বাজারের অনুমানকে বীট করেছে।
*মার্কেট এর নিউজ ট্রেডিং সম্পর্কে আপনার সচেতনতা বৃদ্ধি করবে, কিন্তু আপনাকে ট্রেডিং সম্পর্কিত নির্দেশ প্রদান করবে না।
ইকোনমিক* নিবন্ধ পেতে ভিজিট করুন:*https://ifxpr.com/3azJlBa
Rakib Hashan
2022-07-05, 02:06 PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা দিয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। সেইসঙ্গে লেনদেনেও ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে প্রায় দেড়শো কোটি টাকা। ডিএসইর পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। সেইসঙ্গে বেড়েছে মূল্যসূচক। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা। সেইসঙ্গে বড় হতে থাকে দাম বাড়ার তালিকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৩৪ মিনিটে ডিএসইতে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৪১ পয়েন্ট । অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৪৬ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
SaifulRahman
2022-07-07, 06:09 PM
দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে ঈদের আগের সর্বশেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ জুন) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে দশমিক ৯০ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে বুধবার দরপতনের পর আজ বাজার ঘুরে দাঁড়াল। ডিএসইর তথ্য মতে, বুধবারের মতো বৃহস্পতিবারও সূচকের তেজিভাবের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেনের আধা ঘণ্টা পর শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেশি পড়ে। এরপর দিনের বাকি লেনদেন হয় সূচক ওঠানামার মধ্য দিয়ে। এদিন ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৯ কোটি ৬০ লাখ ১২ হাজার ৬৯৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১৬৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ৩০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৬ পয়েন্ট।
17880
সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রবণতায় আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৪২ কোটি টাকা। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেন শেষে প্রায় ১ পয়েন্ট ইতিবাচক ছিল প্রধান সূচক। বাকি দুই সূচক নেতিবাচক অবস্থানে ছিল। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৬৬ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক দশমিক ১ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে এক হাজার ৩৮৭ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ২ হাজার ২৯৩ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন ৫৮২ কোটি ৪৩ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ১৮ হাজার ৭৭২ কোটি টাকায়। ডিএসইতে লেনদেন হয় ৭৮৮ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ৯৫ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ৪১ কোটি ৭০ লাখ টাকা। এদিন ১৯ কোটি ৬০ লাখ ১২ হাজার ৬৯৮টি শেয়ার এক লাখ ৪৪ হাজার ৭৬৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৬৩টির দর। গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ৭৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর কমেছে ৯ টাকা ৯০ পয়সা। এরপর আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৫৫ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (বেক্সিমকো) ৫৩ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন হয়। দর কমেছে ১ টাকা ১০ পয়সা। ফরচুন শুজ লিমিটেডের লিমিটেডের ২৪ কোটি ৮৯ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৯ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২০ পয়সা। ফুু-ওয়াং ফুড লিমিটেডের ১৭ কোটি ৭৮ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৫০ পয়সা। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়। দর কমেছে ২ টাকা ১০ পয়সা। বিডিকম অনলাইন লিমিটেডের ১৫ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা। জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৪ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়। দর কমেছে ১ টাকা ২০ পয়সা। এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭০ পয়সা। অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৩৮ দশমিক ২৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ বেড়ে ১৮ হাজার ৭৫১ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দর। সিএসইতে এদিন ২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
SumonIslam
2022-07-24, 12:28 PM
ঈদের পর টানা আটদিন শেয়ারবাজারে দরপতন ছিল। এবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেখা গেলো বড় ধরনের দরপতনের প্রবণতা। লেনদেনের শুরুতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে ধীরগতি দেখা যাচ্ছে লেনদেনে। প্রথম আধা ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৩০ পয়েন্টের ওপরে। আর লেনদেনে হয়েছে ১০০ কোটি টাকার কিছু বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে মূল্যসূচক। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের ঘোষণা দিলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে। সরকারের ঘোষণা আসার সঙ্গে সঙ্গে গত সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বড় পতনের মধ্যে পড়ে শেয়ারবাজার। পরের তিন কার্যদিবস মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারও শেয়ারবাজারে বড় দরপতন হয়। অবশ্য লোডশেডিংয়ের ঘোষণার আগে থেকেই শেয়ারবাজারে দরপতন হচ্ছিল। ঈদুল আজহার পর এখনো পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হওয়া আট কার্যদিবসেই দরপতন হয়েছে। তবে লোডশেডিংয়ের ঘোষণা আসার পর শেয়ারবাজারে বড় ধরনের ক্রেতা সংকট দেখা দেয়। ফলে বড় পতনের মধ্যে পড়ে শেয়ারবাজার।
http://forex-bangla.com/customavatars/2000897004.jpg
BDFOREX TRADER
2022-07-25, 04:33 PM
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ জুলাই) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় দরপতন দেখা দিলেও শেষপর্যন্ত মূল্যসূচক ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। এর মাধ্যমে টানা নয় কার্যদিবস পতনের পর ঊর্ধ্বমুখীতার দেখা পেলো শেয়ারবাজার।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শুরুতে মূল্যসূচকের বড় পতন হয়। লেনদেনের সময় আধাঘণ্টা না গড়াতেই প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে।
এতে আবারও বড় দরপতনের আশঙ্কা পেয়ে বসে বিনিয়োগকারীদের মধ্যে। তবে দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। দরপতনের তালিকা থেকে বেরিয়ে আসে বেশকিছু প্রতিষ্ঠান। সেই ক্রেতা সংকট থেকে বেরিয়ে আসে শতাধিক প্রতিষ্ঠান। ফলে ঊর্ধ্বমুখী হয় সূচক।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ঈদের পর থেকেই শেয়ারবাজার টানা দরপতন ঘটলেও সরকার বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত জানানোর পর পতনের মাত্রা বেড়ে যায়। জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে লক্ষ্যে সোমবার (১৮ জুলাই) সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং করা বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। সরকারের পক্ষ এমন ঘোষণা আসার পর সোমবার শেয়ারবাজারে বড় দরপতন হয়। সেইসঙ্গে চরম ক্রেতা সংকটে পড়ে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। মঙ্গলবারও (১৯ জুলাই) শেয়ারবাজারে বড় ধরনের ক্রেতা সংকট দেখা দেয়। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে মূল্যসূচকের বড় পতন হয়। পরের দুই কার্যদিবস বুধ ও বৃহস্পতিবার (২০ ও ২১ জুলাই) কিছু প্রতিষ্ঠানের ক্রেতা ফেরায় দরপতনের মাত্র কিছুটা কমে। তবে পতনের হাত থেকে রক্ষা পায়নি শেয়ারবাজার। আর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে আবারও ক্রেতা সংকট দেখা দেওয়ায় শেয়ারবাজারে বড় দরপতন হয়।
http://forex-bangla.com/customavatars/358504665.jpg
Rakib Hashan
2022-07-27, 03:13 PM
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৬৮ কোম্পানির শেয়ার ক্রেতাশূন্য হয়ে গেছে। আজ লেনদেন শুরুর পর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এতে করে ৬৮ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতা নেই।
কোম্পানিগুলো হচ্ছে-
এডিএন টেলিকমের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫৯.৫০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৬২.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৬০.৩০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৯.৬০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৯.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৯.৫০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ক্রাউন সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর আগেরদিন ছিল ৭৬.৬০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৭৫.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৭৫.১০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৬৫.৯০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৬৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৬৯ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ডেল্টা স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৮.৬০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৮.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৮.৫০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
দুলামিয়া কটনের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৭০.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৭৭.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৭৫.৭০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ফ্যামিলিটেক্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৪.৯০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪.৯০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৬ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৫.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৫.৯০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ফাস ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫.৪০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৫.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫.৬০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৫.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
জেমিনি সী ফুডের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৩১৮.৪০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩১৮.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৩১২.২০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫.৫০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৫.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ইমাম বাটনের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১২৬.৬০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১২৪.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১২৪.১০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ইনটেকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৩০.৫০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২৯.৯০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫৪.৪০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৫৪.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৫৩.৪০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
http://forex-bangla.com/customavatars/695204732.jpg
Montu Zaman
2022-08-21, 05:21 PM
দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন লাফার্জহোলসিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, তিত্যাস গ্যাস এবং বিকন ফার্মাসহ বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২০ পয়েন্ট। সূচক বাড়লেও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে পুঁজিবাজারে টানা চার কার্যদিবস সূচকের উত্থান হলো। তবে তার আগের টানা চার কার্যদিবস পতন হয়েছিল। ডিএসইর তথ্য মতে, রোববার বাজারটিতে ২৪ কোটি ৪৯ লাখ ১০৬৪টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৫৭ কোটি ৭৬ লাখ ২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১০১ কোটি টাকার বেশি। নতুন সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে ১৩৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
18074
Rakib Hashan
2022-08-22, 02:06 PM
সূচকের তেজিভাবের মাধ্যমে চলছে দেশের পুঁজিবাজারের লেনদেন। ফলে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২২ আগস্ট) লেনদেনের প্রথম এক ঘণ্টা ১৫ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৬৩ পয়েন্ট। উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের ও লেনদেন। ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ১০৩টির দাম। এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৬ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়েছে। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ।এর আগের দিন সোয়া দুই ঘণ্টায় লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।
একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ১ ঘণ্টা ১৫ মিনিটে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭৪৬ টাকা।
সিএসইতে ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬০টির, অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম।
SumonIslam
2022-08-25, 04:28 PM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, প্রকৌশল, খাদ্য, বস্ত্রসহ সবকটি খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এতে বড় উত্থান হয়েছে সবকটি মূল্যসূচকের। একইসঙ্গে বেড়েছে লেনদেনের গতি। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। চলতি বছরের ১১ জানুয়ারির পর গত সাড়ে সাত মাসের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। এদিন ডিএসই ছাড়াও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসইতে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। ফলে লেনদেনের শুরুর দিকে সূচকের বড় উত্থানের আভাস পাওয়া যায়। আর লেনদেনের শেষদিকে এসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বেড়ে যায়। ফলে সূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির। আর ৯১টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় অধিকাংশ প্রতিষ্ঠান স্থান করে নিলেও বড় দাপট দেখিয়েছে বিমা খাতে। এ খাতের ৪৬টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে একটি প্রতিষ্ঠানেরও শেয়ার দাম কমেনি। তবে ৬টির শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে।
এছাড়া ওষুধ খাতের ২০টির শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৪টির। ব্যাংক খাতের ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার বিপরীতে কমেছে ৩টির। আর্থিক খাতের ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ২টির। বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৩টির। প্রকৌশল খাতের ৩৫টির শেয়ার দাম বেড়েছে এবং ৬টির দাম কমেছে। খাদ্য খাতের ১২টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৪টির। এতে দিনের লেনদেশ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৬৪৩ কোটি ৭৪ লাখ টাকা। একইসঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে। গত ১১ জানুয়ারি ডিএসইতে ১ হাজার ৯৭৬ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়। এরপর গত সাত মাসে ডিএসইতে আর এতো লেনদেন হয়নি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭০টির এবং ৭৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
http://forex-bangla.com/customavatars/1829101071.jpg
SumonIslam
2022-08-30, 10:37 AM
চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এতে প্রথম দুই কার্যদিবসে দৈনিক লেনদেনের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সূচক বাড়লেও দৈনিক লেনদেন কমেছে। দেশের দুই পুঁজিবাজারেই গতকাল মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়েছে। টানা উত্থানের কারণে অনেক বিনিয়োগকারীই শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ৪ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর কিছুটা ছন্দপতন ঘটে। তবে ১১ মিনিট পরেই আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের ৩০ মিনিট পর থেকেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। এতে সূচকে বড় পতন ঘটে। এর আধা ঘণ্টা পরেই সূচক বেড়ে দিনের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে। দিনভর ওঠানামা শেষে গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০৮ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ৪০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২৭১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৩ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৩৯০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মাসিউটিক্যাল , বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), গ্রামীণফোন ও পূবালী ব্যাংকের শেয়ারের।
বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে টানা বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল দেশের পুঁজিবাজার। এতে অনেক বিনিয়োগকারীর মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তোলে নেয়ার প্রবণতা দেখা গিয়েছে। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে ডলারের বিনিময় মূল্য ও জ্বালানির সরবরাহ কিছুটা স্থিতিশীল হলেও এ বিষয়ে এখনো অনেকের মধ্যে শঙ্কা কাজ করছে। ফলে বিনিয়োগকারীরা ঊর্ধ্বমুখী বাজারের সুবিধা নিয়ে তাদের পোর্টফোলিওতে থাকা কিছু শেয়ার বিক্রি করে নগদ অর্থ হাতে রাখছেন। লেনদেনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হলেও দ্বিতীয়ার্ধে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গিয়েছে। এতে শুরুর দিকে সূচকের যে উত্থান ছিল সেটি শেষ পর্যন্ত বজায় থাকেনি। ডিএসইতে গতকাল ১ হাজার ৭৪৪ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ২ হাজার ১০৫ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৮৮টির আর অপরিবর্তিত ছিল ৭১টি সিকিউরিটিজের বাজারদর।
http://forex-bangla.com/customavatars/2080392676.jpg
SUROZ Islam
2022-09-01, 05:16 PM
ব্যাংক-বিমার পর এবার দাপট দেখাল দামি কোম্পানি ও বড় মূলধনি কোম্পানির শেয়ার। সূচকের চাঙাভাবের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৫১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৫০ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, দামি কোম্পানি রেকিট বেনকিজার, ইউনিলিভার কেয়ার, ম্যারিকো, ইন্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের পাশাপাশি বড় মূলধনি কোম্পানি বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল, জেএমআইসহ বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর তাতে পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। সূচক ও অধিকাংশ শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেন। ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৪২ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৭১২টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার মূল্য ১ হাজার ৮৮৯ লাখ ৫২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৬ লাখ ৯৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ১৭২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩১টির, আর অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে- ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার, লাফার্জহোলসিম, ফরচুন সুজ, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং করপোরেশন ও সাইফ পাওয়ার লিমিটেডের শেয়ার। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৬০ লাখ ৬ হাজার ৫৮০ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭০ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ১৭৮ টাকার শেয়ার।
SUROZ Islam
2022-09-01, 05:37 PM
ব্যাংক-বিমার পর এবার দাপট দেখাল দামি কোম্পানি ও বড় মূলধনি কোম্পানির শেয়ার। সূচকের চাঙাভাবের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৫১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৫০ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, দামি কোম্পানি রেকিট বেনকিজার, ইউনিলিভার কেয়ার, ম্যারিকো, ইন্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের পাশাপাশি বড় মূলধনি কোম্পানি বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল, জেএমআইসহ বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর তাতে পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। সূচক ও অধিকাংশ শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেন। ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৪২ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৭১২টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার মূল্য ১ হাজার ৮৮৯ লাখ ৫২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৬ লাখ ৯৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ১৭২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩১টির, আর অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে- ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার, লাফার্জহোলসিম, ফরচুন সুজ, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং করপোরেশন ও সাইফ পাওয়ার লিমিটেডের শেয়ার। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৬০ লাখ ৬ হাজার ৫৮০ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭০ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ১৭৮ টাকার শেয়ার।
http://forex-bangla.com/customavatars/2080392676.jpg
BDFOREX TRADER
2022-09-06, 06:00 PM
সপ্তাহের প্রথম দুই কার্যদিবস দরপতন হওয়ার পর মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে আবার ঊর্ধ্বমুখীতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। তবে, দুই বাজারেই দাম বাড়ার তুলনায় দাম কামার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। এর আগে গত সপ্তাহের পাঁচ কার্যদিবস এবং তার আগের সপ্তাহের শেষ কার্যদিবস মূল্যসূচক বাড়ে। এতে টানা ছয় কার্যদিবসের উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সাড়ে ছয় হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়। টানা উত্থানের প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক সাড়ে ছয় হাজার পয়েন্ট ছাড়ানোর পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতন হয় শেয়ারবাজারে। পরের কার্যদিবস সোমবারও পতনের মধ্যেই থাকে শেয়ারবাজার।
এ পরিস্থিতিতে মঙ্গলবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের ১৫ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ৫০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এ ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষপর্যন্ত অব্যাহত থাকে।
তবে, লেনদেনের একপর্যায়ে এসে বিনিয়োগকারীদের একটি অংশ বিক্রির চাপ বাড়ায়। এতে বেশিকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কমে আসে। অবশ্য বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠান লেনদেনের প্রায় পুরোটা সময় ধরে দাম বাড়ার ধারা ধরে রাখে। ফলে এক বারের জন্যও সূচক ঋণাত্মক হয়নি। বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৭০ পয়েন্টে উঠে এসেছে। বাকি দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
http://forex-bangla.com/customavatars/430435728.jpg
Montu Zaman
2022-09-07, 04:32 PM
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন বেড়ে ২১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো শেয়ারবাজার। এর আগে গত সপ্তাহের পাঁচ কার্যদিবস এবং তার আগের সপ্তাহের শেষ কার্যদিবস মূল্য সূচক বাড়ে।
এতে টানা ছয় কার্যদিবসের উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সাড়ে ছয় হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়। টানা উত্থানের প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক সাড়ে ছয় হাজার পয়েন্ট ছাড়ানোর পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতন হয় শেয়ারবাজারে। পরের কার্যদিবস সোমবারও পতনের মধ্যেই থাকে শেয়ারবাজার। তবে মঙ্গলবার আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরে শেয়ারবাজার। আর বুধবার সূচকের বড় উত্থান হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক আবার সাড়ে ছয় হাজার পয়েন্টের ওপরে উঠেছে। এদিন লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
এমনকি লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৯৫ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের শেষ দিকে এসে বিনিয়োগকারীদের একটি অংশ বিক্রির চাপ বাড়ায়। এতে বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে। অবশ্য এর মধ্যেও বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ে। ফলে সূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়।
বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৪৭ পয়েন্টে উঠে এসেছে। বাকি দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বাড়লেও ডিএসইতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বাজারটিতে সব খাত মিলে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। আর ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৪ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩১৫ কোটি ৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮৭৯ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৩০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১৫১ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ১০৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- নাহি অ্যালুমিনিয়াম, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন হাউজিং, একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং মালেক স্পিনিং।
https://forex-bangla.com/attachment.php?attachmentid=18074&d=1661080956
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২০৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১২টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
Rakib Hashan
2022-09-12, 01:41 PM
