PDA

View Full Version : Neteller এর নতুন টার্মস এন্ড কন্ডিশন পরিবর্তন হবে আগামী ১৩ই মার্চ থেকে।



Tofazzal Mia
2019-01-16, 11:00 AM
সম্প্রতি Neteller তাদের একাউন্ট ব্যবহারের টার্মস এন্ড কন্ডিশন কিছুটা পরিবর্তন এনেছে, এই পরিবর্তন আগামী ১৩ই মার্চ ২০১৯ থেকে কার্যকর করা হবে। আপনাদের সকলের সুবিধার জন্য আমরা এই পরিবর্তনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। নিচের এই পরিবর্তনগুলো যে সকল Neteller একাউন্ট এর ব্যবহারকারীদের উপর প্রযোজ্য হবে
প্রথমতঃ যারা Neteller এর Personal Account এর সুবিধা গ্রহন করছেন, প্রতি ১২ মাসে মধ্যে অন্তত ১ বার লগইন করেছেন কিংবা ফান্ড লেনদেন করেছেন তাদের জন্য কোনও ধরনের ফি কিংবা চার্জ ধার্য করা হবে না।
দ্বিতীয়তঃ যারা ১২ মাসের মধ্যে একাউন্ট লগইন কিংবা কোনও ধরনের লেনদেন করেন নি, তাদের জন্য অতিরিক্ত মাসিক চার্জ হিসাবে EUR 5.00 কিংবা সমপরিমাণ ফান্ড একাউন্ট ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে।
তৃতীয়তঃ প্রতিষ্ঠান চাইলে যেকোনো সময় আপনার নেটেলার এর একাউন্ট এবং এর সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে এবং এর জন্য আপনাকে কোনও ধরনের আগাম নোটিশ কিংবা তথ্য প্রদানে বাধ্য থাকবে না।
চতুর্থতঃ যেকোনো ধরনের প্রতারণামুলক কার্যক্রম, একই নামে একাধিক একাউন্ট এর ব্যবহার, মানি লন্ডারিং, জঙ্গি অর্থায়ন কিংবা অন্য যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এর জন্য নেটেলার একাউন্ট এর সংযোগ পাওয়া কিংবা প্রমাণিত হলে স্বয়ংক্রিয়ভাবে, প্রতিষ্ঠান নেটেলার একাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেয়ার ক্ষমতা রাখবে এবং কোনওভাবে এর জবাবদিহিতা জন্য বাধ্য থাকবে না।
লক্ষ্য করুন, উপরোক্ত এই চার্জ এবং নীতিমালা ১৩ই মার্চ ২০১৯ থেকে বাস্তবায়িত হবে। বিষয় সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই আপনাদের নিজ নিজ ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে, ইমেইল চেক করে দেখে নিন এবং প্রয়োজনে নেটেলার এর সাপোর্ট টীম এর সাথে যোগাযোগ করুন।