PDA

View Full Version : অনলাইন সাবস্ক্রিপশন ব্যবসা



SaifulRahman
2019-01-20, 05:31 PM
আধুনিক যুগে অনেক ক্রেতাই এখন বাইরে গিয়ে কেনাকাটার ঝক্কি পোহাতে চান না। তারা ঘরে বসেই চাহিদা কোন নির্দিষ্ট পণ্য যেমন খাবার, গৃহস্থালিসহ অন্যান্য পণ্য সাবস্ক্রিপশন করে পুনরায় পেতে চান। ফলে অনলাইন সাবস্ক্রিপশন সার্ভিস ব্যবসা একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। কেননা যখন কোনো ক্রেতার পণ্য শেষ হয়ে যায়, তখন তারা পরবর্তী এই সাবস্ক্রিপশন সার্ভিস দিয়ে পণ্যের ক্রয়াদেশ টেক্সটের মাধ্যমে জানিয়ে দিতে পারেন! গ্রাহকরা যখন গৃহস্থালি পণ্য পুনরায় সরবরাহের জন্য সাইনআপ করেন, তখন অনলাইন রিভিউয়ে লেখেন। ফলে নতুন ব্যবহারকারী এটা সম্পর্কে আরো বেশি জানতে পারেন।

SaifulRahman
2019-04-21, 11:33 AM
7601
ভারতের অনলাইন খুচরা বাজারের আকার দিন দিন বাড়ছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে দেশটির এ বাজারের আকার ১৭ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। বর্তমানে ভারতে সংগঠিত খুচরা বাজারের ২৫ শতাংশ অনলাইনের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ অর্থবছরের মধ্যে তা বেড়ে ৩৭ শতাংশে দাঁড়াবে। বর্তমানে দেশটির অনলাইন খুচরা বাজারের আকার ১ হাজার ৮০০ কোটি ডলার। ২০৩০ অর্থবছরের মধ্যে অনলাইন ক্রেতাপ্রতি ব্যয় ১২ হাজার ৮০০ রুপি থেকে বেড়ে ২৫ হাজার ১৩৮ রুপিতে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রনিকস ও অ্যাপারেল খাতে ব্যয়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। সেলফোনসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের অনলাইন বাজার এরই মধ্যে প্রথাগত খুচরা বিক্রির বাজারকে দখল করে ফেলেছে। ব্যাপক ছাড় ও ক্যাশ ব্যাক দেয়ার ফলেই এসব পণ্যের অনলাইন বাজার এতটা সম্প্রসারিত হয়েছে।