সূচক ওঠানামার মধ্যদিয়ে প্রথম দিনের লেনদেন হলেও, আজ সোমবার লেনদেন হচ শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে। এ কারণে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ২১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম। এর ফলে গত সপ্তাহের মঙ্গল, *বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন উত্থানের পর নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।
18197
প্রকৌশল, বস্ত্র, ব্যাংক-বিমা এবং আর্থিক খাতসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় এদিন দরপতন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ওষুধ খাতের ৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ২০টির, আর অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। একইভাবে ব্যাংক-বিমাসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে। তাতেই পুঁজিবাজারে দরপতন হয়েছে।
Mas26
2022-09-17, 04:04 PM
গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।
গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৯ দশমিক ৫৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৬ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৩ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৬৯ টাকা ৯০ পয়সা।
বিজ্ঞাপন
শেয়ারের এমন দাম কমা কোম্পানিটি গত আগস্ট ২০২১ সালের সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানায়। সমাপ্ত বছরটিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এক শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪০ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৮ হাজার টাকা।
বিজ্ঞাপন
সানলাইফের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল সিমেটেক্স ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৮ দশমিক ৩৭ শতাংশ। ৮ দশমিক ৩৩ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে ঢাকা ডাইং।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ফারইস্ট নিটিংয়ের ৮ দশমিক ২৯ শতাংশ, আমান কটনের ৮ দশমিক ১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭ দশমিক ৭০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭ দশমিক ৩৩ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যাল ের ৭ দশমিক ১১ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যাল ের ৬ দশমিক ৭৪ শতংশ এবং ইফাদ অটোসের ৬ দশমিক ৪৬ শতাংশ দাম কমেছে।
Montu Zaman
2022-09-18, 01:10 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ৪০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে তিনশ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
এর আগে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে গুজব ছড়ালে গত সপ্তাহে শেয়ারবাজারে দরপতন দেখা দেয়। তবে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শুরু হওয়ার আগেই বিষয়টি গুজব তা জেনে যান বিনিয়োগকারীরা। এতে বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় উত্থান হয়।
এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ সেপ্টেম্বর) ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতে ডিএসইর প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়।
লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা। এতে লেনদেনের ১৪ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৫৫ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কমতে দেখা যাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ১০ মিনিটে ডিএসইতে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৭টির। আর ১১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৮ লাখ টাকা।
http://forex-bangla.com/customavatars/596218178.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১২৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
Rakib Hashan
2022-09-19, 12:40 PM
দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সব সূচক বেড়েছে। এ সময় পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স*চে*ঞ্জে (ডিএসই) প্রায় হাজার কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বাজার পর্যবেক্ষ*ণে দেখা যায়, এদিন সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৮৬ পয়েন্টে দাঁড়ি*য়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এ সময় পর্যন্ত ৩০ প*য়েন্ট বেড়ে ২ হাজার ৩৯৩ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
http://forex-bangla.com/customavatars/703416659.jpg
SumonIslam
2022-09-20, 01:23 PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ৬০ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে সাড়ে ৫০০ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-ও মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর আগে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে গুজব ছড়ালে গত সপ্তাহে শেয়ারবাজারে দরপতন দেখা দেয়। তবে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শুরু হওয়ার আগেই বিষয়টি গুজব তা জেনে যান বিনিয়োগকারীরা। এতে বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় উত্থান হয়। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস রোববার ও সোমবারও ঊর্ধ্বমুখীতার দেখা মিলে শেয়ারবাজারে।
এ পরিস্থিতিতে মঙ্গলবার ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৪৮ পয়েন্ট বেড়ে যায়।
লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৮ মিনিটে ডিএসইতে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির। আর ১১৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬২ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ১১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
http://forex-bangla.com/customavatars/1853777201.jpg
Tofazzal Mia
2022-09-21, 10:54 AM
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। সূচক একটু উঠছে তো পরক্ষণেই আবার পড়ে যাচ্ছে। তবে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। একই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতিও দেখা যাচ্ছে। দিনের লেনদেন শুরুর প্রথম আধঘণ্টার মধ্যেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে যায়। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ৭ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে সাড়ে ৩০০ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। একই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর আগে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে গুজব ছড়ালে গত সপ্তাহে শেয়ারবাজারে দরপতন দেখা দেয়। তবে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শুরু হওয়ার আগেই বিষয়টি যে ‘গুজব’ তা জেনে যান বিনিয়োগকারীরা।
এতে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় উত্থান হয়। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস গত রোববার ও সোমবারও ঊর্ধ্বমুখী ধারায় ছিল শেয়ারবাজার। মঙ্গলবার লেনদেনের শুরুতে বড় উত্থান হলেও শেষ পর্যন্ত মূল্যসূচকের পতনে শেষ হয় দিন।
এ পরিস্থিতিতে বুধবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের ৮ মিনিটের মাথায় সূচক ঋণাত্মক হয়ে পড়ে। এরপর লেনদেনের ১৫ মিনিটের মাথায় মূল্যসূচক আবার কিছুটা বাড়ে। এ দফাতেও সূচক বেশি সময় ঊর্ধ্বমুখী থাকেনি। ২০ মিনিটের মধ্যেই সূচক আবার ঋণাত্মক হয়ে পড়ে। তবে লেনদেনের আধাঘণ্টার মাথায় সূচক আবার কিছুটা বাড়ে।
অবশ্য এ দফাতেও সূচক বেশি সময় ঊর্ধ্বমুখী থাকেনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ১২ মিনিটে ডিএসইতে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯০টির। আর ১২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ১০ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ১৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমেছে। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৬৭ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
http://forex-bangla.com/customavatars/624780745.jpg
Rassel Vuiya
2022-09-22, 01:20 PM
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত। এদিন বেলা সাড়ে ১০টা পরযন্ত ডিএসইতে ৫৫৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮০ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1367213308.jpg
Montu Zaman
2022-09-25, 03:53 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও শেষ পর্যন্ত মূল্যসূচকের বড় পতন হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। অবশ্য দাম কমা ও বাড়ার তালিকার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। প্রায় অর্ধেক সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম অপরিবর্তিত। এর মধ্যেই দুই বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়ে ১৮’শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এক’শ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। দিনের লেনদেন শেষে দাম বাড়ার তালিকা ছোট হলেও লেনদেন শুরুর চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ২০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ৪০ মিনিটজুড়েই অব্যাহত। এতে লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৩৫ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু শেষ দুই ঘণ্টার লেনদেনে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমতে থাকে। ফলে সূচকের বড় উত্থান দেখতে দেখতে বড় পতনে রূপ নেয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৭টির। আর ১৬০টির দাম অপরবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৮ পয়েন্ট কমে ৬ হাজার ৫১৫ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৪২১ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৪৪ কোটি ৩৯ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৭৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১১৪ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৯৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল।এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, ইস্টার্ন হাউজিং, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।
http://forex-bangla.com/customavatars/1853777201.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১২৬ কোটি ১৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৩টির এবং ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
Montu Zaman
2022-09-27, 05:13 PM
http://forex-bangla.com/customavatars/703416659.jpg
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম। এর মাধ্যমে চলতি সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসেই শেয়ার বাজারে দরপতন হলো। শেয়ারবাজারে এমন টানা দরপতন দেখা দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এখন যে দরপতন হচ্ছে তাতে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েকদিনের টানা উত্থানের কারণে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেশ বেড়ে গেছে। এ কারণে বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করছেন। এ কারণে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় কিছুটা মূল্য সংশোধন হয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। লেনদনের প্রথম দুই ঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।
তবে দুপুর সাড়ে ১২টার পর লেনদেন অংশ নেওয়া বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এ দাম কমার প্রবণতা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। ফলে দিনের লেনদেন শেষ একদিকে দাম কমার পাল্লা বড় হয়, অন্যদিকে পতন হয় সবকটি মূল্যসূচকের।
দিনের লেনদেন শেষে ডিএসইতে ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির। আর ১৭৪টির দাম অপরবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে নয় কার্যদিবস পর ডিএসইর প্রধান সূচক সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নামলো।
অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ২ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ১১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৯৪ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ার টেক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডিকম অনলাইন, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, ইউনিক হোটেল, শাহিনপুকুর সিরামিক এবং এডিএন টেলিকম।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০৩ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৪টির এবং ৯৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
Rakib Hashan
2022-09-28, 05:16 PM
http://forex-bangla.com/customavatars/1367213308.jpg
টানা তিন কার্যদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে মূল্যসূচক বাড়লেও দুই বাজারেই যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর আগে সপ্তাহের প্রথম তিন কার্যদিবস শেয়ারবাজারে টানা দরপতন হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। তবে এই দরপতনকে স্বাভাবিক মূল্য সংশোধন উল্লেখ করে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। তিন কার্যদিবস টানা দরপতনের পর বুধবার (২৮ সেপ্টেম্বর) শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে যায়।
লেনদনের শুরুতে দেখা দেওয়া সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। তবে লেনদেনের শেষদিকে বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। অবশ্য দাম বাড়ার ধারা ধরে রাখে বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে দরপতনের তালিকা বড় হলেও মূল্যসূচক ঊর্ধ্বমুখী থেকেই দিনের লেনদেন শেষ হয়।
বুধবার লেনদেন শেষে ডিএসইতে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির। আর ১১৮৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৯৬ পয়েন্টে উঠে এসেছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০১ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৭টির এবং ১০৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
SUROZ Islam
2022-09-29, 11:51 AM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার। তবে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ২৯ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে ২০০ কোটি টাকার কম। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। এ বাজারটিতেও সূচক ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে।
http://forex-bangla.com/customavatars/1261517964.jpg
Rassel Vuiya
2022-10-10, 11:43 AM
সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার। তবে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ২১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ২ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে ৩০০ কোটি টাকার কিছু বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তুলনায় কমার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। সেই সঙ্গে কমেছে মূল্যসূচক। এর আগে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস ঊর্ধ্বমূখী থাকে শেয়ারবাজার। এর মধ্যে সপ্তাহের শেষ দুই কার্যদিবসেই সূচক বাড়ে। আর ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে। এ পরিস্থিতিতে সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই বড় উত্থান স্থায়ী হয়নি।
http://forex-bangla.com/customavatars/1910672080.jpg
Rassel Vuiya
2022-10-12, 11:19 AM
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১০টা ২৫ মিনিট পরযন্ত ডিএসইতে ২৫৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১০ পয়েন্টে। আজ ডিএসইতে ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1637911007.jpg
SaifulRahman
2022-10-13, 01:56 PM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। সেই সঙ্গে দাম কমার তুলনায় বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। অবশ্য দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০ শতাংশের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এরপরও প্রধান মূল্যসূচক কমেছে ৫ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) মূল্যসূচকে অস্থিরতা দেখা যাচ্ছে। তবে এ বাজারটিতেও দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস ঊর্ধ্বমূখী থাকে শেয়ারবাজার। এর মধ্যে সপ্তাহের শেষ দুই কার্যদিবসেই সূচক বাড়ে। তবে চলতি সপ্তাহের প্রথম লেনদেনের দিন বা সোমবার বড় দরপতন হয়। ডিএসইর প্রধান সূচক ১১৯ পয়েন্ট পড়ে যায়। পরের কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে সূচকের বড় উত্থান হলেও শেষ পর্যন্ত সূচক বাড়ে ১ পয়েন্টের কম। সেই সঙ্গে লেনদেন কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। আর বুধবার লেনদেন কমে দুই মাস পর হাজার কোটি টাকার কম লেনদেন হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক আগের দিনের তুলনায় প্রায় ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের ১৪ মিনিটের মাথায় ডিএসই’র প্রধান সূচক বাড়ে ১৪ পয়েন্ট। তবে এরপর বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক ৫ পয়েন্ট কমে যায়। তবে অল্প সময়ের মধ্যে আবার সূচক বাড়তে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৮ মিনিটে ডিএসইতে ১০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫১টির। আর ১২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ৪ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৮১ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪২ কোটি ৩৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৮৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
http://forex-bangla.com/customavatars/946819928.jpg
SUROZ Islam
2022-10-16, 02:36 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই লেনদেনে ভালো গতি রয়েছে। পাশাপাশি দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫ শতাংশের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্য সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে ২০০ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকে ঊর্ধ্বগতি প্রবণতা দেখা যাচ্ছে। এ বাজারটিতেও দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের চার মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ২২ পয়েন্ট।
এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে। লেনদেনের ১৬ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ৬ পয়েন্ট। অবশ্য এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আবার বাড়তে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ১০ মিনিটে ডিএসইতে ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৯টির। আর ১৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৬০ লাখ টাকা।
http://forex-bangla.com/customavatars/1730384832.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে দুই কোটি ২১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৭০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
Rassel Vuiya
2022-10-17, 05:14 PM
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে কিছুটা ভালো গতি দেখা যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ৫ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে ২৫০ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-ও মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এ বাজারটিতেও দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের ৫ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ১৭ পয়েন্ট। এরপর সূচক নিচের দিকে নামতে থাকে। লেনদেনের আধাঘণ্টা পার হতেই ঋণাত্মক হয়ে পড়ে সূচক। লেনদেনের ৩৫ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট কমে যায়। অবশ্য এরপর আবার সূচক বাড়তে দেখা যাচ্ছে। ডিএসইতে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮১টির। আর ১৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
http://forex-bangla.com/customavatars/1441706910.jpg
এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ১৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১০০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
Tofazzal Mia
2022-10-18, 05:49 PM
দরপতন আতঙ্কের মধ্যদিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও (১৮ অক্টাবর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ফলে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪১ পয়েন্ট পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
আজ ডিএসইতে ৩৬৯টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২৩২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে, যার মূল্য ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ ১৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১০০টির। অপরিবর্তিত রয়েছে ২২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। তৃতীয় স্থানে ছিল জেএমআই সিরিঞ্জের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডর শেয়ার, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের শেয়ার।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই বাজারে ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮০টির। অপরিবর্তিত রয়েছে ৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৪২ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৬৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার।
http://forex-bangla.com/customavatars/946819928.jpg
সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইর লেনদেন কমেছে।
18396
আমরা যদি ঢাকা স্টক মার্কেটের নিউজ গুলো ফলো করি তবে দেখতে পাবো গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও লেনদেন কমেছে। একই সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে। তবে অন্য দুই সূচকের সামান্য উত্থান হয়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে ছয় হাজার ৪০০ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ০৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪০৬ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৭৭ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ২৯১ কোটি ৮৭ লাখ টাকা। এদিন ১৩ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২৩২টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ১৬৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত ছিল ২২০টির দর। অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৪ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ কমে ১১ হাজার ৩০০ দশমিক ৮৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪১ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ কমে ১৮ হাজার ৮৫৪ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির কমেছে ৮০টির এবং অপরিবর্তিত ছিল ৮৪টির দর। সিএসইতে এদিন ৪১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
InstaForex Sushantay
2022-10-19, 05:47 PM
দরপতনের বৃত্তে আটকে গেছে শেয়ারবাজার। প্রতিদিনই লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ছে, কমছে তার থেকে বেশি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা পুঁজি ধারাবাহিকভাবে কমে চলেছে। দাম কমতে কমতে অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (দাম কমার সর্বনিম্ন সীমা) চলে এসেছে। এতে অনেকে লোকসানে শেয়ার বিক্রির চেষ্টা করলেও ক্রেতা না থাকায় বিক্রি করতে পারছেন না। ফলে একদিকে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভারি হচ্ছে, অন্যদিকে বাড়ছে হতাশা। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের চার কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো। আগের সপ্তাহের শেষ কার্যদিবসেও শেয়ারবাজারে দরপতন হয়। ফলে টানা পাঁচ কার্যদিবস দরপতন হলো।
http://forex-bangla.com/customavatars/946819928.jpg
Rakib Hashan
2022-10-20, 11:37 AM
সপ্তাহের প্রথম চার কার্যদিবস টানা দরপতনের পর শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনের প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ১৩ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে ২০০ কোটি টাকার কম। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে যায়।
তবে বেশি সময় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকেনি। লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ১৭ পয়েন্ট কমে যায়। অবশ্য এরপর আবার সূচক উপরের দিকে উঠতে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৮ মিনিটে ডিএসইতে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৬টির। আর ১৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ১ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক ৯৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক শূন্য ৪ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০৩ কোটি ২৯ টাকা।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৫৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। এর আগে সপ্তাহের প্রথম চার কার্যদিবস শেয়ারবাজারে টানা দরপতন হয়। এতে চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ১০৪ পয়েন্ট কমেছে।
http://forex-bangla.com/customavatars/285319702.jpg
BDFOREX TRADER
2022-10-23, 05:50 PM
একদিন সূচকের সামান্য উত্থান আর চার দিন সূচক পতনের মাধ্যমে অক্টোবর মাসের আরও একটি সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে চার হাজার ৩২ কোটি ৪১ হাজার ৯৮১ টাকা। তবে লেনদেন কিছুটা বেড়েছে। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
বাজারের চিত্রে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ৪ হাজার ৩২ কোটি টাকা। শতাংশের হিসাবে মূলধন কমেছে দশমিক ৫২ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একই অবস্থায় লেনদেন হয়েছে।
18411
বিদায়ী (১৬-২০ অক্টোবর) সপ্তাহে পুঁজিবাজারে মোট পাঁচ কর্মদিবস লেনদেন হয়েছে। এ পাঁচ দিনের মধ্যে সপ্তাহের প্রথম চার কর্মদিবস দরপতনের মাধ্যমে লেনদেন হয়েছে। এরপর সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছে সূচকের বৃদ্ধির মধ্য দিয়ে। আলোচিত এ সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।
Montu Zaman
2022-10-24, 05:09 PM
