PDA

View Full Version : ফরেক্স কর্মশালা পর্ব-১



Traderboy
2019-01-20, 10:45 PM
আমি ধারাবাহিকভাবে ট্রেডিং সাইকোলজিসহ কিছু প্রফিটেবল ট্রেডিং সিস্টেম নিয়ে আলোচনা করব। লেখায় কোন ভুল পেলে অবশ্যই জানাবেন।

কিছু প্রারম্ভিক টিপস নতুনদের জন্যঃ



বিশ্ববিদ্যালয় পড়ুয়া যারা রয়েছেন তারা প্রথম বর্ষ থেকে পার্টটাইম কোন কাজ করার পাশাপাশি ফরেক্স শেখা শুরু করতে পারেন। এটার ফলে হবে কি এক জায়গায় যেমন কাজের অভিজ্ঞতা বাড়বে তেমনি নতুন একটা জিনিস শেখাও হয়ে যাবে।
সব সময় ফরেক্স ট্রেডিংকে রাখতে হবে চাপমুক্ত। তাহলে দেখবেন ট্রেড করলেও কোন রকম প্রেসার অনুভব করবেন না।
অনেক ট্রেডার রয়েছে যারা ভালো এনালাইসিস পারলেও সেটার সঠিক প্রয়োগ তাদের রিয়েল লাইফ ট্রেডিংয়ে লাগাতে পারেন না। এজন্য দেখা যায় আলটিমেট লসের মুখ দেখতে হয়।
ফরেক্স ট্রেডিং থেকে কত আয় হবে কত অথবা কোন টার্গেট রেখে ট্রেড করা থেকেও আপনাকে বিরত থাকতে হবে।
ছাত্র জীবন থেকে মানি ম্যানেজমেন্ট এর শিক্ষাটা কাজে লাগাতে হবে। তাহলে ফরেক্স ট্রেডিংএ আপনার ডিপোজিটকৃত ডলারের সঠিক অর্থ ব্যবস্থাপনা করতে সক্ষম হবেন। সোজা জিনিস সোজাভাবে চিন্তা করবেন, আপনার কাছে ১০ টাকা আছে। এটা দিয়েই ব্যবসা করতে পারবেন যদি ২ টাকা রিস্কে রেখে ব্যবসা করা শিখতে পারেন।
অতি লোভে তাতী নষ্ট। কখনোই লোভে পড়া যাবে না।
প্রতি সপ্তাহ না হোক দুসপ্তাহ পরপর হলেও প্রফিট উইথড্র করার অভ্যাস গড়ে তুলতে হবে। আর লস হলেও ভেঙে পড়া চলবে না।
অন্যের ট্রেডিং সিস্টেমের পেছনে দৌড়ানো যাবে না। নিজের ট্রেডিং সিস্টেম গড়ে তুলার চেষ্টা করতে হবে।



আগামী পর্বের লেখা শীঘ্রই প্রকাশ করব। আপনাদের মতামত আশা করছি।
ধন্যবাদ।

alamsat
2019-01-21, 10:51 AM
ভাই আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং সাথে সাথে আপনার সুন্দর প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। আসলে ফরেক্স এ জানার কোন শেষ নেই তাই অনেকে ফরেক্স নিয়ে আলোচনা করে কিছু দিন পরে আর আলোচনা করে না। আপনার কাছ থেকে আমি সেটা আশা করি না। আপনার প্রতি আমার অনুরোধ ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারনা থেকে শুরু করে এক্সপার্ট লেভেল পর্যন্ত ধারনা দেওয়ার জন্য চেষ্টা করবেন। একজন নতুন ট্রেডার যেন শুধুমাত্র আপনার লেখাগুলি পড়েই ফরেক্স সম্পর্কে শুধু মৌলিক জ্ঞান অর্জন নয় বরং ভাল মানের একজন ট্রেডার হতে পারে। আপনার জন্য দোয়া রহিল।

Traderboy
2019-01-21, 01:58 PM
ভাই আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং সাথে সাথে আপনার সুন্দর প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। আসলে ফরেক্স এ জানার কোন শেষ নেই তাই অনেকে ফরেক্স নিয়ে আলোচনা করে কিছু দিন পরে আর আলোচনা করে না। আপনার কাছ থেকে আমি সেটা আশা করি না। আপনার প্রতি আমার অনুরোধ ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারনা থেকে শুরু করে এক্সপার্ট লেভেল পর্যন্ত ধারনা দেওয়ার জন্য চেষ্টা করবেন। একজন নতুন ট্রেডার যেন শুধুমাত্র আপনার লেখাগুলি পড়েই ফরেক্স সম্পর্কে শুধু মৌলিক জ্ঞান অর্জন নয় বরং ভাল মানের একজন ট্রেডার হতে পারে। আপনার জন্য দোয়া রহিল।

বিভিন্ন কারনে হয়ত অনেকে লেখালেখি করে না ফোরামে। আর যারা প্রফিটেবল তাদের বাড়তি সময় বের করে লেখালেখি করা আরো দুস্কর। ট্রেডিং করার পাশাপাশি সবাই যদি আমরা সবার চিন্তা চেতনা এখানে প্রকাশ করি তাহলে সবাই বিশেষকরে নতুনরা খুব বেশি উপকৃত হবে। আশা করব আমার মত আপনিসহ ফোরামের সবাই লেখালেখি অব্যাহত রাখুক। পোস্টিং বোনাস নয় যেন লেখালেখি হয় অভিজ্ঞতা বাড়ানোর জন্য।