PDA

View Full Version : মাস্টারকার্ড বনাম ভিসাকার্ড



SumonIslam
2019-01-20, 06:09 PM
ভিসা ও মাস্টারকার্ড কার্ড প্রায় একই ধরনের সুযোগ সুবিধা সুবিধা দিলেও কার্ড দু’টির মধ্যে একটু তফাৎ রয়েছে। ভিসা কার্ড দুই লেয়ারে সেবা দেয়- বেস লেভেল এবং ভিসা সিগনেচার। মাস্টারকার্ড ক্রেডিট কার্ড তিন লেয়ারে সেবা দেয়- বেস, ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড এলিট।
মাস্টার কার্ড ক্রেডিট কার্ড একটি বাড়তি সুবিধা দেয় - প্রাইস প্রোটেকশন (অর্থাৎ, আপনি যদি আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে কোন পণ্য কেনেন এবং কেনার ৬০দিনের মধ্যে ওই পণ্যের বাজারমূল্য কমে যায় তাহলে আপনার ক্রেডিট কার্ড এই দাম অ্যাডজাস্ট করার চেষ্টা করবে), তবে এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যদিও ভিসা ক্রেডিট কার্ড এই সুবিধা দেয় না, এখন কিছু কিছু ভিসা কার্ড ইস্যুকারী কোম্পানি প্রাইস প্রোটেকশন দেয়ার প্রতিশ্রুতি দেয়। কার্ড এর উপর আসলে কোন ধরনের সুযোগ সুবিধা নির্ভর করে না। এই কোম্পানি দু’টি শুধুমাত্র ট্রানজ্যাকশন নিয়ন্ত্রন করে, বাদবাকি সুবিধাগুল সম্পূর্ণই কার্ড ইস্যুকারী ব্যাংকের উপর নির্ভর করে।

BDFOREX TRADER
2019-05-14, 04:15 PM
EBL Aqua মাস্টার কার্ড দিয়ে ডিপোজিট করেছিলাম কিন্তু মাস্টার কার্ড দিয়ে ডিপোজিট ও উইড্রো করলে এক এক ব্রোকার হাউজের এক এক নিয়ম রয়েছে, xm global এর নিয়ম হচ্ছে visa /master card থেকে ডিপোজিট করলে আপনি কেবল ডিপোজিট এর সমপরিমাণ টাকা তুলতে পারবেন, কিন্তু ডিপোজিট সহ প্রফিট তুলতে পারবেন না।েএছাড়া ইন্টাফরেক্স ব্রেকারের আলাদা মার্স্টারকার্ড রয়েছে। এটা দিয়ে ডিপোজিট ও এবং প্রফিট দুটাই উইড্রো করা যায়।