ফের টানা দরপতনের ধারায় শেয়ারবাজার। নতুন ৩৪টিসহ গতকাল রোববার দিনের লেনদেন শেষে ফ্লোর প্রাইসে নেমে আসা শেয়ার সংখ্যা ২৭৯টিতে দাঁড়ায়, যা তালিকাভুক্ত মোট শেয়ারের প্রায় ৭২ শতাংশ। অধিকাংশ শেয়ার ফ্লোর প্রাইসে নেমে আসার পরও সর্বশেষ সাত কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান মূল্য সূচক ১৫৬ পয়েন্ট হারিয়েছে। সূচক পতনের হার প্রায় আড়াই শতাংশ।
সূচক পতনের মূল কারণ হলো- সাম্প্রতিক সময়ে যেসব শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির ওপর ভর করে সূচক বেড়েছিল, এখন সেসব শেয়ারের দরও কমতে শুরু করেছে। গতকাল ডিএসই-এক্স সূচক ৪৮ পয়েন্ট হারিয়ে ৬৩৪৪ পয়েন্টে নেমেছে। বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল রিক্যুইজিট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং কহিনূর কেমিক্যালসের কারণে সূচক হারিয়েছে ২২ পয়েন্ট।
http://forex-bangla.com/customavatars/668538903.jpg
SumonIslam
2022-10-25, 12:56 PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা দিয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। তবে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। প্রথম আধঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ৪০ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে ১০০ কোটি টাকার কিছু বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। অবশ্য দুই বাজারেই দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে যায়।
http://forex-bangla.com/customavatars/122250295.jpg
Tofazzal Mia
2022-10-26, 12:33 PM
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকে দেখা দিয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ২০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় দেড়শ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। অবশ্য দুই বাজারেই দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের সময় পাঁচ মিনিট পার হতেই বেশ কয়েকটি কোম্পানির শেয়ার দাম কমে যায়। এতে কমে আসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা। এমনকি লেনদেনের ১৬ মিনিটের মাথায় ডিএসই’র প্রধান সূচক ঋণাত্মক হয়ে পড়ে। অবশ্য এরপর আবার সূচক বাড়তে থাকে। লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এরপর সূচক আবার কমতে দেখা যাচ্ছে।
http://forex-bangla.com/customavatars/1915881371.jpg
SumonIslam
2022-10-31, 01:06 PM
লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে। আজ সকাল ১১টায় দিনের লেনদেন শুরু হয়। যদিও অন্যান্য দিনের মত আজ সকাল সাড়ে ৯টায় দিনের লেনদেন শুরুর কথা ছিল। বিলম্বে লেনদেন শুরু হওয়ায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার সময়ও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য দিন স্বাভাবিক লেনদেন শেষ হয় দুপুর ১টা ৫০ মিনিটে। আজ তা শেষ হবে দুপুর আড়াইটায়। তাছাড়া ক্লোজিং সেশনের লেনদেন চলবে আরও ৫ মিনিট।
টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে আবার বড় দরপতন হয়েছে। এদিকে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ৩১৪ শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনে এসেছে। এর মধ্যে ৫৭টি দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। বাকিগুলোর মধ্যে ৮৫টি দর হারিয়ে এবং ১৭২টি দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছে। দুপুর ১২টায় অধিকাংশ শেয়ার দর হারিয়ে কেনাবেচা হওয়ার প্রেক্ষাপটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট হারিয়ে ৬৩৪১পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
প্রথম ঘণ্টা পর্যন্ত এ বাজারে ৩৪৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1390557351.jpg
ইন্সুরেন্স সেক্টর নিয়ে আলোচনা।
2021 সালের মার্চ থেকে ইন্সুরেন্স একটা বড় মুভমেন্ট করে 2022 সালের জুন প্রর্যন্ত চলমান থাকে। মার্কেট এ বিভিন্ন PSI দিয়ে বাজার এ পাবলিক শেয়ার এ আকর্ষণীয় ভাবে বাই করতে থাকে। এখন বাজার এ ইন্সুরেন্স এর মানি ফলও নাই। ইন্সুরেন্স এ মামুরা বের হয়ে গেছে , সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করে ভুগছে। আগামী দুই ফিনান্সিয়াল কোয়াটার প্রর্যন্ত ইন্সুরেন্স গুলা একুমুলেশন হয়ে কিছু শেয়ার হয়ে কিছু ইন্সুরেন্স Price করবে। তবে সব গুলা না।
18474
DhakaFX
2022-11-03, 03:27 PM
চেক নগদায়ন হওয়ার আগেই শেয়ার কেনার সুযোগ দেওয়ার পর শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের গতি বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতে মূল্যসূচকে কিছুটা অস্থিরতা থাকলেও লেনদেনে বেশ ভালো গতি ছিল। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০ শতাংশের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ১২ পয়েন্ট। আর লেনদেন ছুঁয়েছে ৩০০ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। অবশ্য দুই বাজারেই দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।
http://forex-bangla.com/customavatars/1036490681.jpg
SumonIslam
2022-11-07, 05:19 PM
টানা গত চার কার্যদিবস ঊর্ধ্বমুখী ছিল দেশের শেয়ারবাজার। কিন্তু চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। মূল্যসূচক ও লেনদেন কমার পাশাপাশি দুই বাজারেই যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, তার থেকে কমেছে বেশি। অবশ্য দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি। দাম অপরিবর্তিত থাকা এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (দাম কমার সর্বনিম্ন সীমা) আটকে রয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে যায়। তবে অল্প সময়ের মধ্যেই বড় হয় দরপতনের তালিকা। যা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত।
ফলে দরপতনের তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমে দিনের লেনদেন শেষ হয়। লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৪৮ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বিপরীতে দাম কমে ৯৮টির। আর ২০৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ২ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪১ কোটি ৬৬ লাখ টাকা।
http://forex-bangla.com/customavatars/179946998.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির এবং ১২১টির দাম অপরিবর্তিত রয়েছে।
Rakib Hashan
2022-11-09, 12:09 PM
http://forex-bangla.com/customavatars/726033873.jpg
সপ্তাহের চতুর্থ কার্যদিবস (বুধবার) লেনদেনের শুরুতে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি রয়েছে। পাশাপাশি দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ১২ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২০০ কোটি টাকার কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও প্রথম আধাঘণ্টার লেনদেনে মূল্যসূচক নিম্নমুখী রয়েছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে যায়।
লেনদেনের শুরুতে দেখা দেয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ১২ মিনিট অব্যাহত থাকে। তবে এরপর একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমতে থাকে। এতে দেখতে দেখতে ঋণাত্মক হয়ে পড়েছে সূচক।
Rakib Hashan
2022-11-14, 01:29 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস বড় দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ নভেম্বর) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে লেনদেনে ধীরগতি রয়েছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৬ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে মূল্যসূচক নিম্নমুখী রয়েছে। সেইসঙ্গে দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।
অবশ্য দুই বাজারেই দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (দাম কমার সর্বনিম্ন সীমা) আটকে রয়েছে। ক্রেতা না থাকায় যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে তারা বিক্রি করতে পারছেন না। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে যায়।
http://forex-bangla.com/customavatars/778375895.jpg
Montu Zaman
2022-11-21, 03:40 PM
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেই শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হলো।মুল্যসূচক কমার পাশাপাশি শেয়ারবাজারে দেখা দিয়েছে লেনদেন খরা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। সেই সঙ্গে দুই বাজারেই দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। অবশ্য দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি। দাম অপরিবর্তিত থাকা এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (দাম কমার সর্বনিম্ন সীমা) আটকে রয়েছে। ফ্লোর প্রাইসে আটকে থাকা এসব প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা ক্রেতার অভাবে তাদের কাছে থাকা শেয়ার বিক্রি করতে পারছেন না।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই নিম্নমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এমনকি লেনদেনের শেষদিকে সূচকের পতনের মাত্রা বেড়ে যায়। ফলে মোটামুটি বড় পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ১৩ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭২টির। আর ২১৯টির দাম অপরবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর *দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক কমার দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৯০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪২২ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৭০ কোটি ৯৮ লাখ টাকা।
বাজারটিতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ২৪ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল , বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমরা নেটওয়ার্ক, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং সামিট এলায়েন্স পোর্ট।
http://forex-bangla.com/customavatars/1566037456.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫০টির এবং ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে।
Tofazzal Mia
2022-11-22, 04:56 PM
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৮০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৩ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৪৯ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মাসিউটিক্যাল , সোনালী পেপার, বসুন্ধরা পেপার ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের।
ডিএসইতে গতকাল ৩৫১ কোটি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৪২২ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৩টির, কমেছে ৭২টির, আর অপরিবর্তিত ছিল ২১৯টি সিকিউরিটিজের বাজারদর। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৩০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে তথ্যপ্রযুক্তি খাত। দ্বিতীয় সর্বোচ্চ ২০ দশমিক ৭০ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১০ দশমিক ৩০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে জীবন বীমা খাত। গতকাল পুঁজিবাজারে চামড়া খাতে সবচেয়ে বেশি দশমিক শূন্য ৪০ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ৬ দশমিক ৮০ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল কাগজ ও মুদ্রণ খাত।
http://forex-bangla.com/customavatars/39623506.jpg
SaifulRahman
2022-11-23, 12:51 PM
শেয়ারবাজারে বেশ কিছুদিন ধরে চলছে মন্দাভাব। বাজারের এ অবস্থার মধ্যেও মাত্র তিন মাসে তিন গুণের বেশি বেড়েছে কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের মালিকানা প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারের দাম। শেয়ারবাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির শেয়ার যখন দিনের পর দিন সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে, তখন একটানা বেড়েই চলেছে সি পার্ল রিসোর্টের শেয়ারের দাম। টানা উত্থানের ফলে কোম্পানিটির শেয়ারের দাম তালিকাভুক্তির পর সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ টাকা ৪০ পয়সায়। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্টে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৫৮ টাকা। গতকাল মঙ্গলবার দিন শেষে তা বেড়ে তিন গুণ হয়ে গেছে। সি পার্ল রিসোর্টের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শুরু হয় মূলত গত সেপ্টেম্বর থেকে। এরপর কয়েক দিন বাদ দিলে একটানা বেড়েছে কোম্পানিটির শেয়ারের দাম। এ মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন বাজার–সংশ্লিষ্টর । তাঁরা বলছেন, এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়লেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তদন্তের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এ কারণে কারসাজিকারীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। http://forex-bangla.com/customavatars/174126713.png
অক্টোবর থেকে টানা দাম বাড়তে শুরু করলেও এর পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছিল না। ১২ অক্টোবরে এসে কোম্পানিটি গত জুনে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এর আগেই কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে ১৫০ টাকার কাছাকাছি পৌঁছে যায়। এরপর ১৩ অক্টোবর এসে কোম্পানিটি গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে কোম্পানিটি জানায়, উল্লিখিত প্রান্তিকে তাদের মুনাফায় বড় ধরনের উল্লম্ফন হয়েছে। তাতে আরেক দফা বাড়তে শুরু করে কোম্পানিটির শেয়ারের দাম।ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেনের দিক থেকে শীর্ষ ছয়ে উঠে আসে। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ১২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ বা ৮ টাকা ৩০ পয়সা।
বাজার–সংশ্লিষ্টর বলছেন, বিএসইসির পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হলে কোম্পানিটির শেয়ারের বড় ধরনের কারসাজির প্রমাণ মিলবে। আরও আগে এ উদ্যোগ নেওয়া দরকার ছিল। তাহলে দামের উল্লম্ফন দেখে সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারে খুব বেশি আকৃষ্ট হতেন না। এদিকে কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের হিসাবে এটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়িয়েছে ৩০০-এর ওপরে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে পিই রেশিও বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। বিশেষজ্ঞরা বলেন, যে কোম্পানির পিই রেশিও যত বেশি সেই কোম্পানি বিনিয়োগের জন্য তত বেশি ঝুঁকিপূর্ণ। তাই কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির সঙ্গে সমান্তরালভাবে আয় না বাড়লে ওই শেয়ারে বিনিয়োগের ঝুঁকি বাড়তে থাকে।
Tofazzal Mia
2022-11-27, 03:43 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। একইসঙ্গে লেনদেনে বেশ ধীরগতি রয়েছে। তবে দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। রোববার (২৭ নভেম্বর) প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে এক পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৫০ কোটি টাকার কিছু বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একইসঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।
http://forex-bangla.com/customavatars/1431515180.jpg
Rassel Vuiya
2022-11-28, 01:37 PM
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ নভেম্বর) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনে বেশ ধীরগতি রয়েছে। পাশাপাশি দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৫ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার কিছু বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে মূল্যসূচক নিম্নমুখী রয়েছে। একই সঙ্গে দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। http://forex-bangla.com/customavatars/174126713.png
অবশ্য দুই বাজারেই দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (দাম কমার সর্বনিম্ন সীমা) আটকে রয়েছে। ক্রেতা না থাকায় যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে তারা বিক্রি করতে পারছেন না। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে যায়।
SumonIslam
2022-12-18, 01:56 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ধীরগতি দেখা যাচ্ছে। তবে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে, বেড়েছে তার থেকে বেশি। প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৩ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৮০ কোটি টাকার বেশি। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেন সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। অবশ্য এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। দুই বাজারে মূল্যসূচক দুই চিত্র থাকলেও দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (দাম কমার সর্বনিম্ন সীমা) আটকে রয়েছে। ক্রেতা না থাকায় যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে তারা বিক্রি করতে পারছেন না।
http://forex-bangla.com/customavatars/316820113.jpg
Montu Zaman
2022-12-21, 02:51 PM
পতনের বৃত্তে আটকে যাওয়া দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবারও মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেন ও বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। ফলে বুধ, বৃহস্পতি, রবি, সোম ও মঙ্গলবার টানা পাঁচ কার্যদিবস দরপতন হলো। ডিএসইর তথ্য মতে, গতকাল বাজারে ৩১৪টি প্রতিষ্ঠানের চার কোটি ছয় লাখ ৫১ হাজার ৫১৯টি শেয়ার কেনাবেচা হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩২২ কোটি ৪১ লাখ ১৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা।
http://forex-bangla.com/customavatars/132078474.jpg
DhakaFX
2022-12-22, 04:10 PM
৪২ শতাংশ সিকিউরিটিজের ফ্লোর প্রাইস প্রত্যাহার
পুঁজিবাজারের টানা দরপতন ঠেকাতে এ বছরের ৩১ জুলাই থেকে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দরের ওপর ফ্লোর প্রাইস (শেয়ারদর কমার সর্বনিম্ন সীমা) আরোপ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের লেনদেন কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এবার ১৬৯টি কোম্পানি ও ফান্ড বা ৪২ শতাংশ সিকিউরিটিজের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1514120325.jpg
বিএসইসির আদেশে বলা হয়েছে, এ বছরের ২৮ জুলাই জারি করা ফ্লোর প্রাইস আরোপসংক্রান্ত নির্দেশনা ১৬৯ কোম্পানি ও ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব সিকিউরিটিজের দর কমার ক্ষেত্রে ১ শতাংশ সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছে। এতে একদিনে সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত কমতে পারবে এসব সিকিউরিটিজের দর। অন্যদিকে এ কোম্পানি ও ফান্ডগুলোর শেয়ারদর বাড়ার ঊর্ধ্বসীমা ২০১৯ সালের ১৪ নভেম্বর জারি করা নির্দেশনা অনুসারে কার্যকর হবে। এ নির্দেশনা অনুসারে দর ২০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। দর ২০০ টাকার ওপর হলে এবং ৫০০ টাকা পর্যন্ত ৮ দশমিক ৭৫ শতাংশ সার্কিট ব্রেকার থাকবে। ৫০০ টাকার বেশি এবং ১ হাজার টাকা পর্যন্ত দর থাকলে সেক্ষেত্রে সার্কিট ব্রেকার হবে ৭ দশমিক ৫ শতাংশ। দর ১ হাজার টাকার বেশি এবং ২ হাজার টাকা পর্যন্ত ৬ দশমিক ২৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে। দর ২ হাজার টাকার ওপরে থাকলে এবং ৫ হাজার টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার হবে ৫ শতাংশ। আর দর ৫ হাজার টাকার বেশি হলে ৩ দশমিক ৭৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে। আজ থেকেই এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকবে।
Tofazzal Mia
2023-01-10, 04:35 PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৭ ও ২১৯৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৪৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
http://forex-bangla.com/customavatars/775588003.jpg
SUROZ Islam
2023-01-12, 04:29 PM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার দ্বিগুণের বেশি। এরপরও বাজারটিতে বেড়েছে প্রধান মূল্যসূচক। আর লেনদেন হয়েছে পাঁচশ কোটি টাকার বেশি। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ডিএসইতে পাঁচশ কোটি টাকার বেশি লেনদেন হলো। ডিএসইতে মতো অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে মূল্যসূচক। সেইসঙ্গে এ বাজারটিতেও দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে বেশি প্রতিষ্ঠান। অবশ্য দুই বাজারেই দাম বাড়ার থেকে কমার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। http://forex-bangla.com/customavatars/174126713.png
এদিন লেনদেন শুরুর দিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে লেনদেনের সাত মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৬ পয়েন্ট কমে যায়। লেনদেনের পুরো সময়জুড়েই দরপতনের তালিকা বড় থাকে। এরপরও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৫২ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১১টির। আর ১৭১টির দাম অপরবর্তিত রয়েছে।
Rakib Hashan
2023-01-16, 04:32 PM
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
তবে আজ উভয় বাজারে লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬২ ও ২২০১ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৭১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৭১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে ৩৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টি কোম্পানির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- জেনেক্স, বিএসসি, বসুন্ধরা পেপার, অরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল, বিডিকম, ইন্ট্রাকো, ইস্টার্ন হাউজিং, নাভানা ফার্মা ও সী পার্ল বিচ।
http://forex-bangla.com/customavatars/877639518.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৪০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৭টি কোম্পানির শেয়ার দর। সোমবার সিএসইতে ১৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৬২ লাখ টাকার।
BDFOREX TRADER
2023-01-17, 12:33 PM
লেনদেন খরার বৃত্ত থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে দেশের শেয়ারবাজার। লেনদেনের গতি বাড়ায় আগের দুই কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (১৭ জানুয়ারি) লেনদেনের আধাঘণ্টার মধ্যে একশ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। লেনদেনের গতি বাড়ায় মূল্যসূচকেও ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলছে। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে। আর বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন কিছুদিন আগে নিষ্ক্রিয় হয়ে পড়া কিছু বিনিয়োগকারী আবার বাজারে সক্রিয় হয়েছেন। বড় বিনিয়োগকারীরা নিয়মিত লেনদেনে অংশ নেওয়ায় লেনদেনের গতি বেড়েছে। সেইসঙ্গে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তেও দেখা যাচ্ছে। তবে, শেয়ারবাজারে পুরোপুরি গতি এখনো ফিরেনি। যে কারণে প্রতিদিনই অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকতে দেখা যাচ্ছে। দাম অপরিবর্তিত থাকা এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ ফ্লোরপ্রাইসে (সর্বনিম্ন দাম) আটকে রয়েছে। যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে তারা বিক্রির চেষ্টা করেও ক্রেতার অভাবে ব্যর্থ হচ্ছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। ১০টা ৪২ মিনিটে ডিএসইতে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৯টির। আর ১৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৪ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৬১ লাখ টাকা। http://forex-bangla.com/customavatars/936742091.jpg
Montu Zaman
2023-01-24, 05:54 PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে কমেছে তার থেকে বেশি। এরপরও সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন শেয়ারবাজারে লেনদেনের শুরুর কয়েক মিনিটের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়ে যায়। এতে লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। তবে তা সূচকের বড় উত্থান আটকাতে পারেনি। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০১টির। আর ১৭৮টির দাম অপরবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৭ কোটি ৬৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫০৯ কোটি ৬২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৫ লাখ টাকা।
https://forex-bangla.com/attachment.php?attachmentid=17308&d=1649024457
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ৩৮ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। ২২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— জেমিনি সি ফুড, সি পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইউনিক হোটেল এবং বসুন্ধরা পেপার।
DhakaFX
2023-01-25, 12:31 PM
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ জানুয়ারি) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ১৪ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেন সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। লেনদেনেও বেশ ভালো গতি দেখা যাচ্ছে। এ বাজারটিতেও দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টাজুড়েই সূচকের এই ঊর্ধ্বমূখী প্রবণতা অব্যাহত রয়েছে।
http://forex-bangla.com/customavatars/1398608128.jpg
DhakaFX
2023-01-26, 06:11 PM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও শেষ পর্যন্ত সবকটি সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, তার চেয়ে কমেছে বেশি। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
http://forex-bangla.com/customavatars/715275482.jpg
Rakib Hashan
2023-01-29, 04:21 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭১ ও ২২৩১ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে ৫০৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। রোববার ডিএসইতে ৩৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬টি কোম্পানির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- বসুন্ধরা পেপার, জেনেক্স, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্কস, সী পার্ল, ইউনিক হোটেল, অলিম্পিক, বিএসসি, সামিট অ্যালাইন্স ও শাইনপুকুর সিরামিক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রোববার ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার দর। রোববার সিএসইতে ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি ৩৯ লাখ টাকার।
http://forex-bangla.com/customavatars/247639938.jpg
SaifulRahman
