PDA

View Full Version : Usdmxn পেয়ারের ট্রেডিং কন্ডিশন



Montu Zaman
2019-01-21, 03:19 PM
Usdmxn পেয়ারটির সাপ্তাহিক চার্ট খেয়াল করলে আমরা দেখতে পাই, এটি দীর্ঘদিন ধরে একটি চ্যানেল কন্টিনিউ করে আসছে এবং সম্প্রতি চ্যানেলটি সরু হয়ে ক্লোজিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছে। চার্টটি ভালোমত খেয়াল করলে আমরা দেখতে পাই অতীতে বেশ কয়েকবার পেয়ারটি চ্যানেলের আপ লাইনে বাধা পেয়ে ফিরে এসেছে এবং বেশ কয়েকবার বটম লাইনে বাধা পেয়ে ফিরে গেছে। অতি সম্প্রতি পেয়ারটি আবারো চ্যানেলের বটম লাইনে বাধা পেয়ে বুলিশ সাইন দিয়ে পিনবার ক্রিয়েট করে আপ হবার চেষ্টা করছে। তাই, আশা করা যাচ্ছে যদি পেয়ারটি বটম লাইন ব্রেক করে এর কাছাকাছি সাপোর্টের নিচে স্ট্যাবল হতে না পারে তবে পেয়ারটি বর্তমান পজিশন থেকে চ্যানেলের মধ্যেকার পরবর্তী রেজিস্ট্যান্স 19.9000 এর কাছাকাছি বা তার ও উপর পর্যন্ত আপ হতে পারে ।
7009
বর্তমানে পেয়ারটি 19.0740 অবস্থানে আছে। পেয়ারটিতে চ্যানেলের বটম লাইনের কাছাকাছি এরিয়া থেকে বাই মুডে থাকা যেতে পারে । সেক্ষেত্রে প্রাথমিক টার্গেট হবে 19.9000 এরিয়ার কাছাকাছি এবং স্টপ হবে বটম চ্যানেলের নিচের সাপোর্ট এরিয়ার একটু নিচে 18.3800 এরিয়ার কাছাকাছি। usdmxn পেয়ারটি 18.8500 থেকে 19.0000 এর মধ্যে বাই করুন, যেখানে sl 18.3800 এবং tp 19.9000 এর বেশি