PDA

View Full Version : আপনি ট্রেডিং এ কোন ইনডিকেটর ব্যবহার করে সফল?



majeed
2019-01-20, 12:12 PM
এখানে বিভিন্ন ধরনের ইনডিকেটর রয়েছে ট্রেন্ড করার। উপাদান সরূপ কিছু ইনডিকেটর এর কথা কলতে পারি যেমন মুভিং এভারেজ , macd, স্টোকাস্টিক, রিলেটিভ স্ত্রেংথ ইন্ডেক্স rsi, adx, ইচিমোকু, ইত্যাদি। আপনি আপনার ট্রেডিং সিস্টেমে কোন ইনডিকেটর ব্যবহার করে সফল?

alamsat
2019-01-21, 12:33 PM
ইন্ডিকেটর নিয়ে অনেক ঘাটা ঘাটি করে দেখলাম কোন ইন্ডিকেটর আপনাকে একটানা প্রফিট করাতে পারবে না। আপনি ইন্ডিকেটরকে আপনার সহযোগী হিসাবে রাখতে পারেন কিন্তু একটানা কোন ইন্ডিকেটর এর উপর ভিত্তি করে ট্রেড করতে পারবেন না। কারন ইন্ডিকেটর সব সময় আপনাকে মার্কেটের পরবর্তী অবস্থা সম্পর্কে সামান্য ধারনা দিতে পারে কিন্তু ১০০% সঠিক সিন্ধান্ত নিতে কখনও সাহায্য করবে না। তাই কোন ইন্ডিকেটর এর উপর ভিত্তি করে ট্রেড করবেন না। আপনার ট্রেড এর সাহায্যকারী হিসাবে ইন্ডিকেটর কে রাখতে পারেন কিন্তু ইন্ডিকেটর এর উপর ভিত্তি করে কখনও ট্রেড করবেন না।

shohanjacksion
2019-01-21, 12:52 PM
আমার মতে, কোন ইন্ডিকেটর দিয়ে লাভের আশা করে কোন উপকার পাওয়া যাবেনা। তারপরেও যখন আমি ট্রেড করি তখন ইন্ডিকেটর অবশ্যই ব্যবহার করে থাকি। আমি আমার সেন্টিমেন্টাল এনালাইসিস ব্যবহার করি এবং পাশাপাশি ichimuko kinko hyo এবং MACD এ দুটি ইন্ডিকেটর একসাথে যুক্ত করে ট্রেড করে থাকি । এ দুটি ব্যবহারে আমি সন্তোষজন প্রফিট করে থাকি। ইন্ডিকেটর সব সময় আমাদের দ্বিদায় বা আমাদের ভূল পথে নিয়ে যেতে চায় কিন্তু নিজেকে একটু ঠান্ড রেখে ট্রেড করলে খুব ভাল ফলাফল পাবেন বলে আশাকরি। দীর্ঘ সময় অপেক্ষা করে যদি অল্প করে ট্রেড করে থাকেন তবে অবশ্যই ফরেক্স মার্ক থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। যারা ichimuko kinko hyo ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে থাকেন তাদের প্রায় বেশিরভাগ ট্রেডারই সফল। তবে যারা এই ইন্ডিকেটর নতুন ব্যবহার করতে চাচ্ছেন তার খুবই সাবধান। একটু খানি ভূলের কারনে আপনার সমস্ত ব্যালেন্স শূন্য হতে খুব বেশি সময় লাগবেনা।

SAGOR_HALDER944
2019-03-31, 05:34 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে অনেকগুলি ইন্ডিকেটর আছে।এক একজন ট্রেডার এক একটি ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন।তবে একজন ট্রেডার হিসেবে আমি সবসময়ই মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি।কারন এই ইন্ডিকেটরের মাধ্যমে আমি নিজে একটি স্ট্রাটেজী তৈরি করেছি।এবং সেই স্ট্রাটেজীকে কাজে লাগিয়ে ভালই ফলাফল পাচ্ছি।

Hafizfx
2019-03-31, 09:21 PM
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় আপনাকে কিছু ইন্ডিকেটর এর সাহায্য নিয়ে ট্রেড করতে হবে। কারন মার্কেট এর পরবর্তী অবস্থান জানার জন্য ইন্ডিকেটর বেশ ভাল সিগনাল প্রদান করে থাকে। এ জন্য মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য মুভিং এ্যাভারেজ এবং ইন্ট্রি নেওয়ার জন্য স্টোকাস্টিক অস্কিলেটর ব্যবহার করে ট্রেড করতে পারলে বেশিরভাগ ট্রেডে লাভ করতে পারবেন এ ছাড়াও অনেক অনেক ইন্ডিকেটর আছে যার মাধ্যমে আপনি দক্ষ হতে পারলে অবশ্যয় ভাল প্রফিট করতে পারবেন।