2023-02-01, 05:19 PM
তিনদিন দরপতনের পর আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১ ফেব্রুয়ারি) উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন দরপতন হয়েছে। অর্থাৎ টানা তিন দিন পর আজ পুঁজিবাজারে উত্থান হয়েছে।
ডিএসইর তথ্য মতে, বুধবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল সকাল ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় সূচক শেয়ার বিক্রির চাপ, শুরু হয় সূচকের ওঠানামা। যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত। এ দিন বাজারে ৩৩০টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৫১৫টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের কর্মদিবসে মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ আগের কর্মদিবসের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
http://forex-bangla.com/customavatars/2144677836.jpg
Rakib Hashan
2023-02-12, 04:39 PM
সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৫ ও ২২২৫ পয়েন্টে অবস্থান করছে।
এ দিন ডিএসইতে ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৩৮ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে ৬০৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১ কোম্পানির, কমেছে ১৬৪ এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- জেনেক্স, শাইনপুকুর সিরামিক, অলিম্পিক, বিএসসি, অরিয়ন ইনফিউশন, সান লাইফ ইন্স্যুরেন্স, জেমেনি সি ফুড, সি পার্ল, অরিয়ন ফার্মা ও ইস্টার্ন হাউজিং।
19177
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩টির, কমেছে ৬৮ এবং অপরিবর্তিত রয়েছে ৪২ কোম্পানির শেয়ার দর।
সিএসইতে ৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ২১ লাখ টাকার।
SumonIslam
2023-02-13, 12:15 PM
19186
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৬ ও ২২২৬ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির শেয়ার।
এদিন বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- জেনেক্স, বিএসসি, অলিম্পিক, অরিয়ন ইনফিউশন, সোনালি পেপার, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন হাউজিং, জেমেনী সী ফুড, সী পার্ল ও বসুন্ধরা পেপার।
এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ৩০ মিনিট পর সকাল সাড়ে ১০টায় মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করে। অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় সিএসইর সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানি শেয়ারের দর।
Rakib Hashan
2023-02-14, 05:05 PM
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে প্রায় তার ছয়গুণ বেশি প্রতিষ্ঠানের। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। ফলে এ বাজারটিতেও ডিএসইর মতো মূল্যসূচক কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৩টির। আর ১৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে ছয় হাজার ২৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় পাঁচ পয়েন্ট কমে দুই হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় তিন পয়েন্ট কমে এক হাজার ৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ১০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩৫ কোটি ৪১ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে দুই কোটি ৩১ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ২৯ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- জেমিনি সি ফুড, অ্যাপেক্স ফুটওয়্যার, শাহিনপুকুর সিরামিকস, সি পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ফার্মা, বিডকম অনলাইন এবং ওরিয়ন ইনফিউশন।
http://forex-bangla.com/customavatars/1784799641.jpg
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১২ কোটি ৬১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৭টির ও ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
Tofazzal Mia
2023-02-15, 04:51 PM
পুঁজিবাজারে দরপতন যেন থামছেই না। শেয়ার বিক্রির চাপে লেনদেন কমে ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। মঙ্গলবারের মতো সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও (১৫ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমে ১১ পয়েন্টে নেমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেন।
http://forex-bangla.com/customavatars/1003392212.jpg
সিএসইতে সোমবার সূচক সামান্য বৃদ্ধির পর মঙ্গল ও বুধবার টানা দুদিন দরপতন হল। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকার পাশাপাশি আস্থা সংকটের কারণে পুঁজিবাজারে লেনদেন ক্রমাগতভাবে কমছে।
ডিএসইর তথ্যমতে, আজ বুধবার বাজারটিতে ৩১০টি প্রতিষ্ঠানের ৫ কোটি ২৯ লাখ ৫ হাজার ২৬০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকা। অর্থাৎ আগের কর্মদিবসের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ২৭টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৩৭টি আর অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ ৫ গুণ কোম্পানির শেয়ারের দাম কমেছে। অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে।
Montu Zaman
2023-02-16, 12:06 PM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি রয়েছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান নাম লিখিয়েছে তার থেকে বেশি দাম কমার তালিকায় রয়েছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৩ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৫০ কোটি টাকার কিছু বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে সূচক নিম্নমুখী রয়েছে। সেই সঙ্গে এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। পাশাপাশি দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ১০ মিনিট অব্যাহত থাকে। এতে লেনদেনের ১০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়।
http://forex-bangla.com/customavatars/1662319432.png
Montu Zaman
2023-02-19, 04:50 PM
শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৯ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে বৃহস্পতিবার সূচক বৃদ্ধির পর রোববার পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৮৫ কোটি টাকা। যা গত এক মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ৮ জানুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা। ডিএসইর তথ্যমতে, রোববার বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ৩ কোটি ৭১ লাখ ৭৯ হাজার ৯৪২টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৩৩ লাখ ১ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৮টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির শেয়ারের দাম।
http://forex-bangla.com/customavatars/958819714.jpg
Montu Zaman
2023-02-23, 12:25 PM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৬ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৬ ও ২২২১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ১১৫ টির এবং অপরির্বতিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- সী পার্ল, বিএসসি, রূপালি লাইফ, জেনেক্স, জেমেনী সী ফুড, ইন্ট্রাকো, আমরা নেটওয়ার্কস, বসুন্ধরা পেপার, শাইনপুকুর সিরামিক ও এপেক্স ফুট।
এর আগে, আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৬ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করে।
http://forex-bangla.com/customavatars/1320362265.jpg
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানি শেয়ারের দর।
টানা দরপতন আর লেনদেন খরার বৃত্তে আবদ্ধ হয়ে পড়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এ পতনের বাজারে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র চারটি প্রতিষ্ঠান। সেই সঙ্গে লেনদেন হয়েছে ২৫০ কোটি টাকার কম। এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হয়। ফলে শেষ কার্যদিবসেই শেয়ারবাজারের বিনিয়োগকারীদের দরপতন দেখতে হলো। শেয়ারবাজারে এমন দরপতন হওয়ায় রোববার মতিঝিলের রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় দরপতন হয়েছে। বাজারটিতে দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে মাত্র ২টি প্রতিষ্ঠান। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। http://forex-bangla.com/customavatars/888412923.jpg
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেয়ারবাজারে বড় দরপতনের আভাস পাওয়া যায়। লেনদেন শুরু হতেই একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। ফলে লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ৭ পয়েন্ট কমে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের মাত্র। এক পর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’র ব্যানারে বিনিয়োগকারীদের একটি দল ব্রোকারেজ হাউজ ছেড়ে রাস্তায় নেমে আসেন। মতিঝিলে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের আগের কার্যালয়ের সামনে এক ঘণ্টার বেশি সময় অবস্থান নিয়ে তারা দরপতনের প্রতিবাদ জানান। ব্রোকারেজ হাউজ ছেড়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসলেও দরপতনের ধারা অব্যাহত থাকে। ফলে মূল্যসূচকের বড় পতন দিয়েই শেয়ারবাজারের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে মাত্র চারটি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৯টির। আর ১৩১টির দাম অপরবর্তিত রয়েছে। এ ধ্বংসস্তূপের মধ্যে দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পারা চার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- আলহাজ্ব টেক্সটাইল, বাটা সু, প্রগতি লাইফ ইনস্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স।
অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ২ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অবশ্য লেনদেন ২৫০ কোটি টাকার নিচে রয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৩১ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২২২ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৮ কোটি ৪২ লাখ টাকা। এ লেনদেন খরার বাজারে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১৬ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, আলহাজ্ব টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুড এবং ইস্টার্ন হাউজিং।
Rakib Hashan
2023-02-27, 06:34 PM
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৬ ও ২২১৮ পয়েন্টে অবস্থান করছে।
https://forex-bangla.com/attachment.php?attachmentid=17379&d=1649263497
এদিন ডিএসইতে ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩০ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ২৩১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৬টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো— বিএসসি, জেনেক্স, সী পার্ল, এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন হাউজিং, মুন্নু এগ্রো, জেমেনী সী ফুড, ইন্ট্রাকো ও আলহাজ্ব টেক্সটাইল।
Tofazzal Mia
2023-03-01, 11:48 AM
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ মার্চ) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। তবে, এর মধ্যেও প্রায় ১০০ প্রতিষ্ঠান ক্রেতা সংকটের মধ্যে পড়েছে। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দিনের সর্বনিম্ন দামে বিপুল বিক্রির আদেশ এলেও ক্রয় আদেশের ঘরশূন্য হয়ে পড়েছে। শেয়ারবাজারে এমন ক্রেতা সংকট দেখা দেওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের প্রথম দুই কার্যদিবস ২০০ বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রয় আদেশের ঘরশূন্য হয়ে পড়ে। আর তৃতীয় কার্যদিবসে ক্রয় আদেশের ঘরশূন্য হয়ে পড়ে পৌনে ২০০ প্রতিষ্ঠানের। একদিকে, ক্রয় আদেশের ঘরশূন্য হয়ে পড়া, অন্যদিকে দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের বিপুল বিক্রির আদেশ আসায় যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে তারা তা বিক্রি করতে পারছেন না। এমন ক্রেতা সংকট দেখা দেওয়ায় লেনদেনেও ধীরগতি দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম দুই কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০০ কোটি টাকার কম লেনদেন হয়। তবে, তৃতীয় কার্যদিবসে লেনদেন বেড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতিতে বুধবার ডিএসইতে লেনদেনের শুরুতে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।
http://forex-bangla.com/customavatars/1095805539.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। এ বাজারটিতেও লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। আর দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৪১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।
Rakib Hashan
2023-03-05, 04:57 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের দাম। পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসইতে লেনদেন বেড়ে সাড়ে ছয়শ কোটি টাকা ছাড়িয়েছে, যা প্রায় একমাসের মধ্যে সর্বোচ্চ।
মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেন বাড়লেও এদিন তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের ক্রেতা সংকট দেখা যায়। ক্রেতা সংকটে পড়ে লেনদেনের শেষ দিকে প্রায় দুইশ প্রতিষ্ঠানের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে। অন্যদিকে দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের বিপুল বিক্রির আদেশ আসে। ফলে যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট রয়েছে ক্রেতা সংকটে তারা তা বিক্রি করতে পারেননি। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই মূল্যসূচকের বড় উত্থানের আভাস পাওয়া যায়। প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় প্রথম মিনিটেই ডিএসই’র প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই বড় উত্থান প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়ে। সেই সঙ্গে বড় হয় দাম বাড়ার তালিকা।
দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ১৪টির। দাম অপরিবর্তিত রয়েছে ১৭৪টির। দাম বাড়ার তালিকায় থাকায় ৭টির দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। এছাড়া ৩ শতাংশের ওপরে দাম বেড়েছে ৭৪টির। এর মধ্যে ৩৪টির দাম বেড়েছে ৫ শতাংশের ওপরে। এমন বাজারেও ১৭৮টি প্রতিষ্ঠানের ক্রেতা সংকট দেখা দেয়। ক্রেতা সংকটে পড়া এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টি আগে থেকেই ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। ৩টি প্রতিষ্ঠানের দাম কমে নতুন করে ফ্লোর প্রাইসে এসে ঠেকেছে। আর একটির দাম দিনের সর্বোচ্চ পরিমাণ কমেছে।
এতে দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২৭ কোটি ৭২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৩৪ কোটি ৬৪ লাখ টাকা। এর মাধ্যমে ৮ ফেব্রুয়ারির পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো।
টাকার অঙ্কে বাজারটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ৩৭ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা এবং শাহিনপুকুর সিরামিকস।
http://forex-bangla.com/customavatars/1887654102.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।
SUROZ Islam
2023-03-07, 03:27 PM
সপ্তাহের প্রথম দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ মার্চ) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। বাজারটিতে প্রায় ১০০ প্রতিষ্ঠান ক্রেতা সংকটের মধ্যে পড়েছে। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দিনের সর্বনিম্ন দামে বিপুল বিক্রির আদেশ এলেও ক্রয় আদেশের ঘরশূন্য হয়ে পড়েছে। একদিকে ক্রয় আদেশের ঘরশূন্য হয়ে পড়া, অন্যদিকে দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের বিপুল বিক্রির আদেশ আসায় যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে তারা তা বিক্রি করতে পারছেন না। http://forex-bangla.com/customavatars/107866241.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।
SUROZ Islam
2023-03-12, 03:57 PM
ক্রেতা সংকটের মধ্যে পড়েছে দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত অর্ধেকের বেশি প্রতিষ্ঠান। ফলে বড় দরপতন দিয়ে সপ্তহ শুরু করেছে শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ মার্চ) সবকটি মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান। দিনের সর্বোচ্চ পরিমাণ দাম কমে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) এসে ঠেকেছে। ফলে ফ্লোরে আটকানো প্রতিষ্ঠানের সংখ্যা আরও বড় হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন করে ফ্লোর প্রাইসে এসে ঠেকেছে ৩১টি প্রতিষ্ঠান। ফ্লোর প্রাইসে আটকে যাওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা। প্রতিদিন দিনের সর্বনিম্ন দামে বা ফ্লোর প্রাইসে এসব প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ শেয়ার ও ইউনিট বিক্রির আদেশ আসছে। বিপরীতে শূন্য পড়ে থাকছে ক্রয় আদেশের ঘর। ফলে যারা দিনের সর্বনিম্ন দামে বিক্রির চেষ্টা করছেন তাদের সিংহভাগ ব্যর্থ হচ্ছেন। এতে শেয়ারবাজারের লেনদেনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
http://forex-bangla.com/customavatars/1781668054.jpg
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২০ কোটি ৮৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ৮৩ লাখ টাকা।
DhakaFX
2023-03-14, 12:05 PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে এর মধ্যেও প্রায় একশ প্রতিষ্ঠান ক্রেতা সংকটে পড়েছে।
প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ১০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় একশ কোটি টাকা। অবশ্য এরপরও বাজারটিতে প্রায় ১০০ প্রতিষ্ঠান ক্রেতা সংকটের মধ্যে পড়েছে। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দিনের সর্বনিম্ন দামে বিপুল বিক্রির আদেশ আসলেও ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। একদিকে ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়া, অন্যদিকে দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের বিপুল বিক্রির আদেশ আসায় যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে- তারা তা বিক্রি করতে পারছেন না।
http://forex-bangla.com/customavatars/970346216.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে এ বাজারটিতে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ১ হয়ে পড়ে। লেনদেনের শুরুতে দেখা দেয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম আধাঘণ্টা জুড়েই অব্যাহত থাকে এবং সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী বাড়তে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৩৬ মিনিটে ডিএসইতে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৯টির। আর ৯৭টির দাম অপরিবর্তিত। এর মধ্যে ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে ৮৩ প্রতিষ্ঠানের।
SaifulRahman
2023-03-19, 04:07 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৭ ও ২২২১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ার।এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো-রূপালী লাইফ, সী পার্ল, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ, এডিএন টেলিকম, আরডি ফুড, বেঙ্গল থার্মোপ্লাস্টিক, মেট্রো স্পিনিং, আমরা নেটওয়ার্কস, অলিম্পিক, আলহাজ্ব টেক্সটাইল ও জেমেনী সী ফুড।
এর আগে রোববার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করে।
https://forex-bangla.com/attachment.php?attachmentid=17586&d=1650535926
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দর।
Montu Zaman
2023-03-22, 05:54 PM
একদিন পর ফের দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২২ মার্চ) শেয়ার বিক্রির চাপে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩২ পয়েন্ট।
সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। একইসঙ্গে কমেছে লেনদেনও। এর ফলে মঙ্গলবার উত্থানের পর বুধবার বাজারে ফের দরপতন হলো। সপ্তাহের প্রথম দুই কর্মদিবস রোববার ও সোমবার দরপতন হয়েছিল। এ নিয়ে চলতি সপ্তাহের প্রথম চার কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবস দরপতন দেখল পুঁজিবাজার। ডিএসইর তথ্যমতে, আজ বুধবার শেয়ার বিক্রির চাপে দিনভর সূচক পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট ৪ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ১২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কিছুটা কমেছে।
http://forex-bangla.com/customavatars/1707113796.jpg
SumonIslam
2023-03-23, 03:48 PM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মার্চ) পুঁজিবাজারে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৩ ও ২২১৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৪২ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৩০৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- সী পার্ল, ইস্টার্ন হাউজিং, আরডি ফুড, শাইনপুকুর সিরামিক, বিএসসি, রূপালী লাইফ, আলহাজ্ব টেক্সটাইল, জেনেক্স, ফাইন ফুড ও অলিম্পিক।
http://forex-bangla.com/customavatars/876194127.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১১৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার দর। বৃহস্পতিবার সিএসইতে ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭ কোটি ৯৭ লাখ টাকার।
Rassel Vuiya
2023-03-28, 03:51 PM
শেয়ারবাজারের লেনদেনের খরা কিছুতেই কাটছে না। এক দিন বাড়ে তো অন্যদিন আবার তলানিতে। বেশ কিছুদিন ধরে এভাবেই চলছে শেয়ারবাজার। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ মঙ্গলবার আবারও ৩০০ কোটি টাকার নিচে নেমেছে। আজ ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৭২ কোটি টাকা, যা গতকালের চেয়ে ১৮ শতাংশ বা ৪৬ কোটি টাকা কম। গতকাল সোমবার এ বাজারে লেনদেন ৩০০ কোটি ছাড়িয়েছিল।
19392
Rassel Vuiya
2023-03-30, 11:43 AM
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে। বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫১ ও ২২০৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। http://forex-bangla.com/customavatars/1878676877.jpg
বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৮টির এবং অপরির্বতিত রয়েছে ১১১টি কোম্পানির শেয়ার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো- জেমেনী সী ফুড, আমরা নেটওয়ার্কস, জেনেক্স, ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, বিএসসি, এডিএন টেলিকম, সী পার্ল, লিগ্যাসি ফুট ও বিডিকম। এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানি শেয়ারের দর
Rakib Hashan
2023-04-02, 04:41 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ এপ্রিল) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫২ ও ২২০৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩৫ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। রোববার ডিএসইতে ৩২৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির কোম্পানির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- জেনেক্স, বিএসসি, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো, অরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, ইউনিক হোটেল, আরডি ফুড, সী পার্ল ও এডিএন টেলিকম।
http://forex-bangla.com/customavatars/1360113037.jpg
SUROZ Islam
2023-04-03, 02:22 PM
দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ এপ্রিল) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেশ ভালো গতি রয়েছে লেনদেনে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে ভালো গতি রয়েছে।
http://forex-bangla.com/customavatars/184213556.jpg
ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর থেকেই ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে শেয়ারবাজার। গত কয়েকদিনের মতো সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের প্রথম আধা ঘণ্টাজুড়েই দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪৮ মিনিটে ডিএসইতে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৬টির। আর ১৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে দশমিক ৪১ পয়েন্ট। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ১২ লাখ টাকা।
Montu Zaman
2023-04-04, 04:22 PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ এপ্রিল) পুঁজিবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৬ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৬ ও ২২০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৬৪৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৭১ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৭৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৮টি কোম্পানির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
আজ লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো— জেমেনী সী ফুড, আমরা নেটওয়ার্কস, ইস্টার্ন হাউজিং, আলহাজ্ব টেক্সটাইল, জেনেক্স, বিএসসি, শাইনপুকুর সিরামিক, ইউনিক হোটেল, রূপালী লাইফ ও এডিএন টেলিকম।
http://forex-bangla.com/customavatars/1444838987.jpg
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩০৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির কোম্পানির শেয়ার দর।মঙ্গলবার সিএসইতে ৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৪ লাখ টাকার।
DhakaFX
2023-04-09, 01:14 PM
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সেই সঙ্গে বেশ ভালো গতি দেখা যাচ্ছে লেনদেনে। প্রথম আধা ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ১১ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২০৭ কোটি টাকা। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০ শতাংশ প্রতিষ্ঠান।
http://forex-bangla.com/customavatars/816179682.jpg
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে ভালো গতি রয়েছে। শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত রয়েছে।
Montu Zaman
2023-04-10, 06:25 PM
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। প্রথম আধাঘণ্টার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১ পয়েন্ট। আর লেনদেন হয়েছে একশ কোটি টাকার বেশি। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৭ শতাংশ প্রতিষ্ঠান। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১ কোটি ৫১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।
http://forex-bangla.com/customavatars/701031714.jpg
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.