View Full Version : ফরেক্স ট্রেডিং এর মুলসুত্র কিভাবে খুজে বের করব?
majeed
2019-01-20, 06:07 PM
ফরেক্স ট্রেডিং এ শিখার কোন শেষ নেই। একটি স্ট্রাটেজি নিয়ে বা একটি ইন্ডিকেটর নিয়ে এই মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে পরবে। তাই আমাদের উচিৎ এই মার্কেট সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রতিদিন ঘটে যাওয়া নানা ঘটনার ব্যাপারে তৎপর হওয়া। এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এবং মার্কেটের প্রতিদিনের আচরণের মুলসুত্র খুজে বের করতে হবে যার জন্যে দরকার অধ্যাবসায়ী এবং আরো জানার মনোভাব।
alamsat
2019-01-21, 11:08 AM
হ্যা ফরেক্স মার্কেট সম্পর্কে জানাটা অনেক কষ্টের ব্যাপার কিন্তু যদি আপনি নিয়মিত প্রাকটিস করার মাধ্যমে একটি স্টাটেজি তৈরি করতে পারেন এবং সেই মতে নিয়মিত ট্রেড করতে থাকেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনি ফরেক্স থেকে প্রফিট নিতে পারছেন। আপনি অনলাইনে সার্চ করে বিভিন্ন জনপ্রিয় স্টাটেজি সম্পর্কেও সহজে এবং অল্প সময়ে জানতে পারবেন। এমন একটি জনপ্রিয় স্টাটেজি হল প্রাইজ এ্যাকশন স্টেটেজি। এই স্টাটেজি নিয়েও আপনি ভাল ভাবে আয়ত্ব করতে পারলে আশা করা যাই এই স্টাটেজির মাধ্যমে ভাল লাভ করতে পারবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.