PDA

View Full Version : ট্রাম্প-কিম শীর্ষ সম্মেলন: ফেব্রুয়ারীর শেষের দিকে দ্বিতীয় বৈঠক



jasminbd
2019-01-20, 06:12 PM
ট্রাম্প-কিম শীর্ষ সম্মেলন: ফেব্রুয়ারীর শেষের দিকে দ্বিতীয় বৈঠক

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারীর শেষ নাগাদ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দ্বিতীয় শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচক কিম ইয়ং-চোল সাক্ষাতের পর এই ঘোষণাটি করা হয়। গত জুনে সিঙ্গাপুরে তাদের ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের পর থেকে দ্বন্দ্বের কিছুটা অবসান হয়। তবে নতুন শীর্ষ সম্মেলনের জন্য কোনও স্থান এখনো নির্ধারণ করা হয়নি।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানান, ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং দ্বিতীয় সম্মেলন নিয়ে কিম ইয়ং চোলের সঙ্গে দেড় ঘণ্টা আলোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যাশিত সম্মেলনটি ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।’ বৈঠকের স্থান সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানান স্যান্ডার্স। শুক্রবারের বৈঠকে চোল ট্রাম্পকে উত্তরের নেতা কিমের একটি চিঠি দিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। চিঠিতে পরবর্তী বৈঠকের আহ্বান জানাতে পারেন কিম।
7003