PDA

View Full Version : বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আকস্মিক পদত্যাগ



DhakaFX
2019-01-08, 12:18 PM
বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যদিও ২০২২ সাল পর্যন্ত তার দায়্ত্বি পালনের কথা ছিল, কিন্তু তিন বছর পূর্ণ হবার পর জিম ইয়ং কিমের পদত্যাগের এ ঘোষণা আসে, য্ আগামী ১ ফেব্রুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে। তার পদত্যাগের পর বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। মুলত তার সময়ে কয়লা বিদ্যুতে বিশ্বব্যাংকের অর্থায়নও অনেক কমিয়ে আনা হয়েছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রের কয়লা খাতকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। তবে কিম কখনোই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে আসেননি। কিন্তু জলবায়ু পরিবর্তন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নীতির সঙ্গে তার বেশ অমিল চলছিল। তিনি দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি ফার্মে তিনি যোগ দেবেন, যারা উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে কাজ করে।

SaifulRahman
2019-01-24, 02:21 PM
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদত্যাগের পর কে হচ্ছেন বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট? এখন পর্যন্ত জিম ইয়ং কিমের আকষ্মিক পদত্যাগের পর সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্ব মহলে। বিশ্ব ব্যাংক প্রধান হওয়ার দৌড়ে মার্কিন প্রশাসনের প্রার্থী যেমন আছেন, তেমনি আছেন প্রসাশনের বাইরের এবং বিভিন্ন উন্নয়নশীল দেশের অর্থনীতিবিদরাও। তবে শেষ পর্যন্ত ব্যাংকটির প্রধানের দায়িত্ব কে পাচ্ছেন তা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর।