PDA

View Full Version : ইউএই ও সৌদি আরব যৌথভাবে ক্রিপ্টোকারেন্সি চালু করবে!



Tofazzal Mia
2019-01-21, 03:23 PM
সৌদি-আমিরাতি সমন্বয় কমিটির নির্বাহী কমিটি আবু ধাবিতে তাদের প্রথম বৈঠকে ক্রিপ্টোকারেন্সি চালুর বিষয়ে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে একমত হয়েছে। আন্তঃসীমান্তীয় ওই ডিজিটাল মুদ্রাটি পরীক্ষামূলকভাবে মূলত ব্যাংকগুলোতে চালু করা হবে। আন্তঃসীমান্ত পর্যায়ের লেনদেনে ব্লকচেইন প্রযুক্তির বোঝাপড়ায় তা কাজে লাগতে পারে। এছাড়া মুদ্রানীতির ক্ষেত্রে কেন্দ্রীয় মুদ্রার প্রভাব কী, প্রকল্পটি তা নির্ধারণ করবে।

SumonIslam
2019-01-28, 04:16 PM
http://bonikbarta.net/bangla/uploads/news/2019/01/base_1548069092-e88t2hei.jpg
সৌদি আরব ও আমিরাতে ভবিষ্যতে দুটি দেশের মধ্যে বিমান চলাচল খাত ও ক্ষুদ্র এবং মাঝারি খাতে উদ্যোক্তারা যাতে ক্রিপ্টোকারেন্সি ে লেনদেন করতে পারেন সেজন্যে এই নতুন ক্রিপ্টোকারেন্সি চালুর ব্যাপারে নীতি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আল-আরাবিয়া এই দুটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান মজবুত করার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রথমবারের মতো ভ্যাট চালু করেছে। দেশ দুটিতে অধিকাংশ পণ্য এবং সেবার ক্ষেত্রে এখন থেকে ৫ শতাংশ হারে ভ্যাট কার্যকরী হবে। মুলত তেলের দাম কমে যাবার কারণে দেশ দুটি অন্যান্য সূত্র থেকে তাদের আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

nurulazim
2019-09-23, 11:39 PM
সৌদি-আমিরাতি সমন্বয় কমিটির নির্বাহী কমিটি আবু ধাবিতে তাদের প্রথম বৈঠকে ক্রিপ্টোকারেন্সি চালুর বিষয়ে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে একমত হয়েছে। আন্তঃসীমান্তীয় ওই ডিজিটাল মুদ্রাটি পরীক্ষামূলকভাবে মূলত ব্যাংকগুলোতে চালু করা হবে। আন্তঃসীমান্ত পর্যায়ের লেনদেনে ব্লকচেইন প্রযুক্তির বোঝাপড়ায় তা কাজে লাগতে পারে। এছাড়া মুদ্রানীতির ক্ষেত্রে কেন্দ্রীয় মুদ্রার প্রভাব কী, প্রকল্পটি তা নির্ধারণ করবে

Fxxx
2020-03-31, 08:31 PM
যদিও বিষয়টা আমি শুনেছি তবে এ সম্পর্কে এখনো ডিটেইলস দেখা হয়নি। তবে আপনার কাছ থেকে যতটুকু জানতে পারলাম তাতে ভালো লাগলো। সামনে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো।

sagar0835
2020-08-28, 09:43 PM
ইইউ তে বিটকয়েনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
আর প্রভাবে পাশের দেশগুলো প্রভাবিত হচ্ছে।